কুলির পোশাকে ধরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সকালে বিহারের আনন্দবিহার স্টেশনে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানকার কুলিদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানেন ওয়ানাড়ের সাংসদ। এরপরই তাঁকে দেখা যায় কুলিদের সুপরিচিত সেই লাল পোশাক গায়ে দিতে। সেই পোশাকে ৭৫৬ নং ব্যাচও পরেন তিনি। তাঁকে এই রূপে দেখে খুশি জাহির করেন আনন্দবিহার স্টেশনের কুলিরা।
2023-09-21 13:27:10প্রয়াত থ্রি ইডিয়ট খ্যাত অভিনেতা অখিল মিশ্র। বয়স হয়েছিল ৫৮ বছর। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন উচ্চতা থেকে পড়ে গিয়ে জখম হয়েছিলেন। একাধিক জনপ্রিয় সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ডন, গান্ধী মাই ফাদারের মতো চলচিত্রের পাশাপাশি উত্তরন, হাতিম, উড়ান ও সিআইডির মতো সিরিয়ালেও অভিনয় করেছেন। আমির খানের ব্লকবাস্টার থ্রি ইডিয়টস সিনেমায় লাইব্রেরিয়ান দুবের চরিত্রে তাঁর অভিনয় খুবই জনপ্রিয় হয়েছিল।
2023-09-21 13:24:08কানাডার সঙ্গে চলতি কূটনৈতিক সংঘাতের আবহে বড় সিদ্ধান্ত নিল ভারত। অনির্দিষ্ট কালের জন্য কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে কানাডায় অনলাইন ভিসা সংক্রান্ত সহযোগিতা প্রদানকারী একটি সংস্থার ওয়েবসাইটে।
2023-09-21 13:15:15এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগর পুরসভার দিকে নজর সিবিআইয়ের। আজ, ২১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অবধি পুরসভার ২৬ জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগেই বরানগর, কামারহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। তবে একসঙ্গে এতজন পুরকর্মীকে তলব এই প্রথম।
2023-09-21 12:57:14মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুর থেকে দুই বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিস। জায়গাটি ঘিরে রাখা হয়েছে বলে খবর পুলিস সূত্রে। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। কে বা কারা ওখানে বোমা রেখে গিয়েছে তার তদন্তে নেমেছে সামশেরগঞ্জ থানার পুলিস।
2023-09-21 12:29:40খলিস্তানপন্থী কুখ্যাত গ্যাংস্টার সুখদোল সিং ওরফে সুখা দুনেকের খুনের দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। জেলবন্দি এই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনের মূলচক্রী হওয়ার অভিযোগ রয়েছে। জেলে থাকাকালীন বলিউড তারকা সালমান খানকে খুনের হুমকি দিয়েও শিরোনামে এসেছিল লরেন্স। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে লরেন্সের গ্যাং সুখদোল সিংকে খুনের দায় স্বীকার করেছে বলে খবর। যদিও তা সত্যি কিনা তা এখনও স্পষ্ট নয়।
2023-09-21 12:00:32চলন্ত ট্যাক্সিতে ধর্ষণ করা হল এক নাবালিকাকে। ১৪ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইতে। অভিযুক্তদের চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
2023-09-21 11:57:00উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে গ্রেপ্তার হুগলির কুখ্যাত দুষ্কৃতী অমিত ঘোষ। সোদপুরের রাসমণি রোড এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে ২টি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে খবর পুলিস সূত্রে।
নাগাল্যান্ডের সেমিনায়ু জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ল গাড়ি। যার জেরে চালক সহ ৮ জনের মৃত্যু হয়ছে বলে খবর। খবর পেয়ে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নামলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি বেশ কিছুটা হিঁচড়ে নিয়ে যাওয়ার পর গাড়িটি খাদে পরে যায়।
2023-09-21 11:26:58আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। আজ সারাদিন তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। সারাদিনই মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন নিম্নচাপের কারণে লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় ২৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
2023-09-21 10:42:52চলন্ত ট্যাক্সিতে ধর্ষণ করা হল এক নাবালিকাকে। ১৪ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইতে। অভিযুক্তদের চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
2023-09-21 11:57:00উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে গ্রেপ্তার হুগলির কুখ্যাত দুষ্কৃতী অমিত ঘোষ। সোদপুরের রাসমণি রোড এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে ২টি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে খবর পুলিস সূত্রে।
নাগাল্যান্ডের সেমিনায়ু জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ল গাড়ি। যার জেরে চালক সহ ৮ জনের মৃত্যু হয়ছে বলে খবর। খবর পেয়ে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নামলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক ট্রাকটি বেশ কিছুটা হিঁচড়ে নিয়ে যাওয়ার পর গাড়িটি খাদে পরে যায়।
2023-09-21 11:26:58আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। আজ সারাদিন তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। সারাদিনই মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন নিম্নচাপের কারণে লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় ২৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
2023-09-21 10:42:52কানাডায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফের এক খলিস্তানপন্থী ‘জঙ্গি’র মৃত্যু। কানাডার উইনিপেগ এলাকায় সুখদোল সিং ওরফে সুখা দুনেকের একটি গ্যাং ওয়ারে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মোগা জেলার অন্যতম কুখ্যাত গ্যাংয়ের সদস্য ছিল সে। তার পাশাপাশি প্রকাশ্যে খলিস্তানের দাবির জোরালো সমর্থকও ছিল। উল্লেখ্য, খলিস্তানপন্থী হরজিত সিং নিজ্জরও এই বছরের জুন মাসে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলায় প্রাণ হারায়। তার মৃত্যুর পিছনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের হাত রয়েছে বলে দাবি করেন। যাকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সংঘাত এখনও চলছে।
2023-09-21 10:27:44এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে ২ উইকেটে ১৫ ওভারেই ১৭৩ রানের পাহাড় দাঁড় করায় ভারত। মালয়েশিয়া দ্বিতীয় ইনিংসে খেলতে নামলেও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট বেশি থাকার কারণে সেমি ফাইনালে পৌঁছে গেলেন শেফালি-জেমাইমারা।
2023-09-21 10:14:00কলকাতার নাগেরবাজারের নয়াপট্টি এলাকার একটি বাগানবাড়ি থেকে এক সত্তোরোর্ধ্ব ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য(৭২)। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধ ফোন না ধরায় উদ্বিগ্ন পরিজনরা তাঁর বাগানবাড়িতে পৌঁছন। সেখানে তীব্র দুর্গন্ধ ও সদর দরজায় তালা দেখে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে বাইরে থেকে তালা দেওয়া কেন! এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
2023-09-21 10:09:51গতকালই লোকসভায় বিপুল সমর্থনের সঙ্গে পাশ হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। আজ বিলটি রাজ্যসভাতেও পেশ হওয়ার কথা। বিরোধীদের সমর্থন থাকায় সংসদের উচ্চকক্ষেও এটি সহজেই পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপর তা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। যদিও আইনটি পাশ হলেও তা এখনই কার্যকরী হচ্ছে না। জনগণনা ও ২০২৬ সালের পুনর্বিন্যাসের পরই এই আইনটি লাগু করা হবে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। এছাড়াও এই আইনে ওবিসি ও তপশীলী জাতি-উপজাতির মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের উল্লেখ না থাকার কারণেও আপত্তি জাহির করেছে বিরোধী দলগুলি।
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে মাত্র ১৫ ওভারেই ১৭৩ রানের পাহাড় ছুঁল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টির কারণে চীনের হ্যাংঝাউয়ের পিংফেং ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার মেয়েরা। বৃষ্টির কারণে ১৫ ওভারের ইনিংস খেলবে দুই দলই। প্রথমে ব্যাট করতে নেমেই ঝোড়ো ইনিংস খেলেছে ভারত। ২ উইকেটি হারিয়ে ভারতের স্কোর ১৭৩। শেফালি ভার্মা ৩৯ বল খেলে ৬৭ রান করেন। জেমাইমা রড্রিগেজ ৪৭ রানে নট আউট হিসেবে মাঠ ছাড়েন। মালয়েশিয়া ব্যাট করতে নামলেও কিছুক্ষণের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, প্রায় ৯ বছর পর ফের এশিয়ান গেমসে ক্রিকেট ফিরেছে।
2023-09-21 09:39:00খলিস্তানপন্থী হরজীত সিং নিজ্জরের হত্যা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের তিক্ততা চরমে পৌঁছেছে। সেই কূটনৈতিক সংঘাতের আবহেই কানাডায় প্রবাসী ভারতীয়দের জন্য একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছিল ভারতের বিদেশমন্ত্রক। সেই সতর্কবার্তা দেশে ও দেশের বাইরের নাগরিকদের বলা হয়েছিল কানাডায় ভারত বিরোধী মনোভাব ও বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধি পাওয়ায় সেখানে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে। আজ ভারতের সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছে কানাডা সরকার। সেই দেশের জনসুরক্ষা মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক জানিয়েছেন কানাডা একটি নিরাপদ দেশ।
2023-09-21 09:21:00স্পেনের সফল সফরের পর এবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে পৌঁছলেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ভোরবেলা দুবাইয়ের মাটি স্পর্শ করে মুখ্যমন্ত্রীর বিমান। দুদিন সেখানেই কাটাবেন তিনি। সেখানে একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও এখানেও তিনি প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর। মাদ্রিদ ও বার্সেলোনার পর দুবাইয়ের শিল্পমহলকেও বাংলায় লগ্নি করার আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী।
2023-09-21 08:45:00নকল নয়, এক সময় সত্যিই প্রাণ ছিল দেহগুলিতে। মেক্সিকোতে প্রদর্শিত দু’টি দেহাবশেষ নিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন চিকিত্সকরা। সেইসঙ্গে দেহ দু’টি অন্য গ্রহের প্রাণী বা এলিয়েন কি না, সেই জল্পনাও উস্কে দিয়েছেন তাঁরা। মেক্সিকোর হেল্থ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জোসে জালেস বেনিটেজের নেতৃত্বাধীন ওই টিম জানিয়েছে, দশ লক্ষের বেশি নমুনার সঙ্গে এগুলির ডিএনএ মিলিয়ে দেখা হয়েছে। কিন্তু, পৃথিবীর কোনও প্রাণীর সঙ্গে তার মিল পাওয়া যায়নি। একইসঙ্গে কঙ্কালগুলি ভুয়ো বলে যে দাবি উঠেছে তাও খারিজ করে দিয়েছে গবেষক দল। তাদের দাবি, এই কঙ্কালগুলি মোটেই নকল নয়। তেমন কোনও প্রমাণও মেলেনি। এমনকী একটির তলপেটে বড় মাংসপিণ্ডেরও দেখা মিলেছে। যা ডিম বলেই অনুমান বিশেষজ্ঞদের। তাদের এই দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে সাংবাদিক জোসে জেইম মউসানের নেতৃত্বে এক প্রদর্শনীতে দেহবশেষগুলি দেখানো হয়। মউসান দাবি করেন, এগুলি জীবজগতের বিবর্তনের কোনও নমুনা নয়। সম্পূর্ণ পৃথক প্রাণী। পৃথিবীর সঙ্গে এদের কোনও যোগ নেই। অর্থাত্ এরা ভিন গ্রহের প্রাণী—এলিয়েন। দিন কয়েক আগে অনেকটা মানুষের মতো দেখতে ‘এলিয়েনদের’ দেহাবশেষগুলও মেক্সিকোর কংগ্রেসেও প্রদর্শিত হয়। তারপরই তাদের ‘পরিচয়’ নিয়ে তুমুল জল্পনা ছড়িয়ে পড়ে। তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রকৃত তথ্য খতিয়ে দেখতে একগুচ্ছ পরীক্ষা করেন চিকিত্সকরা। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক শান্তি দিবস
১৭২৬: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়
১৭৮৯: যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা
১৮৬১: ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভিকাজী রুস্তম কামার জন্ম
১৮৬৬: ব্রিটিশ সাংবাদিক, ঐতিহাসিক ও লেখক এইচ জি ওয়েলসের জন্ম
১৯৩২: বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন
১৯৩৪: জাপানের হনসুতে টাইফুনের তাণ্ডব, মৃত ৩ হাজার ৩৬ জন
১৯৪০: বিশিষ্ট সাঁতারু আরতি সাহার জন্ম
১৯৪৭: মার্কিন লেখক স্টিফেন কিংয়ের জন্ম
১৯৪৮: হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা
১৯৫০: প্রাক্তন ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম
১৯৫৮: বিশিষ্ট অভিনেত্রী মহুরা রায়চৌধুরির জন্ম
১৯৭৯: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের জন্ম
১৯৮০: অভিনেত্রী করিনা কাপুর খানের জন্ম
১৯৮১: অভিনেত্রী রিমি সেনের জন্ম
১৯৯৩: সংবিধানকে অস্বীকার করে রাশিয়ায় সাংবিধানিক সংকট তৈরি করলেন তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন
২০০৭: রিজওয়ানুর রহমানের মৃত্যু
২০১৩: কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্ট গেট শপিং মলে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে ৬৭
২০২০: বিশিষ্ট বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু
২০২২: কলকাতায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয়
মেষ: কর্মকেন্দ্রিক দূর গমনের ব্যস্ততা।
বৃষ: গঠনমূলক কর্মে মুন্সিয়ানা ও সম্মানপ্রাপ্তি।
মিথুন: অহঙ্কারী আচরণে ও বাক্যে শত্রু বাড়বে।
কর্কট: অর্থলাভ ও অর্থ সঞ্চয় যোগ আছে।
সিংহ: বিশেষ কোনও কর্মসাফল্যে উচ্চ কর্তৃপক্ষের আস্থা অর্জন।
কন্যা: আর্থিক উন্নতির যোগ।
তুলা: দীর্ঘমেয়াদি লগ্নি থেকে ধন লাভ হতে পারে।
বৃশ্চিক: শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে।
ধনু: পেশায় উন্নতি।
মকর: কর্মোন্নতি হবে।
কুম্ভ: কাজকর্মে ভালো কোনও সুযোগ পেতে পারেন।
মীন: কর্মে সুনাম।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
দিল্লির বাওয়ানা এলাকার একটি কারখানায় আজ সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম অবস্থায় ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস।
মুর্শিদাবাদের ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়ে বলে অভিযোগ। তার জেরে ভগবানগোলা তৃণমূল পার্টি অফিসের সামনের রাস্তা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দুই পক্ষই পরস্পরের উপর লাঠি, বাঁশ, ইট দিয়ে হামলা চালায়। ঘটনায় মাথা ফেটেছে কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখের। জখম আরও কয়েকজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে যায়।
2023-09-20 15:35:09ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। তার বাড়ি দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড এলাকায়। আজ, বুধবার ভিআইপি লাগোয়া একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।
2023-09-20 15:34:29কল্যাণীর জিআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল আবাসিক ও স্থানীয়দের মধ্যে গণ্ডগোলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে আজ, বুধবার কল্যাণীর এ-৫ এলাকায়। গোলমালের জেরে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা। গণ্ডগোলের ফলে কয়েকজন আহতও হয়েছেন। তাঁদের জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইট ছোড়ার পাশাপাশি একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করার অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। আবাসিক পড়ুয়াদের হোস্টেলে ঢুকিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয়দের ছত্রভঙ্গ করতে পুলিসকে লাঠিচার্জ করতেও দেখা যায়। দু'দিন ধরেই দুই পক্ষের মধ্যে অশান্তি চলছে বলে জানা গিয়েছে। একে অপরের বিরুদ্ধে কটুক্তি করার জন্যই মূলত এই পরিস্থিতি বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিস কয়েকজনকে আটক করেছে।
2023-09-20 15:26:11আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিন সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে। একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০২.৪ মিমি। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
2023-09-20 10:58:00মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিস সূত্রে খবর, দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করেই ভাসাইপাইকর এলাকায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনাটি ঘটে।
কেন দীর্ঘদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন বন্ধ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। এবার জানা যাচ্ছে যে, সংসদের বিশেষ অধিবেশন মেটার পরেই ফের দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেনের উদ্বোধনে ঝাঁপাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একটি নয়। এই পর্বে একসঙ্গে ন’টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করতে পারেন মোদি। এবং এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলার উপর। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর, রবিবার হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি রুটে দু’টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহল বলছে, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার মানুষের মন জিততে মরিয়া মোদি সরকার। সেই কারণেই বাংলার রুটে একসঙ্গে দুটো বন্দে ভারত এক্সপ্রেস চালু করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে বাংলার মোট তিনটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। হাওড়া-এনজেপি, হাওড়া-পুরী এবং এনজেপি-গুয়াহাটি। ২৪শে প্রাথমিকভাবে ছ’টি রুটের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। সেগুলি হল হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি, ইন্দোর-জয়পুর, জয়পুর-উদয়পুর, পুরী-রাউরকেল্লা এবং জয়পুর-চণ্ডীগড়। চলতি বছরেই দেশের পাঁচটি রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। সম্ভাব্য রুট থেকে দেখা যাচ্ছে, অধিকাংশই বেছে নেওয়া হয়েছে ভোটমুখী রাজ্যকে মাথায় রেখে। বর্তমানে সারা দেশের মোট ২৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালাচ্ছে রেলমন্ত্রক। প্রধানমন্ত্রীর ঘোষণামতো দেশের ৭৫টি প্রান্ত থেকে বন্দে ভারত চালানোর টার্গেট পূরণ করতেই আপাতত মরিয়া রেল বোর্ড।
2023-09-20 10:06:59ক্রিকেট বিশ্বকাপে বিশিষ্ট অতিথির মর্যাদা দেওয়া হল সুপারস্টার রজনীকান্তকে। বিসিসিআই সচিব তাঁকে দিলেন গোল্ডেন টিকিট। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অভিনয় দক্ষতায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন রজনীকান্ত। বিশ্বকাপে তাঁকে অতিথি হিসেবে ঘোষণা করতে পেরে আমরা গর্বিত।’
2023-09-20 09:55:53এশিয়া কাপে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিং করেছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ব্যাট হাতে ভরসা জোগাতে পারেননি। আর সেটাই চিন্তায় রাখছে প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। তিনি বলেছেন, ‘যে কোনও দিন, যে কোনও পিচে জাদেজা ১০ ওভার বোলিংয়ের ক্ষমতা ধরে। ও অসাধারণ ফিল্ডারও। তবে সাত নম্বরে বড় রান করতে হবে ওকে। মাত্র ছয় ব্যাটারে মাঠে নামলে চলবে না।’
2023-09-20 09:42:02কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ। স্বাস্থ্যের পর্যবেক্ষণ রিপোর্টও ভালো। তাই, আর ছোট জায়গায় নয়, একটু বড় পরিসরে ছাড়া হল কুনো জাতীয় উদ্যানের দুই পুরুষ চিতাকে। ‘বায়ু’ ও ‘অগ্নি’ নামে ওই দুই চিতা এখন থেকে খেলে বেড়াবে পার্কের বড় এনক্লোজারে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৭ জুন থেকে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। রবিবার সন্ধ্যায় ওই এনক্লোজারে (বোমা) ছাড়া হয়েছে বলে জানিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। সেখানে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর দু’টি চিতাকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ন্যাশনাল চিতা অ্যাকশন প্ল্যান’-এর এক বছর পূর্ণ হয়েছে।
2023-09-20 09:05:15মঙ্গলবার গণেশ চতুর্থীতে দেশের আটটি শহরে জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করল রিলায়েন্স। মুম্বই, দিল্লি, চেন্নাই, পুনে, হায়দরাবাদ, আমেদাবাদ এবং বেঙ্গালুরুর পাশাপাশি সেই তালিকায় আছে কলকাতাও। সংস্থা জানিয়েছে, তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়, ফাইবারে তা হবে না। উন্নতমানের ডেটা পরিষেবা পাবেন গ্রাহকরা।
2023-09-20 08:53:46হাতে আঙুলের সংখ্যা ১৪, আর পায়ে ১২। এমনই এক অদ্ভ্যুৎ দর্শন শিশুকন্যার জন্ম হয়েছে রাজস্থানের ভরতপুরে। যা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জিনগত সমস্যা বা ‘পলিড্যাকটাইলি’-র কারণেই এমন অস্বাভাবিক সমস্যা নিয়ে শিশুটি জন্মগ্রহণ করেছে। তবে, তার হাত ও পায়ের বাড়তি আঙুলগুলি তুলনামূলকভাবে ছোট এবং তাদের গঠন অনিয়মিত। তার পরিবারের ধারণা, শিশুটি কোনও দেবীর অবতার। স্থানীয় সরকারি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বি এস সাইনি জানিয়েছেন, শিশুকন্যাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। জানা গিয়েছে, শিশুটির মা অঞ্জুর বয়স ২৫ বছর। তিনি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু, শারীরিক সমস্যা কারণে জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করতে হয়।
2023-09-20 08:40:00মধ্যশিক্ষা পর্ষদের নয়া অ্যাড হক কমিটি ঘোষণা করল স্কুলশিক্ষা দপ্তর। আগামী বছর ২২ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে কমিটির বৈধতা। বর্তমান সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ই দায়িত্বে থাকছেন। তবে পরিবর্তন করা হয়েছে শিক্ষক প্রতিনিধি। নতুন শিক্ষক প্রতিনিধি হিসেবে সোনারপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আশিস ঘোষ কমিটিতে এসেছেন। স্কুলের সিলেবাস এক্সপার্ট কমিটির চেয়ারম্যান তথা বঙ্গবাসী কলেজের শিক্ষক উদয়ন বন্দ্যোপাধ্যায়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে। থেকে যাচ্ছেন কলকাতা জেলা বিদ্যালয় সংসদের সভাপতি কার্তিক মান্না। প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত চলতি কমিটির বৈধতা ছিল।
2023-09-20 08:27:40আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস
১৮৩১- বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়
১৮৩৩- চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন
১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়, ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন
১৮৫৭- বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়
১৯৪৬- প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল
১৯৪৮- চিত্রপরিচালক মহেশ ভাটের জন্ম
১৯৫২- বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর জন্ম
১৯৮৬- ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেনের মৃত্যু
২০০৪- চিত্রপরিচালক সলিল দত্তের মৃত্যু
মেষ: বিমাদি ক্ষেত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃষ: বিদ্যা ও কাজকর্মে শুভত্ব ও প্রগতি বজায় থাকবে।
মিথুন: বিদ্যায় অমনোযোগ।
কর্কট: আয় ও উন্নতির যোগ।
সিংহ: অধ্যপনা ও অধ্যয়নে আজ শুভ।
কন্যা: কর্মপ্রাপ্তির যোগ আছে।
তুলা: স্পন্ডেলাইটিস ও প্রস্রাবের সমস্যা।
বৃশ্চিক: স্থপতিরা ভালো কোনও কর্মোন্নতির সুযোগ পেতে পারেন।
ধনু: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে।
মকর: ব্যবসা ও পেশায় অর্থাগম যোগটি বিশেষ অনুকূল।
কুম্ভ: সামাজিক কর্মে খ্যাতি।
মীন: পথ দুর্ঘটনা বা পড়ে গিয়ে দেহে আঘাতের আশঙ্কা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের জঙ্গলে ৭দিন ধরে চলা সংঘর্ষে মৃত্যু হল ওই জঙ্গিদের নেতার। আজ পুলিসের এডিজি বিজয় কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, অনন্তনাগের গাডোলে নিরাপত্তাবাহিনীর গুলিতে জঙ্গিদের কমান্ডার উজেইর খানের মৃত্যু হয়েছে। উজেইর খানের দেহের পাশেই আরও এক জঙ্গির দেহ মিলেছে। মূলচক্রী মারা যাওয়ার পর মনে করা হচ্ছে খুব শীঘ্রই নিরাপত্তাবাহিনীর অভিযান শেষ হতে চলেছে। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা আপাতত সেই খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী।
2023-09-19 15:14:00সংসদের বিশেষ অধিবেশনের মধ্যেই মহিলা সংরক্ষণ বিল পেশ হবে। সরকার সেই বিলটিকে নিয়ে আলোচনা করার জন্য তালিকাভুক্ত করেছে ইতিমধ্যেই। আজ নতুন সংসদ ভবনে শুরু হয় বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন। সেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘অটল সরকারের সময় বহুবার বিলটি পেশ হলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে সেটি পাশ হয়নি। ঈশ্বর হয়তো এমন অনেক শুভ কাজের জন্য আমায় চয়ন করেছেন।’ এরপর তিনি মহিলা সংরক্ষণ বিলটির আক্ষরিক নাম উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নারী শক্তি বন্দন বিল’ রাজ্য বিধানসভা ও সংসদে মহিলাদের উপস্থিতি নিশ্চিত করবে।
2023-09-19 14:22:00কলকাতার এন্টালি থানার স্যার সৈয়দ আহমেদ রোডের ফুটপাথ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম-পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে ষাটোর্ধ্ব বলে মনে করছে পুলিস। কিছুদিন আগেই তাকে এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।
সংসদের পুরনো ভবনের বিশেষ অনুষ্ঠানে দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবেই বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি সংসদের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে স্মৃতিচারণা করেন। পাশাপাশি তাঁর আমলে সংসদে পাশ হওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে গর্ব জাহির করেন। এছাড়াও ভারতের কৃষ্টি-সংস্কৃতি এখন তাঁর চরম পর্যায়ে প্রকাশ পাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ৭০ বছর ধরে সংঘর্ষ করতে করতে ভারত এই জায়গায় পৌঁছেছে। এখন শুধুই এগিয়ে যাওয়া। ভারতের বিশাল যুব সম্প্রদায়কে তিনি দেশ গড়ার কাজে আহ্বান জানান। তাঁদের বিশ্বের সব তালিকার উপরের দিকে দেখতে চান বলে জানান তিনি। রাষ্ট্রব্যবস্থায় সকলকে রাজনীতি ভুলে এগিয়ে আসতে হবে বলে মত তাঁর। তিনি বলেন, ‘পুরনো ঐতিহ্যের সঙ্গে নয়া চিন্তাধারা নিয়ে এগিয়ে চলাই আগামীর মূলমন্ত্র। সংকীর্ণ কাজ করার সময় এখন নয়’। নতুন সংসদ ভবনে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নতুন ভবনে গেলেও পুরনো ভবনের যেন কখনও অমর্যাদা না হয়। আমার অনুরোধ এই ভবনকে সংবিধান সদন নামে অভিহীত করা হোক’।
2023-09-19 12:38:58আরআরআর-এর বিপুল সাফল্যের পর নতুন প্রোজেক্ট নিয়ে আসছেন পরিচালক রাজামৌলি। যদিও সিনেমাটি তিনি পরিচালনা করবেন না বলেই খবর। ছবিটির পরিচালক নীতিন কক্কর। সিনেমাটির নাম হতে চলেছে ‘মেড ইন ইন্ডিয়া’। ছবিটিতে প্রযোজকের ভূমিকা পালন করছেন রাজামৌলির পুত্র এসএস কার্তিকেয়া।
পুরনো সংসদ ভবনের পথচলা শেষ। সেই উপলক্ষে সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীর ধনকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রাজ্যসভার বিরোধীন দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভায় সর্ববৃহৎ বিরোধী দলের নেতা অধীর চৌধুরী। উপস্থিত রয়েছেন অন্যান্য সাংসদরাও।অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখেন প্রহ্লাদ যোশী। এরপর বলেন বিজেপি সাংসদ মেনকা গান্ধী। পুরনো সংসদ ভবন নিয়ে স্মৃতিচারণা করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। নিজের বক্তব্যে কেন্দ্রের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। সরাসরি কেন্দ্রের নাম না নিলেও একাধিক উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চিন্তাজাহির করেন। তিনি বলেন, কেন লক্ষ্যপূরণের জন্য ২০৪৭ অবধি অপেক্ষা করতে হবে। এখনই তা হবে না কেন। এখন বক্তব্য রাখছেন পিযুষ গোয়েল।
2023-09-19 11:33:02নতুন সংসদের নাম প্রকাশ করল কেন্দ্র। আজ একটি সরকারি পত্রে নয়া সংসদ ভবনের নাম উল্লেখ করা হয়েছে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’ নামে। যখন দেশের নাম ভারত ও ইন্ডিয়া নামে বিতর্ক তুঙ্গে তখন সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে ইন্ডিয়া নাম ব্যবহার তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
2023-09-19 11:33:00কানাডার সঙ্গে চলতি বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ভারত। আজ ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্যামেরন ম্যাকেকে তলব করে বিদেশমন্ত্রক। তাঁর কাছে ট্রুডোর মন্তব্য ও কানাডা সরকারের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লির সাউথ ব্লক। এরপর তাঁকে জানানো হয় আগামী ৫ দিনের মধ্যে ভারত ত্যাগ করতে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারত বিরোধী কার্যকলাপে সামিল হওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।
এবার থেকে কি এক্স ব্যবহার করতেও দিতে হতে পারে টাকা? কর্ণধার এলন মাস্ক এনিয়ে চিন্তাভাবনা করছেন বলে খবর। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এর উল্লেখ করেছেন। এবার বিনামূল্যে এক্স ব্যবহারে খুব শীঘ্রই ইতি টানতে পারেন মাস্ক। এক্স ব্যবহারের জন্য মাসিক মূল্য চোকাতে হতে পারে ব্যবহারকারীদের।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য ইস্যুতে এবার ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ক্যামেরন ম্যাকেকে তলব করল কেন্দ্রের বিদেশমন্ত্রক। ভারতের বিরুদ্ধে কানাডার মাটিতে এক খলিস্তানপন্থী নেতাকে খুনের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ভারত। এবার কানাডার রাষ্ট্রদূতকে তলব করল বিদেশ মন্ত্রক।
2023-09-19 10:46:00দেশের নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হল আজ থেকে। আজই প্রথম অধিবেশন বসতে চলেছে নয়া সংসদ ভবনে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য সংসদরা এসে পৌঁছেছেন। সবার প্রথমেই সবাইকে নিয়ে একটি ছবি তোলা হয়েছে। এই ফটোসেশনের মধ্য দিয়েই যাত্রা শুরু করতে চলেছে নতুন সংসদ ভবন। সংসদের বিশেষ অধিবেশনের আজ দ্বিতীয় দিন। পাশাপাশি নতুন সংসদ ভবনের কাজ শুরুর প্রথম দিনও হতে চলেছে এটি। সংসদের দুই কক্ষেই চলবে অধিবেশন। এই বিশেষ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
2023-09-19 10:14:15আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ সারাদিন তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে অনুমান। মূলত মেঘলা আকাশই দেখতে পারে শহরবাসী। এছাড়াও সারাদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সপ্তম দিনে পৌঁছল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি বিরোধী অভিযান। কিন্তু এখনও জঙ্গিদের পুরোপুরি কাবু করতে পারেনি ভারতীয় নিরাপত্তাবাহিনী। ঘন জঙ্গলের আড়ালে এখনও জনাকয়েক লস্কর-ই-তোইবা জঙ্গি নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে সংঘর্ষ চলাকালীন এক সেনা জওয়ান নিখোঁজ হয়ে যান। গতকাল সেই জওয়ানের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। এ নিয়ে এই সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর তরফে মৃতের সংখ্যা চারে পৌঁছল।
আসন্ন উৎসবের মরশুমে পূর্ব রেলের জনপ্রিয় এক জোড়া সাপ্তাহিক স্পেশাল এক্সপ্রেস ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্রেন দু’টি হল হাওড়া-পাটনা এক্সপ্রেস এবং পাটনা-পুরী এক্সপ্রেস। দূরপাল্লার এই দু’টি ট্রেন সপ্তাহে একবার করে চলে। উৎসবের মরশুমে যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে এই ট্রেন দু’টির পরিষেবার মেয়াদ বৃদ্ধি করছে পূর্ব রেল। হাওড়া-পাটনা স্পেশাল ট্রেনটি আগামী ১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে মোট ২২ বার যাতায়াত করবে। পাটনা-পুরী এক্সপ্রেস আগামী ৫ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ২০টি ট্রিপ সম্পূর্ণ করবে। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অর্থাৎ অনলাইনে এই দু’টি এক্সপ্রেসের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।
2023-09-19 09:06:47ভারতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। ভারত কানাডায় এক খলিস্তানপন্থীকে হত্যা করিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার বিকেলে কানাডার পার্লামেন্টের বিশেষ অধিবেশনে বলেন, কানাডার কাছে তথ্যপ্রমাণ রয়েছে, যে ভারতীয় এজেন্টরাই এই বছর জুন মাসে ওই খলিস্তানী নেতাকে হত্যা করেছে। এই কারণে অটোয়ার এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করা হয়েছে বলে পার্লামেন্টে জানিয়েছেন তিনি।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দুর্গাপুরে। আজ, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের জেরে এডিডিএ দপ্তরেরএকটি সম্পূর্ণ তলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও অগ্নিকাণ্ডের জেরে কেউ জখম হননি বলে জানা গিয়েছে।
2023-09-19 08:48:00তেলাপিয়া মাছ খেয়েছিলেন মহিলা। তার জেরে দুই হাত ও পা খোয়ালেন তিনি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মাসে সান হোসের এক স্থানীয় বাজার থেকে তেলাপিয়া মাছ কিনেছিলেন ৪০ বছর বয়সি লারা বারাজাস। নিজের জন্য রান্নাও করেন মাছের একটি পদ। আধসিদ্ধ মাছ খাওয়ার পরই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। ক্রমেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারে তাঁর হাত ও পা বাদ গিয়েছে।
2023-09-19 08:15:00১৯০৩- কল্লোল যুগের বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম
১৯১৯- অভিনেতা জহর রায়ের জন্ম
১৯২১- সাহিত্যিক বিমল করের জন্ম
১৯২৪- সঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্রের জন্ম
১৯৬৫- মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের জন্ম
মেষ: আর্থিক উন্নতি হবে।
বৃষ: শিল্পীদের পক্ষে শুভ সময়।
মিথুন: ধর্মাচরণ ও ইষ্টমন্ত্র জপে মানসিক তৃপ্তি।
কর্কট: বিশেষ সাফল্য আসতে পারে।
সিংহ: বিদ্যায় সাফল্য ও সামাজিক সুনাম।
কন্যা: আঘাতযোগ প্রবল।
তুলা: সম্পত্তি বিবাদে আইনি বিজয়।
বৃশ্চিক: সাফল্য ও খ্যাতি লাভ।
ধনু: কণ্ঠসঙ্গীত শিল্পীদের প্রতিভার বিকাশ।
মকর: মনে অস্থিরতা থাকবে।
কুম্ভ: অর্থাগম যোগ অতিব শুভ।
মীন: অর্থবিদ্যার অধ্যয়নে দিনটি অনুকূল।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25