বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

আরজিকরে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

SafeValue must use [property]=binding: আরজিকরে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু (see http://g.co/ng/security#xss)

আরজিকর হাসপাতালে মৃত্যু হল এক ডেঙ্গু আক্রান্ত তরুণীর। মৃতার নাম, সমাপ্তি মল্লিক(২০)। দক্ষিণ দমদমের এমএম ঘোষ রোডের বাসিন্দা ওই তরুণী গতকাল মধ্যরাতে মারা যান বলে খবর। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে।

2023-10-01 11:42:29

তাওয়াংয়ে শুরু হল দেশের প্রথম উচ্চতার ম্যারাথন

SafeValue must use [property]=binding: তাওয়াংয়ে শুরু হল দেশের প্রথম উচ্চতার ম্যারাথন (see http://g.co/ng/security#xss)

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে আজ সূচনা হল দেশের প্রথম হাই-অল্টিটিউড ম্যারাথনের। আজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এই ম্যারাথনের সূচনা করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ২৫০০ জন। সেনার সহায়তায় এটির আয়োজন করেছে রাজ্য সরকার।
 

2023-10-01 11:42:14

জরুরি বিল পাশে বেঁচে গেল মার্কিন সরকার

হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানাপোড়েনের জেরে একাধিক বিল পাশ হয়নি। সেই কারণে রবিবার মধ্যরাতের পরই বন্ধ হয়ে যেত জাতীয় কোষাগার থেকে মন্ত্রী-আমলা থেকে সকল সরকারি কর্মীদের বেতন। এমনকি সেনার জওয়ানদেরও বাড়ি পাঠানো হত অথবা বিনা বেতনে কাজ করতে বলতে হত। তবে শেষ মুহূর্তে পাশ হওয়া একটি বিল বাঁচিয়ে নিল বাইডেন সরকারকে। শনিবার গভীর রাতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার কেভিন ম্যাকার্থির পেশ করা স্টপগ্যাপ বিল পাশ হয় শাসকদল ডেমোক্র্যাটদের বিপুল সমর্থনে। সেনেটেও বিলটি পাশ হয়। যার জেরে আগামী ১৭ নভেম্বর অবধি কোষাগার থেকে সরকারী কর্মীদের বেতন দেওয়া যাবে। উল্লেখ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিরোধী দল রিপাবলিকানদের।

2023-10-01 11:35:00

আজ তেলেঙ্গানায় ১৩ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস মোদির

আজ তেলেঙ্গানার মেহেবুবনগরে বিশেষ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বহু প্রকল্পের শিলান্যাস অথবা ঘোষণা করবেন বলে খবর। যার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ১৩ হাজার ৫৫৪ কোটি টাকা। সামনেই তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। তাই এই রাজ্যে প্রকল্পগুলিতে কেন্দ্র বিপুল টাকা ঢালছে বলে মনে করছেন অনেকে। এই তিনদিনে দক্ষিণের এই রাজ্যে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ ২১ হাজার ৫৬৬ কোটি টাকা। উল্লেখ্য আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি।  

2023-10-01 11:18:28

২৪ ঘণ্টায় বাংলাজুড়ে রেকর্ডভাঙা বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সারা বাংলাজুড়েই ব্যাপক বৃষ্টি চলছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ডে অবস্থান করছে। যার জেরে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা শহরে গত ২৪ ঘণ্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত দেখা গিয়েছে। অন্যদিকে জেলাগুলিতেও অতিভারী ও ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটার পার করে গিয়েছে। পুরুলিয়ায় তা ছুয়েছে ২০৫ মিলিমিটার। আজ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।  

2023-10-01 11:01:05

নারায়ণগড়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস, জখম ৪০

SafeValue must use [property]=binding: নারায়ণগড়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস, জখম ৪০ (see http://g.co/ng/security#xss)

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার উকুনমারীতে জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় কমবেশি জখম প্রায় ৪০ জন পর্যটক। আঘাত গুরুতর হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১২ জনকে। জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর মুর্শিদাবাদ থেকে ৭০ জন পুরী বেড়াতে গিয়েছিলেন। গতকাল পুরি থেকে ফিরে গঙ্গাসাগর যাওয়ার পথে রাত্রি দুটো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগড় থানার উকুনমারিতে জাতীয় সড়কের ধারে উল্টে যায় এই বাসটি। পর্যটকদের দাবি বাসটি চালকের জায়গায় খালাসি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় নারায়নগড় থানার পুলিস।
 

2023-10-01 10:50:03

শিশুহারা পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল

SafeValue must use [property]=binding: শিশুহারা পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল (see http://g.co/ng/security#xss)

বিষ্ণুপুরের বরামারায় দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পরিবারের চারজনকে নিয়ে দিল্লি রওনা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের সংগঠিত আন্দোলনে সামিল হবেন তাঁরাও।

2023-10-01 10:40:26

এশিয়াডে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের

এশিয়ান গেমসে আবারও বড় সাফল্য পেল ভারত। রেকর্ড ভাঙা স্কোরের সঙ্গে পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। সোনাজয়ী দলে ছিলেন পৃথ্বিরাজ তোন্ডাইমাল, ক্যানান চেনাই ও জোরাবর সিং সান্ধু।
 

2023-10-01 10:33:45

বাঁকুড়ায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু

গতকালই বিষ্ণুপুরের বরমারায় একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৩ শিশুর। আর আজ বাঁকুড়ার ছাতনায় ফের একই রকমের ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। মৃতার নাম পূরবী হাঁসদা(৬৮)। বাড়ি ছাতনার হাঁসাপাহাড়ি গ্রামে।

2023-10-01 10:29:55

এশিয়ান গেমস:শ্যুটিংয়ে ফের পদক ভারতের

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে আবারও পদক জিতল ভারত। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন রাজেশ্বরী কুমারী, মণিশা কীর ও প্রীতি রজক।

2023-10-01 10:18:13

দিল্লিতে বন্ধ হল আফগান দূতাবাস

আজ থেকে আফগানিস্তানের নয়াদিল্লির দূতাবাস পুরোপুরি বন্ধ হচ্ছে। যার জেরে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের কপালে। বর্তমানে দূতাবাসে কর্মরতদের নিয়োগ করেছিল তালিবান পূর্ব আশরাফ গণি সরকার। কিন্তু তালিবানের ক্ষমতা দখলের পরও দূতাবাসের কাজ চালিয়ে যাচ্ছিল তাঁরা। কিন্তু সম্প্রতি গণতান্ত্রিক সরকারের বদলে ‘অবৈধ সরকারের’ জন্য কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে আফগান দূতাবাসের তরফে। ভারত সরকারের তরফেও গণি সরকার নিযুক্ত রাষ্ট্রদূতদের সেভাবে সাহায্য করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

2023-10-01 10:13:12

এশিয়ান গেমস: গল্ফে রুপো জয় ভারতের

SafeValue must use [property]=binding: এশিয়ান গেমস: গল্ফে রুপো জয় ভারতের (see http://g.co/ng/security#xss)

এশিয়াডে আরও একটি ইতিহাস রচনা করলেন ভারতীয় গল্ফার অদিতি অশোক। মহিলাদের গল্ফ ইভেন্টে আজ রুপো জিতলেন তিনি। এশিয়ান গেমসের মঞ্চে মহিলাদের গল্ফে এটিই কোনও ভারতীয়র প্রথম পদক জয়।
 

2023-10-01 09:52:45

শিশুহারা পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল

SafeValue must use [property]=binding: শিশুহারা পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল (see http://g.co/ng/security#xss)

বিষ্ণুপুরের বরামারায় দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পরিবারের চারজনকে নিয়ে দিল্লি রওনা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের সংগঠিত আন্দোলনে সামিল হবেন তাঁরাও।

2023-10-01 10:40:26

এশিয়াডে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের

এশিয়ান গেমসে আবারও বড় সাফল্য পেল ভারত। রেকর্ড ভাঙা স্কোরের সঙ্গে পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। সোনাজয়ী দলে ছিলেন পৃথ্বিরাজ তোন্ডাইমাল, ক্যানান চেনাই ও জোরাবর সিং সান্ধু।
 

2023-10-01 10:33:45

বাঁকুড়ায় ফের দেওয়াল চাপা পড়ে মৃত্যু

গতকালই বিষ্ণুপুরের বরমারায় একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৩ শিশুর। আর আজ বাঁকুড়ার ছাতনায় ফের একই রকমের ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। মৃতার নাম পূরবী হাঁসদা(৬৮)। বাড়ি ছাতনার হাঁসাপাহাড়ি গ্রামে।

2023-10-01 10:29:55

এশিয়ান গেমস:শ্যুটিংয়ে ফের পদক ভারতের

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে আবারও পদক জিতল ভারত। মহিলাদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন রাজেশ্বরী কুমারী, মণিশা কীর ও প্রীতি রজক।

2023-10-01 10:18:13

দিল্লিতে বন্ধ হল আফগান দূতাবাস

আজ থেকে আফগানিস্তানের নয়াদিল্লির দূতাবাস পুরোপুরি বন্ধ হচ্ছে। যার জেরে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের কপালে। বর্তমানে দূতাবাসে কর্মরতদের নিয়োগ করেছিল তালিবান পূর্ব আশরাফ গণি সরকার। কিন্তু তালিবানের ক্ষমতা দখলের পরও দূতাবাসের কাজ চালিয়ে যাচ্ছিল তাঁরা। কিন্তু সম্প্রতি গণতান্ত্রিক সরকারের বদলে ‘অবৈধ সরকারের’ জন্য কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে আফগান দূতাবাসের তরফে। ভারত সরকারের তরফেও গণি সরকার নিযুক্ত রাষ্ট্রদূতদের সেভাবে সাহায্য করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

2023-10-01 10:13:12

এশিয়ান গেমস: গল্ফে রুপো জয় ভারতের

SafeValue must use [property]=binding: এশিয়ান গেমস: গল্ফে রুপো জয় ভারতের (see http://g.co/ng/security#xss)

এশিয়াডে আরও একটি ইতিহাস রচনা করলেন ভারতীয় গল্ফার অদিতি অশোক। মহিলাদের গল্ফ ইভেন্টে আজ রুপো জিতলেন তিনি। এশিয়ান গেমসের মঞ্চে মহিলাদের গল্ফে এটিই কোনও ভারতীয়র প্রথম পদক জয়।
 

2023-10-01 09:52:45

বিষ্ণুপুরের সন্তানহারা পরিবারের পাশে সায়ন্তিকা

SafeValue must use [property]=binding: বিষ্ণুপুরের সন্তানহারা পরিবারের পাশে সায়ন্তিকা (see http://g.co/ng/security#xss)

বিষ্ণুপুরের বরামারায় কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ, সেই সন্তানহারা শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা। সূত্রের খবর, আজ তৃণমূল সাংসদ শান্তনু সেনের এখানে আসার কথা। এরপর মৃত শিশুদের পরিবারের দুই সদস্যকে নিয়ে দিল্লি রওনা দেবেন তিনি। সেখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে সামিল হবেন তাঁরাও। আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রাখায় এদের পাকা বাড়ি তৈরি সম্ভব হয়নি বলে দাবি। তাই কেন্দ্রীয় বঞ্চনার সরাসরি ভুক্তভোগী তাঁরাও।
 

2023-10-01 09:40:39

অসমের ধুবরিতে ভূমিকম্প

আজ ভোরবেলা একটি মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের ধুবরি জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

2023-10-01 09:37:00

বালুচিস্তানে বিস্ফোরণের দায় ভারতের ঘাড়ে চাপাল পাকিস্তান

কানাডার পন্থাই অবলম্বন করল ইসলামাবাদ। বালুচিস্তানের মাস্তাং জেলায় জোড়া বিস্ফোরণে ভারতীয় গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করল পাকিস্তান। গতকালের জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ইতিমধ্যেই ৬৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতেই কোয়েটায় দাঁড়িয়ে পাকিস্তানের মন্ত্রী সরফরাজ বুগতি সরাসরি অভিযোগ করেছেন ভারতের বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘এই আত্মঘাতী বিস্ফোরণের পিছনে ভারতের সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইংয়ের হাত রয়েছে’।

2023-10-01 09:26:21

বারাকপুরে চিড়িয়ামোড়ের নাম বদলে গান্ধীমোড় করার প্রস্তাব

স্বাধীনতার আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে বারাকপুরের নাম। মঙ্গল পাণ্ডের সিপাহি বিদ্রোহ এখানেই। ব্রিটিশ আমলে এই শহরের প্রাণকেন্দ্রে ছিল একটি চিড়িয়াখানা, এখন সেখানে দমকল কেন্দ্র। সেই চিড়িয়াখানার জন্যই বারাকপুরের এই ব্যস্ততম জায়গাটির নাম চিড়িয়ামোড়। ব্রিটিশ আমলে দেওয়া এই নাম পরিবর্তন করে বারাকপুর গান্ধী মোড় করার প্রস্তাব জমা পড়ল প্রশাসনের কাছে। বিধায়ক রাজ চক্রবর্তী এই প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি বারাকপুরে চার মাথার মোড়ে একটি ১৩ ফুট উচ্চতার গান্ধীমূর্তি স্থাপন করেছেন বিধায়ক।  রবিবার রাত বারোটা পাঁচ মিনিটে সেই মূর্তির আবরণ উন্মোচন হবে। মূর্তি বসানো এবং এলাকা সাজানোর জন্য বিধায়ক ফান্ডের টাকা খরচ হচ্ছে। বিধায়ক বলেন, ‘ব্রিটিশ আমলের নাম রাখার কোনও ভিত্তি নেই।’ 

2023-10-01 09:07:04

রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি বিদ্যুতের

আশ্রমিকদের আক্রমণ করে ফের রাস্তা ফেরত চেয়ে শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।‌ ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি ধরে রাখতে গত ২৫ সেপ্টেম্বর তিনি প্রথম চিঠি লিখেছিলেন। তাতে শান্তিনিকেতনের উপাসনা গৃহ সংলগ্ন রাস্তাটি মুখ্যমন্ত্রীকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু, প্রাক্তনী আশ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে পল্টা চিঠি দিয়ে ওই রাস্তা না ফেরানোর আর্জি জানিয়েছিলেন। তাঁরা আশঙ্কা করেন, বিশ্বভারতী ওই রাস্তার দখল নিলে সাধারণ জনজীবন ব্যাহত হবে। তাই এদিন উপাচার্য ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এই অবস্থায় রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে সকলে।

2023-10-01 09:02:08

মাঝনদীতে আটকে যাত্রী সহ ভেসেল

SafeValue must use [property]=binding: মাঝনদীতে আটকে যাত্রী সহ ভেসেল (see http://g.co/ng/security#xss)

প্রবল দুর্যোগের মধ্যে লট নম্বর আট থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে আটকে গেল একটি ভেসেল। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আড়াইটে নাগাদ। ভেসেলটি  মুড়িগঙ্গা নদীর প্রায় মাঝখানে চড়ায় আটকে যায়। যাত্রীরা নেমে আবার পাড়ে ফিরে আসার চেষ্টা করেন।  সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নদীতে জোয়ার আসে। তারপর ভেসেলটি কচুবেড়িয়ার দিকে যায়। এই ঘটনায় যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন। 

2023-10-01 09:00:00

নাগরদোলায় বিপদ

নাগরদোলায় চড়ার উচ্ছ্বাস নিমেষে বদলে গেল আতঙ্কে। গুজরাতে গণেশ চতুর্থীর মেলায় সঙ্গীদের সঙ্গে নাগরদোলায় উঠেছিল এক কিশোরী। চুল খোলা রেখেই আনন্দে মেতেছিল সে। এরমধ্যে কোনওভাবে চাকায় জড়িয়ে যায় তার চুল। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে সে। আয়োজকরা সঙ্গে সঙ্গে নাগরদোলা বন্ধ করে দেন। এরইমধ্যে দুই যুবক সাহসে ভর করে উপরে উঠে ওই কিশোরীকে উদ্ধারের চেষ্টা করেন। প্রথমে চুল ছাড়ানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাতে কাজ না হওয়ায় ছুরি দিয়ে চুল কেটে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা।

2023-10-01 08:42:16

জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগে ধৃত যুবক

জাতীয় পতাকায় অশোকচক্রের জায়গায় বসানো একটি সবুজ গম্বুজের ছবি।  ভারতের এমনই ‘বিকৃত’ জাতীয় পতাকা বাড়ির ছাদে তুলেছিলেন কর্ণাটকের সিরসির বাসিন্দা উমর ফারুক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিস। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার উত্তর কন্নড় জেলার পুলিস সুপার জানিয়েছেন, ‘ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পতাকায় কেন সবুজ গম্বুজের ছবি লাগানো হল, তা জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

2023-10-01 08:30:00

ঋতুকালীন ছুটি

অনেক মহিলাকেই ঋতুস্রাবের সময়  শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হয়। একথা মাথায় রেখেই ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটি ঘোষণা করল মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়। জব্বলপুরের ধর্মশাস্ত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে চলতি পাঁচ মাসের সেমেস্টার থেকেই এই ছুটি চালু হচ্ছে। শুক্রবার এক আধিকারিক একথা জানিয়েছেন। এই ছুটির দাবিতে গত বছর থেকেই সরব হয়েছিলেন ছাত্রীরা। সুর মিলিয়েছিল স্টুডেন্টস বার অ্যাসোসিয়েশনও। এর পরিপ্রেক্ষিতে এই ছুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য শৈলেশ এন হালদি।

2023-10-01 08:25:00

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে  অল্পের জন্য রক্ষা

একেই বলে বোধহয় ‘রাখে হরি মারে কে’। বিহারের বাগাহা স্টেশনে মৃত্যুর মুখ থেকে ফিরলেন ২৪ বছরের এক যুবক। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপদ ডেকে আনেন বেতিয়ার বাসিন্দা প্রতীক কুমার। ট্রেন ও প্ল্যটফর্মের ফাঁক গলে নীচে পড়ে যান তিনি। ওই দৃশ্য দেখে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ছুটে আসে পুলিস। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনে নামেন এক পুলিস কর্মী। দেখা যায়, কোনও ক্ষতি হয়নি প্রতীকের। তিনিই ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান।

2023-10-01 08:20:00

ইতিহাসে আজকের দিনে 

আন্তর্জাতিক প্রবীণ দিবস
১৮৫৪: চালু হল সর্বভারতীয় পোস্টাল স্ট্যাম্প
১৮৬১: বিশিষ্ট চিকিৎসক নীলরতন সরকারের জন্ম
১৯০৬: গায়ক শচীনদেব বর্মনের জন্ম
১৯১৯: গীতিকার মজরুহ সুলতানপুরির জন্ম
১৯৩৫: বিশিষ্ট সঙ্গীতশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৯৫: শিল্পপতি আদিত্য বিড়লার মৃত্যু

2023-10-01 08:16:09

সব্জি হকারের অডি গাড়ি!

 দুধ সাদা একটা বিলাসবহুল গাড়ি থামল বাজারে। দরজা খুলে বেরিয়ে এলেন এক যুবক। রাস্তার ধারে ত্রিপল বিছিয়ে গাড়ি থেকে নামালেন একরাশ লাল-শাক। ক্রেতাদের ভিড়ও জমে গেল। বিক্রিবাটা সেরে সাদা ধুতি কোমরে জড়িয়ে ফের নিজের বিলাসবহুল ৪৪ লাখি অডি এ-৪ সেডানে চড়ে বসলেন তিনি। কেরলের এমনই এক ‘ভিভিআইপি’ সব্জি বিক্রেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। ইন্টারনেটে ‘ভ্যারাইটি ফার্মার’ হিসেবে পরিচিত এস পি সুজিত এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই ৮০ লক্ষ বার দেখা হয়েছে।

2023-10-01 08:15:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: স্বামী/ পত্নী/ সন্তানের সঙ্গে আনন্দ উপভোগ।
বৃষ: পেশার উন্নতি ও সুনাম।
মিথুন: সম্পত্তি প্রাপ্তি হতে পারে।
কর্কট: উপার্জন বৃদ্ধি ও বিদ্যায় শুভ।
সিংহ: সুখাদ্য গ্রহণ ও আনন্দ উপভোগ।
কন্যা: ধর্মকর্মে মন।
তুলা: বিশেষ সম্মানলাভের যোগ।
বৃশ্চিক: হঠাৎ অর্থকড়ি প্রাপ্তি হতে পারে।
ধনু: স্বাস্থ্য এক প্রকার।
মকর: ভ্রমণযোগ আছে।
কুম্ভ: সপরিবারে নিকট ভ্রমণ যোগ।
মীন: শুভ ফল লাভের যোগ।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-10-01 08:11:49

ষাঁড়ের লড়াই থামাতে গিয়ে প্রাণ রক্ষা পুলিসকর্মীর

বেওয়ারিশ গবাদি পশুর সমস্যায় নাজেহাল উত্তরপ্রদেশ। বিশেষ করে এর মোকাবিলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের কৃষকদের। পথেঘাটে মাঝেমধ্যেই বিপত্তি ঘটে। এরইমধ্যে রাস্তায় দুই ষাঁড়ের লড়াই থামাতে গিয়ে কোনওক্রমে প্রাণে রক্ষা পেলেন দুই পুলিসকর্মী। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দুই ষাঁড়ের লড়াই চলছে। এরইমধ্যে ব্যারিকেড ব্যবহার করে পশু দু’টিকে ছাড়ানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু আচমকাই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই থামিয়ে শিং উঁচিয়ে দুই পুলিসকর্মীর দিকে তেড়ে যায় একটা ষাঁড়। দৌড়ে পালিয়ে কোনওভাবে এই আক্রমণ এড়ান ওই দুই পুলিসকর্মী।

2023-10-01 08:10:00

বাড়ল বাণিজ্যিক  সিলিন্ডারের দাম

গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়েনি ঠিকই, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০৩ টাকা ৫০ পয়সা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ ১ অক্টোবর থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১৮৩৯ টাকা ৫০ পয়সা। ১৪.২ কেজির গৃহস্থের সিলিন্ডারের দাম থাকবে ৯২৯ টাকাই। সামনেই উৎসবের মরশুম। এলপিজি ডিস্ট্রিবিউটরদের একাংশের  দাবি, এই সময় বাণিজ্যিক সিলিন্ডারের চাহিদা এমনিতেই অনেকটা বেড়ে যায়। এই পরিস্থিতিতে যদি গৃহস্থের এবং বাণিজ্যিক সিলিন্ডারের দামের এতটা তফাৎ হয়ে যায়, তাহলে গৃহস্থের সিলিন্ডারের কালোবাজারি হতে বাধ্য।

2023-10-01 08:00:00

আইএসএল: হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্ট বেঙ্গল এফসি 

2023-09-30 22:25:36

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ২ :  হায়দরাবাদ এফসি ১ (৯০+২ মিনিট)

2023-09-30 22:15:36

এলিয়ট রোডের একটি গোডাউনে আগুন

কলকাতার এলিয়ট রোডের একটি পারফিউমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।

2023-09-30 21:56:00

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ১ :  হায়দরাবাদ এফসি ১ (৪৯ মিনিট)

2023-09-30 21:34:14

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ১ :  হায়দরাবাদ এফসি ১ (হাফটাইম)

2023-09-30 21:13:36

এশিয়ান গেমস: টিটিতে ইতিহাস দুই বঙ্গতনয়ার

এশিয়ান গেমস টেবিল টেনিসে ইতিহাস। টেবিল টেনিসে পদক নিশ্চিত দুই বঙ্গতনয়া সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়ের। হ্যাংঝউ গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল সুতীর্থা-ঐহিকা জুটি। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিনের চেন মেং-ওয়াং ইদি জুটিকে হারিয়ে পদক নিশ্চিত করলেন সুতীর্থারা।

2023-09-30 21:03:00

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ১ :  হায়দরাবাদ এফসি ১ (২৭ মিনিট)

2023-09-30 20:47:13

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ১ :  হায়দরাবাদ এফসি ১ (৯ মিনিট)

2023-09-30 20:25:29

আইএসএল: ইস্ট বেঙ্গল এফসি ০ :  হায়দরাবাদ এফসি ১ (৮ মিনিট)

2023-09-30 20:11:44

এশিয়ান গেমস হকি: ভারত ১০ : ২ গোলে হারাল পাকিস্তানকে

2023-09-30 20:09:59

এশিয়ান গেমস হকি: ভারত ৭- পাকিস্তান ২ (তৃতীয় কোয়ার্টার)

2023-09-30 19:47:22

এশিয়ান গেমস: পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ভারতের কার্তিক কুমার জিতলেন রুপো, গুলভার সিং পেলেন ব্রোঞ্জ

2023-09-30 19:10:44

এশিয়ান গেমস হকি: ভারত ৪- পাকিস্তান ০ (দ্বিতীয় কোয়ার্টার)

2023-09-30 19:10:23

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ওয়ার্ম আপ): বৃষ্টির জন্য বাতিল ভারত-ইংল্যান্ড ম্যাচ

2023-09-30 18:57:39

এশিয়ান গেমস হকি: ভারত ২- পাকিস্তান ০ (প্রথম কোয়ার্টার)

2023-09-30 18:49:57

মুম্বইয়ে বহুতলে অগ্নিকাণ্ড

মুম্বইয়ে বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। এখনও পর্যন্ত ওই বহুতল থেকে ২৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। হতাহতের কোনও খবর নেই।
 

2023-09-30 17:18:17

২০০০ টাকার নোট বদলের সময়সীমা বাড়ল

২০০০ টাকার নোট বদলের সময়সীমা বাড়ানো হল। আজ, শনিবার আরবিআইয়ের তরফে জানানো হয়েছে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ওই অঙ্কের নোট বদল করা যাবে। উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আজই ছিল ২০০০ টাকার নোট বদলের শেষ দিন।
 

2023-09-30 17:11:52

উচ্চ হারে পিএফ পেনশন: সময়সীমা বেড়ে ৩১ ডিসেম্বর

উচ্চ হারে ইপিএফ পেনশন পেতে যৌথ আবেদন পত্র জমা দেওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার এক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে শ্রমমন্ত্রক। উচ্চ হারে কর্মী প্রভিডেন্ট ফান্ডের পেনশন পেতে যৌথ আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ, ৩০ সেপ্টেম্বর। তার একদিন আগেই নতুন সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র।

2023-09-30 17:06:32

আইসিসি বিশ্বকাপের ম্যাসকটদ্বয়ের নামকরণ চূড়ান্ত

SafeValue must use [property]=binding: আইসিসি বিশ্বকাপের ম্যাসকটদ্বয়ের নামকরণ চূড়ান্ত (see http://g.co/ng/security#xss)

পুরুষদের আইসিসি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। তার আগে আজ নামকরণ হয়ে গেল এই বিশ্বকাপের ম্যাসকটদ্বয়ের। যদিও এর অনেক আগেই এই ম্যাসকটদ্বয়কে জনসমক্ষে নিয়ে এসেছিল আইসিসি। কিন্তু তখনও তাদের নামকরণ হয়নি। সে সময় পুরুষ ও মহিলা এই ম্যাসকটদ্বয়ের নাম চূড়ান্ত করার জন্য ক্রিকেটপ্রেমীদের মতামত জানতে চেয়েছিল আইসিসি। সেইমত ভোটদানের ব্যবস্থাও হয়। প্রচুর নাম জমা পড়ে। অবশেষে সংস্কৃতিবিদ ও ভাষাবিদদের সঙ্গে কথা বলে এদের দু’জনের নামকরণ চূড়ান্ত হল। মহিলা ম্যাসকটটির নাম রাখা হয়েছে ব্লেজ। আর পুরুষ ম্যাসকটের নাম টঙ্ক। বিশ্বকাপের সময় স্টেডিয়ামে হাজির থেকে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি সকলকে মনোরঞ্জন করবে এই ম্যাসকটদ্বয়।

2023-09-30 17:04:57

রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়

2023-09-30 16:47:48

আজাদপুর মান্ডির অগ্নিকাণ্ড: উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন দিল্লির উন্নয়ন মন্ত্রী গোপাল রাই

2023-09-30 16:01:54

এশিয়ান গেমস: স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারতীয় পুরুষ দল

2023-09-30 15:55:49

প্রবল বৃষ্টি, কেরল ও কোল্লামে জারি কমলা সতর্কতা

2023-09-30 15:52:59

ছত্তিশগড়ের বিলাসপুরে পরিবর্তন মহাসঙ্কল্প যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

SafeValue must use [property]=binding: ছত্তিশগড়ের বিলাসপুরে পরিবর্তন মহাসঙ্কল্প যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (see http://g.co/ng/security#xss)

2023-09-30 15:12:00

বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 15:00:06

৫০টি টিম পাঠিয়েও দুর্নীতি প্রমাণ করতে পারেনি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:50:23

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ওয়ার্ম আপ): বৃষ্টির জন্য ভারত-ইংল্যান্ড খেলা শুরু হতে দেরি

2023-09-30 14:49:57

কুপওয়ারায় নিকেশ দুই জঙ্গি

ফের উপত্যকায় সফলতা। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল যৌথ বাহিনী। নিকেশ দুই জঙ্গি। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
 

2023-09-30 14:44:04

স্বৈরাচারী সরকারের পতন হবেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:40:35

বকেয়া আদায়ে দিল্লি অভিযানের নাম ফাইট ফর রাইট দিল তৃণমূল

2023-09-30 14:38:00

এশিয়ান গেমস: পুরুষদের ৯২ কেজি বক্সিং বিভাগে সেমিফাইনালে ভারতের নরেন্দার

2023-09-30 14:34:00

সোম ও মঙ্গলবার দিল্লিতে আন্দোলন হবেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:28:41

কেন্দ্রীয় দল আবাস প্রকল্পে অনুসন্ধান করে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:21:18

১১ মাস পরেও আবাসে বঞ্চিত বাংলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:19:48

কোনও বাধাতেই পিছু হটবে না তৃণমূল কংগ্রেস: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:18:09

৮ হাজার ২০০ কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:17:17

হাতিয়াড়ায় দুই নাবালকের মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে দুই নাবালকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নিউটাউনের হাতিয়াড়া মাঝেরপাড়ায়। গতকাল, শুক্রবার দুপুর থেকে ওই দুই নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কীভাবে মৃত্যু হল? তার তদন্ত শুরু করেছে পুলিস। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 

2023-09-30 14:11:38

বাংলা থেকে ১ লক্ষ লোক নিয়ে যেতে চেয়েছিলাম: অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:09:00

মা হতে চলেছেন অনুষ্কা, জল্পনা  

SafeValue must use [property]=binding: মা হতে চলেছেন অনুষ্কা, জল্পনা   (see http://g.co/ng/security#xss)

ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! এমনই জল্পনা বলিউডে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শীঘ্রই নাকি দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সংসারে। সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। তখনই পাপারাৎজিরা ছবি তুলতে গেলে তাদের থামিয়ে দেন বিরাট ও অনুষ্কা।  অনুরোধ করেন, ছবি না তুলতে। বিরুষ্কার তরফে জানানো হয়, খুব শীঘ্রই সুখবর শোনাবেন তাঁরা। একটি সূত্র দাবি করেছে, সম্প্রতি কোনও ম্যাচেই মাঠে খেলা দেখতে উপস্থিত থাকছেন না অনুষ্কা। সন্তান সম্ভবা হওয়ার জন্যই অন্তরালে রয়েছেন তিনি, জল্পনা বলিপাড়ায়।

 

2023-09-30 14:06:55

দিল্লিতে ধর্নার আগে নেতা-কর্মীদের ভার্চুয়ালে বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-30 14:02:00

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ওয়ার্ম আপ): টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ ইংল্যান্ড)

2023-09-30 13:46:01

এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের

ভারতের ঝুলিতে ফের সোনা। এশিয়ান গেমসে পদক জয়ের ধারা অব্যাহত। আজ, শনিবার টেনিসে মিক্সড ডাবলসে সোনা পেল রোহান বোপান্না ও রুতুজা ভোঁশলে জুটি। এই নিয়ে মোট ৯ টি সোনা পেল ভারত।

2023-09-30 13:33:05

মদের আসরে যুবককে কুপিয়ে খুন, গ্রেপ্তার ১

2023-09-30 12:56:28

তৃণমূলের দিল্লি অভিযান কর্মসূচি নিয়ে বাস মালিকদের পদক্ষেপ

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই কারণেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ট্রেন না পেয়ে বাসে করেই গন্তব্যে যেতে হচ্ছে তাদের। সেই যাত্রাপথ নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বাস মালিকরা। তাঁরা জানিয়েছেন, কলকাতা থেকে দিল্লির দূরত্ব ১৬০০ কিমি, যা যেতে লাগবে কমপক্ষে ৩৬-৪০ ঘণ্টা। গোটা যাত্রা পথে ৪-৫ বার দাঁড়াবে বাস। ডায়াবেটিস, পেট খারাপ জনিত রোগে আক্রাম্ত যাত্রীদের কোনও সমস্যা হলে সেক্ষেত্রে বাস দাঁড়াবে। একটানা কোনও চালক বাস চালাবেন না। তাই প্রতি বাসে দু'জন করে চালক থাকছেন। দূরত্বের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাস মালিকরা। যাত্রা পথে কোনও যাত্রীর সমস্যা হলে তৎক্ষণাৎ তৃণমূলের স্বেচ্ছা সেবকদের সেই বিষয়ে জানানো হবে। সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। আগামী ৬ অক্টোবর দিল্লি থেকে বাস কলকাতায় ফেরত আসবে। গোটা কর্মসূচির জন্য প্রতি বাসের যাতায়াত বাবদ ভাড়া পড়ছে আনুমানিক ২ লক্ষ ২৫ হাজার টাকা। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির জন্য মোট ৫০ টি বাস ভাড়া নেওয়া হয়েছে।

2023-09-30 12:52:43

স্কটল্যান্ডের গুরুদ্বারে ভারতীয় হাই কমিশনারকে ঢুকতে বাধা

গুরুদ্বারে ঢুকতে গিয়ে বাধার মুখে ব্রিটেনের ভারতীয় হাই কমিশনার। স্কটল্যান্ডের গ্লাসগো গুরুদ্বারে হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামীকে ঢুকতে বাধা দিয়েছেন খলিস্তানপন্থীরা। ঘটনার জেরে খলিস্তানপন্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয় পড়েন তিনি। গোটা ঘটনাটি ব্রিটেনের বিদেশ মন্ত্রক ও পুলিসকে জানানো হয়েছে।
 

2023-09-30 12:28:44

ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন কারা? নাম ঘোষণা করল আইসিসি

আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর। তাতে কারা কোন বিভাগে ধারাভাষ্য দেবেন সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে বলা হয়েছে, আইসিসি টিভির ক্ষেত্রে ধারাভাষ্য দেবেন রিকি পন্টিং, ইয়ন মর্গ্যান, শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রামিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাসকর, ম্যাথু হেইডেন। আইসিসি টিভিতে ধারাভাষ্যের মধ্যে থাকবে ম্যাচের পূর্ববর্তী, ইনিংস ব্রেক ও ম্যাচ পরবর্তী আলোচনা। কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দেবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, শন পোলক, অঞ্জুম চোপড়া, মাইকেল আর্থারটন, সাইমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দীনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আর্নল্ড। ব্রডকাস্ট চ্যানেলগুলির সঙ্গে চুক্তি থাকার জন্য হর্ষ ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলাস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড, ইয়ান ওয়ার্ডদের দেখা যাবে ধারাভাষ্য দিতে।  
 

2023-09-30 12:11:04

দত্তপুকুরে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

2023-09-30 12:09:51

দার্জিলিংয়ের ঘুমে লাইনচ্যুত টয়ট্রেন, হতাহতের খবর নেই

SafeValue must use [property]=binding: দার্জিলিংয়ের ঘুমে লাইনচ্যুত টয়ট্রেন, হতাহতের খবর নেই (see http://g.co/ng/security#xss)

2023-09-30 11:38:30

প্রতিবাদ কর্মসূচিতে শামিল হচ্ছে অসম তৃণমূল ইতিমধ্যেই সেই রাজ্যের নেতা-কর্মীরা দিল্লির দিকে রওনা দিয়েছেন

2023-09-30 11:22:00

ইস্ট বেঙ্গলের ম্যাচের জন্য অতিরিক্ত মেট্রো

আইএসএলে ইস্ট বেঙ্গলের ম্যাচের কারণে ফের অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত। আজ, শনিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গল বনাম হায়দরাবাদ এফসির খেলা রয়েছে। সেই কারণে এদিন সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত রাতে ১০.৪০ মিনিটে একটি মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে। মাত্র ৭ মিনিটেই শিয়ালদহ পৌঁছে যাবে মেট্রোটি। সমর্থকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
 

2023-09-30 11:02:16

বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যু, এলাকায় ক্ষোভ

2023-09-30 10:54:00

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গ থেকে শহরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও এখনও ওড়িশা-বাংলা উপকূলের কাছে আসেনি নিম্নচাপটি। হাওয়া অফিসের পূর্বাভাস, উপকূলের দিকে যত এগোবে নিম্নচাপটি ততই বাড়বে বৃষ্টির পরিমাণ। যার ফলে কমবে শহরের তাপমাত্রাও। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শহরে আজ, শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৫.৪ মিমি।
 

2023-09-30 10:50:44

বাক স্বাধীনতা নিয়ে কানাডাকে কড়া ভাষায় আক্রমণ বিদেশ মন্ত্রীর

SafeValue must use [property]=binding: বাক স্বাধীনতা নিয়ে কানাডাকে কড়া ভাষায় আক্রমণ বিদেশ মন্ত্রীর (see http://g.co/ng/security#xss)

পাঁচদিনের মার্কিন সফরে গিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর সেখানে গিয়ে বারবার কানাডাকে আক্রমণ করছেন তিনি। শনিবার, বাক স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়ে জয়শঙ্কর জানান, আমরা গণতন্ত্রে বাস করি। বাক স্বাধীনতা কী, আমাদের অন্য কোনও দেশের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। বাক স্বাধীনতা কোনও ধরনের হিংসায় উসকানি দিতে পারে না। আর তা যদি হয় তাহলে সেটা আমাদের কাছে স্বাধীনতার অপব্যবহার, স্বাধীনতার রক্ষা নয়। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের সঙ্গে ক্রমেই সর্ম্পক খারাপ হচ্ছে কানাডার। এর ফলে ভারতীয় রাষ্ট্রদূতদের মাঝে মাঝেই খলিস্তানি নেতাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আপনারা যদি আমার জায়গায় থাকতেন কী করতেন? যদি আপনাদের দূতাবাসে, আপনাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হতো তখন অবস্থান কী হতো? নিজ্জরের মৃত্যু নিয়ে বিতর্ক ও তার জেরে কানাডার সঙ্গে দূরত্ব বাড়ছে ভারতের। তবে সবটাই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেই দাবি বিদেশ মন্ত্রীর। এই বিষয়ে জয়শঙ্কর জানিয়েছেন, এমন নয় যে আমরা আলোচনার দরজা বন্ধ করে দিয়েছি। তবে আমাদেরও সুযোগ দিতে হবে। যদি ওরা আমাদের সঙ্গে সমস্ত তথ্য ভাগ করে, তখন আমরা বিষয়টি দেখতে পারি।

2023-09-30 10:22:00

এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের পদক

শ্যুটিংয়ে ফের পদক জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতেছেন সরবজ্যোত সিং ও দিব্যা টিএস। এর ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৩৪।

2023-09-30 10:14:00

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার শিবপুর বি গার্ডেনের কোলে মার্কেট চত্বর

SafeValue must use [property]=binding: টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার শিবপুর বি গার্ডেনের কোলে মার্কেট চত্বর (see http://g.co/ng/security#xss)

2023-09-30 10:11:00

মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১

SafeValue must use [property]=binding: মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত ১ (see http://g.co/ng/security#xss)

শহরে ফের গতির বলি। গতকাল, শুক্রবার মধ্যরাতে মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জখম ৪ জন। মৃতের নাম নীহার আগরওয়াল (২২)। পুলিস সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন নীহার। সেই গাড়িতেই ছিলেন বাকি চারজন। স্বাভাবিকের তুলনায় গাড়িটির গতিবেগ বেশি ছিল। যার ফলে মা উড়ালপুলেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে ছিটকে যায় সেটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে সকলকে উদ্ধার করে পুলিস। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রত্যেকের বাড়ি বেহালা থানার পর্ণশ্রী এলাকায়।

2023-09-30 09:26:00

বৃষ্টিতে জলমগ্ন ধর্মতলা চত্বর

SafeValue must use [property]=binding: বৃষ্টিতে জলমগ্ন ধর্মতলা চত্বর (see http://g.co/ng/security#xss)

2023-09-30 09:21:00

তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন

SafeValue must use [property]=binding: তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন (see http://g.co/ng/security#xss)

কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের। আজ, শনিবার কলকাতা বিমানবন্দরের ভিতরে ফ্লেক্স, ব্যানার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ট্রেন বাতিল করেছে মোদি সরকার। কিন্তু আন্দোলনের সঙ্কল্প নিয়ে যখন নামা হয়েছে, তখন কেউ আটকাতে পারবে না। সড়ক, বিমান পথে দিল্লি পৌঁছনো হবে।

2023-09-30 09:05:00

দিল্লির বাংলা বইমেলা শুরু

আজ শুরু হচ্ছে দিল্লির বাংলা বইমেলা। বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত এই বইমেলার এবার ২১তম বছর। চলবে সোমবার ২ অক্টোবর পর্যন্ত। কলকাতা ও দিল্লির একঝাঁক প্রকাশকের উপস্থিতিতে বইমেলা আয়োজিত হচ্ছে গোলমার্কেটের বঙ্গসংস্কৃতি প্রাঙ্গণ ও মুক্তধারায়। বইমেলার সঙ্গেই থাকছে সাহিত্য সভা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দিল্লির বাংলা মিডিয়ামের স্কুলগুলির ছাত্রছাত্রীদের একাধিক কর্মসূচিতে চারদিন ধরে বাংলা সংস্কৃতির চর্চা রাখা হয়েছে। থাকবে মুক্তমঞ্চ। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ গাঙ্গুলি জানান, সারা বছর হিন্দি ও ইংরাজি ভাষার আবর্তে থেকেও দিল্লির বাঙালি এবং অবশ্যই নতুন প্রজন্মও যে বাংলা ভাষাকে অন্তরে লালন করে চলে সেই প্রমাণ এই বইমেলাকে ঘিরে উৎসাহ।

2023-09-30 08:57:55

নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ভিড়

SafeValue must use [property]=binding: নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ভিড় (see http://g.co/ng/security#xss)

2023-09-30 08:51:00

পাঞ্জাবে এখনও চলছে কৃষকদের রেল রোকো কর্মসূচি, ব্যাহত ট্রেন পরিষেবা

2023-09-30 08:47:35

ইতিহাসে আজকের দিনে

আন্তর্জাতিক অনুবাদ দিবস
১৯১৯ - বিশিষ্ট শিক্ষাবিদ তথা ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর মৃত্যু
১৮২৮ - ভারতীয় যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জন্ম
১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়
১৮৬৪ - ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবীর জন্ম
১৮৭৫ - শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের মৃত্যু
১৮৮২ - থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়
১৯১৯ -  শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক ও  ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর মৃত্যু
১৯২২ - পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্ম
১৯২৮ - পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়
১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩৩ - নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৩৮  -  আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষের জন্ম
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৬২ - অভিনেতা প্রসেনজিতের জন্ম
১৯৭২ – সঙ্গীত শিল্পী শান (শান্তনু মুখোপাধ্যায়)-এর জন্ম

2023-09-30 08:43:08

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধিতে দিশাহারা হতে পারেন।
বৃষ: কর্ম ব্যস্ততা বেশি থাকবে।
মিথুন: গৃহে শুভ কর্মের অপ্রস্তুতি ও ব্যস্ততা।
কর্কট: পড়ুয়াদের বিদ্যালাভ ভালো হবে।
সিংহ: নামী প্রতিষ্ঠানে কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন।
কন্যা: সৃজনশীল কর্মে সম্মান।
তুলা: মানসিক উত্তেজনায় ব্যবহারে উগ্রতার প্রকাশে অপযশ।
বৃশ্চিক: কারও শত্রুতায় কর্ম সাফল্যে বাধা।
ধনু: ব্যবসায় লাভ বাড়বে।
মকর: লেখাপড়া ও কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য।
কুম্ভ: বিদ্যার্থী ও ব্যবসায়ীদের পক্ষে দিনটি শুভ।
মীন: সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-09-30 08:20:37

নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: নেতাজি ইন্ডোরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2023-09-29 23:43:00

নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

প্রকৃতির রোষের মুখে নিউ ইয়র্ক। আজ, শুক্রবার ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি, হাডসন ভ্যালি ও লং আইল্যান্ড। সেই কারণে নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
 

2023-09-29 22:02:07

দিল্লির সব্জি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগল এখানকার সবচেয়ে বড় সব্জির হোলসেল মার্কেট, আজাদপুর সব্জি বাজারে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।  খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।  

2023-09-29 19:10:58

ইডির তদন্তকারী অফিসারকে সরানোর নির্দেশ হাইকোর্টের


শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তদন্তে অসন্তোষপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ওই তদন্তে যুক্ত ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে কোনও মামলার তদন্তই তিনি করতে পারবেন না বলেও এদিন নির্দেশ দিল আদালত।

2023-09-29 18:40:00

দিল্লিতে ধর্না আন্দোলন কর্মসূচি: বিশেষ ট্রেন দেওয়া সম্ভব নয়, জানিয়ে দিল রেল

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে আগামী ৩ অক্টোবর দিল্লির বুকে ধর্না আন্দোলন কর্মসূচি তৃণমূলের। সেই উপলক্ষে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। আজ, পূর্ব রেলের পক্ষ থেকে সেই আবেদন গ্রাহ্য করা হল না। আজ পূর্ব রেলের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী ৩০ সেপ্টেম্বরের জন্য এই রেকের ব্যবস্থা করা সম্ভব নয়।  

2023-09-29 18:27:40

ভুল ইঞ্জেকশনে কিশোরীর মৃত্যু যোগীরাজ্যে

নক্ক্যারজনক ঘটনা। ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য। এবার একটা ভুল ইঞ্জেকশনের জেরে মৃত্যু হল ১৭ বছরের কিশোরীর। এখানেই শেষ নয়। জনরোষের ভয়ে একটি মোটর বাইকের উপর কিশোরীর প্রাণহীন নিথর দেহটি বসিয়ে রেখে পালাল হাসপাতাল কর্মী সহ চিকিৎসকেরা। ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরীর একটি বেসরকারি হাসপাতালের। মৃতার পরিবারের অভিযোগ,  ওই কিশোরীর মৃত্যুর খবর  পরিবারকেও জানানো হয়নি। কিছু না জানিয়েই পালিয়ে যায়। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখান থেকে সর্বসমক্ষে চলে আসে ঘটনাটি।

2023-09-29 18:00:01

লিগজয়ে হ্যাটট্রিক মহামেডান স্পোর্টিংয়ের

কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল মহামেডান স্পোর্টিং। আজ শুক্রবার যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে সাদা-কালো শিবির ২-০ গোলে হারাল মোহন বাগানকে।  এদিন, খেলার ১২ মিনিটের মাথায় গোল করেন রেমসাঙ্গা। এরপর ৩৭ মিনিটের মাথায় ফের আরও একটি গোল। এবার ডেভিড। এই নিয়ে টানা তিনবার লিগ খেতাব পেল মহামেডান।

2023-09-29 17:52:00

পেট না আলমারি! অপারেশনের পর চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

SafeValue must use [property]=binding: পেট না আলমারি! অপারেশনের পর চক্ষু চড়কগাছ চিকিৎসকদের (see http://g.co/ng/security#xss)

এটা পেট না আলমারি! অপারেশনের পর মজা করে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হাসপাতালের চিকিৎসকদের মধ্যে। কারণ অপারেশনের পর পেট থেকে যা বের হল তা দেখলে মনে হবে এটা পেট নয়, কোনও আলমারি। এবার ঘটনায় আসা যাক।  দু’দিন আগে পেটে অসহ্য ব্যাথা ও বমি বমি ভাব এবং জ্বর নিয়ে পাঞ্জাবের মোগা এলাকার মেডিসিটি হাসপাতালে ভর্তি হন বছর চল্লিশের এক ব্যক্তি। এক্স রে হয়। সেই রিপোর্ট দেখে তো চোখ কপালে ওঠার জোগাড় চিকিৎসকদের। রিপোর্টে দেখা যায় অজস্র ধাতব বস্তু রয়েছে ওই ব্যক্তির পেটে। অপারেশন করে ওই ব্যক্তির পেট থেকে চিকিৎসকেরা বের করে আনলেন ইয়ারফোন, ওয়াশার, নাটবল্টু, তার, লকেট, বোতাম, মোড়ক, মাথার ক্লিপ, জিপার ট্যাগ, মার্বেল, সেফটিপিন সহ আরও অনেক কিছু। এমনকি ওই ব্যক্তির পেট থেকে মিলেছে রাখিও! হাসপাতালের ডিরেক্টর ডাঃ অজমিল কালরা রীতিমত তাজ্জব বনে গিয়েছেন এই পুরো ঘটনায়। তাঁর জীবনে এমনটা কখনওই দেখেননি বলে দাবিও করেন। তাঁর কথায়, ওই ব্যক্তি দু’বছর ধরে ভুগছিলেন পেটের সমস্যায়। জিনিসগুলি পেট থেকে বের করে আনা গেলেও সঙ্কট কাটেনি রোগীর। দীর্ঘদিন ধরে ওই জিনিসগুলি পেটের মধ্যে থাকায় তিনি অসুস্থ হয়েছিলেন। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

2023-09-29 17:49:59

এশিয়ান গেমসে ভারতীয় পদকজয়ীদের মমতার শুভেচ্ছা

১৯তম এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের পদক জয়ে এবার শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আজ, ষষ্ঠদিন পর্যন্ত ভারতের ঝুলিতে জমা পড়েছে ৩২টি পদক।

2023-09-29 16:49:41

৩২০ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-09-29 16:10:33

এইমস নিয়োগ দুর্নীতি: বঙ্কিম ঘোষকে জেরা সিআইডির

2023-09-29 15:20:43

মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের দায়িত্বে শেখ সাহাজান

জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন গাইঘাটার অজিত সাহা। পূর্ত কর্মাধ্যক্ষ বারাকপুরের দীপক লাহিড়ী। নারী ও শিশু জনকল্যাণের দায়িত্ব পেলেন জাহানারা বিবি। মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন সন্দেশখালির শেখ সাহাজান। ক্ষুদ্র, শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন মফিদুল হক সাহাজি। খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল, শিক্ষার দায়িত্বে বুরহানুল মোকাদ্দিম। কৃষি কর্মাধ্যক্ষ হলেন জ্যোতি চক্রবর্তী। বন ও ভূমি কর্মাধ্যক্ষ হলেন এ কে এম ফারহাদ।
 

2023-09-29 14:48:00

পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৩৪, জখম ১৩০

SafeValue must use [property]=binding: পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৩৪, জখম ১৩০ (see http://g.co/ng/security#xss)

2023-09-29 14:32:47

৫৩৩ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-09-29 14:11:11

আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগণা, পূঃ মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা

2023-09-29 14:01:18

রেললাইনের ধারে পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার

আজ, শুক্রবার সকালে দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন লাইনের পাশ থেকে এক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার। ট্রেন দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিসের। মৃতের নাম বিতান ঘোষ (১৭)। তার বাবা সিআরপিএফ কর্মী। কর্মসূত্রে  দুর্গাপুর অমরাবতী সিআরপিএফ ক্যাম্পেই থাকেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে টিউশন যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোর। এরপর এদিন তার মৃতদেহ উদ্ধার হয় স্টেশন সংলগ্ন গ্যামব্রীজের নীচে রেললাইনের ধারে।

2023-09-29 13:02:49

দিল্লিতে সোনার দোকান থেকে ১৮ কেজি সোনা ও ১২.৫০ লক্ষ টাকা লুট, আটক ২

2023-09-29 12:55:06

৪৫০ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-09-29 12:51:56

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আর্টসের ডিন

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আর্টসের ডিন সজল ভট্টাচার্য আক্রান্ত বলে অভিযোগ। আজ, শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাইক বাহিনীর হাতে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই তাঁর গাড়ি আটকানো হয়। জনাকয়েক দুষ্কৃতী তাঁকে হুমকিও দেয় বলে অভিযোগ। সজলবাবু জানিয়েছেন, তাঁকে মারধর, হেনস্তা করারও চেষ্টা হয়।
 

2023-09-29 12:29:42

দিনহাটার পেটলায় খুন হলেন এক ব্যবসায়ী

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে দিনহাটার পেটলায় খুন হলেন এক মৎস্য ব্যবসায়ী। খালেক মিঁয়া নামে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির পাশের পুকুর সংলগ্ন ডেরায় শুয়ে ছিলেন খালেক। সেই সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মৃতের পরিজনেরা পুলিসে খবর দেয়। আজ, শুক্রবার সকালে দিনহাটা থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

2023-09-29 12:24:59

আগামী ২ অক্টোবর ইডি অফিস যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

2023-09-29 11:56:39

কর্ণাটকে বনধ, বাতিল ৪৪টি উড়ান

SafeValue must use [property]=binding: কর্ণাটকে বনধ, বাতিল ৪৪টি উড়ান (see http://g.co/ng/security#xss)

2023-09-29 11:23:30

এশিয়ান গেমস: ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা স্কোয়াশ টিম

2023-09-29 11:21:54

এবার দুমকার পরিবর্তে দেওঘর পর্যন্ত যাবে ময়ূরাক্ষী এক্সপ্রেস

ময়ূরাক্ষী এক্সপ্রেস এবার দুমকার পরিবর্তে দেওঘর পর্যন্ত যাবে। আগামী ১ অক্টোবর থেকে সম্প্রসারিত রুটে ট্রেনটি যাতায়াত করবে বলে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এর আগে এটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে রামপুরহাট থেকে ছেড়ে সিউড়ি হয়ে হাওড়া পর্যন্ত যাতায়াত করত। করোনাকালে দীর্ঘদিন ধরে এই ট্রেনটির পরিষেবা বন্ধ রাখার পর অন্যান্য ট্রেনের মতোই পরিষেবা শুরু করে। করোনাকালে প্রথমদিকে এই ট্রেনটির পরিষেবা শুরু হয় হাওড়া-রামপুরহাট ও রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেন হিসেবে। পরে ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হওয়ার পর এটি হাওড়া থেকে দুমকা পর্যন্ত যাতায়াত শুরু করে। ২০২২ সালের ১৩ এপ্রিল থেকে ট্রেনটির যাত্রাপথ বাড়িয়ে দেওঘর পর্যন্ত করার কথা ঘোষণা করে রেল। যদিও তখন এই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়নি। এবার ফের বিজ্ঞপ্তি দিয়ে ১ অক্টোবর থেকে ট্রেনটি দুমকার পরিবর্তে দেওঘর থেকে যাত্রাপথ সম্প্রসারিত হওয়ার ঘোষণা করেছে রেল। 
তবে রেলের এই ঘোষণায় বীরভূমবাসীর খুব একটা উপকার হবে না বলে জানাচ্ছেন রেল যাত্রীদের একাংশ। নিত্যযাত্রী মিঠু বোথরা বলেন, এই জেলা থেকে থেকে দেওঘর যাওয়ার একটি মাত্র লোকাল ট্রেন চলাচল করে। এখন এক্সপ্রেস ট্রেন পেলেও খুব একটা উপকারে আসবে না। কারণ, ট্রেনটি রাত ১২টা ৩০মিনিটে দেওঘর পৌঁছবে। এই রুটে রেলের নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। ফলে অনেকেই যেতে চাইবেন না। তবে দেওঘর বা পার্শ্ববর্তী এলাকা থেকে যাঁরা তারাপীঠ আসবেন, তাঁদের কাছে এই ট্রেনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ভোর ৩টে ১৫মিনিটে দেওঘর ছেড়ে ৫টা ২৫মিনিটে রামপুরহাট এসে পৌঁছবে ট্রেনটি।

2023-09-29 11:10:41

ট্রেন থেকে নদীতে

গন্তব্য বোকারো। দিল্লি থেকে জম্মু তাওয়াই-টাটা সম্বলপুর এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন মনোজ কারমালি (২২)। জেনারেল কম্পার্টমেন্টে গাদাগাদি ভিড়ে সারাটা রাত ঘুম হয়নি। সকালে দরজার কাছে বসেছিলেন। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ট্রেনের দুলুনিতে দু’চোখ বুজে আসে। কোয়েল নদী পেরনোর সময় আচমকা ছিটকে পড়েন মনোজ। ঘুম ভাঙে জলে হাবুডুবু খেতে খেতে। ভাগ্যিস নদীতে তখন হাঁটুজল। বরাতজোরে প্রাণ বাঁচে তাঁর। রেল ব্রিজের থামের পাশে আশ্রয় নেন তিনি। পরে আরপিএফের তিন সদস্যের দল তাঁকে উদ্ধার করে।

2023-09-29 10:59:06

জন্মদিনে লতার মূর্তি মহানগরে

প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৪তম জন্মদিন উদযাপিত হল বৃহস্পতিবার। সেই উপলক্ষ্যে কলকাতা পুরসভার তরফে দত্তবাগান ও মিল্ক কলোনির সংযোগস্থলে রাস্তার ধারে গায়িকার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, সঙ্গীত সাম্রাজ্ঞীর সঙ্গে বাংলার যোগসূত্র ভোলার নয়। নিয়ম করে দুর্গাপুজোর আগে বহুবার তাঁর গানের অ্যালবাম রিলিজ হয়েছে। পুজোর গান আর লতাদি ছিলেন সম্পৃক্ত। তাই তাঁর স্মৃতিতে আমাদের এই শ্রদ্ধাজ্ঞাপন। 

2023-09-29 10:58:27

বিশ্বে ভারতীয়  মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়াতে চায় কেন্দ্র

ভারতীয় মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে লেনদেনের মাধ্যম করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ইয়েন, পাউন্ড, সিঙ্গাপুর ডলার, ইউরো প্রভৃতি মুদ্রা যেভাবে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলেছে, ভারতও সেই লক্ষ্যে এগতে চায়। বৃহস্পতিবার শহরে এসে এ কথা জানালেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সদস্য সঞ্জীব সান্যাল। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে কীভাবে বাণিজ্য বৃদ্ধি করা যায়, তার হদিশ পেতে বৃহস্পতিবার এক সম্মেলনের আয়োজন করে বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স। সেখানে সঞ্জীব সান্যাল বলেন, ‘আমরা আশা করব এদেশের বন্ড বাজারকে আরও বৃহত্তরভাবে ব্যবহার করা হবে। কারণ বিশ্বের আর্থিক বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসছে ভারত।’ পাশাপাশি তিনি বলেন, বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে যোগসূত্র আরও বাড়ানো জরুরি। সেই কাজ শুরু হয়েছে। এই দেশগুলিতে বেশ কিছু আর্থিক হাব আছে। বাণিজ্যিক সুফল পেতে এগুলির মধ্যে সমন্বয় জরুরি। 

2023-09-29 10:47:03

মাসে ২০ টাকা জঞ্জাল কর, বিজ্ঞপ্তি

কামারহাটি পুরসভা কুড়ি টাকা করে জঞ্জাল কর লাগু করতে চায়। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ২০১৬, অনুযায়ী বর্জ্য উৎপাদন, উৎসে পৃথকিকরণ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ প্রভৃতি বিষয়ের জন্য হোল্ডিং বা পরিবার কিছু মাসিক কুড়ি টাকা সংগ্রহের প্রস্তাব রয়েছে। এই বিষয়ে স্থানীয় নাগরিকদের যদি কোনও আপত্তি বা অভিযোগ বা সুচিন্তিত মতামত থাকে, তাহলে তা লিখিতভাবে কামারহাটি পুরসভায় আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে জমা করতে বলা হচ্ছে। এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, আইন অনুযায়ী কুড়ি টাকা করে কর নেওয়ার প্রস্তাব রয়েছে। তবে এই বিষয়ে পুর এলাকার মানুষের মতামত চাইতে বিজ্ঞাপন দিয়েছি। মানুষের মতামত নিয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা চাই জঞ্জালমুক্ত শহর হোক কামারহাটি। ইতিমধ্যে বিভিন্ন পুরসভায় এই জঞ্জাল কর চালু হয়েছে। তবে নাগরিকদের সমর্থন ছাড়া এ ব্যাপারে আমরা কোনও পদক্ষেপ গ্রহণ করব না। অবশ্য এই নিয়ে কামারহাটি পুরসভা এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা এর বিরোধিতা করছে। আবার কেউ কেউ মনে করছেন, উন্নত মানের নাগরিক পরিষেবার জন্য এই জঞ্জাল কর চালু করা উচিত।

2023-09-29 10:35:52

অত্যাধুনিক শৌচাগার তৈরি হচ্ছে শহরের নয়া মেট্রো রুটে

দেশের প্রথম মেট্রোরেল চালু হয়েছিল কলকাতায়। ক্রমশ তা হয়ে উঠেছে শহরের লাইফলাইন। সময়ের দাবি মেনে নর্থ-সাউথ মেট্রো করিডরের পরিধি ক্রমেই বেড়েছে। কিন্তু আশ্চর্যের হলেও এই মেট্রো রুটে কোনও শৌচাগার ছিল না। মেট্রো সফরে কিংবা মেট্রো থেকে নেমে কোনও যাত্রীর প্রকৃতির ডাক এলে কার্যত অসহায় অবস্থায় পড়তে হয়। সেই ঘাটতি শহরের অন্যতম দীর্ঘ মেট্রো রুট কবি সুভাষ থেকে বিমানবন্দর (ভায়া রাজারহাট) প্রকল্পে মিটতে চলেছে। কেননা, সংশ্লিষ্ট রুটে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে শৌচাগার। পুরুষ, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য শৌচাগারের ব্যবস্থা থাকছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যাত্রী পরিষেবা চালুর জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন মিলেছে। কিন্তু রুটটি গত ৮ মাসের বেশি সময় কার্যত তৈরি হয়ে পড়ে রয়েছে। কিন্তু মেট্রো চালু হচ্ছে না। হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের পর উত্তরমুখী অংশের কাজ চলছে। ভিআইপি বাজারের পরবর্তী ঋত্বিক ঘটকের মেট্রো স্টেশনের কাজ চলছে পুরোদমে। বাইপাসের উপর উত্তর পঞ্চান্ন গ্রাম এলাকায় অবস্থিত এই স্টেশনটি। যাত্রীদের দাবি মেনে এই স্টেশনে তৈরি হচ্ছে তিনটি শৌচাগার। পুরুষ, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য নির্মিত এই শৌচালয়গুলি প্রায় তৈরি হয়ে গিয়েছে। ১৮০ মিটার দৈর্ঘ বিশিষ্ট দু’টি প্ল্যাটফর্ম এই স্টেশনে যাত্রী পরিষেবার হরেক উপকরণ মজুত থাকছে। যার মধ্যে রয়েছে, দু’টি পানীয় জলের কুলার, তিনটি টিকিট কাউন্টার, ৪টি লিফট, ৭টি করে এসকেলেটর ও সিঁড়ি।     

2023-09-29 10:33:35

এশিয়ান গেমস: টেনিস ডাবলসে রুপো জয় সাকেথ-রামকুমারদের

2023-09-29 10:31:10
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ