যুবভারতীতে ইস্টবেঙ্গলের ম্যাচের জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত। আজ, সোমবার যুবভারতীতে আইএসএলের ইস্ট বেঙ্গল বনাম জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে। সেই ম্যাচ শেষের পর সল্টলেক স্টেডিয়াম (যুবভারতী) থেকে শিয়ালদহ পর্যন্ত রাত ১০.৩০ ও ১০.৪০ মিনিটে দুটি মেট্রো থাকবে। এদিন এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে শুধুই মেট্রো নয়। সমর্থকদের জন্য রাতে অতিরিক্ত বাস পরিষেবা থাকবে বলে জানিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। আজ, সোমবার যুবভারতী থেকে ধর্মতলা, বেহালা, গড়িয়া, হাওড়া ও শিয়ালদহ স্টেশন পর্যন্ত বাস থাকবে। ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে আর্জির ভিত্তিতে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
2023-09-25 15:29:25রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথাতে রেখেই আজ, সোমবার নবান্নে সবকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেঙ্গু মোকাবিলায় পুলিসকে কাজে লাগাতে হবে। মূলত এলাকায় জল যাতে না জমে সেই দিকে নজর দিতে সিপি ও এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা এলাকাগুলিতে কাউন্সিলাররা, স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈঠক করবেন। এলাকায় নজরদারি বাড়াতেও বলা হয়েছে। সূত্রের খবর, নবান্নের তরফে এও বলা হয়েছে ডেঙ্গুর চিকিৎসায় রেফার করা বন্ধ করতে হবে। কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী গেলে তাঁকে ফেলে না রেখে চিকিৎসা করতে হবে। এদিন প্রথম দফায় হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। পরে ভার্চুয়ালি বাকি জেলার জেলাশাসকদের সঙ্গেও বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।
2023-09-25 15:18:59উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল গ্রামে বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত রমজান আলি। ঘটনার প্রায় ২৮ দিন পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২।
শিক্ষিকার নির্দেশে সহপাঠীকে মারধর করার ঘটনায় ক্ষোভপ্রকাশ সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের একটি স্কুলে কিছুদিন আগেই এই ঘটনা ঘটে। সেখানে দেখা যায় এক মুসলিম ছাত্রকে থাপ্পড় মারছেন সহপাঠীরা। গোটা ঘটনাটি ঘটে ওই স্কুলের এক শিক্ষিকার নির্দেশে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় আক্রমণ করেছে যোগী সরকারকে। আজ, সোমবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনার তদন্তের তদারকি করবেন একজন সিনিয়র আইপিএস অফিসার। যাঁকে নিয়োগ করবে রাজ্য সরকার। ওই অফিসার সুপ্রিম কোর্টে গোটা ঘটনার তদন্তের পর রিপোর্ট জমা দেবে। এছাড়াও আদালত এও নির্দেশ দিয়েছে, গোটা ঘটনার জন্য রাজ্যের দায় নেওয়া উচিত। শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মাবিলম্বী হওয়ায় কাউকে শাস্তি দেওয়া যায় না। আদালত যোগী সরকারকে এও নির্দেশ দিয়েছে, ওই পড়ুয়ার পর্যাপ্ত কাউন্সেলিং করতে হবে।
শিক্ষিকার নির্দেশে সহপাঠীকে মারধর করার ঘটনায় ক্ষোভপ্রকাশ সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের একটি স্কুলে কিছুদিন আগেই এই ঘটনা ঘটে। সেখানে দেখা যায় এক মুসলিম ছাত্রকে থাপ্পড় মারছেন সহপাঠীরা। গোটা ঘটনাটি ঘটে ওই স্কুলের এক শিক্ষিকার নির্দেশে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কড়া ভাষায় আক্রমণ করেছে যোগী সরকারকে। আজ, সোমবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনার তদন্তের তদারকি করবেন একজন সিনিয়র আইপিএস অফিসার। যাঁকে নিয়োগ করবে রাজ্য সরকার। ওই অফিসার সুপ্রিম কোর্টে গোটা ঘটনার তদন্তের পর রিপোর্ট জমা দেবে। এছাড়াও আদালত এও নির্দেশ দিয়েছে, গোটা ঘটনার জন্য রাজ্যের দায় নেওয়া উচিত। শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মাবিলম্বী হওয়ায় কাউকে শাস্তি দেওয়া যায় না। আদালত যোগী সরকারকে এও নির্দেশ দিয়েছে, ওই পড়ুয়ার পর্যাপ্ত কাউন্সেলিং করতে হবে।
এনআরএসের পর এসএসকেএমে দালাল চক্রের পর্দাফাঁস। টাকা নিয়ে এসএসকেএমে ভর্তির অভিযোগে গ্রেপ্তার ৩। লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন ওই দালালরা। ধৃতরা প্রত্যেকেই ভবীনাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর পদে এলেন মিকি আর্থার। বিশ্বকাপের আগেই বাবর আজমদের দায়িত্ব নেবেন তিনি। চার বছরের জন্য প্রাক্তন প্রোটিয়া তারকার সঙ্গে চুক্তি করেছে পাক ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, এশিয়া কাপেই দলের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে সেটা সম্ভব হয়নি। এর আগেও ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন মিকি আর্থার। তাঁর তত্ত্বাবধানেই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান।
2023-09-25 12:17:13শহরে ফের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পূর্ব যাদবপুর থানা এলাকায় আত্মহত্যা করেছেন এক নার্সিং পড়ুয়া। মৃতার নাম মল্লিকা দাস। ওই এলাকায় একই বাড়িতে তিন-চার জনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। গতকাল, রবিবার রাতে ওই বাড়ির ছাদে গিয়ে আত্মহত্যা করেন মল্লিকা। তবে কোনও সুসাইড নোট পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে পুলিস।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত যুবকের নাম সরিফুল ইসলাম (২৪)। পরিবারের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সরিফুলের। কিন্তু হাসপাতালের তরফে ডিসচার্জ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে সেপ্টিসেমিয়া লেখা হয়েছে। এতেই ক্ষোভ মৃতের পরিবারের।
2023-09-25 11:57:18কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। গতকাল, রবিবার ওয়েসি কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'ওয়েনাড়ে নয় হায়দরাবাদে ভোটে দাঁড়াতে আমি আপনাদের নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। উনি শুধুই বড় বড় ভাষণ দেন। বাস্তবের মাটিতে আসুন ও আমার বিরুদ্ধে লড়াই করুন। কংগ্রেস নেতারা অনেক কথা বলবেন কিন্তু আমি প্রস্তুত রয়েছি।' নাম না নিলেও ওয়েসি এখানে রাহুল গান্ধীকেই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা স্পষ্ট। আসলে গত সপ্তাহে তেলেঙ্গানায় গিয়ে ওয়েসি ও তাঁর দলকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, 'এআইএমআইএম বিজেপির পকেটে রয়েছে বলে তাঁদের বিরুদ্ধে কোনও মামলা নেই।' যার পাল্টা দিতে ছাড়েননি ওয়েসিও।
2023-09-25 11:34:00রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আজ, সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলার জেলাশাসকদের। সূত্রের খবর, বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশিকা দিতে পারেন মুখ্যসচিব।
এশিয়ান গেমসে দীর্ঘদিন বাদে পদক জিতল বাংলাদেশ। মহিলাদের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। মহিলাদের ক্রিকেটে সেমিফাইনালে ভারতের কাছে হারতে হয় বাংলাদেশকে। পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে। তাই ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ে নামতে দেখা যায় বাংলাদেশ ও পাকিস্তানকে। সেই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান হেরে গিয়েছে বাংলাদেশের মেয়েদের কাছে।
আপনি কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? কিংবা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই নমিনির নাম যোগ করতে হবে। না হলে বড়সড় সমস্যায় পড়তে হবে আপনাকে। নমিনির নাম যুক্ত না থাকলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ও মিউচুয়াল ফান্ডের ফোলিও ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ চালিয়ে যেতে পারলেও সেখান থেকে টাকা তুলতে পারবেন না।
তথ্য বলছে, মিউচুয়াল ফান্ডে বড় অংশের গ্রাহকের এখনও নমিনির নাম যুক্ত করা নেই। তাঁরা আগামী পাঁচদিনের মধ্যে যদি এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে না ফেলেন, তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। বিনিয়োগকারীর অর্থ সম্পূর্ণ সুরক্ষিত করতে এবং তাঁর অবর্তমানে যাতে দ্রুত বিনিয়োগকারীর আইনি উত্তরাধিকারী ওই টাকা পেতে পারেন, সেকারণেই এই উদ্যোগ সেবি’র। বলা হয়েছে, বিনিয়োগকারী তাঁর অবর্তমানে জমানো টাকা যাকে দিতে চান, তাঁকেই নমিনি করতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই নমিনি যোগ বা আপডেট করা যাবে।
এ যেন আমেরিকার অক্ষরধাম। ভারতের বাইরে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। উদ্বোধন হবে ৮ অক্টোবর। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে প্রায় ৯০ কিমি দূরে এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির গড়ে উঠেছে। ২০১১ থেকে শুরু হয়েছিল নির্মাণ কাজ। তারপর ১২ বছর ধরে প্রায় সাড়ে ১২ হাজার স্বেচ্ছাসেবক কঠোর পরিশ্রমে মাথা তুলেছে দাঁড়িয়েছে এই মন্দির। মহন্ত স্বামী পরিচালনায় আগামী মাসেই নিউ জার্সির এই মন্দিরের দরজা আনুষ্ঠানিকভাবে খুলে যাবে সাধারণ দর্শনার্থীদের জন্য। উদ্বোধনের আগেই অবশ্য হাজারে হাজারে দর্শনার্থী মন্দিরে ভিড় জমাতে শুরু করেছেন। শুধু হিন্দু ভক্তরাই নন, অন্যান্য ধর্মের মানুষরাও আসেন এই মন্দিরে। প্রায় ১৮৩ একরজুড়ে ছড়িয়ে এই মন্দির। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ এবং সংস্কৃতি অনুসারে এখানে গড়ে তোলা হয়েছে প্রায় ১০ হাজার মূর্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১৮ অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির। উল্লেখ্য, কম্বোডিয়ার আঙ্কোরভাটের পর এই মন্দির ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।
2023-09-25 10:53:18পশ্চিমবঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) সংখ্যা এক কোটিতে পৌঁছেছে। এক অনুষ্ঠানে দাবি করলেন রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর ভি তেজা দীপক। তিনি বলেন, করোনা পর্বের আগে রাজ্যে এই ধনের শিল্পের সংখ্যা ছিল ৯০ লক্ষ। সংখ্যাটি এখন এক কোটিতে পৌঁছেছে বলে মনে করছি আমরা। রাজ্য সরকার যে শিল্পের সমাধান প্রকল্প চালু করেছে, তা ছোট শিল্পের ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছে। তাছাড়া শিল্পের জন্য যে প্রশাসনিক ছাড়পত্রগুলি নিতে হতো, সেগুলির সময়সীমাও কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, পোশাক এবং চর্ম শিল্পজাত পণ্য রপ্তানিতে অনেকটাই এগিয়েছে পশ্চিমবঙ্গ। ‘বিশ্ব বাংলা’ যেভাবে বিপণনে ঝাঁপিয়েছে, তাতে বিদেশেও এসব জিনিসের বহু নতুন ক্রেতা তৈরি হয়েছে।
2023-09-25 10:33:57খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ক্রমে তিক্ত হয়ে উঠছে ভারতের সঙ্গে কানাডার সর্ম্পক। এর মাঝেই কিছুটা সুর নরম করে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। ভারতের সঙ্গে সর্ম্পক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন তিনি। এক সাক্ষাৎকারে বিল জানিয়েছেন, 'আমরা বুঝতে পারছি যে হরদীপ সিং নিজ্জর হত্যা সংক্রান্ত বিতর্কের জন্য ভারতের সঙ্গে সর্ম্পক রক্ষার বিষয়টি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে চীনা আগ্রাসন রুখতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রণকৌশলে কোনও বদল আসবে না। এই বিষয়ে আমেরিকা, জাপান ও ভারতের পাশেই থাকবে কানাডা। তবে দেশের আইন ও নাগরিকদের রক্ষা করার দায়িত্বও আমাদের। তাই নিজ্জর খুনে তদন্ত চলবে। সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করব আমরা।'
নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি রেখার জেরে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ থেকে শহরে বৃষ্টিপাত চলছে। তবে আজ, সোমবার থেকে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ, সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৪.৮ মিমি।
মধ্যপ্রদেশের উমারাই জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে। যার ফলে ঘটে দুর্ঘটনাটি।
2023-09-25 10:04:00রোয়িংয়ে ফের পদক ভারতের। এশিয়ান গেমসে পুরুষদের রোয়িংয়ে ব্রোঞ্জ জিতলেন সতনাম সিং, পারমিন্দর সিং, সুখমিত সিং ও জাকার খান।
৯৩ বছর বয়সে প্রথম ভোট দেবেন ছত্তিশগড়ের বৃদ্ধ শের সিং হেডকো। শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এই ঘটনা। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা কাঙ্কের জেলার ভানুপ্রতাপপুর বিধানসভার বাসিন্দা শের সিং। পর্যাপ্ত নথি না থাকার জন্য এতদিন ভোটার লিস্টে নাম ওঠেনি তাঁর। তবে এত বছর বাদে ভোটার লিস্টে নাম ওঠার জন্য জীবনে প্রথম ভোট দেবেন শের সিং। ছত্তিশগড়ের কাঙ্কের জেলার জেলাশাসকের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে নাম তুলছেন প্রশাসনিক আধিকারিকরা। যার ফলে এই সুযোগ পেয়েছেন শের সিং।
2023-09-25 09:45:00মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় জখম ২৫। জানা গিয়েছে, জখম ব্যক্তিরা প্রত্যেকেই বিজেপি কর্মী। মধ্যপ্রদেশের ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। পথেই খারগোন জেলাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে তাদের বাসটি। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
লড়েও শেষরক্ষা হল না। গ্রুপ ‘বি’র মরণবাঁচন ম্যাচে থাইল্যান্ডের কাছে ০-১ গোলে পরাস্ত হয়ে এশিয়ান গেমস থেকে বিদায় নিল ভারতের মহিলা ফুটবল দল। আগের ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে লিড নিয়েও ২-১ গোলে পরাস্ত হয়েছিলেন মনীষা কল্যাণরা। থাইল্যান্ডকে হারাতে পারলে নক আউটে যাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকত। কিন্তু ম্যাচের ৫২ মিনিটে থংরংয়ের লক্ষ্যভেদ সেই আশায় জল ঢেলে দিল। ভারতকে টপকে পরের রাউন্ডে পা রাখল থাইল্যান্ড।
অথচ ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আশালতা দেবীদের সামনে। সহজতম পরিস্থিতিতে লক্ষ্যভেদে ব্যর্থ হন অঞ্জু তামাং। পাঁচ মিনিটের ব্যবধানে সিটার নষ্ট করেন বালাদেবী। উল্টে বিরতির পর ভারতীয় রক্ষণের ভুলে এগিয়ে যায় থাইল্যান্ড। ডানদিক থেকে নীচু মাইনাস করেছিলেন পেনাং। লক্ষ্যভেদে ভুল হয়নি থংরং প্যারিচাটের (১-০)। গোল হজম করে ফের তেড়েফুঁড়ে আক্রমণ শানাতে শুরু করে ভারত। দু’টি সহজ সুযোগ হাতছাড়া করেন মনীষা কল্যাণ।
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.০। হতাহতের কোনও খবর নেই।
এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের ঝুলিতে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে এই পদক জিতেছেন ভারতের দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমার, রুদ্রাংশ পাটিল। সোনা জেতার পাশাপাশি দলগত বিভাগে বিশ্বরেকর্ড করেছেন তাঁরা। দিব্যাংশ, ঐশ্বর্য ও রুদ্রাংশের দলের মোট স্কোর ১৮৯৩.৭ পয়েন্ট।
2023-09-25 08:54:00বিশ্ব ফার্মাসিস্ট দিবস
১৫২৪ - বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন
১৬৩৯ - আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়
১৮৯৭ - প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়
১৯৩৩ - রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৩৯- অভিনেতা ফিরোজ খানের জন্ম
১৯৪৬- ক্রিকেটার বিষেণ সিং বেদির জন্ম
১৯৬৯ - নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রাত্য বসুর জন্ম
১৯৬৯ - বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব মধু বসু ওরফে সুকুমার বসুর মৃত্যু
১৯৬৯: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হানসি ক্রনিয়ের জন্ম
১৯৯০- রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা তথা পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের মৃত্যু
২০২০ - সঙ্গীতশিল্পী এস. পি. বালসুব্রহ্মণ্যমের মৃত্যু
মেষ: অর্থলাভ হতে পারে।
বৃষ: গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ।
মিথুন: কর্মে বিলম্বিত উন্নতি।
কর্কট: ধর্মকর্মে মন।
সিংহ: শারীরিক সমস্যা হতে পারে।
কন্যা: কর্মকেন্দ্রিক ব্যস্ততা বৃদ্ধি।
তুলা: অফিসকর্মীদের পক্ষে শুভদিন।
বৃশ্চিক: বিদ্যা ও কর্মে উন্নতি।
ধনু: আর্থিক দিক ঠিক থাকবে।
মকর: পেশা ও ব্যবসায় শ্রীবৃদ্ধি।
কুম্ভ: মানসিক উত্তেজনার প্রকাশে কর্মে বিঘ্ন।
মীন: আয়ের তুলনায় ব্যয় বাড়বে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
অবশেষে চারহাত এক হল রাঘব-পরিণীতার। আজ, রবিবার রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ের মাধ্যমে মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। উদয়পুরের লীলা প্যালেসে বিয়ের আসর বসেছিল। বলিউড-সহ রাজনৈতিক জগতের বহু ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জা সহ একাধিক ভিভিআইপিরা।
2023-09-24 20:22:21মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। জানা গিয়েছে, আজ একটি হুমকি ফোনে দাবি করা হয় একটি নীল ব্যাগে বোমা রাখা আছে বিমানবন্দর চত্বরে। সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। পুলিস ও বম্ব স্কোয়াড গোটা বিমানবন্দর চত্বর খতিয়ে দেখে। যদিও কিছুই মেলেনি বলে খবর। পুলিস হুমকি ফোনের পিছনে থাকা ব্যক্তিকে খুঁজছে।
উত্তরপ্রদেশের বস্তি জেলায় বিষ খেয়ে আত্মঘাতী হল দম্পতি। জানা গিয়েছে, নিজেদের গ্রামে আত্মঘাতী মহিলা গণধর্ষণের শিকার হয়েছিল। সেই কারণেই গত বৃহস্পতিবার বিষ খেয়ে আত্মঘাতী হয় ওই দম্পতি। শুক্রবার দুজনেই মারা যায়। পুলিস এই ঘটনায় মামলা রুজু করে দুজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।
2023-09-24 15:39:25১৯ পলাতক খলিস্তানি জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। এমনটাই খবর এনআইএ সূত্রে। এই তালিকায় থাকা প্রত্যেকেই কানাডা, আমেরিকা, দুবাই ও পাকিস্তানের মতো জায়গা থেকে ভারত বিরোধী কার্যকলাপ ও প্রচার চালাচ্ছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাই এই পলাতক জঙ্গিদের ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার চিন্তাভাবনা চলছে।
2023-09-24 15:00:36চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাহুল গান্ধী। আজ একটি অনুষ্ঠানে রাহুলের বক্তব্যে তেমনটাই বোঝা গেল। আজ তিনি বলেন, ‘এই মুহূর্তে বলা যায় আমরা সম্ভবত তেলেঙ্গানায় জিতছি। মধ্যপ্রদেশে ও ছত্তিশগড়ে তো অবশ্যই। রাজস্থানের লড়াই কাঁটায়-কাঁটায় বলা যায়।’ পাশাপাশি তিনি বলেন, ‘কর্ণাটক নির্বাচনের মধ্য দিয়ে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। বিজেপি সবসময় মনযোগ ঘুরিয়ে দিয়ে নির্বাচন লড়ে এবং আমাদের ইস্যুগুলি মানুষের কাছে নিয়ে যেতে দেয় না। আমরা এমনভাবে লড়েছি যাতে বিজেপি নির্বাচনের অভিমুখ নির্ধারণের জায়গায় না থাকে।’
2023-09-24 14:22:51চাঁদের দক্ষিণ মেরুতে ফের আঁধার নামার আগে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে জাগানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। যদিও এখনও অবধি কোনও আশাব্যঞ্জক সাড়া পাননি বিজ্ঞানীরা। তবে তাঁদের দাবি যে কোনও সময় তা সক্রিয় হয়ে উঠতে পারে। তাই ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে।
2023-09-24 13:49:30এশিয়ান গেমসে পদক জয়ীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্সে তিনি লেখেন, ‘চীনে ১৯তম এশিয়ান গেমসে ইতিমধ্যেই ভারতের ৫টি পদক জেতা এক ঐতিহাসিক মুহূর্ত।’ এরপর তিনি বাংলার মেহুলি ঘোষ সহ দেশের সকল পদক জয়ীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আপনাদের অধ্যাবশায় ও পরিশ্রম আমাদের হৃদয়কে গর্বে পূর্ণ করে।’
2023-09-24 13:46:33অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে দলে নেই যশপ্রীত বুমরাহ। আজকের ইন্দোরের ম্যাচে খেলছেন না ভারতের এই তারকা পেসার। আজ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে এই খবর দেওয়া হয়। পারিবারিক কারণেই তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। যদিও তিনি তৃতীয় ওডিআইতে খেলবেন বলে খবর।
বিশ্বভারতীর বিদেশি ছাত্রকে অপহরণ কাণ্ডে চাঞ্চল্যকর দাবি করল অভিযুক্তদের একজন। ওই অভিযুক্তের দাবি, তারা ওই ছাত্রটিকে অপহরণ করেনি। তার কাছে টাকা পেতো ধৃতরা। সে কারণেই তাকে কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ধৃতদের প্রত্যেকেই পরচুলা ব্যবসার সঙ্গে যুক্ত। ‘অপহৃত’ ছাত্রের সঙ্গে তাদের ৬১ লক্ষ টাকার লেনদেনের একটি চুক্তি হয়েছিল বলে দাবি অভিযুক্তদের। কিন্তু ৯ লক্ষ টাকা দেওয়ার পর অভিযুক্ত তাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছিল না। এরপরই ধৃতরা ওই ছাত্রকে খুঁজতে এসে তুলে নিয়ে যায় বলে মনে করছে পুলিস। আপাতত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করল দিল্লি পুলিস। আজ আদালতে এই মামলার শুনানি ছিল। যদিও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে আদালতে হাজিরা দেওয়া থেকে বেঁচে যান অভিযুক্ত সাংসদ। কিন্তু দিল্লি পুলিস তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মন্তব্য করে। পুলিসের আইনজীবী জানান, ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌনহেনস্তা করার কোনও সুযোগই ছাড়তেন না। তাঁদের কাছে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণও রয়েছে বলে জানিয়েছে পুলিস। উজবেকিস্তানের একটি ঘটনার কথা উল্লেখ করে পুলিসের বক্তব্য, ব্রিজভূষণ ভালোমতোই জানতেন তিনি কী করছেন।
2023-09-24 12:14:00ফোনের সমস্ত তথ্য ডিলিট করে আত্মঘাতী যুবক। ঘটনাটি গাইঘাটা থানার অন্তর্গত বাগনা এলাকার। মৃত যুবকের নাম রিপন সরকার (২৭)। স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে রিপন ফোনের সমস্ত তথ্য মুছে দিয়েছে। কী কারণে সে সমস্ত তথ্য ডিলিট করে দিল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা।
2023-09-24 11:56:59ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠপাল সরণী এলাকায় এক জালনোটের কারবারিকে গ্রেপ্তার করল এসটিএফ। জানা গিয়েছে, ধৃতের নাম মাজিবুর রহমান। সে মালদহের কালিয়াচকের বাসিন্দা। ধৃতের কাছ থেকে ৫০০ টাকার জাল নোটে প্রায় দেড় লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।
2023-09-24 11:19:00একধাপেই ৪০০ কোটি টাকার বকেয়া পাওনা মেটাল ভারতীয় সেনা। জুনিয়ার কমিশনড অফিসার ও অন্যান্য র্যাঙ্কে কর্মরত বহু জওয়ানকে চিহ্নিত করে তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বহু জেসিও এবং অন্যান্য র্যাঙ্কের জওয়ানরা প্রাপ্য সংক্রান্ত অভিযোগ জানাচ্ছিলেন। এই বিষয়ের নিষ্পত্তিতে সেপ্টেম্বর মাসের শুরুতে দেশব্যাপী কর্মসূচি নেয় সেনার কন্ট্রোল জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস। ৪৮টি ক্যাম্প সংগঠিত করে অভিযোগ শোনা হয়। প্রত্যেকটি অভিযোগকেই গুরুত্ব সহকারে দেখে তার নিষ্পত্তি করা হয় ও প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়।
2023-09-24 10:40:06মহারাষ্ট্রের নাগপুরে প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে। বন্যার কবলে পড়ে এক পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়া সহ ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাড়িতে জল ঢোকায় সন্ধ্যা ধোরে নামে ওই মহিলার মৃত্যু হয়। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে একই ভাবে এক ৭০ বছরের মহিলার নিজের বাড়িতেই ডুবে মৃত্যু হয়। অযোধ্যানগরে এলাকায় সরকারি হাসপাতালের বাইরে প্লাবিত এলাকায় হেঁটে যাওয়ার সময় গভীর গর্তে পড়ে মৃত্যু হয় সঞ্জয় গাদেগাওকার নামের এক প্রৌঢ়ের। ধানতোলি থানা এলাকার একটি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।
2023-09-24 10:20:25এশিয়ান গেমসে উল্লেখযোগ্য সাফল্য ভারতের। দিনের শুরুতেই রোয়িং ও শ্যুটিংয়ে রূপো এসেছিল। পাশাপাশি ক্রিকেটের ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ভারতের মেয়েরা। তারপর রোয়িংয়ে আসে ব্রোঞ্জও। এবার রোয়িংয়ে আরও একটি রূপো এল ভারতের ঝুলিতে। পুরুষদের এইট রোয়িং দল এই সাফল্য পেয়েছে। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রমিতা জিন্দাল। মেহুলি ঘোষ এই বিভাগেই চতূর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন।
2023-09-24 10:06:44আজও সকাল থেকেই শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আজ তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
2023-09-24 09:58:47নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম বিনয়কৃষ্ণ দাস। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নরেন্দ্রপুর এলাকায় ভাড়া থাকত বলে খবর। গত ১৪ আগস্ট কামালগাজীতে শাহিদ মন্ডল নামক যুবককে গুলি করে খুনের ঘটনায় ধৃত বিনয়ই নাকি খবর দিয়েছিল যে শাহিদ টাকা নিয়ে বাড়ি ফিরছে।। আরও এক অভিযুক্ত এই ঘটনায় যুক্ত বলে জানতে পেরেছে পুলিস। তার খোঁজে তল্লাশি চলছে
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা দেবযানী সর্দারের মাকে বাড়িতেই খুনের অভিযোগ উঠল। জানা গিয়েছে, আজ, রবিবার সকালে হঠাৎই পরিবারের সদস্যরা বেবিরানি সর্দারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শ্বাসরোধ করে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিস।
2023-09-24 09:51:00আজ, রবিবার একলপ্তে ৯ বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ওড়িশা, কেরল, গুজরাত, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু— মোট ১১টি রাজ্য উৎসব মরশুমে পেতে চলেছে এই উপহার। দেশের ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক বাড়ানোর জন্য এই উদ্যোগ বলে দাবি রেলের তরফে। ভার্চুয়াল মাধ্যমেই ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পর্বে দুর্গাপুজোর আগে বাংলার প্রাপ্তি সেমি হাইস্পিডের জোড়া বন্দে ভারত— হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি রুটে। পাশাপাশি ট্রেনগুলির বৈশিষ্ট্যেও একাধিক বদল আনা হয়েছে।
2023-09-24 09:39:34খলিস্তানি জঙ্গি হরজিৎ সিং নিজ্জরের মৃ্ত্যুকে কেন্দ্র করে ভারত-কানাডা সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর দাহি করল আমেরিকায় থাকা খলিস্তান সমর্থকরা। খলিস্তানিদের দাবি, নিজ্জরের মৃত্যুর পরই তাদের সতর্ক করে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। জানা গিয়েছে, এফবিআইয়ের তরফে আমেরিকায় থাকা খলিস্তানপন্থীদের জানানো হয়, তাদের প্রাণ সংশয় রয়েছে। যদিও মার্কিন প্রশাসনের তরফে এই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। আমেরিকা নিবাসী খলিস্তানি নেতা প্রিতপাল সিং একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিজ্জরের মৃত্যুর পর থেকেই একাধিকবার ফোনে ও সরাসরি এফবিআইয়ের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করে তাঁর প্রাণ সংশয়ের বিষয়ে সতর্ক করেছে।’
2023-09-24 09:37:20যৌথ অভিযানে পাঞ্জাবের অমৃতসরে ভারত-পাক সীমান্ত এলাকায় মাদকবোঝাই ড্রোন উদ্ধার করল বিএসএফ ও পাঞ্জাব পুলিস। ড্রোনটি পাকিস্তানের দিক থেকেই ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। তাতে আটকানো ছিল এক প্যাকেট মাদক। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মনে করছেন সেটি হেরোইন।
2023-09-24 09:23:06মুম্বইয়ের লক্ষ্মী হাসপাতালের বাইরে ভয়ঙ্কর কাণ্ড। একটি সদ্যোজাত শিশুকন্যাকে প্লাস্টিকের ব্যাগে করে হাসপাতালের বাইরে ফেলে রেখে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনার জন্য দায়ী তা খতিয়ে দেখছে পুলিস। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।
এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেট বিভাগে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এর ফলে পদক নিশ্চিত হয়ে গেল শেফালিদের। এবার ফাইনালে জিতলে সোনা নিশ্চিত করতে পারবে ভারতের মেয়েরা। এদিন বাংলাদেশ ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে যায়। যার পাল্টা ভারত ৮.২ ওভারে ২ উইকেটে হারিয়ে লক্ষ্যমাত্রা টপকে যায়।
2023-09-24 08:56:00আজ রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ১৫টি লোকাল ট্রেন। ট্র্যাক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ সহ একাধিক ক্ষেত্রের জরুরি মেরামতির জন্য ছুটির দিনে ট্রেন পরিষেবা ব্যহত হবে। এই কাজের জন্য বিদ্যুতসংযোগ পরিষেবা বন্ধ রাখতে হবে। এই কারণেই সংশ্লিষ্ট ট্রেনগুলি আজ বাতিল থাকবে। যার জেরে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-বর্ধমান-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি সেকশনে যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে। বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ও ৩৭৯১৫। বর্ধমান থেকে – ৩৬৮৪২ ও ৩৬৮৪৪। ব্যান্ডেল থেকে ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭৭৪৯। নৈহাটি থেকে ৩৭৫৩৫, ৩৭৫৩৭। তারকেশ্বর থেকে ৩৭৩২৬। কাটোয়া থেকে ৩৭৭৪৮ ও ০৩০৬১। আজিমগঞ্জ থেকে ০৩০৬২। পাশাপাশি আজ কাটোয়া-আজিমগঞ্জ (০৩০৯৫) মেমু আধঘণ্টা পরে যাত্রা শুরু করবে। এছাড়া তারকেশ্বর-হাওড়া (৩৭৩২৮) লোকাল এবং ব্যান্ডেল-কাটোয়া (৩৭৭৫১) লোকাল আজ ১৫ মিনিট পরে যাত্রা করবে। এই কাজের জন্য আজ যাত্রা পথে বেশ কিছু ট্রেনের সময় নিয়ন্ত্রিত হবে।
2023-09-24 08:50:37যুযুধান সব প্রতিপক্ষ আজ একমঞ্চে। বিজেপিকে হারাতে একজোট হয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। তাদের নিয়ে গঠিত মহাজোটের নাম ইন্ডিয়া। এবার সেই ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানার পড়ল হুগলির বিভিন্ন জায়গায়। তাতে মমতা, অভিষেক, সোনিয়া, রাহুল, অধীর, সেলিম এমনকী সুজন চক্রবর্তীর ছবিও রয়েছে। বিজেপিকে হটাতে ইন্ডিয়া জোটকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে ব্যানারে। স্লোগান লেখা হয়েছে ‘ইনক্লাব জয় বাংলা।’ আপাতত এই ব্যানারকে কেন্দ্র করে হুগলিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। কারা এগুলি টাঙিয়েছে, তা জানা যায়নি।
2023-09-24 08:50:00রাজ্যজুড়ে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবায় রাস্তায় ঘুরছে লক্ষ লক্ষ মোটর সাইকেল। দু’চাকার এই যানগুলি ব্যক্তিগত গাড়ি হিসেবে নথিভুক্ত। সেগুলি সাদা নম্বর প্লেট নিয়ে বাণিজ্যিক কাজ করে যাচ্ছে। এই কাজ রুখতে এবার কড়া অবস্থান নিল নবান্ন। সম্প্রতি পরিবহণ সচিব সৌমিত্র মোহন একাধিক ই-কর্মাস সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাদা নম্বর প্লেট ব্যবহার করে এই ধরনের কারবার করা যাবে না। বাণিজ্যিক কাজে যুক্ত মোটর সাইকেলগুলিকে অবিলম্বে কমার্শিয়াল নম্বর প্লেট (হলুদ প্লেট) লাগাতে হবে। সেই সূত্রে শনিবার সল্টলেক আরটিও অফিস থেকে ২৫টি মোটর সাইকেল মালিককে হলুদ নম্বর প্লেট দেওয়া হয়। আগামিদিনে গোটা রাজ্যজুড়ে এই নম্বর প্লেট পরিবর্তনের কাজ হবে।
2023-09-24 08:40:00১৭২৬: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়
১৭৮৯: যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা
১৭৮৯: মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়
১৮৬১: ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভিকাজী রুস্তম কামার জন্ম
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা
১৯৫০: ক্রিকেটার মহিন্দার অমরনাথের জন্ম
১৯৫৮: বিশিষ্ট অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্ম
২০০৭: পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হল ভারত
২০২০: বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর মৃত্যু
মেষ: কাজকর্মে অগ্রগতি।
বৃষ: সুনাম ও বিপুল অর্থ উপার্জন।
মিথুন: আশাহত হতে পারেন।
কর্কট: স্বাস্থ্য এক প্রকার থাকবে।
সিংহ: জ্ঞানিজনের সঙ্গ লাভ।
কন্যা: কর্মপ্রাপ্তির প্রবল যোগ।
তুলা: বিজ্ঞান ও সাহিত্যের চর্চায় উল্লেখযোগ্য উন্নতি।
বৃশ্চিক: আর্থিক দিক শুভ।
ধনু: নতুন দিশা পেতে পারেন।
মকর: নতুন দিশা পেতে পারেন।
কুম্ভ: কাজকর্মে শুভত্ব বজায় থাকবে।
মীন: বিদ্যায় অগ্রগতি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আইএসএলের ম্যাচ থাকার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত। আজ, শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসির খেলা রয়েছে। তাই সমর্থকদের কথা ভেবে রাত ১০ টা ও ১০ টা ১০ মিনিটে যুবভারতী (সল্টলেক স্টেডিয়াম) থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রোটি ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। খেলার জন্য এদিন এই বিশেষ পরিষেবা বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।