বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

মোহনবাগানের খেলা থাকার জন্য অতিরিক্ত মেট্রো

আইএসএলের ম্যাচ থাকার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত। আজ, শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পাঞ্জাব এফসির খেলা রয়েছে। তাই সমর্থকদের কথা ভেবে রাত ১০ টা ও ১০ টা ১০ মিনিটে যুবভারতী (সল্টলেক স্টেডিয়াম) থেকে শিয়ালদহ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনিতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রোটি ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। খেলার জন্য এদিন এই বিশেষ পরিষেবা বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
 

2023-09-23 17:06:42

গুজরাতে যাত্রীবাহী ট্রেনে আগুন

গুজরাতের ভালসাদ স্টেশনের কাছে ট্রেনে আগুন। তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। হতাহতের খবর নেই।

2023-09-23 16:05:00

খলিস্তানি নেতা নিজ্জরকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ক্রমেই তিক্ত হচ্ছে ভারতের সঙ্গে কানাডার সর্ম্পক। নিজ্জরের খুনের পিছনে ভারতের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর তোলা অভিযোগ অস্বীকার করেছে ভারত। এরই মাঝে বিস্ফোরক তথ্য জানা গিয়েছে। ভারতের প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, ১৯৮০ সাল থেকেই অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত নিজ্জর। গুরনেক সিং ওরফে নেকা নামক এক গ্যাংস্টারের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ তার। ১৯৮০-৯০ সাল পর্যন্ত খলিস্তানি কম্যান্ডো ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক সন্ত্রাসবাদী হামলায় নাম জড়ানোর পর নিজ্জর ভুয়ো পাসপোর্ট বানিয়ে ভারত ছেড়ে  কানাডায় চলে যায়। একসময় পাকিস্তানে গিয়ে অস্ত্র ও বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ নিত নিজ্জর। এমনকী কানাডাতে বসেই ভারতে হামলা চালানোর নির্দেশ দিত সে। কানাডাতেই নিজস্ব ট্রেনিং ক্যাম্প খুলেছিল নিজ্জর। সেইখানে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিত ওই খলিস্তানি নেতা।

2023-09-23 15:52:00

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ১২

SafeValue must use [property]=binding: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ১২ (see http://g.co/ng/security#xss)

পুলিসের তৎপরতায় উদ্ধার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র। তাঁকে অপহরণের অভিযোগে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পুলিস সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। পুলিসের এই তৎপরতায় স্বস্তিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
 

2023-09-23 15:28:03

সুপ্রিম কোর্টের দ্বারস্থ চন্দ্রবাবু নাইডু

SafeValue must use [property]=binding: সুপ্রিম কোর্টের দ্বারস্থ চন্দ্রবাবু নাইডু (see http://g.co/ng/security#xss)

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সেই মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। এর আগে এই মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু হাইকোর্টের তরফে চন্দ্রবাবুর আর্জি খারিজ করে দেওয়া হয়।
 

2023-09-23 14:56:49

তাইওয়ানে কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মৃত ৫

তাইওয়ানে একটি কারখানায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল পাঁচ জনের।  জখম হয়েছেন ১০০ জন শ্রমিক। নিখোঁজ ৫। সূত্রের খবর, ওই কারখানাটিতে গল্ফ বল বানানো হত।

 

2023-09-23 14:47:34

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী

2023-09-23 14:26:51

আজ বৈঠকে ওবিসি নেতৃত্ব: উমা ভারতী

মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা রাখার ইস্যুতে আজ, শনিবার বৈঠকে বসছেন মধ্যপ্রদেশের ওবিসি নেতৃত্ব। শুক্রবার ‘এক্স’-এ এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। তবে, ঠিক কোথায় এবং কোন সময়ে এই বৈঠক হবে তা খোলসা করেননি তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু লিখেছেন, ‘এবার ওসিবি সংরক্ষণের দাবি তুলে ধরার জন্য ২৩ সেপ্টেম্বর ওবিসি নেতৃত্ব বৈঠকে বসবে। ভোপাল এবং তার আশপাশের সমস্ত ওবিসি নেতারা সেখানে উপস্থিত থাকবেন।’

2023-09-23 13:30:20

শীঘ্রই চালু হবে হাই-স্পিড ট্রেন

সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ছ'মাসের মধ্যে দেশে চালু হতে চলেছে হাই-স্পিড ট্রেন। গুজরাতের আমেদাবাদ ও সানান্দের মাঝে চলবে ট্রেনটি। হাই-স্পিড হওয়ার পাশাপাশি ট্রেনটি হবে বিশ্বমানের, আজ, শনিবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী।
 

2023-09-23 13:28:27

ভারতের ভিসা পায়নি পাকিস্তান ক্রিকেট দল

মহা বিপাকে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু। সামনের সপ্তাহ থেকে রয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কিন্তু এখনও পর্যন্ত ভিসা পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। জানা গিয়েছে, ভারতে খেলতে আসার জন্য যে ভিসার প্রয়োজন ছিল বাবরদের তা এখনও পায়নি তাঁরা। পাকিস্তানের ক্রিকেট দলের পরিকল্পনা ছিল দুবাই গিয়ে আগে বিশেষ প্রস্তুতি নিয়ে ভারতে আসবে। কিন্তু ভিসা এখনও না পাওয়ায় দুবাইতে বিশেষ প্রস্তুতি সাড়া হবে না শাহিন-বাবরদের। আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ তাঁদের। প্রস্তুতি ম্যাচের আগে ভিসা পাওয়া যাবে, এমনটাই আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

2023-09-23 13:19:18

নাগেরবাজারে বৃদ্ধ খুনে গ্রেপ্তার ড্রাইভার

2023-09-23 12:57:37

শহরে পুরনো বাড়ির চাঙর ভেঙে পড়ায় জখম ২

SafeValue must use [property]=binding: শহরে পুরনো বাড়ির চাঙর ভেঙে পড়ায় জখম ২ (see http://g.co/ng/security#xss)

চারু মার্কেট এলাকায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আজ, শনিবার সকালে ওই পুরনো বাড়ি থেকে চাঙর ভেঙে পড়ায় জখম হয়েছেন দু'জন। যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এক জনকে। বাড়িটি বিপজ্জনক বলে জানা গিয়েছে। ওই এলাকায় পৌঁছেছে পুরসভার একটি দল।
 

2023-09-23 12:51:29

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী

2023-09-23 14:26:51

আজ বৈঠকে ওবিসি নেতৃত্ব: উমা ভারতী

মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা রাখার ইস্যুতে আজ, শনিবার বৈঠকে বসছেন মধ্যপ্রদেশের ওবিসি নেতৃত্ব। শুক্রবার ‘এক্স’-এ এমনটাই জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী। তবে, ঠিক কোথায় এবং কোন সময়ে এই বৈঠক হবে তা খোলসা করেননি তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু লিখেছেন, ‘এবার ওসিবি সংরক্ষণের দাবি তুলে ধরার জন্য ২৩ সেপ্টেম্বর ওবিসি নেতৃত্ব বৈঠকে বসবে। ভোপাল এবং তার আশপাশের সমস্ত ওবিসি নেতারা সেখানে উপস্থিত থাকবেন।’

2023-09-23 13:30:20

শীঘ্রই চালু হবে হাই-স্পিড ট্রেন

সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ছ'মাসের মধ্যে দেশে চালু হতে চলেছে হাই-স্পিড ট্রেন। গুজরাতের আমেদাবাদ ও সানান্দের মাঝে চলবে ট্রেনটি। হাই-স্পিড হওয়ার পাশাপাশি ট্রেনটি হবে বিশ্বমানের, আজ, শনিবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী।
 

2023-09-23 13:28:27

ভারতের ভিসা পায়নি পাকিস্তান ক্রিকেট দল

মহা বিপাকে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু। সামনের সপ্তাহ থেকে রয়েছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কিন্তু এখনও পর্যন্ত ভিসা পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। জানা গিয়েছে, ভারতে খেলতে আসার জন্য যে ভিসার প্রয়োজন ছিল বাবরদের তা এখনও পায়নি তাঁরা। পাকিস্তানের ক্রিকেট দলের পরিকল্পনা ছিল দুবাই গিয়ে আগে বিশেষ প্রস্তুতি নিয়ে ভারতে আসবে। কিন্তু ভিসা এখনও না পাওয়ায় দুবাইতে বিশেষ প্রস্তুতি সাড়া হবে না শাহিন-বাবরদের। আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ তাঁদের। প্রস্তুতি ম্যাচের আগে ভিসা পাওয়া যাবে, এমনটাই আশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

2023-09-23 13:19:18

নাগেরবাজারে বৃদ্ধ খুনে গ্রেপ্তার ড্রাইভার

2023-09-23 12:57:37

শহরে পুরনো বাড়ির চাঙর ভেঙে পড়ায় জখম ২

SafeValue must use [property]=binding: শহরে পুরনো বাড়ির চাঙর ভেঙে পড়ায় জখম ২ (see http://g.co/ng/security#xss)

চারু মার্কেট এলাকায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। আজ, শনিবার সকালে ওই পুরনো বাড়ি থেকে চাঙর ভেঙে পড়ায় জখম হয়েছেন দু'জন। যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এক জনকে। বাড়িটি বিপজ্জনক বলে জানা গিয়েছে। ওই এলাকায় পৌঁছেছে পুরসভার একটি দল।
 

2023-09-23 12:51:29

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার তিন

SafeValue must use [property]=binding: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার তিন (see http://g.co/ng/security#xss)

2023-09-23 12:42:32

হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে রিট মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর আগে সুপ্রিম কোর্টে এই বিষয়ে রিট মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের তরফে হেমন্তকে হাইকোর্টে যেতে নির্দেশ দেওয়া হয়।
 

2023-09-23 12:40:48

চার্জ মকুবের আর্জি ডিজিটাল লেনদেনের

দেশে ডিজিটাল লেনদেনের বহর বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প যাতে ডিজিটাল ব্যবস্থার সুবিধা নিতে পারে, তা এবারের জি-২০ সম্মেলনের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল। এবার ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে ব্যাঙ্কগুলির তরফে লেনদেন বাবদ চার্জ বা খরচ মকুবের দাবি তুললেন ব্যবসায়ীরা। সর্বভারতীয় সংগঠন ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের বক্তব্য, পেমেন্টস রেগুলেশন বোর্ড গঠন করুক সরকার। শেয়ার বাজার, বিমা বা টেলিকম পরিষেবা নিয়ন্ত্রণ করতে বোর্ড তৈরি হয়েছে, তেমনভাবেই স্বনিয়ন্ত্রিত সংস্থা গড়ে লেনদেনে অনুশাসন বাড়ানো হোক। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত বিষয়ে পরিচালনা ও উন্নতিসাধনে কাজ করে। কিন্তু আলাদাভাবে নিয়ন্ত্রক বোর্ড গঠিত হলে হয়রানি লাঘব হবে মনে করছে সংগঠন। 

2023-09-23 12:28:22

২০ কোটি কর্মদিবস সৃষ্টির টার্গেট রাজ্যের

১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই জবকার্ড হোল্ডারদের রাজ্যের সমস্ত দপ্তরে বিকল্প কাজ দেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আগামী মার্চ মাসের মধ্যে বিকল্প কাজ দিয়ে অন্তত ২০ কোটি শ্রমদিবস তৈরির টার্গেট নিল রাজ্য সরকার। যা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে চিঠি দিয়ে জবকার্ড হোল্ডারদের কাজের পরিমাণ বাড়াতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিকল্প কাজ দিয়ে রাজ্য এখনও পর্যন্ত প্রায় ২.১০ কোটি কর্মদিবস সৃষ্টি করেছে। আগামী ২ অক্টোবর ১০০ দিনের কাজ এবং আবাস প্রকল্পের টাকা আটকে রাখার প্রতিবাদে দিল্লিতে প্রতিবাদ সভা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে রাজ্য সরকারের বিকল্প কাজের টার্গেট ধার্য করে দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তাঁদের মতে, এই আন্দোলনের পরেও কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার নিজের তৈরি কর্মদিবস প্রচারের আলোয় নিয়ে আসবে। 

2023-09-23 12:05:05

নয়া প্রযুক্তিতে ২৭০ কিমি গ্রামীণ রাস্তা

একবার রাস্তা বানালে চলবে ৭ থেকে ১০ বছর। নয়া প্রযুক্তি ব্যবহার করে এবার এই অসাধ্য সাধন করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। চলতি অর্থবর্ষে এই ডেপথ রিক্ল্যামেশন টেকনোলজি ব্যবহার করে ২৭০ কিলোমিটার দৈর্ঘ্যের ২২টি গ্রামীণ রাস্তা তৈরি করবে সংশ্লিষ্ট দপ্তর। শুক্রবার গ্রামোন্নয়ন মন্ত্রকের গ্রামীণ সড়ক সংক্রান্ত একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন, দপ্তরের পদস্থ কর্তা এবং ইঞ্জিনিয়াররা। ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ ইঞ্জিনিয়ার এবং সড়ক বিশেষজ্ঞ যোগ দিয়েছিলেন এই কর্মশালায়। এই কর্মশালায় রাজ্য সরকারের এই উদ্যোগের কথা উঠে আসে। সেখানে পঞ্চায়েত দপ্তরের এই পদস্থ কর্তা জানান, যে রাস্তাগুলি এই প্রযুক্তিতে তৈরি হবে সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকে। কেন্দ্র ছাড়পত্র দিলেই এই কাজে হাত দেওয়া হবে। অন্যদিকে, পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ বরাদ্দ হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য। এই খাতে পাহাড়ের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। যার মধ্যে বৃহস্পতিবার ৪৩ কোটি টাকা ছেড়েছে কেন্দ্র। আগামী ২৮ এবং ২৯ সেপ্টেম্বর পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে পাহাড়ে যাচ্ছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের একটি দল। এই প্রকল্পের টাকায় উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতেই তাঁরা পাহাড়ে যাচ্ছেন।

2023-09-23 11:42:21

এপির আর্জি

‘ঘৃণা নয়, ভালোবাসা ছড়িয়ে দিন’— নীরবতা ভেঙে এমনই আবেদন কানাডার ভারতীয় বংশোদ্ভূত গায়ক এ পি ধিলোঁর। সতীর্থ পাঞ্জাবি গায়ক শুভনীত সিংয়ের সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এপি। খলিস্তানপন্থীদের প্রতি সমর্থনের কারণেই ভারতে শুভনীতের শো বাতিল করা হয়েছে। শুভনীত ইনস্টাগ্রামে ভারতের বিকৃত মানচিত্র শেয়ার করেন। তাতে বাদ দেওয়া হয় জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে। এপি লিখেছেন, ‘আমাদের কাজ শিল্পের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভৌগোলিক সীমারেখা পেরিয়ে সবার মনোরঞ্জন করা। কিন্তু রাজনীতিকরা আমাদের জনপ্রিয়তাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চান।’ 

2023-09-23 11:22:29

মুর্শিদাবাদে শিশুকন্যাকে খুন

সোনা দিয়ে লোন পেতে শিশুকে খুন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার শিকদারপুরে। ধৃত এক গৃহবধূ। তার নাম নায়েমা বিবি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ সোনার বিনিময়ে লোন পাওয়ার জন্য আত্মীয়ের শিশুকন্যাকে আদরের ছলে গোপন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই শিশুকন্যার সোনার কানের দুল ও গলার রূপোর চেন খুলে নেয় সে। তারপর শ্বাসরোধ করে ওই শিশুটিকে খুন করে গঙ্গায় ছুড়ে ফেলে দেয়। নিখোঁজ শিশুর তদন্তে নেমে পুলিস প্রথমে আটক করে ওই গৃহবধূকে। জেরায় গোটা ঘটনাটি জানায় অভিযুক্ত গৃহবধূ।
 

2023-09-23 11:17:56

বৈবাহিক ধর্ষণ: সুপ্রিম শুনানি অক্টোবরে

সুপ্রিম কোর্টে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি হবে অক্টোবরের মাঝামাঝি। শুক্রবার এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। একজন স্বামী তাঁর স্ত্রীকে (যিনি অপ্রাপ্তবয়স্ক নন) জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করলে, তা ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য হবে কি?— এই প্রশ্নের আইনি ব্যাখ্যা চেয়ে একাধিক আবেদন আদালতে জমা পড়েছে। আইনজীবী করুণা নন্দী এদিন এই বিষয়ে সংশ্লিষ্ট বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এই আবেদনগুলির শুনানি হওয়া জরুরি। সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন, অক্টোবরের মাঝামাঝি এর শুনানি হতে পারে। 

2023-09-23 11:10:23

শ্যামবাজারে পথ দুর্ঘটনায় মৃত ১

ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি। গতকাল, শুক্রবার গভীর রাতে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে একটি ট্রাক পিষে দেয় এক সাইকেল আরোহীকে। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
 

2023-09-23 11:01:09

মণিপুরে চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা

মণিপুরে আজ, শনিবার থেকে চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। হিংসার জেরে দীর্ঘদিন ধরেই মণিপুরে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা।
 

2023-09-23 10:59:37

মুম্বইয়ে বহুতলে আগুন, মৃত ১

মুম্বইয়ের এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ, শনিবার মুম্বইয়ের দাদরে এক বহুতলে বিধ্বংসী আগুন লাগে। যাতে ঝলসে মৃত্যু হয় এক বৃদ্ধের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। আগুন আপাতত নিয়ন্ত্রণে।
 

2023-09-23 10:51:42

মার্কিন সফরে

শুক্রবার আমেরিকায় ন’দিনের সফর শুরু হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। নিউ ইয়র্কে তিনি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক অধিবেশনে যোগ দেবেন। গ্লোবাল সাউথের একটি বিশেষ অধিবেশনের প্রধান উদ্যোক্তা তিনিই। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর তিনি থাকবেন নিউ ইয়র্কে। সূত্রের খবর, এই সফরে বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক হবে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনি গুতেইরেসের। পাশাপাশি, ২৭-৩০ সেপ্টেম্বর ওয়াশিংটনে তিনি মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সহ একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।

2023-09-23 10:46:22

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

নিম্নচাপের জেরে শহরে বৃষ্টি চলছেই। আজ, শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও শহরে বৃষ্টি হতে পারে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজ, শনিবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ২৩.৬ মিমি বৃষ্টি হয়েছে।  
 

2023-09-23 10:46:08

ব্রিটেনে নিষিদ্ধ হতে পারে সিগারেট

যুব সমাজকে ধূমপান থেকে দূরে রাখতে কড়া পদক্ষেপের চিন্তাভাবনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনে সিগারেটের বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন তিনি। ধূমপান সংক্রান্ত বিষয়ে নিউজিল্যান্ডে একটি আইন রয়েছে। সেই ধরণের আইন ব্রিটেনে লাগু করার কথা কথা ভাবছেন সুনাক। ২০০৯ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম তারাই ব্রিটেনে আর সিগারেট বা তামাকজাতীয় কোনও দ্রব্য কিনতে পারবেন না। এমনই আইন আনার পথে রয়েছেন সুনাক। ২০৩০-এর মধ্যে ব্রিটেনকে ধূমপান মুক্ত রাষ্ট্র হিসাবে গড়তে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বহু মানুষকে আমরা উৎসাহ দিতে চাইছি যাতে তারা সিগারেট খাওয়া ছেড়ে দেয়, ব্রিটিশ সরকারের এক মুখপাত্র এমনটাই জানিয়েছেন।
 

2023-09-23 10:31:00

জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য এয়ার শো

ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। ২০২১ সালের ২৭ জুন জম্মুর এই বায়ুসেনা ঘাঁটিতেই জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেখানে ড্রোনের মাধ্যমে ফেলা হয়েছিল দু’টি আইইডি। একটির বিস্ফোরণ হয় খোলা জায়গায়। অন্যটির বিস্ফোরণে একটি বাড়ির চাল উড়ে যায়। শুক্রবার এই বায়ুসেনা ঘাঁটিতেই একটি বর্ণাঢ্য এয়ার শোর আয়োজন করা হয়েছিল। ভারতীয় ভূখণ্ডে জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তির ৭৬ বছর উপলক্ষ্যে এই আয়োজন। পাশাপাশি, জম্মুতে বায়ুসেনা ঘাঁটির হীরক জয়ন্তী বর্ষও উদ্‌যাপন করা হয়। যৌথভাবে এই প্রদর্শনী আয়োজনের দায়িত্বে ছিল ভারতীয় বায়ুসেনা ও জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রধান অতিথি হিসেবে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সূর্যকিরণ অ্যারোবেটিক টিম (এসকেএটি), এমআই-১৭ হেলিকপ্টার এবং আকাশগঙ্গা ডেয়ারডেভিল স্কাইডাইভিং টিম এই এয়ারশোয়ে অংশ নেয়।

2023-09-23 10:13:53

সিংহমের মতো ছবি সমাজে বিপজ্জনক বার্তা দেয়, মত বিচারপতির

SafeValue must use [property]=binding: সিংহমের মতো ছবি সমাজে বিপজ্জনক বার্তা দেয়, মত বিচারপতির (see http://g.co/ng/security#xss)

সিংহমের মতো ছবি সমাজে খুবই বিপজ্জনক বার্তা দেয়, এমনই মন্তব্য করলেন বম্বে হাইকোর্টের বিচারপতি গৌতম প্যাটেল। ইন্ডিয়ান পুলিস ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি বলেন, পুলিস দুর্নীতিগ্রস্ত, এমনটাই মত সাধারণ মানুষের। শুধুই পুলিস নয়, বিচারপতি, রাজনৈতিক নেতা, সাংবাদিকদের ক্ষেত্রেও এই একই কথা বলেন অনেকে। মানুষ যখন ভাবতে শুরু করে আদালত তাঁদের কাজ করছেন না, তখন পুলিসের হস্তক্ষেপে আনন্দ হয়। ধর্ষণে অভিযুক্ত একজন ব্যক্তি যখন পালাতে গিয়ে পুলিসের এনকাউন্টারে মারা যায় তখন সাধারণ মানুষ সেটাকে সমর্থন করে। সকলে মনে করেন সঠিক কাজ হয়েছে, বিচার মিলেছে। কিন্তু এইভাবে কী বিচার মেলে? প্রশ্ন তুলেছেন বিচারপতি। এরই সঙ্গে অজয় দেবগণ অভিনীত সিংহম ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিনেমাতে পুলিস নায়ক হলে একজন বিচারপতিকে ভীতু দেখানো হয়। সেই বিচারপতি বিচার দিতে ব্যর্থ এটাও বোঝানো হয়। আর তখনই দেখা যায়, সেখানে পুলিস নিজের হাতেই আইন তুলে নিচ্ছে। এই বার্তা সমাজের জন্য বিপজ্জনক।

2023-09-23 10:12:00

এনবিএসটিসির পুজোয় প্যাকেজ ট্যুরে জুড়ছে সিকিম, মহালয়া থেকে বুকিং

এবার পুজোয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্যাকেজ ট্যুরে জুড়ছে সিকিম। এনিয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। দু’একদিনের মধ্যেই  জমা পড়বে রিপোর্ট। এছাড়াও থাকছে লাভা, লোলেগাঁও, রিকিসুং, কালিম্পং। রাখা হচ্ছে কোচবিহার, দার্জিলিং সহ বেশ কিছু এলাকা। দিনের দিন ফিরে আসার জন্য কোচবিহার থেকে ট্যুর করানো হবে জয়ন্তী, বক্সায়। বুকিং শুরু হবে মহালয়া থেকেই। নিগম সূত্রে খবর, গতবারের থেকে এবার প্যাকেজ ট্যুরের টাকার অঙ্ক কিছুটা বাড়ছে। তবে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোনও আপস করা হচ্ছে না। যাত্রীরা কোচবিহার ডিপো থেকে সরাসরি ওই প্যাকেজ ট্যুরের জন্য বুকিং করতে পারবেন। এছাড়াও নিগমের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর, ওয়েবসাইটে গিয়েও বুকিং করা যাবে। উত্তর সিকিমের নাথুলা, পশ্চিম সিকিমের ইয়াংথাং রাখা হচ্ছে প্যাকেজের মধ্যে। তিন রাত, চার দিনের এই ট্যুরের থাকা-খাওয়ার মাথাপিছু খরচ হতে পারে হাজার দশেক টাকা।

2023-09-23 10:06:35

আগামী কয়েকঘণ্টার মধ্যে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

2023-09-23 09:43:00

চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দাবি, নিকি হ্যালির

SafeValue must use [property]=binding: চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দাবি, নিকি হ্যালির (see http://g.co/ng/security#xss)

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট পদে দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি। শুক্রবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নিকি বলেন, চীন প্রায় অর্ধেক দশক ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই কারণেই তারা আমেরিকার মতো সামরিক ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে। গোটা বিশ্বেই আমাদের বাজার গুলি দখল করছে চীন। নিকি এও জানান, চীনের সৈন্য আমেরিকার মতোই দক্ষ। কিছুক্ষেত্রে তারা আমাদের সৈন্যদের হারিয়ে দিতে পারে। চীনের রাষ্ট্রনেতাদের এতটাই ক্ষমতা যে তাঁরা আমেরিকার আকাশসীমায় স্পাই বেলুন পাঠিয়ে দিচ্ছে। তাই ভুল করা চলবে না বলে জানিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী।

 

2023-09-23 09:39:35

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে ডুবল নাগপুরের একাধিক এলাকা, উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ

2023-09-23 09:19:37

রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। অবিলম্বে বেআইনি ভাবে ভারতের অধিকৃত ভূখণ্ড পাকিস্তানকে ছাড়ার কথা জানিয়ে দিলেন পেতাল গেহলট। নিউ ইয়র্কে বসেছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশন, সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খোলেন পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। যার পাল্টা পাকিস্তানের দখলে থাকা ভারতের জমি ছাড়ার কথা বলেন পেতাল। এরই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপে লাগাম টানতে পাকিস্তানকে বিশেষ আর্জি জানান ভারতের প্রতিনিধি।

2023-09-23 09:14:00

ওড়িশার প্রথম মহিলা স্পিকার

প্রথম মহিলা স্পিকার পেল ওড়িশা বিধানসভা। শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জিতলেন প্রমীলা মালিক। অস্থায়ী স্পিকার রজনীকান্ত সিং এদিন আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বিজেপির মুখ্য সচেতক মোহন মাঝি, কংগ্রেসের পরিষদীয় দলনেতা নরসিংহ মিশ্র এবং অন্যান্য বর্ষীয়ান সদস্যরা প্রমীলাকে স্পিকারের আসন পর্যন্ত পৌঁছে দেন। বিধানসভার সব সদস্যকেই ধন্যবাদ জানান প্রমীলা। প্রসঙ্গত, এই স্পিকার নির্বাচনে বিরোধী বিজেপি ও কংগ্রেস শিবিরের তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি।

2023-09-23 08:50:15

১০ হাজার কোটির বন্ড এসবিআইয়ের

ইনফ্রাস্ট্রাকচার বন্ড বাবদ শুক্রবার বাজার থেকে ১০ হাজার কোটি টাকা তুলল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৭.৪৯ শতাংশ কুপন রেটে তারা ওই বন্ড ইস্যু করেছে। এসবিআই জানিয়েছে, তাদের লক্ষ্যমাত্রার পাঁচগুণেরও বেশি আবেদন জমা পড়েছিল এই বন্ড কেনার জন্য। পরিকাঠামো খাতের পাশাপাশি অ্যাফর্ডেবল হাউজিং বা আয়ত্তের মধ্যে বাড়ি সংক্রান্ত প্রকল্পে এই বন্ডের টাকা ঢালা হবে। বন্ডের ক্রেতার তালিকায় ছিল পিএফ কর্তৃপক্ষ, বিমা সংস্থা, পেনশন ফান্ড সংস্থা, কর্পোরেট সংস্থা প্রভৃতি।

2023-09-23 08:33:44

ইতিহাসে আজকের দিনে

আন্তর্জাতিক ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা দিবস
১৮৪৬: সোলার সিস্টেমের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৬: বিশিষ্ট ইতালীয় ফুটবলার পাওলো রোসির জন্ম

2023-09-23 08:26:12

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: কর্মে সাফল্য।
বৃষ: ধর্মকর্মে মন।
মিথুন: মানসিক চাঞ্চল্য।
কর্কট: ধনযোগ আছে।
সিংহ: আর্থিক ক্ষেত্রে প্রগতি।
কন্যা: অর্থ ও কর্ম ক্ষেত্র শুভ।
তুলা: ব্যবসায় দিনটি শুভ।
বৃশ্চিক: উপার্জন খারাপ হবে না।
ধনু: বিদ্যা, কর্ম ও অর্থভাগ্য শুভ।
মকর: আর্থিক দিক শুভ।
কুম্ভ: নিম্নাঙ্গে আঘাতযোগ।
মীন: অর্থকড়ি ব্যয়ের চাপ থাকবে।


বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-09-23 08:12:38

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত

2023-09-22 22:04:59

প্রথম ওডিআই: ভারত ২৫৩/৪ (৪৫ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 21:53:05

প্রথম ওডিআই: ভারত ২৭৫/৫ (৪৮.৩ ওভার), হাফসেঞ্চুরি কে এল রাহুলের

2023-09-22 21:46:00

প্রথম ওডিআই: ভারত ২৬৪/৪ (৪৬.১ ওভার), হাফ সেঞ্চুরি সূর্যকুমার যাদবের

2023-09-22 21:33:54

প্রথম ওডিআই: ভারত ২১৪/৪ (৩৯ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 21:19:44

প্রথম ওডিআই: ভারত ১৮৫/৪ (৩৩ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 20:54:53

প্রথম ওডিআই: ভারত ২০৫/৪ (৩৭ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 20:47:00

প্রথম ওডিআই: ভারত ১৭৮/৩ (৩০ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 20:39:08

মহিষাদলে অজানা জ্বরে যুবকের মৃত্যু

আজ, শুক্রবার মহিষাদলে অজানা জ্বরে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটিতে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অয়ন দাস(৩১)। তাঁর বাড়ি রঙ্গিবসান গ্রামে। মৃতের মা দেবশ্রী দাস বলেন, গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন অয়ন। এদিন বিকেলে তাঁকে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যা ৬টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এটি কী ধরনের জ্বর তা নিয়ে মুখ খুলতে চায়নি।

2023-09-22 20:21:39

প্রথম ওডিআই: ভারত ১৫৬/৩ (২৬ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 19:58:41

প্রথম ওডিআই: ভারত ১২৯/০ (২০ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 19:49:16

প্রথম ওডিআই: ভারত ১২০/০ (১৮ ওভার), হাফসেঞ্চুরি ঋতুরাজ গায়কোয়াড়ের

2023-09-22 19:20:42

চন্দ্রযান ৩ মিশন: বিক্রম থেকে এখনও কোনও সিগন্যাল আসেনি, যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে ইসরো

2023-09-22 19:18:00

প্রথম ওডিআই: ভারত ৭০/০ (১২ ওভার), টার্গেট ২৭৭ রান

2023-09-22 19:16:32

প্রথম ওডিআই: ভারত ৯৫/০ (১৪ ওভার), হাফসেঞ্চুরি শুভমান গিলের

2023-09-22 19:03:49

পূর্ব ভারতের গেটওয়ে বাংলা: মমতা

2023-09-22 18:07:35

প্রথম ওডিআই: অলআউট অস্ট্রেলিয়া, ভারতের টার্গেট ২৭৭ রান

2023-09-22 17:52:36

কৃষিক্ষেত্রে বাংলা সবথেকে এগিয়ে: মমতা

2023-09-22 17:51:24

বাংলায় সকলের নিরাপত্তা রয়েছে: মমতা

2023-09-22 17:50:16

দেশের অর্থনীতিতে বড় ভূমিকা বাংলার: মমতা

2023-09-22 17:50:16

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ২৫০/৭ (৪৭.২ ওভার)

2023-09-22 17:40:05

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া ২৬৩/৯ (৪৯ ওভার), ৫ উইকেট পেলেন মহঃ শামি

2023-09-22 17:29:29

দুবাইয়ের শিল্পপতিদের বিজিবিএসে আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

2023-09-22 17:25:00

দুবাইয়ে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2023-09-22 17:19:00

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ১৯২/৫ (৪১ ওভার)

2023-09-22 17:15:54

এনডিএতে যোগ দিল জেডি(এস)

এনডিএতে যোগ দিল জনতা দল(সেকুলার)। আগামী বছর লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়বে কুমারাস্বামীর দল। আজ, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারাস্বামী।
 

2023-09-22 17:12:58

প্রথম ওডিআই: বৃষ্টির জন্য আপাতত বন্ধ ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ

2023-09-22 16:28:02

মুম্বইয়ে শপিং মলে আগুন

মুম্বইয়ে হিরা পান্না মলে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
 

2023-09-22 16:13:40

কনস্টেবল কাণ্ড: বান্ধবী বুলা কর্মকারের অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা পাঠায় অভিযুক্ত, দাবি দুর্নীতি দমন শাখার

2023-09-22 16:10:00

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: দিল্লি থেকে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2023-09-22 16:00:00

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ১৫১/৩ (৩০ ওভার)

2023-09-22 15:54:30

১৭৭ পয়েন্ট পড়ল সেনসেক্স

2023-09-22 15:48:09

গুরুতর অসুস্থ খালেদা জিয়া

SafeValue must use [property]=binding: গুরুতর অসুস্থ খালেদা জিয়া (see http://g.co/ng/security#xss)

শারীরিক অবস্থার অবনতি হল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। হাসপাতালের কেবিন থেকে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
 

2023-09-22 15:34:56

এশিয়ান গেমসে অরুণাচলের অ্যাথলিটদের বাধা

এশিয়ান গেমসে অরুণাচল প্রদেশের অ্যাথলিটদের প্রবেশে বাধা দিয়েছে চীন। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাল ভারত। সূত্রের খবর, ওই অ্যাথলিটদের ভিসা দেয়নি বেজিং। যার প্রতিবাদে চীন সফর বাতিল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
 

2023-09-22 15:29:00

সংসদের ভিতরে ঘৃণা ভাষণ দেওয়ায় বিজেপি সাংসদ রমেশ বিধুরীকে সতর্ক করলেন স্পিকার ওম বিড়লা

2023-09-22 15:23:00

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ১০৭/২ (২০ ওভার)

2023-09-22 15:11:12

নিপা ভাইরাস আক্রান্ত নন কেরল ফেরত বাংলার শ্রমিক

2023-09-22 15:03:00

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ১০১/২ (১৯ ওভার), হাফ সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের

2023-09-22 14:55:00

আদালতেও ধাক্কা খেলেন চন্দ্রবাবু নাইডু

SafeValue must use [property]=binding: আদালতেও ধাক্কা খেলেন চন্দ্রবাবু নাইডু (see http://g.co/ng/security#xss)

স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সেই মামলায় আদালতেও স্বস্তি পেলেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্কিল ডেভলপমেন্ট দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে আর্জি জানান চন্দ্রবাবু। আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়েছে।
 

2023-09-22 14:42:05

প্রথম ওডিআই: অস্ট্রেলিয়া- ৪২/১ (১০ ওভার)

2023-09-22 14:27:06

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের

SafeValue must use [property]=binding: মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রকে খোঁচা রাহুলের (see http://g.co/ng/security#xss)

দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই মহিলা সংরক্ষণ বিল। দেশে যখন একাধিক জ্বলন্ত ইস্যু রয়েছে ঠিক তখনই এই বিলটি এনে নজর ঘোরাতে চাইছে মোদি সরকার। সাংবাদিক সম্মেলনে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, 'মহিলা সংরক্ষণ বিল খুবই ভালো বিষয়। কিন্তু এই বিলের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমটি হল এই বিল আইনে পরিণত হওয়ার আগে জনগণনা করতে হবে ও আসন পুনর্বিন্যাস করতে হবে। এই গুলি করতেই অনেক বছর লেগে যাবে। সংসদ ও বিধানসভাতে চাইলে এখনই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করে দেওয়া যায়। এমন কিছুই কঠিন কাজ নয় সেটা। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেটা করতে চায় না। এই বিলটি ১০ বছর বাদে কার্যকর হবে। এখন এটিকে পাশ করিয়ে শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্র।'
 

2023-09-22 14:25:53

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

এশিয়া কাপে খারাপ ফল। চাপে পাকিস্তান। সামনেই ৫০ ওভারের বিশ্বকাপ টুর্নামেন্ট। এশিয়া কাপে হারের তিক্ততা ভুলে বিশ্বকাপকেই পাখির চোখ করছেন বাবররা। সেই কথা মাথায় রেখেই আজ, শুক্রবার ১৫ জনের দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক। দলে রয়েছেন- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফকর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, আঘা সলমন, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়াও রিজাভ বেঞ্চে রয়েছেন- মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জামান খান।
 

2023-09-22 14:09:51

প্রথম ওডিআই: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ অস্ট্রেলিয়া)

2023-09-22 13:18:44

লালু ও তেজস্বীকে সমন আদালতের

জমির বদলে চাকরির মামলায় লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বীকে সমন। সিবিআইয়ের জমা দেওয়া একটি নতুন চার্জশিটের ভিত্তিতে আজ, শুক্রবার সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত।
 

2023-09-22 13:16:42

উদয়নিধিকে নোটিস

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিপাকে ডিএমকে নেতা তথা মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এই বিষয়ে আজ, শুক্রবার তাঁকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তামিলনাড়ু সরকারকেও একটি নোটিস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
 

2023-09-22 13:15:00

কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অভিষেককে টার্গেট করা হচ্ছে অভিযোগ তৃণমূলের

কলকাতা হাইকোর্টের তরফে ইডির ইসিআইআর সংক্রান্ত মামলার রায়দান জানতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে তাঁর আইনজীবীদের সঙ্গে কথাবার্তাও বলেছেন তিনি। দিল্লিতে সংসদের বিশেষ অধিবেশন শেষ হওয়ায় আজ, শুক্রবার বিকেলে কলকাতায় ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ইডির দায়ের করা ইসিআইআরের প্রেক্ষিতে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে বিচারপতির সিদ্ধান্ত সামনে আসার পর কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন প্রমাণ সামনে আনুন। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সেই প্রমাণ সামনে আনতে পারিনি। ফলে বিজেপি যে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অভিষেককে টার্গেট করছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

2023-09-22 12:59:47

সরকারি পোর্টালের মাধ্যমে বেতনে আপত্তি

সরকারি পোর্টালের মাধ্যমে যাতে বেতন না হয়, সেই দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখল অধ্যাপক সংগঠনগুলি। বৃহস্পতিবার ১৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং অধ্যাপক সংগঠন ওয়েবকুটা তাদের দাবিতে বলেছে, সরকারের এইচআরএমএস পোর্টালের মাধ্যমে বেতন হলে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক স্বাধিকার ক্ষুণ্ণ হবে। জুটাসহ কিছু শিক্ষক সমিতি উপাচার্যদের কাছেও একইরকম প্রতিবাদ জানিয়ে চিঠি লিখেছে। 

2023-09-22 12:44:12

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

ফের শিরোনামে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবার অধ্যাপকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষকরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রসায়ন বিভাগের গবেষকরা রেজিস্ট্রারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়।  আজ, শুক্রবার দুপুর আড়াইটের সময় অভিযোগকারীদের বয়ান শুনবে তদন্তকারী কমিটি। এদিনই বিকাল তিনটের সময় রসায়ন বিভাগের অধ্যাপকদেরও বয়ান শোনা হবে বলে জানা গিয়েছে।
 

2023-09-22 12:41:00

অ্যাড হক কমিটিতে নতুন সদস্য

মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রীতম হালদারকে। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর নয়া কমিটি ঘোষিত হলেও তাতে ছিলেন না প্রীতমবাবু। অন্যদিকে, পর্ষদে একটি ইউনিয়ন রুম দখল মামলায় জিতল আইএনটিটিইউসি অনুমোদিত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন ঘর দখলের বিবাদ নিয়ে মামলা করেছিল সরকারপন্থী অপর একটি ইউনিয়ন। সিঙ্গল বেঞ্চে মামলাকারী সংগঠনের পক্ষে রায় গেলেও ডিভিশন বেঞ্চ আইএনটিটিইউসি অনুমোদিত সংগঠনের পক্ষে রায় দিয়েছে।

2023-09-22 12:24:34

আদালতের নির্দেশে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

SafeValue must use [property]=binding: আদালতের নির্দেশে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (see http://g.co/ng/security#xss)

কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে ইডির দায়ের করা ইসিআইআরের প্রেক্ষিতে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। আজ, শুক্রবার নির্দেশে এমনটাই জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও ইসিআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ইসিআইআর খারিজ না করলেও তাঁকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
 

2023-09-22 11:57:21

সরলেন মহম্মদ হাফিজ

এশিয়া কাপে খারাপ ফলের জের। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটি থেকে সরলেন মহম্মদ হাফিজ। আর কিছুদিনের মধ্যেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তার আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হাফিজের এই সিদ্ধান্তে চাপে পিসিবি।
 

2023-09-22 11:43:02

মাথায় চিপ বসানোর পরীক্ষা শুরু করতে চলেছে এলন মাস্কের সংস্থা

মার্কিন প্রশাসনের তরফে অনুমতি মিলেছিল মে মাসে। এবার পরীক্ষামূলকভাবে পক্ষাঘাতগ্রস্ত মানুষের মস্তিষ্কে বিশেষ চিপ বসানোর কাজ শুরু করছে এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। তাদের দাবি, এই চিপ শরীরের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কার্যকারী ভূমিকা নেবে। অর্থাত্, পক্ষাঘাতগ্রস্ত মানুষও অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করতে পারবেন। নিউরালিঙ্ক জানিয়েছে, সার্ভাইক্যাল স্পাইনাল কর্ড ইনজুরি, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসের কারণে যাঁরা পক্ষাঘাতে আক্রান্ত, তাঁরা এই গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবেন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১০ জন রোগীর উপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি পেয়েছিল তারা। কিন্তু, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় সেই সংখ্যা আরও কমিয়ে আনা হয়েছে।  সূত্রের খবর, এই হিউম্যান ট্রায়াল শেষ হতে ছয় বছরের মতো সময় লাগবে। এদিন এক্স হ্যান্ডেলে এলন জানিয়েছেন, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযোগ তৈরি করে বিভিন্ন জটিল রোগের আগাম ঝুঁকি নির্ণয় ও চিকিত্সার ব্যাপারে আশাবাদী নিউরালিঙ্ক। এই প্রসঙ্গে  তিনি খ্যাতনামা বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের প্রসঙ্গও টেনে আনেন। প্রায় ৫০ বছর জটিল স্নায়বিক রোগ অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসে আক্রান্ত ছিলেন তিনি। মাস্কের দাবি, সেই সময় নিউরালিঙ্কের এই চিপ থাকলে হকিংকে এই সমস্যার মধ্যে পড়তে হতো না। নিউরালিঙ্ক জানিয়েছে, মানুষের শরীরে এই চিপ পরীক্ষামূলকভাবে বসানোর প্রয়োজনীয় অনুমতি মিলেছে।

2023-09-22 11:25:55

সঞ্চয় হ্রাস নিয়ে আশঙ্কা ওড়াল কেন্দ্র

গত কয়েক বছর ধরেই নিম্নমুখী ভারতীয়দের সঞ্চয়।  তা কমতে কমতে পৌঁছে গিয়েছে গত পঞ্চাশ বছরের তলানিতে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরিসংখ্যান থেকেই এমনই উদ্বেগজনক তথ্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।  যদিও এব্যাপারে কোনওরকম আশঙ্কার কথা অস্বীকার করেছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাফাই, ক্রেতাদের পছন্দের ধরন বদলেছে। লোকজন এখন বাড়ি-গাড়ি কেনার জন্য আগের চেয়ে অনেক বেশি ঋণ নিচ্ছেন। সেটাই পারিবারিক সঞ্চয় কমে যাওয়ার কারণ। এক্ষেত্রে সঙ্কটের কিছু নেই।  এই প্রবণতা ভবিষ্যতের রোজগারের প্রতি আস্থার প্রতিফলন। কারণ, ক্রেতারা মনে করছেন, তাঁদের রোজগারের সম্ভাবনা বাড়বে। এক্স হ্যান্ডেলে অর্থমন্ত্রক বলেছে, ২০২১ সালের মে মাস থেকেই গৃহ ঋণ  বাড়ছে। এর থেকে স্পষ্ট, সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ নেওয়া হচ্ছে। 

2023-09-22 11:23:12

শহরে ট্রাফিকের হাল

SafeValue must use [property]=binding: শহরে ট্রাফিকের হাল (see http://g.co/ng/security#xss)

আজ, শুক্রবার ব্যস্ত দিনে সকাল থেকে শহরের কোনও রাস্তাতেই যানজটের খবর নেই। এদিন শহরে একটি মিটিং রয়েছে। যার জেরে ধর্মতলা চত্বরে কিছুটা যানজট হতে পারে। দুপুর ৩ টের সময় ভিক্টোরিয়া হাউসের সামনে ওই মিটিংটি রয়েছে। তাতে ১৫০০-২০০০ লোকের জমায়েত হওয়ার কথা। তবে সবক্ষেত্রেই  শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।    
 

2023-09-22 11:20:11

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

সকাল থেকেই মেঘলা আকাশ। নিম্নচাপের প্রভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরে। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১১.৩ মিমি।
 

2023-09-22 11:09:58

মহিলা সংরক্ষণ বিল নিয়ে কতটা প্রচার, ধন্দে বিজেপি

মহিলা সংরক্ষণ বিল যেন বিজেপির কাছে শাঁখের করাত। যেহেতু এখনই সংরক্ষণ কার্যকর হচ্ছে না, তাই এই বিল নিয়ে বেশি উৎসাহ দেখালেও বিপদ। আবার চুপ থাকলেও অন্য বার্তা যাবে। তাই রীতিমতো ধন্দে বিজেপির নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, প্রাথমিকভাবে স্থির হয়েছে যে দলের বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচিতে এই ইস্যুতে আরও বেশি করে সাধারণ মহিলাদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হবে। পাশাপাশি দেশজুড়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে মহিলা-সম্মেলন আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে। বিজেপি সূত্রে এ খবর জানা যাচ্ছে। কিন্তু উদযাপনে কেন এত ধন্দ? বিজেপির অন্দরের খবর, লোকসভা নির্বাচনের আগে সংশ্লিষ্ট মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে মহিলা সংরক্ষণ বিল নিয়ে ঢালাও প্রচার-কর্মসূচি শুরু করে দিলে প্রশ্নের মুখে পড়তে হবে দলীয় কর্মীদেরই।  বিজেপির এক মহিলা নেত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত কতগুলো মহিলা সম্মেলন হবে কিংবা কতজন মহিলার কাছে এই বিষয়টি নিয়ে পৌঁছতে হবে,  তা নিয়ে কোনও ‘টার্গেট’ দলের পক্ষ থেকে দেওয়া হয়নি।

2023-09-22 11:01:07

বর্ধিত পেনশন নিয়ে উদ্যোগ পর্যটন নিগমের

সুপ্রিম কোর্টের আদেশ মেনে বর্ধিত হারে পেনশন দেওয়ার বিষয়ে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই পেনশন পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি বেঁধে দেওয়া হয়েছে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ, অনেকেই সম্পূর্ণ নিয়মাবলী সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে তাঁরা সেই পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। রাজ্য পর্যটন দপ্তরের আওতায় থাকা পর্যটন উন্নয়ন নিগমের যে কর্মীরা এই পেনশনের বিষয়ে আগ্রহী, তাঁদের সুবিধা দেওয়ার জন্য এবার এজেন্সি নিয়োগ করছে নিগম। পিএফ এবং ইএসআই সংক্রান্ত কোনও সমস্যার সমাধানে পারদর্শী কোনও সংস্থা নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা। জয়েন্ট অপশন  ফর্ম পূরণ থেকে শুরু করে কর্মদাতা সংস্থার হয়ে সেসব যাচাই ও তদারকির কাজে সাহায্য করবে ওই সংস্থা। 

2023-09-22 10:59:29

নিখোঁজ বিশ্বভারতীর বিদেশি পড়ুয়া

SafeValue must use [property]=binding: নিখোঁজ বিশ্বভারতীর বিদেশি পড়ুয়া (see http://g.co/ng/security#xss)

বিদেশি পড়ুয়ার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, ওই পড়ুয়ার বাড়ি মায়ানমারে। গতকাল, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ তিনি। এই ঘটনায় বোলপুর থানায় একটি মিসিং ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপহরণের ঘটনা কিনা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিস। ওই পড়ুয়া শান্তিনিকেতনে ঘর ভাড়া নিয়ে থাকত বলে জানা গিয়েছে।

2023-09-22 10:45:00

হরিয়ানায় তিন মহিলাকে গণধর্ষণ

পরিবারের সদস্যদের সামনে তিন মহিলাকে গণধর্ষণ করল চারজন দুষ্কৃতী। গত, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের কাছে বন্দুক ও ধারালো অস্ত্র ছিল। ওই মহিলাদের বাড়িতে ঢুকে অভিযুক্তরা প্রথমে তাঁদের পরিবারের সদস্যদের বেঁধে রাখে। তারপরেই পরিবারের সদস্যদের সামনে তিন মহিলাকে ধর্ষণ করে। এমনকী বাড়িতে লুটপাটও চালায় তারা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

2023-09-22 10:28:31

উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিকেশ ১, গ্রেপ্তার ২

উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিকেশ এক দুষ্কৃতী। গ্রেপ্তার ২। নিহত দুষ্কৃতী তার সহযোগীদের সঙ্গে নিয়ে গত ৩০ আগস্ট এক মহিলা কনস্টেবলের উপর হামলা চালিয়েছিল। তার সন্ধানেই ছিল উত্তরপ্রদেশ পুলিস। আজ, শুক্রবার অযোধ্যায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করেছে পুলিস। গ্রেপ্তার করা হয়েছে তার দুই সহযোগীকে।
 

2023-09-22 10:06:52

চ্যাম্পিয়ন্স লিগের ফল

রিয়াল মাদ্রিদ-১ : ইউনিয়ন বার্লিন-০
গালাতাসারে-২ : কোপেনহেগেন-২
বায়ার্ন মিউনিখ-৪ : ম্যান ইউ-৩
বেনফিকা-০ : সালজবার্গ-২
 ব্রাগা-১ : নাপোলি-২
 আর্সেনাল-৪ : পিএসভি-০
সেভিয়া-১ : লেন্স-১
রিয়াল সোসিদাদ-১ : ইন্তার মিলান-১
 

2023-09-22 09:51:20

স্বর্গের সিড়ি-তে মৃত্যু ব্রিটিশ পর্যটকের

অ্যাডভেঞ্চার স্পোর্টসটির নাম দেওয়া হয়েছে ‘স্বর্গের সিড়ি।’  রোমাঞ্চকে নিংড়ে নিতে বহু পর্যটকই সেই সিড়ি বেয়ে অস্ট্রিয়ার সালসবার্গের ডাচস্টেইন পর্বতে উঠে পড়েন। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতাকে যাঁরা হাতের নাগালে এনে দিয়েছে, সেই সংস্থার ওয়েবসাইটে ‘স্বর্গের সিড়ি’ নিয়ে বিস্তর পোস্ট। নীচে নেটিজেনদের নানা ধরনের কমেন্ট। তবে সেই রোমাঞ্চের নেশাতেই জীবনের চরম পরিণতির শিকার ব্রিটিশ পর্যটক। ৯০ মিটারের ওই ল্যাডার থেকে পড়ে মারা গেলেন ৪২ বছরের ওই পর্যটক। উদ্ধারকারী দল দু’টি হেলিকপ্টারে করে তল্লাশি চালিয়ে পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। তাঁর নাম জানানো হয়নি। স্বভাবতই ওই অ্যাডভেঞ্চার স্পোর্টসের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও সেই সংস্থার সাফাই , নিরাপত্তার কোনওরকম ফাঁক ছিল না। তৃতীয় ব্যক্তিরও কোনও যোগ নেই। কারণ ওই ব্রিটিশ নাগরিক ল্যাডারে ওঠার সময় একাই ছিলেন। তিনিই কোনওভাবে পড়ে গিয়ে থাকবেন। 

2023-09-22 09:51:20

নাইট রাইডার্সে ফিরতে চলেছেন গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন গৌতম গম্ভীর! বৃহস্পতিবার নিজেই এমন জল্পনা উসকে দিলেন প্রাক্তন তারকা। এদিন কেকেআরের কর্ণধার শাহরুখ খানের সঙ্গে দেখা করেন তিনি। টুইটারে কিং খানের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শাহরুখ শুধু বলিউডের বাদশা নন, একজন ভালো মনের মানুষও।’ উল্লেখ্য, গম্ভীরের নেতৃত্বে কেকেআর দু’বার আইপিএল খেতাব জিতেছে। গত দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল গম্ভীরকে। শোনা যাচ্ছে, সেই সম্পর্ক ছিন্ন করে এবার কেকেআরের ডাগ আউটে বসতে চলেছেন তিনি।

2023-09-22 09:36:54

টেলিভিশন চ্যানেলগুলিকে নির্দেশ

সন্ত্রাসবাদী বা অপরাধীদের টেলিভিশনের চ্যানেলগুলিকে মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। তাদের ডাকা যাবে না টিভি চ্যানেলগুলির কোনও অনুষ্ঠানে। দেশের টিভি চ্যানেলগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বৃহস্পতিবার এব্যাপারে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ভারতে নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে ডাকা হয়েছিল বলে মন্ত্রক জানতে পেরেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো গুরুতর অভিযোগ রয়েছে।  বিদেশে বলে ওই ব্যক্তি  আলোচনায় অংশ নিয়েছিল। সেখানে ওই ব্যক্তি এমন সব মন্তব্য করেছে, যা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও অন্য দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।  এই প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রক বলেছে, টিভি চ্যানেলগুলিগুলিকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন মেনে চলতে হবে। তা নাহলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

2023-09-22 09:36:54

আগামী কয়েকঘণ্টা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

SafeValue must use [property]=binding: আগামী কয়েকঘণ্টা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস (see http://g.co/ng/security#xss)

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। যদিও বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে অবস্থান করছে। তবে তার প্রভাবে এদিন দফায় দফায় শহরে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার মধ্যে আগামী দু-ঘণ্টা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। শহরের নীচু জায়গা গুলিতে জল জমতে পারে। বৃষ্টির জেরে যানজটের সৃষ্টি হতে পারে।

2023-09-22 09:32:10

চারদিনেই সমাপ্ত বিশেষ অধিবেশন

‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নয়। অভিন্ন দেওয়ানি বিধি নয়। ইন্ডিয়া নাম মুছে ফেলাও নয়। অবশেষে বোঝা গেল ২৭ বছরের পুরনো বিলকে পাশ করানোর কৃতিত্ব নিয়ে ঐতিহাসিক আখ্যা দেওয়ার লক্ষ্যে পাঁচদিনের বিশেষ অধিবেশন ডেকেছিলেন নরেন্দ্র মোদি। তাই চারদিনের মাথায় সেই মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পরই সমাপ্ত করে দেওয়া হল অধিবেশন। লোকসভায় চন্দ্রাভিযানের আলোচনা এবং রাজ্যসভায় মহিলা বিলের ভোটাভুটি চলে গভীর রাত পর্যন্ত । এবার  জল্পনা নিয়ে টিকে রইল বাকি ইস্যুগুলি। অবশ্য শুধুই মহিলা সংরক্ষণ বিলকে আইনে পরিণত করাতেই শেষ হল না অধিবেশন। রাজ্যসভায় বৃহস্পতিবার আরও একবার নরেন্দ্র মোদির জন্মদিনের শুভেচ্ছা জানান চেয়ারম্যান। জানান, আজকের শুভদিনে হিন্দু মতে প্রধানমন্ত্রীর জন্মদিন।

2023-09-22 09:11:06

ভারত-কানাডা ইস্যুতে উদ্বিগ্ন আমেরিকা

ভারত-কানাডা ইস্যু নিয়ে চিন্তিত আমেরিকা। পুরো বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীঘ্রই কথা বলবেন রাষ্ট্রপতি জো বাইডেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুল্লিভান। ভারত ও কানাডার কূটনৈতিক বিষয়ে মাথা ঘামাবে না আমেরিকা। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যা চলছে সেটি খুবই উদ্বেগের। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জ্যাক।
 

2023-09-22 09:08:47

ইউক্রেনকে ফের আর্থিক সহায়তা আমেরিকার

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের পাশে আমেরিকা। ফের মোটা অঙ্কের আর্থিক সহায়তা করল ওয়াশিংটন। আমেরিকার রাষ্ট্রপতির জো বাইডেন ইউক্রেনকে নতুন করে সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য ১২৮ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা করেছেন। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি।  
 

2023-09-22 08:56:49

বিয়ের জন্য দিল্লি থেকে রাজস্থানের উদয়পুরে রওনা দিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া

2023-09-22 08:40:31

উত্তরপ্রদেশে বহুতলে আগুন

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক বহুতলে অগ্নিকাণ্ড। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ওই বহুতলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের কর্মীরা। জানা গিয়েছে, ওই বহুতলের পার্কিং এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়ে। যার ফলে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বহুতলের বিভিন্ন ঘর থেকে উদ্ধার করা হয়েছে অনেককে। দমকলের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

2023-09-22 08:33:00

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব গাড়িমুক্ত দিবস
১৫৩৯: পাঞ্জাবের শহর কর্তারপুরে প্রয়াত গুরু নানক
১৫৯৯: লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন, এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে
১৭৯১: ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্ম
১৮৮৮: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন প্রথম প্রকাশিত
১৯১৫:  নদিয়া পৌরসভার নামকরণ বদল করে করা হয় নবদ্বীপ পৌরসভা
১৯৩৯: প্রথম এভারেস্ট জয়ী মহিলা জুনকো তাবেইয়ের জন্ম
১৯৬২:  নিউজিল্যাণ্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার মার্টিন ক্রোর জন্ম
১৯৬৫: শেষ হল ভারত-পাকিস্তান যুদ্ধ। রাষ্ট্রসংঘের আহ্বানে সাড়া দিয়ে দু’দেশ যুদ্ধ বিরতি ঘোষণা করল
১৯৭০: লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৮০: ইরান আক্রমণ করল ইরাক
১৯৯১: মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোটের মৃত্যু
১৯৯৫: নাগারকোভিল স্কুলে বোমা ফেলল শ্রীলঙ্কার বায়ুসেনা, মৃত্যু হয় ৩৪টি শিশুর, যাদের মধ্যে বেশিরভাগই তামিল
২০১১: ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির মৃত্যু
২০১১: অভিনেতা বিভু ভট্টাচার্যের মৃত্যু

2023-09-22 08:24:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: পারিবারিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি।
বৃষ: গবেষণায় শুভ।
মিথুন: পড়শি/ জ্ঞাতির সঙ্গে বিরোধের আশঙ্কা।
কর্কট: স্ত্রী/ স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ যোগ।
সিংহ: লেখক, শিল্পীদের সাফল্য ও সুনাম।
কন্যা: সন্তানের বিদ্যাচর্চায় অমনোযোগ।
তুলা: ধর্মকর্মে মতি।
বৃশ্চিক: কর্মে বিলম্বিত অগ্রগতি।
ধনু: উন্নতি ও উপার্জন বৃদ্ধি।
মকর: সন্তানের কর্ম কৃতিত্বে গৌরব।
কুম্ভ: অর্থকড়ি যোগ শুভ।
মীন: মানসিক উদ্বেগ ও কাজকর্মে বাধা।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-09-22 08:11:31

রাজ্যসভাতে পাশ মহিলা সংরক্ষণ বিল

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হল মহিলা সংরক্ষণ বিল। আজ, বৃহস্পতিবার রাতে ধ্বনি ভোটে পাশ হয়েছে এই বিলটি। রাষ্ট্রপতির অনুমোদনের পরেই বিলটি পরিণত হবে আইনে।

2023-09-21 22:32:00

হরিদ্বারের কারখানায় বয়লার বিস্ফোরণ, জখম ১৭

2023-09-21 18:24:40

গণেশ উৎসব উপলক্ষ্যে মুম্বইয়ের লালবাগচা রাজায় গেলেন শাহরুখ খান

SafeValue must use [property]=binding: গণেশ উৎসব উপলক্ষ্যে মুম্বইয়ের লালবাগচা রাজায় গেলেন শাহরুখ খান (see http://g.co/ng/security#xss)

2023-09-21 18:22:00

হরিদেবপুরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সুবীর বিশ্বাস

2023-09-21 17:43:55

২০২৪-এর জানুয়ারি মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন

আগামী বছরই পাকিস্তানে হতে চলেছে সাধারণ নির্বাচন। জানুয়ারি মাসের শেষের দিকেই এই নির্বাচন হতে চলেছে বলে জানিয়েছে সে দেশের নির্বাচন কমিশন।
 

2023-09-21 16:18:22

এয়ার ইন্ডিয়ার উড়ান সুরক্ষা প্রধানকে সাসপেন্ড করল ডিজিসিএ

এক মাসের জন্য এয়ার ইন্ডিয়ার উড়ান সুরক্ষা বিভাগের প্রধানকে বহিষ্কার করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। লাগাতার কর্তব্যে ত্রুটি ও গাফিলতির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থাটি। অন্তবর্তী অডিট, দুর্ঘটনার মোকাবিলা সংক্রান্ত কাজ ও পর্যাপ্ত প্রযুক্তি সহায়কের সংখ্যা, ইত্যাদি বিষয়ে নানা ত্রুটি খুঁজে পেয়েছে ডিজিসিএ। এই বছর জুলাই মাসে একটি পর্যবেক্ষণ চালিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

2023-09-21 16:00:00

এশিয়ান গেমস (পুরুষদের ফুটবল): বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত

2023-09-21 15:45:44

এশিয়ান গেমস (পুরুষদের ফুটবল): ভারত-১: বাংলাদেশ-০ (৮৪ মিনিট), পেনাল্টিতে গোল সুনীল ছেত্রীর

2023-09-21 15:30:00

আমেরিকা-অস্ট্রেলিয়াতেও চিকিৎসা করতে পারবেন ভারতে পাশ ডাক্তাররা

SafeValue must use [property]=binding: আমেরিকা-অস্ট্রেলিয়াতেও চিকিৎসা করতে পারবেন ভারতে পাশ ডাক্তাররা (see http://g.co/ng/security#xss)

ভারতের এমবিবিএস পড়ুয়াদের জন্য সুখবর। এখন থেকে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মান্যতা পাবেন ভারতে পাশ করা ডাক্তাররা। কারণ অবশেষে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতি পেল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আগামী ১০ বছরের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এরফলে পরবর্তী ১০ বছর এনএমসি-র অধীনে থাকা ৭০৬টি মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা সকল ডাক্তারি পড়ুয়ারা ভারত ছাড়াও যেসব দেশে ডাক্তারি প্র্যাক্টিস ও স্নাতোকোত্তর প্রশিক্ষণের জন্য ডব্লুএফএমই-র স্বীকৃতি লাগে, সেসব দেশে মান্যতা পাবেন। এইসব দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলিও।

2023-09-21 15:17:54

এশিয়ান গেমস (পুরুষদের ফুটবল): ভারত-০: বাংলাদেশ-০ (৫৫ মিনিট)

2023-09-21 15:01:56

এশিয়ান গেমস (পুরুষদের ফুটবল): ভারত-০: বাংলাদেশ-০ (হাফ টাইম)

2023-09-21 14:36:53
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ