বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

দক্ষিণ-পূর্ব আরব সাগরে বিপর্যয়ের সম্ভাবনা

SafeValue must use [property]=binding: দক্ষিণ-পূর্ব আরব সাগরে বিপর্যয়ের সম্ভাবনা (see http://g.co/ng/security#xss)

দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘণিভূত হয়েছে একটি গভীর নিম্নচাপ। যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। এই নিম্নচাপ ঝড়ের রূপ নিলে তার নাম হবে বিপর্যয়। নামকরণ করেছে বাংলাদেশ। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ কোন দিকে হবে সেটা এখনো আবহাওয়া দপ্তর নিশ্চিত করে জানায়নি। এটির মহারাষ্ট্র উপকূল অথবা ওমান- ইয়েমেন উপকৃলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।এদিকে আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বর্ষা দেরি করে ঢোকার সম্ভাবনাও তৈরি হয়েছে। কাল পূর্বমধ্য আরব সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে।

2023-06-06 11:37:00

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

গভীর রাতে কলকাতা বিমানবন্দরে হুলস্থূল। গতকাল রাতে আচমকাই কাতারগামী একটি বিমানের এক যাত্রী বোমা-বোমা বলে চিৎকার করতে শুরু করেন। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর চত্বরে। যদিও পুলিস কুকুর দিয়ে তন্নতন্ন করে খোঁজার পরেও কোনও বোমার হদিশ মেলেনি। বোমাতঙ্কের জেরে রাত ৩টে থেকে দাঁড়িয়েছিল বিমানটি। হন্যে হয়ে খোঁজার পরেও বোমা না পাওয়া গেলে চিৎকার জুড়ে দেওয়া ওই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সিআইএসএফ আধিকারিকদের জানান তাঁকে কেউ জানিয়েছিল যে বিমানে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। পরে জানা গিয়েছে ওই ব্যক্তি বিরল কোনও মানসিক রোগে আক্রান্ত।
 

2023-06-06 11:09:00

জন্মদিনের পার্টির বিল মেটানো নিয়ে বচসার জেরে খুন যুবক

জন্মদিনের পার্টিতে বিল মেটানো নিয়ে বচসার জেরে খুন হল এক যুবক। ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের শিবাজিনগর থানা এলাকায়। মৃতের নাম, সাবির। এদিন সে ও তাঁর চার বন্ধু মিলে একটি ধাবায় জন্মদিন পালনের উদ্যেশ্যে যায়। খাওয়া দাওয়া সেরে বিল মেটানো নিয়ে বন্ধুদের সঙ্গে বচসা শুরু হয় তার। আর তার পরেই বাকি চার বন্ধু মিলে চড়াও হয় সাবিরের উপর। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিরের। ৪ অভিযুক্তকেই আটক করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২জন নাবালক রয়েছে। তাঁদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।
 

2023-06-06 10:41:47

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত বৃদ্ধা

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধা পথচারীর। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকায় ইএম বাইপাসের উপর । মৃতার নাম, সন্ধ্যা হাজরা (৫৮)। হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
 

2023-06-06 10:39:00

দেখে নিন শহরের আবহাওয়ার হাল-চাল

আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল, সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আজও তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  
 

2023-06-06 10:18:28

ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিস

SafeValue must use [property]=binding: ব্রিজভূষণের বাড়িতে দিল্লি পুলিস (see http://g.co/ng/security#xss)

যৌন হেনস্তার তদন্তে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিস। আজ সকালে উত্তরপ্রদেশের গোন্ডায় বিতর্কিত এই বিজেপি নেতার বাড়িতে পৌঁছয় একটি তদন্তকারী দল। সূত্রের খবর, সেখানে ১২জনের বয়ান রেকর্ড করা হতে পারে আজ। এখনও অবধি মোট ১৩৭ জনের বয়ান নিয়েছে দিল্লি পুলিসের বিশেষ তদন্তকারী দল।
 

2023-06-06 09:52:45

চকোলেট খেতে চাওয়ায় মেয়েকে খুন করল বাবা

চকোলেট ও খেলনার দাবিতে অতিষ্ট হয়ে নাবালিকা মেয়ের মাথা থেঁতলে তাকে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, অভিযুক্ত একজন মাদকাসক্ত। মাদকের প্রভাবেই সে এই কাণ্ড ঘটিয়েছে। পুলিসি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, মাদকের কারণে দারিদ্র তাকে গ্রাস করেছিল। এক সময় সে তার বাচ্চা মেয়ের ক্রমাগত খেলনা ও চকোলেটের দাবিতে বিরক্ত হয়ে ওঠে ও মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেয়। এরপর নিকটবর্তী একটি নির্মীয়মাণ বহুতলে নিয়ে গিয়ে মার্বেল ও সিমেন্টের চাঁই দিয়ে নিজের মেয়ের মাথা থেঁতলে দেয় সে।

2023-06-06 09:31:00

গুজরাতে দলিত ব্যক্তির বুড়ো আঙুল কেটে নিল গ্রামবাসীরা

ভাইপো স্কুলের খেলা চলাকালীন বলে হাত দিয়েছে। এই অপরাধে এক দলিত ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে নিল কয়েকজন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে, গুজরাতের পাতন জেলার কাকোশি গ্রামে। পুলিস সূত্রে খবর,  রবিবার স্কুলের মাঠে ক্রিকেট খেলা চলাকালীন আক্রান্ত ব্যক্তির ভাইপো আচমকাই বলে হাত দেয়। আর এতেই চটে যায় দর্শকাসনে থাকা একদল মানুষ। তারা ওই বাচ্চা ছেলেটিকে জাতিবিদ্বেষমূলক কথা বলার পাশাপাশি ভয়ও দেখায়। ছেলেটির কাকু ধীরজ পার্মার এর প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁর বুড়ো আঙুল কেটে নেয় বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

2023-06-06 09:18:22

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: এখনও জানা যায়নি ১০১জন মৃতের পরিচয়

2023-06-06 09:11:37

ডার্ক নেট ভিত্তিক মাদক কারবারি চক্রের পর্দাফাঁস

একটি সর্বভারতীয় মাদক পাচারচক্রের পর্দফাঁস করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। জানা গিয়েছে, এই চক্রটি সারা দেশে ডার্ক নেটকে ব্যবহার করে নিজেদের অবৈধ ব্যবসা চালাত। লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল ক্রিপ্টোকারেন্সিকে।  
 

2023-06-06 09:05:22

হরিয়ানার ঝাজ্জরে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ২.৫

2023-06-06 08:37:40

ট্রেন বাতিল অব্যাহত

বাহানাগার ট্রেন দুর্ঘটনার জেরে পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের প্রেস বিবৃতি অনুযায়ী, সোম-মঙ্গল ও বুধবার পর্যন্ত ৮৫টি ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘হাওড়া-চেন্নাই’, ‘হাওড়া-পুরী’, ‘শালিমার-পুরী (ধৌলি)’, ‘হাওড়া-পুরী(শতাব্দী)’, ‘পুরী-শালিমার’, ‘পাটনা-পুরী’, ‘হাওড়া-ভদ্রক’ ইত্যাদি। 

2023-06-06 08:27:19

চকোলেট খেতে চাওয়ায় মেয়েকে খুন করল বাবা

চকোলেট ও খেলনার দাবিতে অতিষ্ট হয়ে নাবালিকা মেয়ের মাথা থেঁতলে তাকে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, অভিযুক্ত একজন মাদকাসক্ত। মাদকের প্রভাবেই সে এই কাণ্ড ঘটিয়েছে। পুলিসি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, মাদকের কারণে দারিদ্র তাকে গ্রাস করেছিল। এক সময় সে তার বাচ্চা মেয়ের ক্রমাগত খেলনা ও চকোলেটের দাবিতে বিরক্ত হয়ে ওঠে ও মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেয়। এরপর নিকটবর্তী একটি নির্মীয়মাণ বহুতলে নিয়ে গিয়ে মার্বেল ও সিমেন্টের চাঁই দিয়ে নিজের মেয়ের মাথা থেঁতলে দেয় সে।

2023-06-06 09:31:00

গুজরাতে দলিত ব্যক্তির বুড়ো আঙুল কেটে নিল গ্রামবাসীরা

ভাইপো স্কুলের খেলা চলাকালীন বলে হাত দিয়েছে। এই অপরাধে এক দলিত ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে নিল কয়েকজন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে, গুজরাতের পাতন জেলার কাকোশি গ্রামে। পুলিস সূত্রে খবর,  রবিবার স্কুলের মাঠে ক্রিকেট খেলা চলাকালীন আক্রান্ত ব্যক্তির ভাইপো আচমকাই বলে হাত দেয়। আর এতেই চটে যায় দর্শকাসনে থাকা একদল মানুষ। তারা ওই বাচ্চা ছেলেটিকে জাতিবিদ্বেষমূলক কথা বলার পাশাপাশি ভয়ও দেখায়। ছেলেটির কাকু ধীরজ পার্মার এর প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁর বুড়ো আঙুল কেটে নেয় বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।

2023-06-06 09:18:22

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: এখনও জানা যায়নি ১০১জন মৃতের পরিচয়

2023-06-06 09:11:37

ডার্ক নেট ভিত্তিক মাদক কারবারি চক্রের পর্দাফাঁস

একটি সর্বভারতীয় মাদক পাচারচক্রের পর্দফাঁস করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। জানা গিয়েছে, এই চক্রটি সারা দেশে ডার্ক নেটকে ব্যবহার করে নিজেদের অবৈধ ব্যবসা চালাত। লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল ক্রিপ্টোকারেন্সিকে।  
 

2023-06-06 09:05:22

হরিয়ানার ঝাজ্জরে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ২.৫

2023-06-06 08:37:40

ট্রেন বাতিল অব্যাহত

বাহানাগার ট্রেন দুর্ঘটনার জেরে পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের প্রেস বিবৃতি অনুযায়ী, সোম-মঙ্গল ও বুধবার পর্যন্ত ৮৫টি ট্রেন বাতিল থাকবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘হাওড়া-চেন্নাই’, ‘হাওড়া-পুরী’, ‘শালিমার-পুরী (ধৌলি)’, ‘হাওড়া-পুরী(শতাব্দী)’, ‘পুরী-শালিমার’, ‘পাটনা-পুরী’, ‘হাওড়া-ভদ্রক’ ইত্যাদি। 

2023-06-06 08:27:19

ইতিহাসে আজকের দিনে

১০৯৯: প্রথম ধর্মযুদ্ধের শুরু, অবরোধের সূচনা জেরুজালেমে
১৬৫৪: ফ্রান্সের সিংহাসনে বসলেন রাজা চতুর্দশ লুই
১৮২৯: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউমের জন্ম
১৮৬৭: কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু
১৯১১: লেখক নীহাররঞ্জন গুপ্তের জন্ম
১৯২৮: অভিনেতা ও রাজনীতিক সুনীল দত্তের জন্ম
১৯৪২: লিবিয়ার প্রাক্তন স্বৈরাচারী শাসক মুয়াম্মার গদ্দাফির জন্ম
১৯৫৬ সালে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী হিসাবে পরিচিতি পায়
১৯৬৭: ছ’দিনের যুদ্ধে জেরুজালেমে প্রবেশ করল ইজরায়েলি সেনা
১৯৭০: ইংরাজি সাহিত্যিক ই এম ফস্টারের মৃত্যু
১৯৭২: কবি হুমায়ুন কবিরের মৃত্যু
১৯৭৫: ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন 
১৯৮৩: কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়

2023-06-06 08:19:04

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ:  যে কোনও কর্মে উন্নতি।
বৃষ: কর্মে খ্যাতি আর উপার্জন বৃদ্ধি।
মিথুন: অর্থপ্রাপ্তি যোগ।
কর্কট: গবেষণায় সাফল্য।
সিংহ: আয় বাড়বে।
কন্যা: সপরিবারে ভ্রমণ যোগ আছে।
তুলা: ভোগান্তি আর মানসিক চিন্তা।
বৃশ্চিক: মানসিক অস্থির ভাব।
ধনু: সন্তানের সাফল্যে মানসিক তৃপ্তি।
মকর: ধর্মকর্ম হবে।
কুম্ভ: পিতার পরামর্শে কার্যোদ্ধার।
মীন: ধনযোগ আছে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-06-06 08:06:59

ফুরফুরা শরিফে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

SafeValue must use [property]=binding: ফুরফুরা শরিফে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2023-06-05 17:25:00

৭ ঘণ্টার মুক্তি মণীশ সিশোদিয়ার

অসুস্থ স্ত্রীকে দেখে আসার জন্য ৭ ঘণ্টা ছাড়া হল দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে। যদিও আজও তাঁকে অন্তবর্তী জামিন দেয়নি আদালত। কিন্তু তাঁকে নিজের বাড়িতে বা হাসপাতালে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইজন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি জেল থেকে ছাড়া পাবেন তিনি।

2023-06-05 16:19:16

মৃত্যুকে ধামাচাপা দেওয়ার প্রতিযোগিতা চলছে: মুখ্যমন্ত্রী

2023-06-05 16:05:10

যাঁরা ট্রমায় আছেন তাঁদের চারমাস ২ হাজার টাকা দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

2023-06-05 16:03:00

জখমদের দেখতে কাল কটক ও ভূবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

2023-06-05 16:02:25

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

2023-06-05 16:01:47

বাংলার ৯০ জনের মৃতদেহ চিহ্নিত করা গিয়েছে: মুখ্যমন্ত্রী

2023-06-05 15:57:00

ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

নবান্নের নিকটবর্তী টোলপ্লাজার কাছে শুক্রবার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের দেহে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি।
 

2023-06-05 15:55:06

মৃত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে চাকরি: মুখ্যমন্ত্রী

2023-06-05 15:53:00

এটা তথ্য গোপন করার সময় নয়: মুখ্যমন্ত্রী

2023-06-05 15:52:00

গুরুতর আহতদের ৫০ হাজার ও অল্প আঘাতপ্রাপ্তদের ২৫ হাজার টাকার সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

2023-06-05 15:50:00

অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

2023-06-05 15:35:00

বুধবার ক্ষতিপূরণের চেক বিলি মুখ্যমন্ত্রীর

SafeValue must use [property]=binding: বুধবার ক্ষতিপূরণের চেক বিলি মুখ্যমন্ত্রীর (see http://g.co/ng/security#xss)

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে প্রতিটি জেলা প্রশাসনকে তাদের জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী তার দার্জিলিং সফর স্থগিত রেখেছেন। দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল। তবে তার পরিবর্তে  তিনি আগামী ১০ বা ১১ জুন দার্জিলিং যেতে পারেন বলে খবর।
 

2023-06-05 14:18:03

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আরএকটি দূরপাল্লার ট্রেন

কামরার নীচে বড়সড় ফাটল! শেষ মুহূর্তে এক রেলকর্মীর তৎপরতায় রক্ষা পেল কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। রেলসূত্রে খবর, গতকাল, রবিবার সন্ধ্যায় তামিলনাড়ুর সেঙ্গোট্টাই স্টেশনের এক রেলকর্মী ওই ফাটলটি লক্ষ্য করেন ও উচ্চপদস্থ কর্তাদের অবগত করেন। অল্পের জন্য দুর্ঘটনার থেকে বেঁচে যায় ট্রেনটি। পরে ত্রুটিযুক্ত কামরাটিকে মূল ট্রেন থেকে আলাদা করে ট্রেনটিকে রওনা করা হয়।

2023-06-05 14:01:46

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর স্থগিত

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার বহু বাসিন্দাই। অনেকেই হারিয়েছেন নিজেদের পরিজন আবার কেউ কেউ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এমনও অনেকে আছেন যাদের এখনও খোঁজ পায়নি পরিবার। দুর্ঘটনার শুরু থেকেই উদ্ধারকার্যের তদারকি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও সেই কাজ কিছুটা বাকি। আর তাই আপাতত তাঁর পাহাড় সফরের কর্মসূচি স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে কবে তিনি পাহাড়ে রওনা দেবেন তা জানিয়ে দেওয়া হবে নবান্নের তরফে।   

2023-06-05 13:10:00

অবসর নিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ

SafeValue must use [property]=binding: অবসর নিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ (see http://g.co/ng/security#xss)

ফুটবল থেকে অবসর নিলেন সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। ৪১ বছর বয়সে এসে  এসি মিলানের হয়ে তিনি তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন হেলাস ভেরোনার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই মরশুমের শেষ ম্যাচটি তাঁর ফুটবল জীবনের শেষ ম্যাচ হতে চলেছে বলে জানিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে বিদায়ী ভাষণও দেন ইব্রা। এদিন তিনি বলেন, ‘প্রথম যখন মিলানে এসেছিলাম আপনারা আমায় খুশি করেছিলেন। দ্বিতীয়বার দিয়েছিলেন ভালোবাসা। হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। চিরকাল মিলানের ভক্ত হয়ে থাকব। ফুটবলকে বিদায় জানালেও আপনাদের কখনওই বিদায় জানাতে পারব না’।
 

2023-06-05 13:08:26

হত্যা মামলায় দোষী সাব্যস্ত মুখতার আনসারি

SafeValue must use [property]=binding: হত্যা মামলায় দোষী সাব্যস্ত মুখতার আনসারি (see http://g.co/ng/security#xss)

বারাণসীর কুখ্যাত অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে দোষী সাব্যস্ত করল উত্তরপ্রদেশের এমপি-এমএলএ আদালত। ১৯৯১ সালের এই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে যোগীরাজ্যের এই গ্যাংস্টার-নেতার নাম ছিল। ৩২ বছর পুরনো এই মামলায় আজই তাঁকে সাজা শোনানো হবে।

2023-06-05 12:47:53

ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান

2023-06-05 12:40:08

৩২০ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-06-05 12:09:33

সামশেরগঞ্জে উদ্ধার ব্যাগভর্তি বোমা

SafeValue must use [property]=binding: সামশেরগঞ্জে উদ্ধার ব্যাগভর্তি বোমা (see http://g.co/ng/security#xss)

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার হল ব্যাগভর্তি বোমা। সামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষিমান্ডি সংলগ্ন এলাকার এই ঘটনায় আজ সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
 

2023-06-05 11:44:27

প্রয়াত গুফি পেন্টাল

SafeValue must use [property]=binding: প্রয়াত গুফি পেন্টাল (see http://g.co/ng/security#xss)

প্রয়াত মহাভারতে শকুনির চরিত্রে অভিনয় করা গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯ বছর। গত ১ জুন  থেকেই অসুস্থ  হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

2023-06-05 11:29:00

ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন

SafeValue must use [property]=binding: ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন (see http://g.co/ng/security#xss)

বাহানাগার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ফের ওড়িশায় বেলাইন ট্রেন। আজ, সোমবার বাড়গড় জেলায় একটি মালগাড়ির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

2023-06-05 11:23:00

ভাগলপুরে সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ এক

বিহারের ভাগলপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় এক ব্যক্তি নিখোঁজ। তিনি ওই সেতুর নিরাপত্তারক্ষী ছিলেন বলে জানা গিয়েছে। সেতু ভেঙে পড়ার পর থেকেই তাঁর খোঁজ নেই। দুর্ঘটনার কবলে পড়ে তিনি নদীতে পড়ে গিয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। গতকাল সুলতানগঞ্জ ও খাগাড়িয়ার মধ্যে সংযোগকারী ওই সেতুটি আচমকাই ভেঙে পড়ে। ২০১৪ সালে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
 

2023-06-05 10:52:46

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কুস্তিগিররা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বিক্ষোভরত কুস্তিগিররা। গত শনিবার রাত ১১টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক হয় তাঁদের। সেখানে তাঁরা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত চার্জশিট গঠনের দাবি জানিয়েছেন বলে খবর। বিষয়টির দ্রুত নিষ্পত্তির বিষয়ে কুস্তিগিরদের আশ্বস্ত করেন অমিত শাহও।
 

2023-06-05 10:39:28

অমৃতসরের কাছে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী

SafeValue must use [property]=binding: অমৃতসরের কাছে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (see http://g.co/ng/security#xss)

অমৃতসরের কাছে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় একটি পাকিস্তান থেকে আসা ড্রোন গুলি করে নামাল বিএসএফ। ড্রোনটিকে আত্তারি-ওয়াঘা সীমান্তের কাছেই ধরাশায়ী করা হয়েছে। যন্ত্রটি থেকে ৩.২ কেজির হেরোইনও উদ্ধার করেছে বিএসএফ।
 

2023-06-05 10:12:36

মতিঝিলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জখম ২

মতিঝিল এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জখম হলেন ২ জন। জানা গিয়েছে, গতকাল ঝামেলা চলাকালীন শচীন নামের এক ব্যক্তি দানিশ নামে এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। নাকে আঘাত পায় সে। শচীনের উপর পাল্টা হামলা চালায় দানিশও। বুকে ও কাঁধে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি শচীন।
 

2023-06-05 10:00:04

শৌচালয়ে রাখা বোমা ফেটে মৃত নাবালক

শৌচালয়ের মধ্যে দুষ্কৃতীদের লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে মৃত্যু হল ১১ বছরের এক শিশুর। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার শিকদার পল্লি এলাকায়। এলাকায় পৌঁছেছে বনগাঁ থানার বিশাল পুলিস বাহিনী।
 

2023-06-05 09:52:36

দিশেহারা মানুষ

ট্রেনে ছিল সন্তান, কারও স্বামী, কারও বন্ধু। তাঁরা জীবিত না মৃত, তা জানা নেই। প্রত্যেকেই খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। তবে প্রিয়জনকে মৃতই ধরে নিয়েছেন তাঁরা। পরিজনেরা আসছেন ঘটনাস্থলে। সোরো, বালেশ্বর হাসপাতালসহ নানা স্থানে খুঁজে হতাশ হয়ে শেষমেশ আসছেন তাঁরা লাশঘরে। অর্থাৎ বাহানাগা স্কুলে, যেখানে রাখা ছিল সমস্ত দেহ। যদিও শনিবার রাত থেকেই সেগুলি সরানো হচ্ছে। বাহানাগায় কন্ট্রোল রুম নেই। ওড়িশা সরকারের কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে সাহায্যের আশ্বাসই সার। বস্তুত দিশেহারা মানুষ।

2023-06-05 09:40:00

জ্ঞানেশ্বরীতে দায়ী সিপিএম, গোধরায় বিজেপি

জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় সিপিএম সরাসরি যুক্ত ছিল। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আল্ট্রা সিপিএমও ছিল। অন্যদিকে, গোধরা রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি আক্রমণ করেন বিজেপিকে। আরও বলেন, বাংলায় বাম জমানায় সাঁইথিয়া রেল দুর্ঘটনাও ঘটানো হয়েছিল। তবে তার পিছনে কারা ছিল তিনি জানাননি। ওই তদন্ত সিবিআইকে দিতে চাইলেও, রাজ্য দায়িত্ব দেয় সিআইডিকে। ওই দুটি দুর্ঘটনার সময় মমতাই রেলমন্ত্রী ছিলেন। তাঁর আমলে রেল দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিজেপি ও মোদি সরকার মিথ্যা কথা রটাচ্ছে। এই প্রসঙ্গেই তিনি জ্ঞানেশ্বরী ও গোধরা কাণ্ডের উল্লেখ করেন। 

2023-06-05 09:35:34

উড়ছে চিল-শকুন

রবিবারও চলল উদ্ধারকাজ। সকালেই উদ্ধার হয় পাঁচজনের দেহ। ট্রেনের ভিতর থেকে বেরচ্ছে দেহাংশ। ট্রেনের কামরাগুলি কঙ্কালসার। রেল ট্র্যাক থেকে সেগুলি সরানোর কাজ চলছে। কামরাগুলি থেকে বেরচ্ছে দুর্গন্ধ। ভিতরেই রয়ে গিয়েছে কোথাও দেহাংশ! আকাশে উড়ছে চিল, শকুনের দল। রেল লাইনের ধারে ঘোরাঘুরি করছে বহু মানুষ। বেওয়ারিশ ব্যাগ, ওয়ালেট খুঁটিয়ে দেখছে তারা। যদি বিশেষ কিছু 
মেলে! ভালো জুতো পেলেও গলিয়ে নিচ্ছে পায়ে।

2023-06-05 09:30:00

বাহানাগাতে ভিড়

রবিবার ঘিরে ফেলা হয়েছে বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল। কাউকেই প্রবেশে করতে দেওয়া হচ্ছে না। যদিও দুর্ঘটনার দু’দিন পরেও দুর্ঘটনাস্থলের আশেপাশে চোখে পড়ল উত্সুক সাধারণ মানুষের ভিড়। দূরদূরান্ত থেকেও আজও এসেছেন অনেকেই। কেন? জবাব, ‘এমনই। কী হচ্ছে তাই দেখতে এলাম।’ দুর্ঘটনার পর থেকেই বাহানাগার আশপাশের দোকানগুলিতে বিক্রিবাটা বেড়ে গিয়েছে। ঠান্ডা পানীয়ের চাহিদা মেটাতে হিমশিম দোকানিরা। তবে দাম একদম ঠিকঠাক। কিন্তু হোটেল অমিল। টাকা বেশি দিয়েও মাথা গোঁজার ঠাঁই দুর্লভ।

2023-06-05 09:24:07

স্কুলে কয়েকশো লাশ

দুর্ঘটনার পর কয়েকশো লাশ এনে জড়ো করা হচ্ছিল বাহানাগা স্কুলে। হলঘর, ক্লাসরুমেই থরে থরে সাজানো ছিল সাদা কাপড়ে মোড়া। কারও হাত নেই তো কারও পা বাদ গিয়েছে। পচে গন্ধ ছাড়তে শুরু করেছে। শনিবার রাত থেকেই লাশগুলি ভুবনেশ্বর এইএমস-সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ক্লাসরুমে ছড়ানো হয়েছে ব্লিচিং। কিন্তু তা দিয়ে কী আর দুর্গন্ধ চেপে রাখা যায়? জোরে হওয়া দিলেই ব্লিচিং উড়ে আসছে উপস্থিত পুলিস কর্মী, সাংবাদিকদের নাকে-মুখে।

2023-06-05 09:17:21

বাতিল বহু ট্রেন

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনার পর বহু ট্রেন বাতিল হয়। এর জেরে বাড়ছে যাত্রী দুর্ভোগ। ইতিমধ্যে প্রায় শতাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। মঙ্গলবার ও বুধবার নতুন করে বাতিল ঘোষণা হল, গুয়াহাটি ও কামাক্ষ্যা থেকে বেঙ্গালুরু যাওয়ার দু’টি ট্রেন। গত কয়েকদিনে দক্ষিণ-পূর্ব ও ইস্ট-কোস্ট রেলওয়েতে ১৯টি ট্রেনের গতিপথ বদল হয়েছে। বেঙ্গালুরু থেকে জসিডিগামী ট্রেনটি সকাল ১০টার বদলে সাড়ে বারোটায় ছেড়েছে। এদিকে, আটকে পড়া যাত্রীদের জন্য পুরী ও হাওড়ার মধ্যে তিনটি বিশেষ ট্রেন চালাবে ইস্ট-কোস্ট রেলওয়ে।

2023-06-05 08:59:36

রুশ তেলে রেকর্ড

রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে নয়া রেকর্ড। গত মে মাসে প্রতিদিন গড়ে ১৯ লক্ষ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে ভারত। এপ্রিল মাসের তুলনায় তা ১৫ শতাংশ বেশি।

2023-06-05 08:49:43

আয়কর রিফান্ড: প্রতারণা বিষয়ে সতর্ক করল দপ্তর

চলতি অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিল করার সময় এসেছে। বহু আয়করদাতাই রিটার্ন দাখিলের পর রিফান্ড পাওয়ার অধিকারী। অর্থাৎ গত অর্থবর্ষে তাঁরা বাড়তি কর দিয়ে থাকলে সেই টাকা ফেরাবে আয়কর দপ্তর। কিন্তু এই মওকায় প্রতারণাচক্রও সক্রিয় হয়ে উঠেছে। এই মর্মে সাধারণ মানুষকে সচেতন করল দপ্তর। তাদের বক্তব্য, আয়কর দপ্তর টাকা ফেরানোর জন্য কখনওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য তথা ডেবিট কার্ডের পিন চেয়ে ই-মেল বা এসএমএস করে না। যদি আয়কর দপ্তরের নাম করে কেউ এই তথ্যগুলি চায়, তাহলে আয়করদাতাকে সাবধান হতে হবে। নাহলে তিনি প্রতারিত হতে পারেন। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত নন। বিশেষত, যাঁরা প্রথমবার আয়কর জমা করছেন বা রিফান্ড পাওয়ার অধিকারী। তাঁদের সচেতন হওয়া জরুরি।

2023-06-05 08:39:30

দেশে গ্রিন বিল্ডিং প্রায় ১১ হাজার

গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব বাড়ির তকমা দেওয়া যায়, এমন আবাসন প্রকল্প দেশে ১০ হাজার ৯০০-র বেশি রয়েছে বলে দাবি করল বণিকসভা সিআইআইয়ের ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল।  প্রায় ১ হাজার ২৭ কোটি বর্গফুট নির্মাণকাজ হয়েছে, যাকে ‘গ্রিন’ তকমা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কোনও বাড়িকে তখনই এই তকমা দেওয়া যায়, যখন সেটি তৈরি হয় কয়েকটি নিয়ম মেনে। সেই তালিকায় যেমন আছে সৌরশক্তির ব্যবস্থা, সবুজঘেরা ছাদ, অ্যালুমিনিয়ামের বেশি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় সহায়ক জানালা, জল সংরক্ষণের ব্যবস্থা প্রভৃতি। কাউন্সিলের কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান চেয়ার‌ম্যান সুশীল মোহতা বলেন, গ্রিন বিল্ডিং তৈরির নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখন এরাজ্যের আবাসন নির্মাতাদের মধ্যেও গ্রিন বিল্ডিং তৈরির প্রবণতা বাড়ছে। এখন কলকাতার বাইরে জেলাগুলিতেও তা জনপ্রিয় হচ্ছে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, এরাজ্যে পরিবেশবান্ধব নির্মাণে উৎসাহ দিতে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই ব্যাপারে আর্থিক সুবিধা দেওয়ার নীতি এনেছে তারা।

2023-06-05 08:26:05

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব পরিবেশ দিবস
৪৬৯ খ্রীষ্টপূর্ব: গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম
১৮৮৯: ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যু
১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু
১৯৪০: প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়
১৯৫২: বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাটের জন্ম
১৯৬১: ভারতের টেনিস তারকা রমেশ কৃষ্ণানের জন্ম
১৯৭২: স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়
১৯৭২: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্ম
১৯৭৬: বলিউডের বিশিষ্ট অভিনেত্রী রম্ভার জন্ম
১৯৮৪: অমৃতস্বর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা, উগ্রপন্থী ছয় শত হিন্দু নিহত
২০০৪: মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের মৃত্যু 

2023-06-05 08:15:56

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ:  বেচাকেনা আর উপার্জন বাড়বে।
বৃষ: সাফল্য আর সুনাম।
মিথুন: অর্থকড়ি আয় বাড়বে।
কর্কট: সুচিকিৎসায় দেহে রোগারোগ্য।
সিংহ: কর্মে উন্নতি আর মানসিক তৃপ্তি।
কন্যা: মানসিক অস্থির ভাব।
তুলা: অর্থাগম যোগ আছে।
বৃশ্চিক: মতান্তর আর অশান্তির যোগ।
ধনু: বিশেষ সাফল্য পেতে পারেন।
মকর: প্রভূত অর্থকড়ি উপার্জন যোগ।
কুম্ভ: ভ্রমণের সম্ভাবনা।
মীন: মেজাজে রুক্ষতার আশঙ্কা।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-06-05 08:06:31

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের

2023-06-04 18:51:00

সম্পূর্ণ গাফিলতির জন্যই এই দুর্ঘটনা: মমতা

2023-06-04 17:49:39

এত মানুষের মৃত্যুর পরও ক্ষমা চায়নি কেন্দ্র: মমতা

2023-06-04 17:44:29

যারা বেঁচে ফিরেছেন, মেন্টাল ট্রমায় রয়েছেন তাঁদের ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে: মমতা

2023-06-04 17:29:19

হতাহতদের পাশে রয়েছি: মমতা

2023-06-04 17:29:16

এটা ঝগড়া করার সময় নয়: মমতা

2023-06-04 17:28:00

কেন্দ্র কথা বলে বেশি, কাজ করে কম: মমতা

2023-06-04 17:26:09

রেলকে বিক্রির জন্য রেখে দিয়েছে কেন্দ্র: মমতা

2023-06-04 17:24:14

১৮২ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি: মমতা

2023-06-04 17:24:08

দুরন্ত ট্রেনের কি অবস্থা করেছে: মমতা

2023-06-04 17:20:44

দুর্ঘটনার খবর পেয়েই ওড়িশায় প্রতিনিধি দল পাঠাই: মমতা

2023-06-04 17:19:00

রেল যাত্রী নিরাপত্তায় কেন্দ্র কিছুই করছে না: মমতা

2023-06-04 17:15:44

কেন্দ্রীয় সরকার রেলের জন্য কিছুই করেনি: মমতা

2023-06-04 17:15:34

অ্যান্টিকলিশন ডিভাইস ছিল না কেন: মমতা

2023-06-04 17:15:26

মৃতদের পরিবারকে ৫ লক্ষ, গুরুতর আহতদের ১ লক্ষ এবং জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে: মমতা

2023-06-04 17:15:00

ওড়িশায় বাংলার ৭৩ জন ভর্তি রয়েছেন: মমতা

2023-06-04 17:13:00

১৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে: মমতা

2023-06-04 17:13:00

নবান্নে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2023-06-04 17:12:57

রাজ্য থেকে টিম পাঠানো হয়েছে: মমতা

2023-06-04 17:10:25

মৃতদের মধ্যে বাংলা থেকে ৬২ জন রয়েছে: মমতা

2023-06-04 17:09:00

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা ২৭৫

2023-06-04 16:42:58

হাওড়ার পাঁচলায় রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

2023-06-04 16:05:00

বাহানাগায় ট্রেন দুর্ঘটনা: ওড়িশা থেকে কলকাতায় বিনামূল্যে বাসের পরিষেবা

বড় ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে ওই রুটে বন্ধ রেল পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এই অবস্থায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। বিপাকে পড়েছেন অন্য যাত্রীরা। সেই কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। যতদিন না ওই রুটে রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা দেবে ওড়িশা সরকার। কটক, পুরী ও ভুবনেশ্বর থেকে কলকাতা পর্যন্ত চলবে বাসগুলি। দৈনিক ৫০ টি বাস চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এর জন্য কোনও খরচ করতে হবে না যাত্রীদের। আজ রবিবার, থেকেই পরিষেবা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

2023-06-04 13:47:11

বাহানাগায় ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

ওড়িশায় বালেশ্বরে বাহানাগায় ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাকারীর আর্জি, দুর্ঘটনার তদন্ত করুক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কোনও কমিটি।
 

2023-06-04 13:33:28

ঘণ্টায় ১২৮ কিমি বেগে চলছিল করমণ্ডল এক্সপ্রেস: রেলমন্ত্রক

2023-06-04 13:28:00

কোনও ট্রেন ওভার স্পিডে যাচ্ছিল না: রেলমন্ত্রক

2023-06-04 13:22:46

আপ লুপ লাইনে মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস: রেলমন্ত্রক

2023-06-04 13:21:00

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯

2023-06-04 13:14:14

নদীয়ার রানাঘাট থানার হবিবপুরে ইসকন মন্দিরে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা

SafeValue must use [property]=binding: নদীয়ার রানাঘাট থানার হবিবপুরে ইসকন মন্দিরে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা (see http://g.co/ng/security#xss)

2023-06-04 13:07:00

জুটির হাফসেঞ্চুরি

SafeValue must use [property]=binding: জুটির হাফসেঞ্চুরি (see http://g.co/ng/security#xss)

বলিউডের রোমান্টিক জুটি অমিতাভ ও জয়া বচ্চন। টিনসেল টাউনের এই দুই সেলিব্রিটির দাম্পত্য জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ হল শনিবার। ১৯৭৩ সালের ৩ জুন গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তারপর দেখতে দেখতে পার হয়ে গেল অর্ধশতাব্দী। ৫০ তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিগ-বি সোশ্যাল মিডিয়ায় আগাম একটি বার্তায় নিজের অনুভূতি তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘আর কিছুক্ষণ পরেই তো ৩ জুনের ভোর..আর এই বছরটিকে ৫০ বছর হিসেবে ধরা হবে। আমাদের যাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং জানাবেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

2023-06-04 12:12:34

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: পূর্ব বর্ধমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০

2023-06-04 11:58:31

দিল্লির জাহাঙ্গিরপুরীতে একটি বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

2023-06-04 11:52:58

মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি, ধৃতের নাম, আব্দুল মণ্ডল

2023-06-04 11:44:16

ফের দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার চেষ্টা

ফের দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার চেষ্টা যুবকের। আজ রবিবার, সকাল সাড়ে ন'টা নাগাদ এক যুবককে দ্বিতীয় হুগলি সেতুর রেলিং টপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিত্য যাত্রীরা তা দেখতে পেয়ে লালবাজারে খবর দেন। সেখান থেকে খবর পৌঁছয় হেস্টিংস থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিস, ট্রাফিক গার্ড ও দমকল বাহিনী। ওই যুবককে উদ্ধার করেছে পুলিস।
 

2023-06-04 11:32:00

হুগলির শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব

SafeValue must use [property]=binding: হুগলির শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব (see http://g.co/ng/security#xss)

2023-06-04 11:28:00

পারভিন বাবির বায়োপিকে উর্বশী

SafeValue must use [property]=binding: পারভিন বাবির বায়োপিকে উর্বশী (see http://g.co/ng/security#xss)

পারভিন বাবির বায়োপিকে অভিনয় করছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। আজ রবিবার, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। এদিন থেকেই পারভিন বাবির বায়োপিকে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন উর্বশী। বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল এই বায়োপিক নিয়ে। জনপ্রিয় অভিনেত্রী পারভিন বাবির চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জোর জল্পনা ছিল। এদিন উর্বশীর ঘোষণার পর সেই জল্পনার অবসান ঘটেছে।

2023-06-04 11:24:27

বান্ধবী উৎকর্ষাকে বিয়ে করলেন ঋতুরাজ

SafeValue must use [property]=binding: বান্ধবী উৎকর্ষাকে বিয়ে করলেন ঋতুরাজ (see http://g.co/ng/security#xss)

বিয়ে করলেন ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। গতকাল শনিবার, মহাবালেশ্বরের একটি রিসর্টে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন চেন্নাই সুপার কিংসের এই তারকা ক্রিকেটার। দীর্ঘদিনের বান্ধবী উৎকর্ষা পাওয়ারকে বিয়ে করেছেন ঋতুরাজ। উৎকর্ষা নিজেও একজন ক্রিকেটার। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেট দলে খেলেন তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল ঋতুরাজের। কিন্তু বিয়ের কারণেই দলে যোগ দেননি তিনি। সেই কথা আগেই বোর্ডকে জানিয়েছিলেন ঋতুরাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুরাজ ও উৎকর্ষার বিয়ের ছবি।
 

2023-06-04 11:03:25

দুর্ঘটনার ডায়েরি: লাশের পাশে প্রেমের কবিতা

রেল লাইনের উপর চাপ চাপ রক্ত, দেহের টুকরো, সাদা কাপড়ে মোড়া একের পর এক শায়িত দেহ, শিশুর ফেলে যাওয়া রক্তমাখা জুতো, ব্যাগপত্তর। তার মধ্যেই পড়ে আছে একটি ডায়েরি। ভিতরে প্রেমের কবিতা লেখা। ‘ভালবেসে এই মন, তোকে চাই সারাক্ষণ/ আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে/ কী করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।’ কার লেখা? তিনি কি বেঁচে গিয়েছেন, নাকি এই অগুন্তি লাশের ভিতর হারিয়ে গিয়েছেন। জানার আর কোনও উপায় নেই!
 

2023-06-04 10:45:48

‘নাটু নাটু’ গানের তালেই পা মেলালেন দুই ইউক্রেনীয় সেনা

গানটির শ্যুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাসভবন মেরেনস্কি প্যালেসের সামনে। তারপর অস্কারের মঞ্চে ভারতের প্রথম মৌলিক গান হিসেবে ইতিহাস গড়েছিল। সেই গানের তালেই পা মেলালেন ইউক্রেনীয় দু’জন সেনা। গানটি ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। সম্প্রতি এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, রাম চরণ ও জুনিয়র এনটিআরের স্টেপেই নাচছেন দুই সেনা। ‘আরআরআর’ ছবিতে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভারতীয়রা। ঠিক তেমনই যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের মাটিতে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে সেনাদের এই পদক্ষেপ নেট দুনিয়ার প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেন ফেডোটোভা নামক এক ব্যক্তি। ‘আরআরআর’-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। 

2023-06-04 10:32:19

দিল্লিতে নাড্ডা-শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর

SafeValue must use [property]=binding: দিল্লিতে নাড্ডা-শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর (see http://g.co/ng/security#xss)

ফের বিজেপির সঙ্গে জোট বাঁধছেন চন্দ্রবাবু নাইডু? তেমনই জল্পনা জাতীয় রাজনীতিতে। গতকাল শনিবার, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। চলতি বছরের শেষে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। সেখানে জোট বেঁধে একসঙ্গে ভোটে লড়ার প্রস্তাব নাড্ডা-শাহকে দিয়েছেন চন্দ্রবাবু। এছাড়াও আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির শরিক হয়ে ভোটে লড়ার কথাও গতকালের বৈঠকে তুলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনটা জানা গিয়েছে সূত্র মারফত।

2023-06-04 10:28:00

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের

ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই দুর্ঘটনায় ওড়িশার কোনও যাত্রীর মৃত্যু হলে, তাঁর পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। গুরুতর জখমদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে, বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর।
 

2023-06-04 10:11:45

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে, জানালেন রেলমন্ত্রী

ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দৃশ্য দেখে স্তম্ভিত গোটা দেশ। সকলেই রেলের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পুনরুদ্ধারের কাজ চলছে। এই বিষয়ে আজ রবিবার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 'দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে। প্রধানমন্ত্রী গতকালই গোটা এলাকা পর্যবেক্ষণ করেছেন। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে রেললাইনটি ঠিক করার। আমাদের টার্গেট রয়েছে, আগামী বুধবার সকালের মধ্যে পুনরুদ্ধারের কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করা। মৃতদেহ উদ্ধারের কাজও শেষ।'
 

2023-06-04 09:55:00

পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফের দার্জিলিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তাঁর পাহাড় সফরের সূচনা। এবারের সফরে বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক কিছু কাজও সারবেন বলে নবান্ন সূত্রে খবর। এই সফরে পাহাড়ের বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। প্রসঙ্গত, এই বছরের শুরুতে পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সমস্ত দলকে নিয়ে পাহাড়ের সামগ্রিক উন্নতির জন্য এক হয়ে কাজ করতে বলেছিলেন মমতা। তারপর অনেক পরিবর্তন হয়েছে পাহাড়ের রাজনীতিতে। সেকারণেই মমতার সফরে নজর রাজনৈতিক মহলের।

2023-06-04 09:21:12

১৪টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র

১৪টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ২০১৭ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল মন্ত্রক। ২০২২ সালের ১ এপ্রিল সেই কমিটি রিপোর্ট জমা দিয়ে জানায়, এইসব ওষুধ ব্যবহারে লাভ তো নেই, উল্টে এতে মানুষের ক্ষতি। তারই পরিপ্রেক্ষিতে গেজেট নির্দেশ জারি করে এইসব ওষুধের উৎপাদন ও বণ্টন সম্পূর্ণ নিষিদ্ধ করল কেন্দ্র। এর মধ্যে রয়েছে নিমুসালাইড এবং প্যারাসিটামলের কম্বিনেশন, অ্যামক্সিসিলিন ও ব্রমহেক্সাইনের কম্বিনেশন, সালবুটামল, ব্রমহেক্সাইন ও হাইড্রক্সিইথাইল থিওফিলাইনের কম্বিনেশন, কোডিন ফসফেট, মেনথল সিরাপ এবং ক্লোরফেনিরামা‌ইনের কম্বিনেশনসহ ১৪টি ওষুধ। 

2023-06-04 09:13:12

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

তীব্র গরমে নাজেহাল শহরবাসী। বৃষ্টির দেখা নেই। আজ রবিবার, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল শনিবার, শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
 

2023-06-04 09:05:33

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: দিল্লি এইমসের তরফে একটি চিকিৎসকদের দল যাবে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে

2023-06-04 08:56:40

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: দুঃখপ্রকাশ করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন

2023-06-04 08:49:57

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: বালেশ্বরে পৌঁছলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী

2023-06-04 08:43:16

ধোনির ছবি দিয়ে বিয়ের কার্ড ছাপালেন এক যুবক

SafeValue must use [property]=binding: ধোনির ছবি দিয়ে বিয়ের কার্ড ছাপালেন এক যুবক (see http://g.co/ng/security#xss)

ভারত তো বটেই, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির অসংখ্য অনুরাগী। তাঁর খেলা ও ব্যক্তিত্বের ফ্যান অনেকেই। ধোনির খেলা দেখার জন্য এখনও স্টেডিয়ামে ভিড় জমান বহু দর্শক। সদ্য সমাপ্ত আইপিএল তার অন্যতম প্রমাণ। এবার ধোনির প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভিনব পদক্ষেপ নিলেন ছত্তিশগড়ের এক যুবক। নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি ও জার্সি নম্বর ছাপিয়েছেন ওই যুবক। আর সেই ধোনির ছবি থাকা কার্ড দিয়েই নিজের বিয়ের নিমন্ত্রণ সারছেন তিনি। ওই কার্ডে 'থালা' শব্দটিও রয়েছে। এই নামে ধোনিকে সম্মান জানান তামিলনাড়ুর ক্রিকেট প্রেমীরা। জানা গিয়েছে, সেই অভিনব বিয়ের কার্ড 'ক্যাপ্টেন কুল'কেও পাঠিয়েছেন ওই যুবক। বিয়েতে ধোনিকে নিমন্ত্রণও জানিয়েছেন তিনি। সেই বিয়ের কার্ড আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
 

2023-06-04 08:34:55

আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হাতে খুন ৫৪ জন জওয়ান

উগান্ডায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হাতে খুন হয়েছেন ৫৪ জন জওয়ান। গতকাল শনিবার, সেই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। গত সপ্তাহে সোমালিয়ার একটি সেনা ছাউনিতে ঢুকে ৫৪ জন জওয়ানকে খুন করে আল শাবাব গোষ্ঠীর জঙ্গিরা।
 

2023-06-04 08:20:48

ইতিহাসে আজকের দিনে 

১৯২৪: বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিসক্স-এর উপর তার গবেষণাপত্র, (যেটি পরবর্তীতে "বোস- আইনস্টাইন কনডেনসেট" নামে পরিচিত হয়) আইনস্টাইনের কাছে পাঠান
১৯৫৫: ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৪৬: সঙ্গীতশিল্পী এস.পি. বালসুব্রহ্মণ্যমের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫: মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম 
২০২০:কিংবদন্তি চিত্রপরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জীর মৃত্যু

2023-06-04 08:14:50

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ:  পেশাদার ব্যক্তিদের পেশার প্রসার আর প্রভূত অর্থাগম।
বৃষ: অপ্রত্যাশিত অর্থকড়ি উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।
মিথুন: পেশাদার শিল্পী, সাহিত্যিক, উকিলদের অনুকূল সময়।
কর্কট: ছোট ব্যবসায় অগ্রগতি।
সিংহ: নিকট ভ্রমণের সম্ভাবনা।
কন্যা: সামাজিক সুনাম আর খ্যাতি বৃদ্ধি।
তুলা: পেশাগত কর্মে বাধায় মানসিক অস্থিরতা বৃদ্ধি।
বৃশ্চিক: সামাজিক কল্যাণ কর্মে সম্মান প্রাপ্তির সম্ভাবনা।
ধনু: সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলাপ-আলোচনা আইনি পথের সন্ধান পেতে পারেন।
মকর: অধিক ভোজনে শারীরিক বিব্রতবোধ।
কুম্ভ: প্রভূত অর্থলাভ যোগ আছে।
মীন: কারও কাছ থেকে দামি উপহার প্রাপ্তি হতে পারে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-06-04 08:05:28
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ