ইউপিআই মারফৎ ২ হাজার টাকার বেশি লেনদেনে দিতে হতে পারে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে এই পরামর্শ দিয়েছে এনপিসিআই। সব ঠিকঠাক থাকলে ১ এপ্রিল থেকেই লাগু হতে পারে এই নিয়ম। তবে সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে এর কোনও প্রভাব পড়বে না। অনলাইন ওয়ালেট মারফৎ লেনদেনে এই মূল্য চোকাতে হবে। তবে সাধারণ ক্রেতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি কোনও ওয়ালেটে টাকা পাঠান তাহলে কোনও ফি লাগবে না। ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার বা পিপিআই থেকে পিপিআইতে টাকা পাঠালে এই অতিরিক্ত ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে।
2023-03-29 13:45:00ঋষভ পন্থের বিকল্প হিসেবে দিল্লি ক্যাপিটালসর স্কোয়াডে শামিল হলেন বাংলার উইকেট রক্ষক ও ব্যাটসম্যান অভিষেক পোড়েল। বেশ কিছুদিন ধরেই দিল্লি ক্যাপিটালসের তাবুতে অনুশীলন করছিলেন। পোড়েল ছাড়াও ঋষভের বিকল্প হিসেবে আরও ৩ উইকেট রক্ষকের নাম ভাবা হচ্ছিল। কিন্তু শেষমেষ অভিষেকের নামেই সিলমোহর দেন নির্বাচকরা। তাই এই সিজনে দিল্লির হয়ে উইকেটের পিছনে খেলবেন বাংলার অভিষেক।
2023-03-29 13:16:24কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেদিল নির্বাচন কমিশন। আজ, বুধবার সাংবাদিক বৈঠক করে দক্ষিণী রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার। কর্ণাটকে আগামী ১০ মে হবে ভোটগ্রহণ। মাত্র এক দফাতেই পুরো রাজ্যের ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল ঘোষণা হবে ১৩ মে।
2023-03-29 12:36:25এক আদিবাসী যুবতীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে, আসানসোলের হিরাপুর থানা এলাকার কোটাদিগারি গ্রামে। মৃতার নাম কোয়েল হাঁসদা(২২)। মৃত যুবতী বিসিএ-র ছাত্রী ছিল। গত ২৭ মার্চ থেকে নিঁখোজ ছিল সে। গতকাল, মঙ্গলবার রাত ১১টা নাগাদ বাড়ি থেকে মাত্র ১কিমি দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে খুন বলেই মনে করা হচ্ছে। যুবতীর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় আদিবাসী মানুষজন।
2023-03-29 11:02:12ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে আটক করা হল দুই মার্কিন নাগরিককে। বিহারের মধুবনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন? এই প্রশ্নের উত্তরে ওই দুই মার্কিন নাগরিক জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। কলকাতা থেকে সাইকেলে করে তাঁরা নেপালে এভারেস্ট দেখার জন্য রওনা হয়েছিলেন বলে খবর এসএসবি সূত্রে। কিন্তু অনলাইন ম্যাপে ভুলের জেরে নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েন।
2023-03-29 10:13:38মধ্যপ্রদেশের ইন্দোরে বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ, বুধবার সকালে শহরের রাউ এলাকার ওই হোটেলটিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা হোটেলের সবকটি অংশেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে হোটেলে উপস্থিত সকলকেই ঠিক সময়মতো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর নেই। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
2023-03-29 10:03:41আজ, বুধবার শহরে ট্রাফিক স্বাভাবিক রয়েছে। কোথাও যানজটের কোনও খবর নেই। তবে আজ শহরে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। যার প্রভাব যান চলাচলে পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে ময়দান এলাকায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, শহিদ মিনারের সামনে একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে, যেখানে বহুসংখ্যক মানুষ শামিল হতে পারেন বলে খবর। এছাড়াও শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আরএকটি রাজনৈতিক সভা হওয়ার কথা। এর পাশাপাশি দুপুর ২টো থেকে রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত একটি মিছিল বেরোবে। দুপুর ৩টে নাগাদ মৌলালি থেকে পার্ক সার্কাস অবধি আরও একটি মিছিল হওয়ার কথা। তবে দিনভর যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিস। ট্রাফির সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
2023-03-29 09:46:03আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এর জেরে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এই দফায় কলকাতা ও সংলগ্ন এলাকায় দু’একদিন ঝড়বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। রবিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কম থাকায় এদিন ঝড়বৃষ্টি মাত্রা কিছুটা কমে যায়। আজ বুধবার থেকে তা ফের বাড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কারণ বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ অক্ষরেখাটি আরও সক্রিয় হবে।
2023-03-29 09:16:29ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আজ, বুধবার ভোর ৫টা ৪৯ নাগাদ কম্পন অনুভূত হয় আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৩। বিশেষজ্ঞরা জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল কাবুল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
2023-03-29 08:58:47ভারত-নেপাল সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে আটক করা হল দুই মার্কিন নাগরিককে। বিহারের মধুবনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে কেন ঘোরাঘুরি করছিলেন? এই প্রশ্নের উত্তরে ওই দুই মার্কিন নাগরিক জানিয়েছেন, মাউন্ট এভারেস্টের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। কলকাতা থেকে সাইকেলে করে তাঁরা নেপালে এভারেস্ট দেখার জন্য রওনা হয়েছিলেন বলে খবর এসএসবি সূত্রে। কিন্তু অনলাইন ম্যাপে ভুলের জেরে নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েন।
2023-03-29 10:13:38মধ্যপ্রদেশের ইন্দোরে বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ, বুধবার সকালে শহরের রাউ এলাকার ওই হোটেলটিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে গোটা হোটেলের সবকটি অংশেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে হোটেলে উপস্থিত সকলকেই ঠিক সময়মতো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর নেই। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
2023-03-29 10:03:41আজ, বুধবার শহরে ট্রাফিক স্বাভাবিক রয়েছে। কোথাও যানজটের কোনও খবর নেই। তবে আজ শহরে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। যার প্রভাব যান চলাচলে পড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে ময়দান এলাকায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, শহিদ মিনারের সামনে একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে, যেখানে বহুসংখ্যক মানুষ শামিল হতে পারেন বলে খবর। এছাড়াও শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আরএকটি রাজনৈতিক সভা হওয়ার কথা। এর পাশাপাশি দুপুর ২টো থেকে রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত একটি মিছিল বেরোবে। দুপুর ৩টে নাগাদ মৌলালি থেকে পার্ক সার্কাস অবধি আরও একটি মিছিল হওয়ার কথা। তবে দিনভর যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিস। ট্রাফির সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
2023-03-29 09:46:03আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এর জেরে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এই দফায় কলকাতা ও সংলগ্ন এলাকায় দু’একদিন ঝড়বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। রবিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কম থাকায় এদিন ঝড়বৃষ্টি মাত্রা কিছুটা কমে যায়। আজ বুধবার থেকে তা ফের বাড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কারণ বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে। পাশাপাশি ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ অক্ষরেখাটি আরও সক্রিয় হবে।
2023-03-29 09:16:29ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আজ, বুধবার ভোর ৫টা ৪৯ নাগাদ কম্পন অনুভূত হয় আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৩। বিশেষজ্ঞরা জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল কাবুল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
2023-03-29 08:58:47১৭৯৫- পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ
১৮০৭- জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন
১৮৪৯- লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন
১৮৫৭- বারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হল সিপাহী বিদ্রোহ
১৯২০- ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়
১৯২৭- জন রবার্ট ভেন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদের জন্ম
১৯৩৯- অভিনেতা জগদীপের জন্ম
১৯৮২- গায়ক অনুপম রায়ের জন্ম
১৯২৯- অভিনেতা উৎপল দত্তের জন্ম
১৯৮২- তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠা
মেষ: উপার্জন বাড়বে।
বৃষ: একাধিক সূত্র থেকে প্রভূত আয় বৃদ্ধি।
মিথুন: অপ্রত্যাশিত সাফল্যের যোগ।
কর্কট: ধর্মভাব শুভ।
সিংহ: অর্থাগম আর সঞ্চয়।
কন্যা: কর্মপ্রাপ্তি হতে পারে।
তুলা: গৃহ সংস্কারের জন্য অর্থ সংস্থান।
বৃশ্চিক: পেশা থেকে প্রচুর ধনাগম।
ধনু: কর্ম নিয়ে স্থানান্তর গমন হতে পারে।
মকর: বিদেশ গমনের পরিকল্পনা।
কুম্ভ: বকেয়া অর্থ পেতে পারেন।
মীন: বিদ্যায় উন্নতি হবে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
নাগরিকদের কিছুটা স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। বাড়ানো হল প্যান-আধার কার্ড সংযুক্তিকরণের মেয়াদ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে প্যান-আধার কার্ড সংযুক্তিকরণ করার কথা ছিল। না হলে ধার্য করা হয়েছিল মোটা টাকার জরিমানা। এমনকী ওই তারিখের মধ্যে সংযুক্তিকরণ না করলে বাতিল হয়ে যেত প্যান কার্ড। কিন্তু আজ, মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হল। অর্থাৎ প্যান-আধার কার্ড সংযুক্তিকরণের মেয়াদ আরও তিনমাস বাড়ল।
2023-03-28 15:46:49আচমকাই আগুন লাগল শিয়ালদহে বি আর সিং হাসপাতালে। আজ, মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটে। এই আগুন লাগার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে স্টোরে আগুন লাগে। স্টোরে থাকা কিছু কাগজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। হতাহতের খবর নেই। আগুন আপাতত নিয়ন্ত্রণে। রেলের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছেন কৌশিক বাবু।
2023-03-28 15:38:00ইপিএফে (কর্মী প্রভিডেন্ট ফান্ড) সুদের হারে সামান্য বৃদ্ধি। ইপিএফে সুদ ৮.১ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। আজ, মঙ্গলবার শ্রমমন্ত্রকের তরফে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছরের মার্চ মাসে ইপিএফে সুদের হার ৮.৫ থেকে কমিয়ে ৮.১ শতাংশ ধার্য করা হয়েছিল। সেই তুলনায় সামান্য সুদ বাড়ানো হল। দিল্লিতে চলছে অছি পরিষদের বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।
2023-03-28 11:21:00আরও একটি বন্দে ভারত ট্রেন পাচ্ছে রাজ্য। নিউ জলপাইগুড়ি থেকে অসমের গুয়াহাটি বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্ব ভারতের জন্য প্রথম সেমি হাই স্পিড ট্রেনের সূচনা করতে পারেন বলে জানা যাচ্ছে। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। শুধুমাত্র সোমবার বন্ধ থাকবে পরিষেবা।
আজ, মঙ্গলবার ব্যস্ত দিনে সকাল থেকে শহরে বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন শহরে একটি মিছিল রয়েছে। দুপুর ১ টা নাগাদ ওই মিছিলটি শুরু হবে কলেজ স্কোয়ার থেকে। যাবে আর আর অ্যাভেনিউয়ের দিকে। ১৫০০ লোকের জমায়েত হওয়ার কথা। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
আজ, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
মর্মান্তিক পথ দুর্ঘটনা সৌদি আরবে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জন হজযাত্রীর। গুরুতর জখম ২৯। গতকাল, সোমবার বিকেলে সৌদি আরবের আসির প্রদেশে ঘটেছে দুর্ঘটনাটি। হজযাত্রী বোঝাই একটি বাস আসির প্রদেশের আকাবা শার এলাকা দিয়ে যাওয়ার সময় একটি সেতুতে দুর্ঘটনার কবলে পড়ে। সেখানেই বাসটি পাল্টি খেতেই তাতে আগুন ধরে যায়।
2023-03-28 09:46:00মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আদালতের রায়ে দুবছরের কারাবাসের সাজা হয়েছে রাহুলের। যদিও সেই বিষয়ে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা। কিন্তু আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ায় খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ। সেই গোটা বিষয়ের উপর নজর রাখছে আমেরিকা। আজ, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আমেরিকার রাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল।
2023-03-28 09:28:00আফগানিস্তানে বিদেশমন্ত্রকের দপ্তরের কাছেই আত্মঘাতী হামলা। সেই হামলার জেরে মৃত্যু হয়েছে ছ’জন নাগরিকের। জখম বহু। এই হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ফের টুইটারে নতুন নিয়ম চালু করার কথা ঘোষণা করলেন এলন মাস্ক। আগামী ১৫ এপ্রিল থেকে শুধুমাত্র ব্লু টিক থাকা অ্যাকাউন্ট গুলি টুইটারে ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এতদিন টুইটারে ভোট দেওয়ার বিষয়ে কোনও নিয়ম ছিল না। এবার থেকে টুইটারে ভোট দেওয়ার বিষয়ে শুধুমাত্র ব্লু টিক থাকা অ্যাকাউন্ট গুলিকে অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেছেন মাস্ক। টুইটারে মাঝে মাঝেই নানা বিষয়ে ভোটের চল রয়েছে। সেই প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার এই রায় ঘোষণা হওয়ার কথা। এই রায়ের উপরে নির্ভর করছে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তির ভবিষ্যৎ। আদালতের নির্দেশে আপাতত বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে স্থগিতাদেশ বজায় রয়েছে।
আগামী ১ এপ্রিল পোস্ট অফিসের সব শাখায় আর্থিক লেনদেন বন্ধ থাকবে। আর্থিক বছর শেষের হিসেবের জন্যই ওইদিন লেনদেন হবে না। তবে ডাকঘরের এটিএম কাউন্টার খোলা থাকবে এবং মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং করা যাবে। স্বল্প সঞ্চয় সংক্রান্ত চেক ১ এপ্রিল গ্রহণ করবে পোস্ট অফিসগুলি। কিন্তু সেদিন শনিবার থাকায় ক্লিয়ারিং হবে না। তার পরের দিন রবিবার, তাই সোমবারের আগে সেগুলির ক্লিয়ারিংয়ের ব্যবস্থা করা যাবে না।
2023-03-28 08:36:00১৮৬৮- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম
১৯২৬: ক্রিকেটার পলি উমরিগড়ের জন্ম
১৯৪১: কলকাতা থেকে মহানিষ্ক্রমণের পর নেতাজি সুভাষচন্দ্র বার্লিন পৌঁছালেন
১৯৪২: রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন
১৯৫৪: অভিনেত্রী মুনমুন সেনের জন্ম
১৯৭৫: অভিনেতা অক্ষয় খান্নার জন্ম
মেষ: সদ্সঙ্গে আনন্দ।
বৃষ: বড় অঙ্কে উপার্জনের সম্ভাবনা।
মিথুন: কর্মে সাফল্য আর সুনাম।
কর্কট: আয় বৃদ্ধিতে মানসিক প্রফুল্লতা।
সিংহ: বিশেষ সম্মান পেতে পারেন।
কন্যা: কর্মে শুভ।
তুলা: নতুন কর্মপ্রাপ্তি হতে পারে।
বৃশ্চিক: কর্মে অগ্রগতি হবে।
ধনু: কর্মে সাফল্য ও সুনাম।
মকর: অর্থাগম হবে।
কুম্ভ: পেশায় উন্নতি।
মীন: ধর্মকর্ম যোগ শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সাঁওতালি নৃত্যে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা। তা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২ দিনের বঙ্গসফরে আসা রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। ওই মঞ্চে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
রাজ্য সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ল। গত বছর এটি ছিল ৪৮০০ টাকা। এবার তা বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। ৩৯ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীরা এটা পাবেন। উৎসব অগ্রিম ১৪ হাজার টাকা থেকে বেড়ে ১৬ হাজার টাকা হচ্ছে। ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীরা এই অগ্রিম নিতে পারবেন। পেনশনারদের অ্যাড হক সব অনুদান ২৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা হচ্ছে। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন পেনশনারা এটা পাবেন। গত বছর এই সীমা ছিল ৩২ হাজার টাকা। এছাড়া আজ, সোমবার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি বোর্ড গঠন করা হলো। মাইগ্রেন্ট বোর্ডের নেতৃত্ব দেবেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড নিয়েও প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে। কোনও সমস্যা তৈরি হলে এই ইউনিট সেটা মেটাবে বলে জানা গিয়েছে।
2023-03-27 17:02:37উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হচ্ছেন গোলাম রাব্বানী। উনি এতদিন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী ছিলেন। ওই দপ্তরটি এখন থেকে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উদ্যান পালন দপ্তরের মন্ত্রী ছিলেন সুব্রত সাহা। তিনি কয়েক মাস আগেই মারা গিয়েছেন।
উত্তরবঙ্গের গজলডোবাতে থানা হচ্ছে। বর্তমানে সেখানে একটি ফাঁড়ি আছে। থানার নাম হবে ভোরের আলো। সেখানকার ৩০ হাজার ছোট চা বাগান নিয়ন্ত্রণ, নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। আজ মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাবালিকা খুনের প্রতিবাদে জনতার বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে উঠল তিলজলা। জানা গিয়েছে, আজও পুলিসকে লক্ষ্য করে দেদার ইটবৃষ্টি হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় একচি বাইকে। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বাধ্য হয়ে পিছু হঠতে হয় পুলিসকে। এছাড়াও পার্ক সার্কাস স্টেশনের কাছে রেল অবরোধও করা হয়।
এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় উদ্ধার হল এক নাবালিকার মৃতদেহ। জানা গিয়েছে, পুকুরাইত গ্রামে এখটি ভেরির কাছ থেকে আজ, সোমবার হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয় ওই ১৬ বছর বয়সী নাবালিকার মৃতদেহ। গত ২৫ মার্চ থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবার সূত্রে খবর, সবার ধারণা ছিল সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। কারণ ওই গ্রামে একই সঙ্গে নিখোঁজ হয়ে যায় একটি ছেলে। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারেনি কেউই। নিখোঁজ ছেলেটির পাশাপাশি তার পরিবারও এই ঘটনার পর থেকে বেপাত্তা।
2023-03-27 15:40:33তিলজলায় সাত বছরের নাবালিকার খুনের প্রতিবাদে রেল অবরোধ করল বিক্ষুব্ধ জনতা। পার্ক সার্কাস ও বালিগঞ্জ স্টেশনের মাঝে চলছে রেল অবরোধ। অবরোধের জেরে ওই শাখায় স্তব্ধ রেল চলাচল। আপ লাইনে একটি ট্রেন থামিয়ে ভিতর থেকে যাত্রীদেরও নামিয়ে দেয় অবরোধকারীরা।
2023-03-27 14:50:45গতকাল তিলজলায় সাত বছরের নাবালিকা খুনের ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আজ, সোমবার তিলজলার লালকুঠি মোড়ে পথ অবরোধও করে ক্ষুব্ধ জনতা। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও অবরোধ চলছে। গতকালও এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় তিলজলা থানা চত্তর। পুলিসকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়।
2023-03-27 14:11:52দু’দিনের বঙ্গসফরে কলকাতায় পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ, সোমবার দমদম বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান। সেখানে প্রথমেই তাঁকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর সেনার তরফে এক সমারোহের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। এরপর তিনি পৌঁছন নেতাজি ভবনে। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা।
2023-03-27 13:05:00বিনায়ক দামোদর সাভারকর তাঁদের ভগবান! তাই সাভারকরের অপমান কোনওভাবেই সহ্য করা হবে না। এমন ভাষাতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সাবধান করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। সম্প্রতি সাংসদপদ বাতিল হওয়ার পর সাংবাদিক বৈঠকে হিন্দু মহাসভার নেতা সাভারকরের ব্রিটিশদের কাছে ক্ষমাপত্র লেখার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। সেই পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেন উদ্ধব।
2023-03-27 11:53:00ফুটফুটে মেয়ের জন্ম দিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। আজ, সোমবার সকালে জন্ম হয় লালুপ্রসাদ যাদবের পরিবারের কনিষ্ঠতম সদস্যের। একটি টুইট করে আজ এই সুখবর জানিয়েছেন তেজস্বীর বোন রোহিনী আচার্য। প্রসঙ্গত, কিছুদিন আগে জমির বদলে চাকরির মামলায় তেজস্বীর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় গর্ভবতী রাজশ্রীকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। যা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়।
2023-03-27 11:39:42একটি বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের আন্ধেরি এলাকার সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে। মৃতের নাম রাকেশ গুপ্তা(২২)। আজ, সোমবার ভোরবেলা আচমকাই আগুন লাগে ওই দোকানে।
2023-03-27 11:23:14আজ রাজ্যসভায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিল তৃণমূল। তৃণমূলের তরফে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার এই বৈঠকে উপস্থিত ছিলেন। আজ কালো কাপড় পরে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের প্রতিবাদ করবেন কংগ্রেস সাংসদরা।
2023-03-27 11:04:00উমেশ পাল হত্যা মামলার তদন্তে আহমেদাবাদের জেলে বন্দি গ্যাংস্টার আতিক আহমেদকে হেফাজতে পেয়েছে উত্তরপ্রদেশ পুলিস। আজ, সোমবার তাকে প্রয়াগরাজে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যেই আতিক আহমেদকে নিয়ে পুলিসের কনভয় মধ্যপ্রদেশের সিতাপুরে পৌঁছেছে। সাময়িক বিরতির পর সেখান থেকে ফের প্রয়াগরাজের উদ্দেশে রওনা হবে তারা। আজও পুলিস ভ্যানে ওঠার সময় সংবাদমাধ্যমের কাছে অভিযুক্ত আতিক আশঙ্কাপ্রকাশ করে বলে, ‘আমাকে খুন করা হতে পারে।’
2023-03-27 10:39:17আজ, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2023-03-27 10:20:33আজ, সোমবার শহরে ট্রাফিক স্বাভাবিক রয়েছে। যানজটের কোনও খবর নেই। আজ শহরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিস সূত্রে খবর, সোমবার সওয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী খিদিরপুর রোড, ডিএল খান রোড-এক্সাইড ক্রসিংয়ের মাঝে এজেসি বোস রোড ও হসপিটাল রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গাড়ি ঘোরানো হবে স্ট্র্যান্ড রোড, এজেসি বোস ফ্লাইওভার, শরত্ বোস রোড দিয়ে। বেলা ১টা থেকে ২টো পর্যন্ত রেড রোড, আরআর অ্যাভেনিউ, গিরিশ পার্ক থেকে এসপ্ল্যানেড ক্রসিং, রবীন্দ্র সরণি থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বিবি গাঙ্গুলি স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। গাড়ি ঘোরানো হবে মেয়ো রোড, ডাফরিন রোড, জওহরলাল নেহরু রোড, কলেজ স্ট্রিট, বিডন স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে। বিকেল সাড়ে ৪টে থেকে ৬টা ১০ পর্যন্ত আরআর অ্যাভেনিউ ও অকল্যান্ড রোড বন্ধ থাকবে। তার বদলে ধরতে হবে জওহরলাল নেহরু রোড ও কিরণ শঙ্কর রায় রোড। সকাল ৮টা ৪০ থেকে ১১টা ১৫ পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে এজেসি বোস রোড, এজেসি বোস ও মা ফ্লাইওভারে। সাড়ে দশটা থেকে ফের নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোডে। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
2023-03-27 10:13:25আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি গুরুদ্বারে চলল গুলি। এই ঘটনায় দু’জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে, গতকাল, রবিবার ক্যলিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টিতে। তবে এই ঘটনার সঙ্গে জাতিগত হিংসার কোনও যোগ নেই বলে দাবি পুলিসের। ব্যক্তিগত বিবাদের জেরেই এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে খবর।
2023-03-27 09:58:26তান্ত্রিকের পরামর্শেই তিলজলার ওই নাবালিকাকে খুন করেছিল অভিযুক্ত। সূত্রের খবর, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর বাচ্চা হচ্ছিল না। তাই সন্তানসুখ পেতে এক তান্ত্রিকের দ্বারস্থ হয় অভিযুক্ত। সেই তান্ত্রিকই তাকে নরবলি দিতে বলে। তারই পরিণামে প্রাণ হারাতে হয় তিলজলার ওই নাবালিকাকে। নরবলির পরামর্শ দেওয়া ওই তান্ত্রিক বিহার নিবাসী। তাঁকে পাকড়াও করতে ইতিমধ্যেই বিহার রওনা দিয়েছে কলকাতা পুলিসের একটি টিম।
2023-03-27 09:46:00বন্যপ্রাণ সংরক্ষণের কাজে নিয়োজিত জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা বণ্যপ্রাণী উদ্ধারকারীকে ওয়াইল্ড লাইফ কনজার্ভেশন অ্যাওয়ার্ডে পুরস্কৃত করল প্রশাসন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুরস্কার প্রাপক আলিয়া মিরের হাতে এই পুরষ্কার তুলে দেন।
2023-03-27 09:39:00মৃত্যু হল চিতা ‘আবদুল্লা’র। গত ২৪ মার্চ হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্কে ১৫ বছরের ওই পুরুষ চিতাটির মৃত্যু হয়। বছর দশেক আগে হায়দরাবাদের ওই চিড়িয়াখানা পরিদর্শনে আসেন সৌদি আরবের রাজা আবদুল্লা। তখন তিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে চিতাটি উপহার দিয়েছিলেন। তাঁর নামানুসারে চিতাটির নামকরণ করা হয় আবদুল্লা। গত শুক্রবার চিতাটি মারা যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
2023-03-27 09:10:00মহারাষ্ট্রে একটি বাঘিনী ও তার শাবকের দেহ উদ্ধার করল বনদপ্তর। শুক্রবার বিকেলে চন্দ্রপুর জেলার ধাবা রেঞ্জের ডোঙ্গারগাঁও বিট এলাকা থেকে ওই দু’টি বাঘের মৃতদেহ উদ্ধার হয়। দীর্ঘদিন অনাহার ও জলাভাবের কারণে বাঘিনী ও ওই ব্যাঘ্র শাবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে বনদপ্তর। এক বন আধিকারিক জানিয়েছেন, শাবকটির বয়স প্রায় চার মাস। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃত শাবক ও বাঘিনীর দেহের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
2023-03-27 09:07:29স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। স্কুলের অধ্যক্ষের ঘর থেকে উদ্ধার হল মদের বোতল ও কন্ডোমের প্যাকেট। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এরপরই স্কুলটি বন্ধ করে দেয় শিবরাজ সিং চৌহান সরকার। সম্প্রতি রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের সদস্য নিবেদিতা শর্মা এবং জেলা শিক্ষা আধিকারিকরা ওই স্কুলে আচমকাই পরিদর্শনে যান। অধ্যক্ষের ঘরের লুকনো জায়গা থেকে ওইসব সামগ্রী উদ্ধার হয়।
2023-03-27 08:50:00বিএসপি বিধায়ক রাজু পাল খুনের সাক্ষী উমেশ পালকে হত্যা করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় নাম জড়িয়ে যায় গ্যাংস্টার আতিক আহমেদের। বর্তমানে আতিক গুজরাতের সবরমতী জেলে বন্দি। উমেশ হত্যায় ইতিমধ্যে এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই অভিযুক্তের। তাই এনকাউন্টারের ভয়ে এখনই জেল থেকে বেরতে নারাজ আতিক। রবিবার তাঁকে হেফাজতে নিতে সবরবতী জেলে পৌঁছে যায় উত্তরপ্রদেশ পুলিস। তাঁকে সড়ক পথে প্রয়াগরাজ আনা হবে বলে সূত্রের খবর। আতিককে উত্তরপ্রদেশ পুলিসের হাতে তুলে দেওয়া নিয়ে কিছু শর্ত রেখেছে সবরমতী জেল কর্তৃপক্ষ।
2023-03-27 08:40:00মঙ্গলবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বেলা ১২টায় সংসদ ভবনেই প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন।’ রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে বঙ্গ বিজেপি এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এহেন বৈঠককে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলীয় সূত্রের খবর, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামী বছর লোকসভা ভোটে বাংলায় বিজেপির চিহ্নিত করা ২৪টি দুর্বল আসনের হালহকিকত সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ নিতে পারেন প্রধানমন্ত্রী। একইভাবে সুকান্তবাবুরা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করবেন। এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের প্রাতঃরাশ বৈঠকের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রতিবারই তা বাতিল হয়ে যায়। এবার ‘প্রাতঃরাশ’ না হলেও সেই ‘বকেয়া’ বৈঠক অবশেষে করতে পারছেন দলের এমপিরা।
2023-03-27 08:31:59ক্যান্সারে ভুগছিলেন স্ত্রী। তাঁর রোগ সারাতে আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারস্থ হয়েছিলেন পেশায় রেলকর্মী স্বামী। রোগ তো সারেইনি, উল্টে খুইয়েছেন প্রায় ১৫ লক্ষ ২২ হাজার টাকা। গত শনিবার একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করলেন মহারাষ্ট্রের থানের ওই বাসিন্দা। চিকিৎসাকেন্দ্রের দুই ব্যক্তি তাঁর স্ত্রীর ক্যান্সার নিরাময়ের নামে প্রতারণা করেছেন বলে ওই রেলকর্মীর অভিযোগ। পুলিস ঘটনার তদন্ত শুরু করলেও রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
2023-03-27 08:30:00বিশ্ব থিয়েটার দিবস
১৮৪৫- এক্স-রশ্মির আবিষ্কারক ইউলিয়াম রন্টজেনের জন্ম
১৮৯৮- লেখক ও দার্শনিক সৈয়দ আহমেদ খানের মৃত্যু
১৯৬৬- বিশিষ্ট শ্যামাসঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৬৮- বিমান দুর্ঘটনায় মৃত্যু রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিনের
মেষ: উপার্জন বাড়বে।
বৃষ: কর্মে সাফল্য।
মিথুন: স্বাস্থ্য মোটামুটি থাকবে।
কর্কট: গুরুত্বপূর্ণ কাগজপত্র সযত্নে রক্ষা করুন।
সিংহ: বন্ধুলাভ হতে পারে।
কন্যা: বিদ্যা আর পরীক্ষায় শুভ।
তুলা: উপার্জন বাড়তে পারে।
বৃশ্চিক: ধর্মকর্মে মন।
ধনু: জটিল সমস্যার সমাধানে সাফল্য।
মকর: আয় বাড়বে।
কুম্ভ: পরীক্ষায় মনোমতো ফললাভের সম্ভাবনা।
মীন: বিদ্যাচর্চায় সাফল্যের যোগ প্রবল।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25