বিষাক্ত গ্যাসে অসুস্থ ১০ জন। ঘটনাটি ঘটেছে আরএন মুখার্জি রোডের একটি তিনতলা বাড়িতে। ওই বাড়িতে একটি বেসরকারি অফিস রয়েছে। গতকাল রাতে সেখানেই কর্মরত ছিলেন ১০ জন। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে তাঁরা। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। হেয়ার স্ট্রিট থানার পুলিস জানিয়েছে, গতকাল যারা নাইট ডিউটিতে ছিলেন তাঁরা মশা তাড়ানোর তেল জ্বালিয়েছিলেন। এরপর আজ সকালে সাফাই কর্মীরা ঘর পরিস্কার করতে আসেন। তারা ভুলবশত সেই মশার তেলের উপর অ্যাসিড ঢেলে দেয়। এরপর রাসয়নিক ক্রিয়ার ফলে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। অসুস্থ হয়ে পড়েন সেখানে থাকা অনেকেই। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অকুস্থলে আসে পুলিস।
2023-02-07 13:02:00ত্রিপুরায় রোড শো তৃণমূলের। বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় আগরতলার রবীন্দ্র ভবন থেকে রোড শো শুরু করেছেন তৃণমূল নেত্রী। আজ, মঙ্গলবারই রোড শো শেষে একটি নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সদ্যোজাতকে মাটির তলায় জীবন্ত পুঁতে দিলেন মা। মোহালির নয়াগাঁওয়ের অমানবিক এই ঘটনায় রীতিমত তাজ্জব সকলে। কোনও মায়ের সদ্যোজাতকে খুনের ঘটনা এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছে কয়েকবার। কিন্তু সদ্যজাতকে জীবন্ত পুঁতে দেওয়ার ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেল। জানা গিয়েছে, বছর ২৬-এর এক মহিলা নিজের সদ্যজাত মেয়েকে জঙ্গলের মধ্যে জীবন্ত অবস্থায় মাটির তলায় পুঁতে দেন। মেয়ের বয়স তখন ছিল মাত্র ১ দিন। পরে পুলিস গিয়ে জীবিত অবস্থায় সেই সদ্যোজাতকে উদ্ধার করে। শিশুটিকে হাসপাতালেও ভর্তি করা হয়। কিন্তু সেখানে দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর গতকাল সোমবার মৃত্যু হয় তার। অভিযুক্ত মহিলার নাম অনিতা। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁর স্বামী রাজকুমার। পেশায় একজন দিনমজুর। তাঁদের দুই ছেলেও রয়েছে। একজনের বয়স ১৪ আর একজনের বয়স ৫ বছর। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শনিবার কাজে গিয়েছিলেন তিনি। কাজ থেকে বাড়ি ফিরে এসে তিনি নিজের মেয়েকে আর খুঁজে পাননি রাজকুমার। মেয়ের অন্তর্ধানের পিছনে স্ত্রী-রই হাত রয়েছে। এই সন্দেহে তিনি সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেন। অনিতাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি তাঁর মেয়েকে কবর দেওয়ার কথা জেরায় স্বীকার করে। এরপর জঙ্গলে গিয়ে পুলিস শিশুটিকে উদ্ধার করে। কিন্তু ‘রাখে হরি তো মারে কে’। শিশুটি তখনও অলৌকিকভাবে জীবিত ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সোমবার শিশুটি মারা যায়। এদিকে রাজকুমার দাবি করেছেন, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর দাবি, তাঁর স্ত্রীর বিশ্বাস হয়েছিল, কালো জাদু থেকেই তাঁর মেয়ের জন্ম হয়েছে। শুক্রবার সন্তান প্রসবের পর থেকেই তাই অদ্ভুত ব্যবহার করছিল অনিতা। নয়াগাঁও পুলিশ স্টেশনে মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়েছে। তবে তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে রাজকুমারের বক্তব্য খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিস।
2023-02-07 12:12:47আজ মঙ্গলবার শুরু হল দেশজুড়ে ৭২ ঘণ্টার রেশন ধর্মঘট। প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনা প্রত্যাহার করা সিদ্ধান্তের প্রতিবাদ সহ আরও একাধিক ইস্যুতে আজ থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। মোট এগারো দফা দাবি নিয়ে ৭২ ঘণ্টা চলবে এই ধর্মঘট বলেই জানানো হয়েছে। এছাড়াও, দাবি না মানা হলে আগামী ২২ মার্চ ‘সংসদ চলো’ অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের জেরে দেশের লক্ষ লক্ষ রেশন গ্রাহকের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
2023-02-07 11:48:38কবর দেওয়ার পর মৃত ব্যক্তির জীবিত থাকার খবরে চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের পালঘরে। ২৯ জানুয়ারি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে এক ব্যক্তি জিআরপিকে জানান, এটি তাঁর দাদা রফিক শেখের ছবি। পরিবারের তরফে মৃতদেহ শনাক্ত করে কবরও দেওয়া হয়। কিন্তু, রবিবার এক বন্ধু রফিকের মোবাইলে ফোন করলে তার সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ কথা হয়। রফিক রয়েছেন অন্য এক জায়গায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিসকে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় জানতে শুরু হয়েছে তদন্ত।
2023-02-07 11:31:01তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ মিলল৷ গতকাল ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন চেলসির এই প্রাক্তনী মিডফিল্ডারটি৷ শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর খোঁজ মেলে৷ যদিও এখনও পর্যন্ত ৩১ বছর বয়সি আতসুর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷ তবে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার ফলে আতসুর ডান পায়ে চোট লেগেছে৷ পাশাপাশি তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে৷
2023-02-07 11:10:45আজ রোজ ডে। শুরু হয়ে গেল ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর এই ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালন করেই শুরু হয়ে যায় ‘ভ্যালেন্টাইনস উইক’। আজ রোজ ডে’র পরই আসবে প্রোপজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং তারপর ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার প্রতীক রোজ অর্থাৎ গোলাপ। মনে করা হয়, ভিক্টোরিয়ানরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সর্বপ্রথম গোলাপ ব্যবহার করেছিল। সেই থেকেই বছরের এই দিনটি রোজ ডে পালন শুরু হয়। এদিন ভালোবাসার ভাষা বোঝাতে তাই লাল, হলুদ, সাদা, গোলাপি আরও নানান রঙের গোলাপের চাহিদাই থাকে সর্বাধিক। প্রতিটি রঙের গোলাপেরই আবার রয়েছে আলাদা আলাদা ভাষা, আবেদন। তাই প্রিয় মানুষটিকে আজ গোলাপ উপহার দেওয়ার আগে কোন রঙের গোলাপের কী অর্থ তা এক ঝলক দেখে নেওয়া যাক।
লাল গোলাপ: এটি সৌন্দর্য, প্রেম ও একে অপরের যত্ন নেওয়ার অঙ্গীকারের প্রতীক
সাদা গোলাপ: সাদা গোলাপ বিয়ের ঐতিহ্য বহন করে। তাই সাদা গোলাপ দেওয়া মানেই হল বিয়ের জন্য প্রপোজ করা। আর বিশুদ্ধোতা ও নির্দোষতা বোঝাতেও ব্যবহার হয় সাদা গোলাপ।
গোলাপী, হলদু ও কমলা গোলাপ: এই রঙের গোলাপ রোমাঞ্চ, শ্রদ্ধা, নতুন শুরুর আনন্দ, বন্ধুত্বের প্রতীক, ইচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশে ব্যবহার হয়।
বেগুনি গোলাপ: প্রথম দেখা বা প্রথম প্রেমে পড়ার অনুভূতি প্রকাশের প্রতীক।
কারখানায় ডিউটি যাওয়ার পথে স্টেশনেই পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটে আজ সকালে হলদিয়া বন্দর স্টেশনে। মৃত শ্রমিকের নাম কার্তিক গোপাল দাস (৩০)। তিনি নন্দীগ্রামের বাসিন্দা। কাজ করতেন হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানায়। জানা গিয়েছে, গতকাল রাতে হলদিয়া মেলার দেখার পর মেলাতেই বিশ্রাম নিয়েছিলেন গোপাল। আজ, মঙ্গলবার সকালে ট্রেন ধরার জন্য ট্রেন ধরতে আসেন হলদিয়া বন্দর স্টেশনে। স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, হঠাৎই জল খেতে গিয়ে পড়ে যান তিনি। এরপর দুর্গাচক হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
2023-02-07 10:35:06রাতের খাবার খাওয়ার পরই বিপত্তি। একইসঙ্গে অসুস্থ একশো জনেরও বেশি পড়ুয়া। সোমবার কর্ণাটকের মেঙ্গালুরুর শক্তিনগরের একটি প্রাইভেট হোস্টেলে কমপক্ষে ১৩৭ জন নার্সিং ও প্যারামেডিক্যাল পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। খাদ্যে কোনওরকম বিষক্রিয়ার কারণেই তাঁরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বলেই অনুমান চিকিৎসকদের। গতকাল রাতেই তাঁদের মেঙ্গালুরুর কয়েকটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। জানা গিয়েছে, গতকাল রাত ২ টো নাগাদ ওই হোস্টেলের পড়ুয়াদের হঠাৎ করেই পেটে ব্যথা, বমি, শুরু হয়ে যায়। তারপরই তাঁদের তড়িঘড়ি বেসরকারি হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। তবে কী থেকে এই কাণ্ড ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কোনও কিছু থেকে খাদ্যে বিষক্রিয়ার কারণেই একইসঙ্গে এই শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন। তবে সকলেই বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর।
2023-02-07 10:20:42আজ, মঙ্গলবার ব্যস্ত দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন একটি সভা রয়েছে শহরে। বেলা ১২ টা নাগাদ ওই সভাটি হবে আর আর অ্যাভিনিউতে। তাতে ৭০০-৮০০ লোকের জমায়েত হওয়ার কথা। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
দেশের নানা প্রান্তে ৫জি পরিষেবা চালু করেছে একাধিক বেসরকারি টেলিকম সংস্থা। সেখানে তারা কতটা ভালো পরিষেবা দিচ্ছে, এবং তা আরও কতটা ভালো করা যায়, এবার তা নিয়ে আলোচনা চায় টেলিকম রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। দেশের এই টেলিকম নিয়ামক সংস্থার বক্তব্য, ভালো পরিষেবা বলতে যা বোঝায়, তা এক চলমান প্রক্রিয়া। যেসব পরিষেবা মিলছে, সেগুলির নিবিড় পর্যালোচনা এবং সঠিক মূল্যায়ন পরিষেবার মান আরও বাড়াতে পারে। যেহেতু দেশে ৫জি চালু হয়েছে, তাই টেলিকম সংস্থাগুলি কীভাবে আরও ভালো পরিষেবা দিতে পারে বা গুণমান বাড়াতে পারে, তা নিয়েই আলোচনা চায় ট্রাই। আগামী ১৭ ফেব্রুয়ারি সব টেলিকম সংস্থার সঙ্গে বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।
2023-02-07 10:10:12মঙ্গলবার সকালে ফের একবার কম্পন অনুভূত হল তুরস্কে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস সূত্র থেকে জানা যাচ্ছে, রিখটার স্কেলে এদিন সকালের কম্পনমাত্রা ছিল ৫.৬।
2023-02-07 10:01:43শীত বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। গতকাল এক ধাক্কায় প্রায় ৪ ডিগ্রি বেড়ে গেল রাতের দিকের তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, কলকাতায় আজ দৃশ্যমানতা নেমে এসেছে ৪০০ মিটারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন চারদিনে আরও চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ এদিন থেকে ক্রমশ গায়েব হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে দাঁড়াল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন সর্বাধিক তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি হবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে, গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে। এটিও স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে হয়েছে ৯৮ শতাংশ।
2023-02-07 09:46:30রবিবার থেকে হাওড়া মেইন ও কর্ড লাইনের কয়েক লক্ষ রেলযাত্রীর দুর্ভোগ চলছে। বর্ধমান স্টেশনে বহু পুরনো একটি রোড ওভারব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে। রবিবার এই রুট দু’টিতে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। সোমবার থেকে বুধবার পর্যন্ত হাতেগোনা কয়েকটি ট্রেন চলবে। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমান লাইনের সমস্ত লোকাল বাতিল থাকবে। শুধু তাই নয়, ওইদিন হাওড়া, শিয়ালদহ, বর্ধমান ও কলকাতা স্টেশন থেকে আপ-ডাউন মিলিয়ে ৫২টি দূরপাল্লার ট্রেনও চলবে না। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া-শক্তিগড় এবং হাওড়া-মশাগ্রাম লাইনে আপ-ডাউন মিলিয়ে ৮০টির মতো স্পেশাল লোকাল সার্ভিস চলবে।
2023-02-07 09:00:53পেরুতে প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। যার ফলে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সবথেকে খারাপ অবস্থা দক্ষিণ পেরুর একাধিক গ্রামে। চলছে উদ্ধারকাজ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ওয়ান ডে থেকে অবসর গ্রহণ করেছিলেন ফিঞ্চ। শুধুমাত্র টি-২০ ফরম্যাটে খেলছিলেন তিনি। ফিঞ্চের নেতৃত্বেই আরবের মাটিতে টি-২০তে বিশ্বকাপ পায় অস্ট্রেলিয়া। এবার ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন অ্যারন ফিঞ্চ।
১৮১২: ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের জন্ম
১৮৭১: আমাশা রোগের জীবাণু আবিষ্কর্তা জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির জন্ম
১৮৯৪: বিখ্যাত সুরকার তথা সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্সের মৃত্যু
১৯০৪: চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৭: নাট্যকার বিধায়ক ভট্টাচার্যের জন্ম
২০০৫: সাহিত্যিক নারায়ণ সান্যালের মৃত্যু
মেষ: উপার্জন বাড়বে দ্রুত।
বৃষ: প্রভূত অর্থলাভ যোগ আছে।
মিথুন: ধর্মকর্ম হবে।
কর্কট: সব কর্মেই শুভত্ব বাড়বে।
সিংহ: অর্থাগম হবে।
কন্যা: ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।
তুলা: বিশেষ কোনও সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক: সাফল্য আর ব্যস্ততা বাড়বে।
ধনু: কর্মে অভাবনীয় সাফল্য।
মকর: গৃহ নির্মাণ/ ক্রয়ের প্রয়োজনীয় অর্থের জোগান হবে।
কুম্ভ: কোনও সমস্যার সমাধান হতে পারে।
মীন: হঠাৎ ধনাগম যোগ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
কেন্দ্র বনাম কলেজিয়াম বিতর্কের মধ্যেই ৫ জন নতুন বিচারপতি নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি পদে বহাল এই নয়া ৫ জন হলেন পঙ্কজ মিথাল, সঞ্জয় করোল, পিভি সঞ্জয় কুমার, আহসানুদ্দিন আমানুল্লা ও মনোজ মিশ্রা।
2023-02-06 14:06:27আবারও পিছিয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। আজ, মেয়র নির্বাচন করার কথা থাকলেও আপ ও বিজেপির কাউন্সিলরদের মধ্যে গোলমালের জেরে তা করা সম্ভব হয়নি। তাই নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে তৃতীয়বার বন্ধ হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন।
2023-02-06 13:06:04আদানি ইস্যুতে বিরোধীদের ব্যাপক বিক্ষোভের জেরে দুপুর ২টো অবধি মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। আজ, অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তের দাবিতে সরব হয় বিরোধীরা।
এক্সাইড মোড় সংলগ্ন একটি টায়ারের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ সকালে আচমকাই ওই শো-রুমটিতে আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। টায়ার পোড়ার ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়িটি। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তীব্র ধোঁয়ার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে দমকলকর্মীদের। আগুন লাগার ফলে ভিতরে আটকে পড়া ৩ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
2023-02-06 11:18:22হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি জেলায় তুষারধসে মৃত্যু হল ২ জন শ্রমিকের। এখনও ১ জনের কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। সিঙ্কুলা-দারচা রোডে ওই তিনজন শ্রমিক রাস্তা থেকে বরফ সরানোর কাজ করছিলেন। এমন সময় আচমকা উপরের টিলা থেকে বিপুল পরিমাণে বরফ ধসে পড়ে। যার নীচে চাপা পড়ে যান ওই তিন শ্রমিক। ২ জনের দেহ উদ্ধার করা গেলেও একজনের এখনও খোঁজ মেলেনি।
আজ, সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিন আকাশ মেঘমুক্তই থাকবে।
2023-02-06 10:51:20একমাত্র ভারতীয় হিসেবে তৃতীয়বার গ্র্যামি পুরষ্কার জিতলেন ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ। তাঁর ডিভাইন টাইডস অ্যালবামের জন্য এই বছর তিনি গ্র্যামি পুরষ্কার পেলেন। সেরা মগ্ন করে দেওয়ার মতো অ্যালবাম বিভাগে এই পুরষ্কার জিতেছেন তিনি। ২০১৫ সালে রিকি নিজের প্রথম গ্র্যামিটি জিতেছিলেন। গত বছর দ্বিতীয়বার গ্র্যামি জেতেন।
2023-02-06 10:40:20রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ধসে পড়েছে। যার জেরে এখনও অবধি ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তুরস্কের পাশাপাশি সিরিয়া ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, উদ্ধারকারী দল বিভিন্ন বিপর্যয়গ্রস্ত এলাকাগুলিতে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে সিরিয়াতে এই ভূমিকম্পের ফলে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৪২ জন।
2023-02-06 09:55:00বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুরের ৩এ বাস স্ট্যান্ডের কাছে। জানা গিয়েছে, মৃত মহিলা একজন হাসপাতালের কর্মী। ডিউটি সেরে ছেলের সঙ্গে স্কুটি করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ছেলে স্কুটি চালাচ্ছিল ও তিনি পিছনে বসেছিলেন। এমন সময় আচমকাই ঘাতক বাসটি পিছন থেকে এসে স্কুটিটিতে ধাক্কা মারে।
রবিবার রাষ্ট্রপতি ভবনের ‘অমৃত উদ্যান’ ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সঙ্গে ছিলেন দেশের শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁরা এখানে এসেছিলেন। পরে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সঙ্গে তোলা গ্রুপ ছবি টুইট করেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সঙ্গে সাজুয্য রেখে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে ‘অমৃত উদ্যান’। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত (প্রতি সোমবার এবং হোলি উপলক্ষে ৮ মার্চ ছাড়া) সাধারণের জন্য এই ‘অমৃত উদ্যান’ খোলা রয়েছে।
2023-02-06 09:45:00ওড়িশার মন্ত্রী নবকিশোর দাস খুনে মূল অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইনসপেক্টর গোপাল দাসের মানসিক অবস্থার ফরেন্সিক পরীক্ষা হবে। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি ঝাড়সুগুড়ার ব্রজরাজনগরে খুব কাছ থেকে মন্ত্রীকে গুলি করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মামলায় অভিযুক্তকে আরও চারদিন হেফাজতে পেয়েছে পুলিস। এরপর অপরাধদমন শাখা গোপালের মানসিক স্থিতি এবং ‘এলভিএ’ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। গোপালের স্ত্রীর দাবি, তাঁর স্বামী মানসিক অবসাদগ্রস্ত। নিয়মিত ওষুধও খায়। মনোরোগ বিশেষজ্ঞ চন্দ্রশেখর ত্রিপাঠিও ওই বক্তব্যকে সমর্থন করেছেন।
2023-02-06 09:40:00চীনের সঙ্গে সম্পর্কযুক্ত ১৩৮টি বেটিং এবং ৯৪টি লোন অ্যাপ বন্ধ করতে চলেছে কেন্দ্র। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক ‘জরুরি’ ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চলতি সপ্তাহেই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এসেছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিতে এমন উপাদান রয়েছে, যেগুলি তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ধারায় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এরই পরিপ্রেক্ষিতে ওই অ্যাপগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২০-র জুন থেকে সরকার ২০০-র বেশি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
2023-02-06 09:30:00কেন্দ্রের মোদি সরকারের বাজেট বিরোধিতায় আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে কালা দিবস পালনের ডাক দিচ্ছে কৃষক সংগঠনগুলি। সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছেন, ওইদিন দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে। এমনকী, পোড়ানো হবে ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট কপিও। পাশাপাশি ওইদিনই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। হবে ধর্না, প্রকাশ্য সমাবেশ। সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, এবারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, ১০০ দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষকে। আন্দোলনকারীদের দাবি, মনরেগার আওতায় ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। দিতে হবে দৈনিক ৬০০ টাকা মজুরি। সংগঠনগুলির অভিযোগ, বারবার এই অভিযোগ করা হলেও তা খারিজ করেছে মোদি সরকার।
2023-02-06 09:28:00ভারতের নির্মাণ শিল্পে রেকর্ড দামে বিক্রি হল মুম্বইয়ের ওরলির গগনচুম্বী ‘থ্রি সিক্সটি ওয়েস্ট’ প্রকল্পের ফ্ল্যাট। এই আবাসনের টাওয়ার বি-এর ২৩টি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকায়। প্রায় ৫ হাজার বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটের দাম পড়েছে ৫০-৬০ কোটি টাকা। ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষান দামিনী তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু ও ঘনিষ্ঠ সহযোগীর জন্য ফ্ল্যাটগুলি কিনেছেন।
2023-02-06 09:10:00লক্ষ লক্ষ মানুষ আসছেন বইমেলায়। উপচে পড়ছে ভিড়। খাবারের স্টলের সামনে দ্রুত ভরে উঠছে ভ্যাট। কিন্তু, সেই আবর্জনা যাতে জমে দুর্গন্ধ না ছড়ায়, তার জন্য মেলা চলাকালীনই দফায় দফায় চলছে সাফাই অভিযান। ভিড় ঠেলে বিধাননগর পুরসভার সাফাই কর্মীরা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন আবর্জনা বোঝাই ছোট ভ্যাট।
2023-02-06 09:00:00১৯৫১ সাল। স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন। সেই সময় দেশে ভোটার সংখ্যা ছিল ১৭ কোটি ৩২ লক্ষ মতো। ৭২ বছর পর সেই সংখ্যাটা প্রায় ছ’গুণ বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ৯৪ কোটি ৫০ লক্ষ। যদিও গত লোকসভা নির্বাচনে এই ভোটারদের এক তৃতীয়াংশই বুথ-মুখো হননি। নথিভূক্ত ভোটারদের একটা বড় অংশের ভোটদানে এই অনীহা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের। তাই ভোটারদের ওই অংশকে মতাধিকার প্রয়োগে উৎসাহিত করতে চিন্তভাবনা শুরু করেছে কমিশন। রিপোর্টে জানা গিয়েছে, ১৯৫১ সাল থেকে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিবারই ভোটারের সংখ্যা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে ভোটারদের অংশগ্রহণও। প্রথম লোকসভা নির্বাচনে ভোটদানের হার ৪৫.৬৭ শতাংশ। ১৯৫৭ সালের সাধারণ নির্বাচনে ভোটারদের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯ কোটি ৩৭ লক্ষ। সেবার ৪৭.৭৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। এখন অনন্ত ৭৫ শতাংশ ভোটারকে বুথে টানার কথা হচ্ছে।
2023-02-06 08:53:00বইমেলায় বই উপহার। একসঙ্গে হাজারের বেশি শিশুর হাতে বই তুলে দিল পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। শিশু দিবসকে সামনে রেখেই রবিবার ছিল বইমেলায় অনুষ্ঠান। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেমন ছিল, তেমনই পথশিশু, অনাথ শিশুরাও হাজির ছিল। ব্যাগভর্তি বই পেয়ে মুখে তাদের অদ্ভুত হাসি। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বইয়ের থেকে ভালো বন্ধু আর কে আছে? তাই এই উদ্যোগ।
2023-02-06 08:50:00স্টল আছে। উপরে লেখাও আছে দেশের নাম। কিন্তু, স্টলের কোলাপসিবল গেটে ঝুলছে তালা। এমনই দৃশ্য ইরানের স্টলে। রবিবার পর্যন্ত এই স্টল চালু হয়নি। তবে, উৎসুক মানুষ সেই বন্ধ স্টলের সামনেও যাচ্ছেন। ছবি তুলছেন। সঙ্গে সেলফি। কারণ, বইমেলায় একটি স্টলই বন্ধ!
2023-02-06 08:40:00১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ
১৮৯০- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গফফর খানের জন্ম
১৮৯১- বিপ্লবী অমর বসুর জন্ম
১৯০৭- ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মত্যু
১৯৩১- আইনজীবী, বিপ্লবী ও জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর মৃত্যু
১৯৩২- কলকাতা সমাবর্তন উৎসবে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন বিপ্লবী বীণা দাস
১৯৪০- সঙ্গীত শিল্পী ভূপিন্দর সিংয়ের জন্ম
১৯৪৬- বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যু
১৯৭০- অভিনেত্রী চুমকি চৌধুরির জন্ম
১৯৭২- বঙ্গবন্ধু মুজিবর রহমানের কলকাতায় আগমন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা
১৯৭৬- চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের মৃত্যু
১৯৮৭- গণিতজ্ঞ তথা গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগের মৃত্যু
১৯৯১- কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন
২০২০- কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালির মৃত্যু
আগামী বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলার পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, সেদিন পাঁচলা মোড়ের পাশের ময়দানে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে উপভোক্তাদের একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও হাওড়া জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হবে। এর পাশাপাশি এই মঞ্চ থেকে ভার্চুয়ালি অন্যান্য জেলার পরিষেবাও প্রদান করা হবে।
2023-02-06 08:20:00মাটি থেকে ছড়ায় এমন পরজীবী সংক্রমণ জনিত রোগের চিকিৎসা শুরু হচ্ছে হুগলিতে। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে ১০ ফেব্রুয়ারি জেলাজুড়ে ওই কর্মূসচি পালন করার সিদ্ধান্ত হয়েছে। জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র থেকে ১-১৯ বছর বয়সিদের ওই পরিষেবা দেওয়া হবে। কেমন করে ওই ওষুধ দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি, ওই পরজীবীরা ১ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে তীব্র ক্ষতিকর প্রভাব ফেলে। শিশু ও কিশোর, কিশোরীদের মধ্যে রক্তাল্পতা, পুষ্টির অভাব তৈরি হয়। যা শিশুদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশ ক্ষতিগ্রস্ত করে। সেই সমস্যাকে সমূলে বিনাশ করতেই ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। একাজে জনসচেতনতা গড়তে ইতিমধ্যেই আশাকর্মীদের ময়দানে নামানো হয়েছে।
2023-02-06 08:20:00মেষ: আর্থিক প্রগতি বজায় থাকবে।
বৃষ: ধর্মকর্মে মন আকৃষ্ট হবে।
মিথুন: অর্থলাভ হবে।
কর্কট: চলাফেরায় সতর্ক হোন।
সিংহ: অফিস কর্মীদের কর্ম সাফল্য ও সুনাম।
কন্যা: গুণীজন সঙ্গে আনন্দ।
তুলা: সাফল্য ও উন্নতি।
বৃশ্চিক: কুটুম্বের অসৎ আচরণে মনঃকষ্ট।
ধনু: নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে।
মকর: কোনও সুখবর পেতে পারেন।
কুম্ভ: অর্থলাভ হতে পারে।
মীন: কর্ম ও অর্থ উপার্জনে শুভ দিন।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
পাকিস্তানে ফের বিস্ফোরণ। আজ, রবিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েট্টাতে পুলিসের সদর দপ্তরের কাছে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী।
চীনের সঙ্গে যোগাযোগ থাকা বেশ কিছু বেটিং অ্যাপকে ভারতে ব্যান করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৩৮ টি বেটিং অ্যাপ ও ৯৪ টি লোন সংক্রান্ত অ্যাপকে ভারতে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র।
টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না জস হ্যাজলউড। তাঁর বাঁ পায়ে চোট রয়েছে। সিডনি টেস্টে বল করতে গিয়ে ওই চোট পান তিনি। তাই ভারতে এসেও নেটে প্র্যাক্টিস করতে দেখা যায়নি হ্যাজলউডকে। সূত্রের খবর, তাঁর চোট গুরুতর, হয়ত দ্বিতীয় টেস্টেও ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না হ্যাজলউড।
আজ, রবিবার ছুটির দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন দুটি মিটিং-মিছিল রয়েছে শহরে। বেলা ১২ টায় তিলজলা থেকে একটি বিশাল মিছিল বের হবে। ওই মিছিলটি পার্কসার্কাস, লেনিন সরণি হয়ে যাবে বউবাজার পর্যন্ত। আবার ওই একই পথে ধর্মতলা হয়ে ফিরবে মিছিলটি। ফলে এদিন শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়াও আজ, রবিবার বিকেল ৪ টের সময় হেদুয়া পার্কে একটি মিটিং রয়েছে। যাকে কেন্দ্র করে একাধিক মিছিল হবে উত্তর কলকাতায়। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
লরির সঙ্গে একটি বাসের সংঘর্ষের জেরে জখম হলেন ১৪ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউলে। শিলিগুড়ি থেকে বালুরঘাটে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। আজ, রবিবার সকালে জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিস।
শিক্ষাশ্রী পোর্টাল থেকেই আবেদন করা যাবে মেধাশ্রী স্কলারশিপের জন্য। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য মেধাশ্রী স্কলারশিপ চালু করছে রাজ্য। শুক্রবার অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর এই প্রাক-মাধ্যমিক স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য বিজ্ঞপ্তিতে দিয়ে প্রকাশ করেছে। সেখানে আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবে। এর জন্য পারিবারিক আয় হতে হবে সর্বোচ্চ বার্ষিক আড়াই লক্ষ। তাহলেই প্রতি বছর এককালীন ৮০০ টাকা দেওয়া হবে ওই পড়ুয়াদের।
2023-02-05 09:44:26প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে মামলা দায়ের। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁর স্ত্রী মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। হেনস্তা ও মদ্যপান করে মারধরের অভিযোগ রয়েছে বিনোদের বিরুদ্ধে। তাঁর স্ত্রীয়ের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
উত্তুরে হাওয়ার দাপটে গত কয়েকদিন ধরেই শহরে কমছে তাপমাত্রা। মাঘের শেষে ফিরেছে শীতের আমেজ। সেই পরিস্থিতি আজও বজায় রয়েছে। আজ, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
আমেরিকার আকাশসীমায় আচমকাই চীনা ‘গুপ্তচর’ বেলুনের উপস্থিতিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়। ইতিমধ্যেই সেই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকার প্রশাসন। রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আটলান্টিক মহাসাগরে পড়েছে ওই বেলুনের ধ্বংসাবশেষ। সেইগুলি উদ্ধারের কাজ চলছে বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছে। চীনের এই ‘গুপ্তচর’ বেলুনকে নিয়ে আমেরিকার তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল, শনিবার এই ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
2023-02-05 08:56:00ভয়ঙ্কর শৈত্য প্রবাহে কাবু উত্তর-পূর্ব আমেরিকা। তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠান্ডায় বরফে পরিণত হয়েছে হ্রদের জল। খারাপ আবহাওয়ার কারণে বহু জায়গায় সতকর্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার উত্তর পূর্বে চলছে শৈত্য প্রবাহ। শুক্রবার ‘আর্কটিক ব্লাস্ট’ আছড়ে পড়ে সেখানে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরে। নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড প্রদেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। ঠান্ডায় শিশুদের ঝুঁকি থাকার আশঙ্কায় বোস্টন, ওরচেস্টারে শুক্রবার স্কুল বন্ধ করে দেওয়া হয়।
2023-02-05 08:30:49১৭৯২: টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮৪০: টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপের জন্ম
১৮৮৯: গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়
১৮৯৪: বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেনের জন্ম
১৯০০: মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯৩৭: চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়
১৯৩৪: অভিনেতা সুজিত কুমারের জন্ম
১৯৭৬: অভিষেক বচ্চনের জন্ম
১৯৮৪: আর্জেন্তিনার ফুটবলার কার্লোস তেভেজের জন্ম
১৯৮৫:পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্ম
১৯৮৮: কৌতুকাভিনেতা সন্তোষ দত্তের মৃত্যু
১৯৯০: ক্রিকেটার ভূবনেশ্বর কুমারের জন্ম
১৯৯২: ফুটবলার নেইমারের জন্ম
২০১৪: বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী যূথিকা রায়ের মৃত্যু
মেষ: কর্মোন্নতি ও ব্যস্ততা বৃদ্ধি।
বৃষ: উপস্থিত বুদ্ধিবলে শত্রুনাশ।
মিথুন: হটকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে।
কর্কট: অতিরিক্ত ঝুঁকির কাজে বিরত হন।
সিংহ: জ্ঞাতিদের সঙ্গে অশান্তির যোগ।
কন্যা: বিকল্প কর্মের সুযোগ পেতে পারেন।
তুলা: ক্রম বর্ধমান শত্রুসংখ্যায় বিচলিত হতে পারেন।
বৃশ্চিক: বিদ্যা চর্চায় শুভত্ব বজায় থাকবে।
ধনু: বিদ্যাচর্চায় শুভ।
মকর: আর্থিক সুখবর পেতে পারেন।
কুম্ভ: পঠনপাঠনে শুভ ফল প্রাপ্তি।
মীন: কারও কাছ থেকে দামী উপহার প্রাপ্তির যোগ আছে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4