আদানি ইস্যুতে বিরোধীদের ব্যাপক বিক্ষোভের জেরে দুপুর ২টো অবধি মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। আজ, অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তের দাবিতে সরব হয় বিরোধীরা।
এক্সাইড মোড় সংলগ্ন একটি টায়ারের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ সকালে আচমকাই ওই শো-রুমটিতে আগুন লাগে। ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। টায়ার পোড়ার ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বাড়িটি। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তীব্র ধোঁয়ার কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে দমকলকর্মীদের। আগুন লাগার ফলে ভিতরে আটকে পড়া ৩ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
2023-02-06 11:18:22হিমাচলপ্রদেশের লাহৌল ও স্পিতি জেলায় তুষারধসে মৃত্যু হল ২ জন শ্রমিকের। এখনও ১ জনের কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। সিঙ্কুলা-দারচা রোডে ওই তিনজন শ্রমিক রাস্তা থেকে বরফ সরানোর কাজ করছিলেন। এমন সময় আচমকা উপরের টিলা থেকে বিপুল পরিমাণে বরফ ধসে পড়ে। যার নীচে চাপা পড়ে যান ওই তিন শ্রমিক। ২ জনের দেহ উদ্ধার করা গেলেও একজনের এখনও খোঁজ মেলেনি।
আজ, সোমবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও সারাদিন আকাশ মেঘমুক্তই থাকবে।
2023-02-06 10:51:20একমাত্র ভারতীয় হিসেবে তৃতীয়বার গ্র্যামি পুরষ্কার জিতলেন ভারতীয় সঙ্গীতশিল্পী রিকি কেজ। তাঁর ডিভাইন টাইডস অ্যালবামের জন্য এই বছর তিনি গ্র্যামি পুরষ্কার পেলেন। সেরা মগ্ন করে দেওয়ার মতো অ্যালবাম বিভাগে এই পুরষ্কার জিতেছেন তিনি। ২০১৫ সালে রিকি নিজের প্রথম গ্র্যামিটি জিতেছিলেন। গত বছর দ্বিতীয়বার গ্র্যামি জেতেন।
2023-02-06 10:40:20রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ধসে পড়েছে। যার জেরে এখনও অবধি ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তুরস্কের পাশাপাশি সিরিয়া ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, উদ্ধারকারী দল বিভিন্ন বিপর্যয়গ্রস্ত এলাকাগুলিতে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে সিরিয়াতে এই ভূমিকম্পের ফলে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৪২ জন।
2023-02-06 09:55:00বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুরের ৩এ বাস স্ট্যান্ডের কাছে। জানা গিয়েছে, মৃত মহিলা একজন হাসপাতালের কর্মী। ডিউটি সেরে ছেলের সঙ্গে স্কুটি করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ছেলে স্কুটি চালাচ্ছিল ও তিনি পিছনে বসেছিলেন। এমন সময় আচমকাই ঘাতক বাসটি পিছন থেকে এসে স্কুটিটিতে ধাক্কা মারে।
রবিবার রাষ্ট্রপতি ভবনের ‘অমৃত উদ্যান’ ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সঙ্গে ছিলেন দেশের শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁরা এখানে এসেছিলেন। পরে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সঙ্গে তোলা গ্রুপ ছবি টুইট করেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সঙ্গে সাজুয্য রেখে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে ‘অমৃত উদ্যান’। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত (প্রতি সোমবার এবং হোলি উপলক্ষে ৮ মার্চ ছাড়া) সাধারণের জন্য এই ‘অমৃত উদ্যান’ খোলা রয়েছে।
2023-02-06 09:45:00ওড়িশার মন্ত্রী নবকিশোর দাস খুনে মূল অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইনসপেক্টর গোপাল দাসের মানসিক অবস্থার ফরেন্সিক পরীক্ষা হবে। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি ঝাড়সুগুড়ার ব্রজরাজনগরে খুব কাছ থেকে মন্ত্রীকে গুলি করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মামলায় অভিযুক্তকে আরও চারদিন হেফাজতে পেয়েছে পুলিস। এরপর অপরাধদমন শাখা গোপালের মানসিক স্থিতি এবং ‘এলভিএ’ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। গোপালের স্ত্রীর দাবি, তাঁর স্বামী মানসিক অবসাদগ্রস্ত। নিয়মিত ওষুধও খায়। মনোরোগ বিশেষজ্ঞ চন্দ্রশেখর ত্রিপাঠিও ওই বক্তব্যকে সমর্থন করেছেন।
2023-02-06 09:40:00চীনের সঙ্গে সম্পর্কযুক্ত ১৩৮টি বেটিং এবং ৯৪টি লোন অ্যাপ বন্ধ করতে চলেছে কেন্দ্র। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক ‘জরুরি’ ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চলতি সপ্তাহেই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এসেছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিতে এমন উপাদান রয়েছে, যেগুলি তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ধারায় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এরই পরিপ্রেক্ষিতে ওই অ্যাপগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২০-র জুন থেকে সরকার ২০০-র বেশি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
2023-02-06 09:30:00কেন্দ্রের মোদি সরকারের বাজেট বিরোধিতায় আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে কালা দিবস পালনের ডাক দিচ্ছে কৃষক সংগঠনগুলি। সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছেন, ওইদিন দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে। এমনকী, পোড়ানো হবে ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট কপিও। পাশাপাশি ওইদিনই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। হবে ধর্না, প্রকাশ্য সমাবেশ। সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, এবারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, ১০০ দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষকে। আন্দোলনকারীদের দাবি, মনরেগার আওতায় ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। দিতে হবে দৈনিক ৬০০ টাকা মজুরি। সংগঠনগুলির অভিযোগ, বারবার এই অভিযোগ করা হলেও তা খারিজ করেছে মোদি সরকার।
2023-02-06 09:28:00রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় বহু ঘরবাড়ি ধসে পড়েছে। যার জেরে এখনও অবধি ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তুরস্কের পাশাপাশি সিরিয়া ও লেবাননেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, উদ্ধারকারী দল বিভিন্ন বিপর্যয়গ্রস্ত এলাকাগুলিতে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে সিরিয়াতে এই ভূমিকম্পের ফলে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৪২ জন।
2023-02-06 09:55:00বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে কলকাতার ঠাকুরপুকুরের ৩এ বাস স্ট্যান্ডের কাছে। জানা গিয়েছে, মৃত মহিলা একজন হাসপাতালের কর্মী। ডিউটি সেরে ছেলের সঙ্গে স্কুটি করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ছেলে স্কুটি চালাচ্ছিল ও তিনি পিছনে বসেছিলেন। এমন সময় আচমকাই ঘাতক বাসটি পিছন থেকে এসে স্কুটিটিতে ধাক্কা মারে।
রবিবার রাষ্ট্রপতি ভবনের ‘অমৃত উদ্যান’ ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সঙ্গে ছিলেন দেশের শীর্ষ আদালতের অন্য বিচারপতিরাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁরা এখানে এসেছিলেন। পরে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সঙ্গে তোলা গ্রুপ ছবি টুইট করেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সঙ্গে সাজুয্য রেখে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম বদলে করা হয়েছে ‘অমৃত উদ্যান’। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত (প্রতি সোমবার এবং হোলি উপলক্ষে ৮ মার্চ ছাড়া) সাধারণের জন্য এই ‘অমৃত উদ্যান’ খোলা রয়েছে।
2023-02-06 09:45:00ওড়িশার মন্ত্রী নবকিশোর দাস খুনে মূল অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইনসপেক্টর গোপাল দাসের মানসিক অবস্থার ফরেন্সিক পরীক্ষা হবে। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি ঝাড়সুগুড়ার ব্রজরাজনগরে খুব কাছ থেকে মন্ত্রীকে গুলি করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মামলায় অভিযুক্তকে আরও চারদিন হেফাজতে পেয়েছে পুলিস। এরপর অপরাধদমন শাখা গোপালের মানসিক স্থিতি এবং ‘এলভিএ’ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। গোপালের স্ত্রীর দাবি, তাঁর স্বামী মানসিক অবসাদগ্রস্ত। নিয়মিত ওষুধও খায়। মনোরোগ বিশেষজ্ঞ চন্দ্রশেখর ত্রিপাঠিও ওই বক্তব্যকে সমর্থন করেছেন।
2023-02-06 09:40:00চীনের সঙ্গে সম্পর্কযুক্ত ১৩৮টি বেটিং এবং ৯৪টি লোন অ্যাপ বন্ধ করতে চলেছে কেন্দ্র। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রক ‘জরুরি’ ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চলতি সপ্তাহেই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এসেছে। সংশ্লিষ্ট অ্যাপগুলিতে এমন উপাদান রয়েছে, যেগুলি তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ধারায় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এরই পরিপ্রেক্ষিতে ওই অ্যাপগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০২০-র জুন থেকে সরকার ২০০-র বেশি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
2023-02-06 09:30:00কেন্দ্রের মোদি সরকারের বাজেট বিরোধিতায় আগামী ৯ ফেব্রুয়ারি সারা দেশে কালা দিবস পালনের ডাক দিচ্ছে কৃষক সংগঠনগুলি। সর্বভারতীয় নেতৃত্ব জানিয়েছেন, ওইদিন দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হবে। এমনকী, পোড়ানো হবে ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট কপিও। পাশাপাশি ওইদিনই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। হবে ধর্না, প্রকাশ্য সমাবেশ। সারা ভারত কিষান সভার সহ-সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেটে দেশের গরিব মানুষকে ভাতে মারার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এর ফলে গরিব চাষিদের দুরবস্থা আরও বৃদ্ধি পাবে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, এবারের বাজেটে যেভাবে খাদ্যে ভর্তুকি, ১০০ দিনের কাজে বরাদ্দের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তা চরম আর্থিক বিড়ম্বনায় ফেলতে চলেছে দেশের গরিব মানুষকে। আন্দোলনকারীদের দাবি, মনরেগার আওতায় ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। দিতে হবে দৈনিক ৬০০ টাকা মজুরি। সংগঠনগুলির অভিযোগ, বারবার এই অভিযোগ করা হলেও তা খারিজ করেছে মোদি সরকার।
2023-02-06 09:28:00ভারতের নির্মাণ শিল্পে রেকর্ড দামে বিক্রি হল মুম্বইয়ের ওরলির গগনচুম্বী ‘থ্রি সিক্সটি ওয়েস্ট’ প্রকল্পের ফ্ল্যাট। এই আবাসনের টাওয়ার বি-এর ২৩টি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকায়। প্রায় ৫ হাজার বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটের দাম পড়েছে ৫০-৬০ কোটি টাকা। ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষান দামিনী তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু ও ঘনিষ্ঠ সহযোগীর জন্য ফ্ল্যাটগুলি কিনেছেন।
2023-02-06 09:10:00লক্ষ লক্ষ মানুষ আসছেন বইমেলায়। উপচে পড়ছে ভিড়। খাবারের স্টলের সামনে দ্রুত ভরে উঠছে ভ্যাট। কিন্তু, সেই আবর্জনা যাতে জমে দুর্গন্ধ না ছড়ায়, তার জন্য মেলা চলাকালীনই দফায় দফায় চলছে সাফাই অভিযান। ভিড় ঠেলে বিধাননগর পুরসভার সাফাই কর্মীরা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন আবর্জনা বোঝাই ছোট ভ্যাট।
2023-02-06 09:00:00১৯৫১ সাল। স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন। সেই সময় দেশে ভোটার সংখ্যা ছিল ১৭ কোটি ৩২ লক্ষ মতো। ৭২ বছর পর সেই সংখ্যাটা প্রায় ছ’গুণ বেড়েছে। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা ৯৪ কোটি ৫০ লক্ষ। যদিও গত লোকসভা নির্বাচনে এই ভোটারদের এক তৃতীয়াংশই বুথ-মুখো হননি। নথিভূক্ত ভোটারদের একটা বড় অংশের ভোটদানে এই অনীহা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নির্বাচন কমিশনের। তাই ভোটারদের ওই অংশকে মতাধিকার প্রয়োগে উৎসাহিত করতে চিন্তভাবনা শুরু করেছে কমিশন। রিপোর্টে জানা গিয়েছে, ১৯৫১ সাল থেকে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিবারই ভোটারের সংখ্যা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে ভোটারদের অংশগ্রহণও। প্রথম লোকসভা নির্বাচনে ভোটদানের হার ৪৫.৬৭ শতাংশ। ১৯৫৭ সালের সাধারণ নির্বাচনে ভোটারদের সংখ্যা বেড়ে হয়েছিল ১৯ কোটি ৩৭ লক্ষ। সেবার ৪৭.৭৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। এখন অনন্ত ৭৫ শতাংশ ভোটারকে বুথে টানার কথা হচ্ছে।
2023-02-06 08:53:00বইমেলায় বই উপহার। একসঙ্গে হাজারের বেশি শিশুর হাতে বই তুলে দিল পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। শিশু দিবসকে সামনে রেখেই রবিবার ছিল বইমেলায় অনুষ্ঠান। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেমন ছিল, তেমনই পথশিশু, অনাথ শিশুরাও হাজির ছিল। ব্যাগভর্তি বই পেয়ে মুখে তাদের অদ্ভুত হাসি। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বইয়ের থেকে ভালো বন্ধু আর কে আছে? তাই এই উদ্যোগ।
2023-02-06 08:50:00স্টল আছে। উপরে লেখাও আছে দেশের নাম। কিন্তু, স্টলের কোলাপসিবল গেটে ঝুলছে তালা। এমনই দৃশ্য ইরানের স্টলে। রবিবার পর্যন্ত এই স্টল চালু হয়নি। তবে, উৎসুক মানুষ সেই বন্ধ স্টলের সামনেও যাচ্ছেন। ছবি তুলছেন। সঙ্গে সেলফি। কারণ, বইমেলায় একটি স্টলই বন্ধ!
2023-02-06 08:40:00১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যান্ডের আত্মপ্রকাশ
১৮৯০- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কর্মী সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আবদুল গফফর খানের জন্ম
১৮৯১- বিপ্লবী অমর বসুর জন্ম
১৯০৭- ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মত্যু
১৯৩১- আইনজীবী, বিপ্লবী ও জাতীয় কংগ্রেসের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহেরুর মৃত্যু
১৯৩২- কলকাতা সমাবর্তন উৎসবে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন বিপ্লবী বীণা দাস
১৯৪০- সঙ্গীত শিল্পী ভূপিন্দর সিংয়ের জন্ম
১৯৪৬- বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যু
১৯৭০- অভিনেত্রী চুমকি চৌধুরির জন্ম
১৯৭২- বঙ্গবন্ধু মুজিবর রহমানের কলকাতায় আগমন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা
১৯৭৬- চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের মৃত্যু
১৯৮৭- গণিতজ্ঞ তথা গণিতের বহু পাঠ্যপুস্তক রচয়িতা ও শিক্ষাবিদ কেশব চন্দ্র নাগের মৃত্যু
১৯৯১- কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে "দেশিকোত্তম" সম্মানে ভূষিত হন
২০২০- কলকাতার ক্যাবারে কুইন মিস শেফালির মৃত্যু
আগামী বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলার পাঁচলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, সেদিন পাঁচলা মোড়ের পাশের ময়দানে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে উপভোক্তাদের একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। এছাড়াও হাওড়া জেলার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হবে। এর পাশাপাশি এই মঞ্চ থেকে ভার্চুয়ালি অন্যান্য জেলার পরিষেবাও প্রদান করা হবে।
2023-02-06 08:20:00মাটি থেকে ছড়ায় এমন পরজীবী সংক্রমণ জনিত রোগের চিকিৎসা শুরু হচ্ছে হুগলিতে। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে ১০ ফেব্রুয়ারি জেলাজুড়ে ওই কর্মূসচি পালন করার সিদ্ধান্ত হয়েছে। জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র থেকে ১-১৯ বছর বয়সিদের ওই পরিষেবা দেওয়া হবে। কেমন করে ওই ওষুধ দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্তাদের দাবি, ওই পরজীবীরা ১ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে তীব্র ক্ষতিকর প্রভাব ফেলে। শিশু ও কিশোর, কিশোরীদের মধ্যে রক্তাল্পতা, পুষ্টির অভাব তৈরি হয়। যা শিশুদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশ ক্ষতিগ্রস্ত করে। সেই সমস্যাকে সমূলে বিনাশ করতেই ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। একাজে জনসচেতনতা গড়তে ইতিমধ্যেই আশাকর্মীদের ময়দানে নামানো হয়েছে।
2023-02-06 08:20:00মেষ: আর্থিক প্রগতি বজায় থাকবে।
বৃষ: ধর্মকর্মে মন আকৃষ্ট হবে।
মিথুন: অর্থলাভ হবে।
কর্কট: চলাফেরায় সতর্ক হোন।
সিংহ: অফিস কর্মীদের কর্ম সাফল্য ও সুনাম।
কন্যা: গুণীজন সঙ্গে আনন্দ।
তুলা: সাফল্য ও উন্নতি।
বৃশ্চিক: কুটুম্বের অসৎ আচরণে মনঃকষ্ট।
ধনু: নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে।
মকর: কোনও সুখবর পেতে পারেন।
কুম্ভ: অর্থলাভ হতে পারে।
মীন: কর্ম ও অর্থ উপার্জনে শুভ দিন।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
পাকিস্তানে ফের বিস্ফোরণ। আজ, রবিবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েট্টাতে পুলিসের সদর দপ্তরের কাছে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠী।
চীনের সঙ্গে যোগাযোগ থাকা বেশ কিছু বেটিং অ্যাপকে ভারতে ব্যান করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৩৮ টি বেটিং অ্যাপ ও ৯৪ টি লোন সংক্রান্ত অ্যাপকে ভারতে জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র।
টেস্ট সিরিজ শুরুর আগেই ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না জস হ্যাজলউড। তাঁর বাঁ পায়ে চোট রয়েছে। সিডনি টেস্টে বল করতে গিয়ে ওই চোট পান তিনি। তাই ভারতে এসেও নেটে প্র্যাক্টিস করতে দেখা যায়নি হ্যাজলউডকে। সূত্রের খবর, তাঁর চোট গুরুতর, হয়ত দ্বিতীয় টেস্টেও ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না হ্যাজলউড।
আজ, রবিবার ছুটির দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন দুটি মিটিং-মিছিল রয়েছে শহরে। বেলা ১২ টায় তিলজলা থেকে একটি বিশাল মিছিল বের হবে। ওই মিছিলটি পার্কসার্কাস, লেনিন সরণি হয়ে যাবে বউবাজার পর্যন্ত। আবার ওই একই পথে ধর্মতলা হয়ে ফিরবে মিছিলটি। ফলে এদিন শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়াও আজ, রবিবার বিকেল ৪ টের সময় হেদুয়া পার্কে একটি মিটিং রয়েছে। যাকে কেন্দ্র করে একাধিক মিছিল হবে উত্তর কলকাতায়। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
লরির সঙ্গে একটি বাসের সংঘর্ষের জেরে জখম হলেন ১৪ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাউলে। শিলিগুড়ি থেকে বালুরঘাটে ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। আজ, রবিবার সকালে জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিস।
শিক্ষাশ্রী পোর্টাল থেকেই আবেদন করা যাবে মেধাশ্রী স্কলারশিপের জন্য। অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য মেধাশ্রী স্কলারশিপ চালু করছে রাজ্য। শুক্রবার অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর এই প্রাক-মাধ্যমিক স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য বিজ্ঞপ্তিতে দিয়ে প্রকাশ করেছে। সেখানে আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবে। এর জন্য পারিবারিক আয় হতে হবে সর্বোচ্চ বার্ষিক আড়াই লক্ষ। তাহলেই প্রতি বছর এককালীন ৮০০ টাকা দেওয়া হবে ওই পড়ুয়াদের।
2023-02-05 09:44:26প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে মামলা দায়ের। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁর স্ত্রী মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। হেনস্তা ও মদ্যপান করে মারধরের অভিযোগ রয়েছে বিনোদের বিরুদ্ধে। তাঁর স্ত্রীয়ের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
উত্তুরে হাওয়ার দাপটে গত কয়েকদিন ধরেই শহরে কমছে তাপমাত্রা। মাঘের শেষে ফিরেছে শীতের আমেজ। সেই পরিস্থিতি আজও বজায় রয়েছে। আজ, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
আমেরিকার আকাশসীমায় আচমকাই চীনা ‘গুপ্তচর’ বেলুনের উপস্থিতিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়। ইতিমধ্যেই সেই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকার প্রশাসন। রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আটলান্টিক মহাসাগরে পড়েছে ওই বেলুনের ধ্বংসাবশেষ। সেইগুলি উদ্ধারের কাজ চলছে বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছে। চীনের এই ‘গুপ্তচর’ বেলুনকে নিয়ে আমেরিকার তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। গতকাল, শনিবার এই ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
2023-02-05 08:56:00ভয়ঙ্কর শৈত্য প্রবাহে কাবু উত্তর-পূর্ব আমেরিকা। তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠান্ডায় বরফে পরিণত হয়েছে হ্রদের জল। খারাপ আবহাওয়ার কারণে বহু জায়গায় সতকর্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার উত্তর পূর্বে চলছে শৈত্য প্রবাহ। শুক্রবার ‘আর্কটিক ব্লাস্ট’ আছড়ে পড়ে সেখানে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরে। নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড প্রদেশের একাধিক জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। ঠান্ডায় শিশুদের ঝুঁকি থাকার আশঙ্কায় বোস্টন, ওরচেস্টারে শুক্রবার স্কুল বন্ধ করে দেওয়া হয়।
2023-02-05 08:30:49১৭৯২: টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮৪০: টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপের জন্ম
১৮৮৯: গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়
১৮৯৪: বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেনের জন্ম
১৯০০: মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
১৯৩৭: চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়
১৯৩৪: অভিনেতা সুজিত কুমারের জন্ম
১৯৭৬: অভিষেক বচ্চনের জন্ম
১৯৮৪: আর্জেন্তিনার ফুটবলার কার্লোস তেভেজের জন্ম
১৯৮৫:পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্ম
১৯৮৮: কৌতুকাভিনেতা সন্তোষ দত্তের মৃত্যু
১৯৯০: ক্রিকেটার ভূবনেশ্বর কুমারের জন্ম
১৯৯২: ফুটবলার নেইমারের জন্ম
২০১৪: বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী যূথিকা রায়ের মৃত্যু
মেষ: কর্মোন্নতি ও ব্যস্ততা বৃদ্ধি।
বৃষ: উপস্থিত বুদ্ধিবলে শত্রুনাশ।
মিথুন: হটকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে।
কর্কট: অতিরিক্ত ঝুঁকির কাজে বিরত হন।
সিংহ: জ্ঞাতিদের সঙ্গে অশান্তির যোগ।
কন্যা: বিকল্প কর্মের সুযোগ পেতে পারেন।
তুলা: ক্রম বর্ধমান শত্রুসংখ্যায় বিচলিত হতে পারেন।
বৃশ্চিক: বিদ্যা চর্চায় শুভত্ব বজায় থাকবে।
ধনু: বিদ্যাচর্চায় শুভ।
মকর: আর্থিক সুখবর পেতে পারেন।
কুম্ভ: পঠনপাঠনে শুভ ফল প্রাপ্তি।
মীন: কারও কাছ থেকে দামী উপহার প্রাপ্তির যোগ আছে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
প্রয়াত সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। বয়স হয়েছিল ৭৮ বছর। আজ, শনিবার চেন্নাইয়ের নিজের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ১০ হাজারেরও বেশি প্লে-ব্যাক গেয়েছেন। এই বছরই সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে নেমেছে শোকের ছায়া।
ভয়াবহ দাবানলের জেরে চিলির বিওবিও প্রদেশে চলছে ধ্বংসলীলা। এখনও অবধি এই দাবানলের কারণে ভস্মীভূত হয়েছে ৩৫ হাজার একরেরও বেশি জমির বন ও শষ্যক্ষেত। বিওবিও-র সান্টা জুয়ানা শহরে ১৩ জনের মৃত্যুও হয়েছে বলে খবর। যাদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। গ্রীষ্মকালের তীব্র দাবদাহের কারণেই এই দাবানল ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।
কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল বন্দুকের গুলি। জানা গিয়েছে, আজ, শনিবার বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময় ওই ব্যক্তির হ্যান্ড ব্যাগে ৪টি গুলি পাওয়া যায়। যদিও এখনও অবধি কোনও বন্দুক পাওয়া গিয়েছে বলে খবর নেই। যার ব্যাগ থেকে ৪টি গুলি পাওয়া গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ গালিব। তিনি বিহারের বাসিন্দা।
2023-02-04 12:25:23দিল্লিতে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টরের আবাসে আত্মঘাতী হল এক সিআরপিএফ জওয়ান। জানা গিয়েছে, মৃতের নাম রাজবীর কুমার(৫৩)। গতকাল, শুক্রবার বিকেল ৪টে নাগাদ তিনি নিজের একে-৪৭ বন্দুক থেকে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। সেই সময় তাঁর ডিউটি ছিল দিল্লির তুঘলক রোডে স্থিত ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সরকারি নিবাসে। সে কিছুদিন আগেই বাড়ি থেকে ছুটি কাটিয়ে ফিরেছিল বলে জানা গিয়েছে।
2023-02-04 11:50:22ডোপিং বিধি লঙ্ঘনের দায়ে ২১ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে। ডোপিং টেস্টে তাঁর শরীরে হাইজেনামাইন নামে এক ধরণের নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। যদিও এই নির্বাসনের মেয়াদ ২০২১ সালের ১১ অক্টোবর থেকে ধরা হয়েছে। তাই এই বছরের ১০ জুলাইতেই শেষ হচ্ছে দীপার নির্বাসন।
2023-02-04 11:18:41প্রবল বৃষ্টিপাতের কারণে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় ব্যাতিব্যস্ত জনজীবন। আচমকা এই অকাল বর্ষণের কারণে রাজ্যের ১১টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তাঞ্জাভুর, থিরুভারুর ও নাগাপাট্টিনাম জেলায় বৃষ্টির কারণে স্কুল –কলেজ ও অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে। প্রায় প্রত্যেকদিনই বৃষ্টির কারণে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি কম থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
2023-02-04 10:50:36দেশে উইকিপিডিয়াকে ব্যান করল পাকিস্তান। জানা গিয়েছে, পাক সরকারের চোখে বিভিন্ন ধর্ম বিরোধী বিষয়বস্তুকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলেছিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। কিন্তু একাধিকবার সাবধান করা সত্ত্বেও উইকিপিডিয়া গোষ্ঠী সেই কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। আর সেই কারণেই গত ১ ফেব্রুয়ারি একটি বিবৃতি জারি করে উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় পাকিস্তান। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় পাকিস্তানে স্থায়ীভাবে ব্লক করা হল এই অনলাইন এনসাইক্লোপিডিয়াটিকে।
2023-02-04 10:22:20আজ, শনিবারও শহরে শীতের আমেজ বজায় রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল, সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজও সারাদিন আকাশ মেঘমুক্তই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দেরিতে চলছে ৯টি দূরপাল্লার ট্রেন। দ্বারভাঙ্গা-নয়াদিল্লি ক্লোন স্পেশ্যাল, বারাউনি –নয়াদিল্লি ক্লোন এক্সপ্রেস, রাইগড়-হজরত নিজামুদ্দিন গোন্ডওয়ানা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন প্রায় ৩-৪ ঘণ্টা দেরিতে চলছে বলে খবর রেল দপ্তর সূত্রে।
2023-02-04 09:56:32আবারও খোঁজ মিলল চীনা স্পাই বেলুনের! মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র তরফে জানানো হয়েছে, লাতিন আমেরিকার কোনও অংশে এই স্পাই বেলুনেটির খোঁজ পাওয়া গিয়েছে। যদিও মহাদেশের নির্দিষ্ট কোন অংশে এটির খোঁজ মিলেছে তা স্পষ্ট করেনি পেন্টাগন। ইতিপূর্বে আমেরিকার মন্টানা এয়ারবেসের কাছে আকাশে উড়তে দেখা গিয়েছিল এমনই এক রহস্যজনক বেলুন।
2023-02-04 09:43:29দিল্লির ফতেহপুর বেরি এলাকায় গণধর্ষণের শিকার হল ৩ বছর বয়সী এক শিশুকন্যা। জানা গিয়েছে, বাড়ির সামনে খেলতে খেলতে আচমকাই নিখোঁজ হয়ে যায় শিশুটি। বেশ কিছুক্ষণ পর স্থানীয় একটি জঙ্গলের কাছে শিশুটিকে দেখতে পায় তার মা। পুলিসি তদন্তে জানা গিয়েছে, প্রতিবেশী দুই যুবক ওই আক্রান্ত শিশুটিকে বাড়ির সামনে থেকে অপহরন করে ধর্ষণ করে। দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে।
2023-02-04 09:32:11ন ভারতীয় যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা পাওয়া গেল কলকাতা বিমানবন্দরে। ভারতীয় টাকায় যার অঙ্ক প্রায় দু’ কোটি টাকা। মশলার প্যাকেটে ভরে ওই বিদেশি মুদ্রা নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার একটি বেসরকারী সংস্থার এফডি ১২১ বিমানে কলকাতা থেকে ব্যাংকক যাচ্ছিলেন তিন যাত্রী। কিন্তু কলকাতা বিমানবন্দরে তাঁদের আচরণে সন্দেহ দেখা দেয়। এরপর তিন যাত্রীকে আলাদাভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের শুল্ক বিভাগের আধিকারিকরা। ওই যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হয়। তখনই উদ্ধার হয় বিপুল পরিমাণ মার্কিন ডলার। সব মিলিয়ে তিনজনের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার পাওয়া গিয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১.৮১ কোটি টাকা। মশলার প্যাকেটের মধ্যে বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার ঘটনায় হতবাক বিমানবন্দরের আধিকারিকরা। তিন যাত্রীকে আটক করা হয়েছে।
2023-02-04 09:15:00ঋণ ভারে জর্জরিত টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া। তাই এবার তাদের থেকে স্পেকট্রাম বাবদ বকেয়া হিসেবে ৩৩ শতাংশ শেয়ার নিয়ে নিচ্ছে কেন্দ্র। এজন্য ভোডাফোন আইডিয়া তাদের ১৬ হাজার ১৩৩ কোটি টাকার বকেয়াকে ইকুইটিতে বদলে শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের দাম হবে ১০ টাকা। শুক্রবার শেয়ার বাজারকে একথা জানিয়েছে ভোডাফোন আইডিয়া। গত বছরই সরকারের কাছে সমস্ত বকেয়া ইকুইটিতে বদলে ফেলার প্রস্তাব দিয়েছিল টেলিকম সংস্থার বোর্ড। সরকার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। সবমিলিয়ে কোম্পানির ৩৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে কেন্দ্র।
2023-02-04 09:05:47মধ্যপ্রদেশে অন্ধ বিশ্বাসের বলি তিনমাসের শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে সুস্থ করতে ৫১ বার গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হয়েছিল। সুস্থ হওয়া তো দূরে থাক, এরপর শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলার একটি গ্রামে। আজ, শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিস। জেলাশাসক বন্দনা বৈদ্য বলেন, অসুস্থ শিশুটিকে তার মা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের লোকজন তাতে বাধা দেন।
2023-02-04 08:55:42আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপলক্ষ্যে রাজ্যে আসছে ১৭ কোম্পানি আধাসেনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে পৌঁছবে বাহিনী। তারপর সাগরদিঘি বিধানসভা এলাকায় এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে তারা। এছাড়াও ভোট প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে তিনজন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। একজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিস পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি তাঁদের রাজ্যে আসার কথা। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘি বিধানসভা আসনটি শূন্য হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হবে ২রা মার্চ।
2023-02-04 08:48:29সাউথ ট্রাফিক কন্ট্রোল রুমের জন্য নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু হল। নতুন নম্বর হল ৯৮৭৪৯০৪৫৩২। শুক্রবার থেকেই নম্বরটি সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে। এখানে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত কোনও তথ্য, দুর্ঘটনার খবর বা অভিযোগ প্রাথমিকভাবে জানাতে পারবে আম জনতা। করোনাকালে কলকাতা পুলিসের সব থানায় চালু হয়েছিল হোয়াটসঅ্যাপ নম্বর। থানায় সশরীরে হাজির না হয়েও অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছিল লালবাজার। খাস কলকাতায় ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য এমন নম্বর রয়েছে। তবে সংযুক্ত কলকাতার (সাউথ) কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ মেসেজের সুবিধা ছিল না। এবার সেই সাউথ ট্রাফিক কন্ট্রোল রুমের জন্য নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল লালবাজার।
2023-02-04 08:45:00উত্তুরে হাওয়ার সক্রিয়তায় ফের শীতের আমেজ ফিরে এল কলকাতাসহ দক্ষিণবঙ্গে। বেশ কিছুদিন পর শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে এসেছে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা (১৫.২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে এসেছে এদিন। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম ছিল। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় আরও ১ ডিগ্রি নামতে পারে। রবিবারও শীতের আমেজ একই রকম থাকবে। সোমবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। কয়েকদিন পর ফের তাপমাত্রা কিছুটা কমলেও তখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আর ১৪-১৫ ডিগ্রিতে আসবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে আগামী সপ্তাহ থেকে শীতের বিদায় কার্যত শুরু হয়ে যাবে শহর থেকে।
2023-02-04 08:36:04কফ সিরাপ কাণ্ডের পর নিশানায় আরও এক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা। অভিযোগ, চেন্নাইয়ের একটি সংস্থার তৈরি চোখের ড্রপ ব্যবহারে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। শুধু তাই নয়, এই ড্রপ ব্যবহারে অসুস্থ হয়ে পড়েছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে আবার পাঁচজন দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে হারিয়েছেন। এই অভিযোগ পেয়েই চোখের ওষুধটির আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সেই খবর সামনে আসার পর আই ড্রপের উৎপাদন বন্ধ করল চেন্নাইয়ের সংস্থাটি।
2023-02-04 08:25:00বিশ্ব ক্যান্সার দিবস
১৬২৮: সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন
১৭৯২: যুদ্ধে পরাজিত হওয়ার পর টিপু সুলতান অর্ধেক মহীশুর ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন
১৯১৮: সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯২২: বাংলার গভর্নর-জেনারেল রোনাল্ডসে কলকাতার "স্কুল অফ ট্রপিক্যাল ডিজিজেস"-এর দ্বারোদ্ঘাটন করেন
১৯২২: ধ্রুপদী সঙ্গীত শিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশির জন্ম
১৯৩৮: নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ ওরফে ব্রিজমোহন মিশ্রর জন্ম
১৯৪৮: সিংহল (পরবর্তীতে শ্রীলঙ্কা নামকরণ হয়) স্বাধীন হয়
১৯৪৯: নির্মাণের ১৭৬ বছর পর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের দরজা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়
১৯৭৪: পদার্থ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু
১৯৭৪: অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের জন্ম
১৯৯০: বিশিষ্ট বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবীর মৃত্যু
১৯৯৮ : বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষের মৃত্যু
২০০১: ক্রিকেটার পঙ্কজ রায়ের মৃত্যু
২০০৪: স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক চালু হয়
নালন্দা মহাবিহারের কাছে একটি জলাশয় থেকে উদ্ধার হল দু’টি পাথরের মূর্তি। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার একজন আধিকারিক জানিয়েছেন, মনে করা হচ্ছে এই মূর্তিগুলি প্রায় ১২০০ বছরের পুরনো।
জলাভূমি রক্ষা ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের জন্য ২০১৯ সালে বিহারে শুরু হয়েছিল ‘জল-জীবন-হরিয়ালি’ প্রকল্প। সেই প্রকল্পের কাজই হচ্ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে সারলিচক গ্রামের তারসিং পুকুরে। সেই সময়ই উদ্ধার হয় প্রাচীন মূর্তিগুলি। পাটনার প্রত্নতত্ত্ববিদ গৌতমী ভট্টাচার্য জানিয়েছেন, গ্রামবাসীরা মূর্তিগুলি দেখার পর মন্দির বানানোর পরিকল্পনা করেছিলেন।
মেষ: প্রিয়জন সান্নিধ্যে আনন্দলাভ।
বৃষ: অর্থনৈতিক মামলায় আইনি বিজয়। কর্মের চাপ বাড়বে এবং কর্মকেন্দ্রিক দূরগমনে বিশেষ সাফল্য।
মিথুন: অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে।
কর্কট: দামী উপহার লাভ হতে পারে।
সিংহ: উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ শুভ দিন।
কন্যা: সব কর্মেই দ্রুত অগ্রগতি।
তুলা: সৃজনশীল কর্মে সাফল্য, সুনাম ও অর্থপ্রাপ্তি।
বৃশ্চিক: কর্মের বিষয় দিনটি শুভ।
ধনু: জমি/ গৃহাদি জটিলতা থেকে আইনি পথে মুক্তিলাভ।
মকর: নতুন প্রেম-প্রণয়ের সুযোগ আসতে পারে।
কুম্ভ: কর্ম সাফল্যে সহকর্মীদের প্রশংসাপ্রাপ্তি।
মীন: অর্থকড়ি উপার্জন বাড়বে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4