গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ) ছেড়ে বেরিয়ে গেল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০১১ সালে কেন্দ্র-রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। সেই জিটিএ ছাড়ার সিদ্ধান্ত আজ, শুক্রবার ঘোষণা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব।
2023-01-27 15:30:00হাওড়ার সাঁকরাইলে গলার নলি কেটে খুন। মৃতের নাম রবি রাই (৪৫)। নাজিরগঞ্জ পুলিস ফাঁড়ির কাছেই বাড়ি রবির। আজ, শুক্রবার সকালে তাঁর গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার হয়। এলাকার এক টোটো চালক প্রথম রক্তাক্ত দেহটি দেখতে পান। সাঁকরাইল থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারেন ওই যুবক। কালী পুজোর সময় তাঁকে কেউ বা কারা হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে।
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খান অভিনীত পাঠান। গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। সেদিন বক্স অফিসে পাঠান আয় করেছিল ৫৫ কোটি টাকা। সেই আয় ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় দিনে। গতকাল, বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের দিন শাহরুখ-দীপিকার ছবি বক্স অফিসে আয় করেছে ৭০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমায় ইতিহাস। এর ফলে পাঠান মাত্র দুদিনেই আয় করল ১২৫ কোটি টাকা। একই সঙ্গে গোটা বিশ্বে দুদিনে পাঠানের আয় পৌঁছেছে ২৩৫ কোটির ঘরে। যশ রাজ ফিল্মসের ব্যানারে গত ২৫ তারিখ বড়পর্দায় মুক্তি পায় পাঠান। যাতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া।
মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খান অভিনীত পাঠান। গত ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। সেদিন বক্স অফিসে পাঠান আয় করেছিল ৫৫ কোটি টাকা। সেই আয় ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় দিনে। গতকাল, বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের দিন শাহরুখ-দীপিকার ছবি বক্স অফিসে আয় করেছে ৭০ কোটি টাকা। যা ভারতীয় সিনেমায় ইতিহাস। এর ফলে পাঠান মাত্র দুদিনেই আয় করল ১২৫ কোটি টাকা। একই সঙ্গে গোটা বিশ্বে দুদিনে পাঠানের আয় পৌঁছেছে ২৩৫ কোটির ঘরে। যশ রাজ ফিল্মসের ব্যানারে গত ২৫ তারিখ বড়পর্দায় মুক্তি পায় পাঠান। যাতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া।
বিদায়বেলার মুহূর্তটা যে কঠিন হতে চলেছে, তার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে গিয়েছিলেন সানিয়া মির্জা। আর শেষটা যখন সত্যিই চলে এল, তখন চোখের জল আটকাতে পারলেন না ভারতীয় টেনিস ‘কুইন’। ভেঙে পড়লেন কান্নায়। আজ, শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগে ভেসে যান সানিয়া। শুরুটা হাসি দিয়ে করলেও ভিতরটায় যে আবেগ দলা পাকিয়ে আসছিল, তা বুঝতে অসুবিধা হয়নি। তারই মধ্যে সানিয়া বলেন, ‘আমি যদি কাঁদি, তাহলে সেটা কষ্টের কান্না হবে না। সেটা আনন্দাশ্রু হবে। আগে থেকেই সতর্কীকরণ দিয়ে রাখছি। তবে এই মুহূর্তটা আমি ব্রাজিলের জুটির থেকে কাড়তে চাই না। তোমরা দারুণ খেলেছ।’ সানিয়া আরও বলেন, ‘আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চাইছিলাম। কিন্তু আমার পেশাদার টেনিস কেরিয়ার যেখানে শুরু করেছিলাম....। এতটা বলে কান্নায় ভেঙে পড়লেন এই তারকা খেলোয়াড়। এরপর নিজেকে কিছুটা সামলে বলেন, ‘আমার (পেশাদার কেরিয়ারের যাত্রাটা) শুরু হয়েছিল মেলবোর্নে, যখন ২০০৫ সালে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে খেলেছিলাম। সেইসময় আমার বয়স ছিল ১৮।’ সেই মেলবোর্নে বারবার ফিরে আসা, কয়েকটি ট্রফি জেতা, আপনাদের সামনে দুর্দান্ত ফাইনালে ম্যাচে খেলা। আমার জীবনে রড লেভার এরিনা অত্যন্ত বিশেষ জায়গা দখল করে আছে। আমার কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা হত না। সবকিছুর জন্য ধন্যবাদ।’
2023-01-27 11:02:42পাঠান জ্বরে কাবু গোটা দেশ। প্রথম দিন থেকেই শোরগোল ফেলে দিয়েছে বক্স অফিসে। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে শাহরুখ-দীপিকা অভিনিত পাঠান। সেই মুকুটেই আরও একটি পালক জুড়ল কাশ্মীর। উপত্যকায় ৩২ বছর বাদে ঝুলল ‘হাউসফুল’ বোর্ড। সৌজন্যে পাঠান। আইনক্স লিজার লিমিটেড তার টুইটার পেজে একথা পোস্ট করে জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘কিং খানের কাছে আমরা কৃতজ্ঞ। ৩২ বছর পর কাশ্মীর উপত্যকার কোনও সিনেমা হলের বাইরে তাঁর এই ছবির কারণে ‘হাউসফুল’ বোর্ড দেখতে পেলাম। ধন্যবাদ।’
2023-01-27 10:47:31শহরে ভরা মাঘেও বেড়েই চলেছে তাপমাত্রা। আজ, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অপরদিকে গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।
অমর্ত্য সেন নোবেল জয়ী নন। এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি এও বলেন, অমর্ত্য সেন নিজেকে নোবেল জয়ী বলে দাবি করেন কিন্তু সেটা সঠিক নয়। নোবেলের ডিডে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য ও বিশ্ব শান্তি- এই পাঁচ বিভাগেই নোবেল দেওয়া হয়। এর বাইরে কোনও বিভাগে কেউ নোবেল প্রাইজ পান না।
আজ, শুক্রবার ব্যস্ত দিনে শহরে আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে। বড়-ছোট কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এছাড়াও গতকাল, বৃহস্পতিবার রাত থেকে শহরে কোনও বড় দুর্ঘটনাও ঘটেনি। এদিন দুটি মিছিল রয়েছে শহরে। দুপুর ১২ টায় একটি মিছিল রয়েছে। যেটি যাবে শহিদ মিনারে। আর অপর একটি মিছিল রয়েছে দুপুর ১ টায়। যেটি গান্ধী মূর্তি থেকে যাবে মির্জা গালিব স্ট্রিটের দিকে। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
আমেরিকার সেনার স্পেশাল ফোর্সের হামলায় নিহত আইএস জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার। নিহত কমান্ডারের নাম বিলাল আল সুদানি। তিনি আইএস জঙ্গিগোষ্ঠীকে অর্থ জোগানের কাজ করতেন। ওই শীর্ষ কমান্ডার সহ আরও ১০ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। গত, বুধবার উত্তর সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় হানা দেয় আমেরিকার সেনার স্পেশাল ফোর্স। সেখানেই ছিলেন বিলাল আল সুদানি।
ক্রিকেট জগতে যেন বিয়ের ধুম লেগেছে। ক’দিন আগেই বিয়ে সারলেন লোকেশ রাহুল। আর এবার সাধারণতন্ত্র দিবসের দিনই সাতপাকে বাঁধা পড়লেন আরও এক ভারতীয় ক্রিকেট দলের সদস্য অক্ষর প্যাটেল। গুজরাতের বরোদায় দীর্ঘদিনের বান্ধবী পেশায় নিউট্রিশনিস্ট মেহা প্যাটেলের সঙ্গেই সারাটা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার করে ফেললেন ভারতীয় এই অলরাউন্ডার। বেশ ধুমধাম করে বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল। অক্ষরের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বরবেশে হুডখোলা গাড়িতে একের পর এক বলিউডি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে ভারতীয় দলের এই সদস্যকে। অন্যদিকে বিয়ের মণ্ডপে মালাবদলের সময় মেহাকেও নাচতে নাচতে সেখানে প্রবেশ করতে দেখা গিয়েছে। যা দেখে কোমর দোলালেন অক্ষরও। বিয়ের জন্য নিউজিল্যান্ড সফরে তাঁকে ছুটি দেওয়া হয়েছিল। এবার খুব দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন তিনি।
2023-01-27 09:18:36গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অন্নু কাপুর। গতকাল, বৃহস্পতিবার সকালে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করায় নয়াদিল্লির স্যা গঙ্গারাম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন অন্নু। তবে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে তাঁকে।
2023-01-27 09:01:51প্রেক্ষাগৃহে তখন চলছিল সদ্য মুক্তিপ্রাপ্ত শাহরুখের পাঠান ছবিটি। গতকাল সাধারণতন্ত্র দিবস ও সরস্বতী পুজো উপলক্ষে ভিড়ও উপচে পড়েছিল। ঠিক সেই সময়ই সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। ভেঙে পড়ল প্রেক্ষাগৃহের ছাদের একাংশ। ভয়াবহ এই ঘটনাটি মুর্শিদাবাদের কান্দির। দুর্ঘটনার জেরে পাঁচ জন জখম হয়েছেন। তার মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতেরা হলেন ফারহিজ সুলতানা (৪), মৃগাঙ্ক কুন্ডু (৪৮), পিঙ্কি কুন্ডু (৩২), প্রজ্ঞা কুন্ডু (৬) এবং নুর ইসলাম (৩৫)। তাঁদের সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কীভাবে ভাঙল এই ছাদ? জানা গিয়েছে, একে পুরোনো বিল্ডিং, তার উপর ভিড়ের এই চাপ বহন করতে না পারাতেই এই বিপত্তি। তবে কর্তৃপক্ষের দাবি দর্শকদের উন্মাদনা আর নাচানাচির জেরেই এই দুর্ঘটনা। কান্দি থানার পুলিস ভেঙে পড়ার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।
2023-01-27 08:54:29টেনিস জীবনের শেষবেলায় জয়ের দোরগোড়ায় এসে হেরেই গেলেন সানিয়া। সপ্তম গ্র্যান্ড স্ল্যাম জেতা অধরাই থেকে গেল তাঁর। রোহন বোপান্নাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে রানার্স হলেন তিনি। চ্যাম্পিয়ন হলেন স্টেফানি-মাতোস জুটি। সানিয়ারা হারলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে।
2023-01-27 08:38:00১৭৮২: বাঁশের কেল্লা খ্যাত বিপ্লবী তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম
১৮৮০: টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯২২: অভিনেতা অজিত খানের জন্ম
১৯২৬: জন লগি বেয়ার্ড লন্ডনে প্রথম টেলিভিশন সিস্টেমকে জনসমক্ষে নিয়ে আসেন
১৯৩৬: জনগণের জন্য লন্ডনে শুরু হল বিবিসি-র সম্প্রচার
১৯৩৯: আমেরিকায় নিয়মিতভাবে টেলিভিশন সম্প্রচার শুরু
১৯৬৯: অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯: চিত্রপরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৮৬: বিশিষ্ট সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৩: অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সায়নী ঘোষের জন্ম
২০০৯: ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামনের মৃত্যু
২০০২: নাইজেরিয়ার লেগোস শহরে এক বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ হাজারেরও বেশি মানুন গৃহহীন হন।
২০০৬: ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়
মেষ: কপট লোকের দ্বারা কর্মে বিপত্তি ও অর্থক্ষতির যোগ।
বৃষ: সম্পত্তি মামলায় আইনি বিজয়।
মিথুন: একাধিক সূত্র থেকে অর্থলাভ হলেও ব্যয় যোগ ও আছে।
কর্কট: ব্যবসায় দিনটি শুভ—কেনাবেচা ও অর্থকড়ি উপার্জন বাড়বে।
সিংহ: অর্থাগম যোগ আছে।
কন্যা: সৃজনশীল কর্মে খ্যাতি ও সামাজিক জনপ্রিয়তা।
তুলা: ললিত কলায় বিশেষ ব্যুৎপত্তি।
বৃশ্চিক: যন্ত্রবিদ/ ডাক্তারদের দিনটি শুভ।
ধনু: অপ্রত্যাশিত অর্থলাভে মনে খুশির ভাব।
মকর: অপ্রত্যাশিত অর্থলাভে মনে খুশির ভাব।
কুম্ভ: কর্ম অপেক্ষাকৃত শুভ।
মীন: কম্পিউটার কর্মীদের কর্ম দায়িত্ব ও ব্যস্ততা বৃদ্ধি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
আজ ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বর্তমান-এর সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র বিক্রেতা ও শুভানুধ্যায়ীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন—বর্তমান পরিবারের তরফে মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই আমাদের ঐকান্তিক প্রার্থনা।
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ পত্রিকার সকল বিভাগ বন্ধ থাকবে।
বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের বেশ কয়েকজন গ্রাহককে জিজ্ঞাসাবাদ সিবিআই অফিসারদের। তদন্তকারীদের অনুমান, তাঁদের নথি জাল করেই সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের রানিনগর-১ ব্লকের লোচনপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের। পুলিস সূত্রে খবর, মৃতের নাম আলতাব শেখ(৪৮)। গতকাল সন্ধ্যায় দারাপপুর আজিমসরা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ, বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে পাকড়াও করেছে পুলিস। ধৃতেরা হল সাফিয়ার শেখ, ফিরোজ শেখ এবং হান্ডার শেখ। অভিযুক্তরা সকলেই ইসলামপুর এলাকার বাসিন্দা।
2023-01-25 12:03:28হাওড়ার শ্যামপুরে মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বাবা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত শান্তনু হাপড়কে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিস। ধৃতকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে।
ভরা মাঘে উধাও শীত। আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে বঙ্গে কমছে শীতের আমেজ। সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে।
2023-01-25 09:40:31সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা বিমানবন্দর চত্বরে। টার্মিনাল এড়িয়া, সিটি সাইড সহ সমস্ত জায়গায় চলছে নজরদারি। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। বিমানবন্দরে ভিজিটর এন্ট্রি পাস আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না। সেইসঙ্গে বিমানবন্দরে আসা গাড়িগুলিতে বাড়তি নজর রাখা হয়েছে। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যকে বিমানবন্দরে ছাড়তে আসছেন অনেকেই। ব্যক্তিগত ওই গাড়িগুলিও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও অ্যাপ ক্যাব, পার্কিং এড়িয়ায় কড়া নজর রাখা হচ্ছে। এছবিও দেখা গিয়েছে, ডগ স্কোয়্যাড দিয়ে তল্লাশি চলছে সর্বত্র। যাত্রীদের ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও কুইক রেসপন্স টিম নজর রাখছে গোটা চত্বরে। কার্গো সেকশনেও নজরদারি চলছে সমানতালে। বিমানবন্দর সংলগ্ন সিটি সাইড এলাকায় বিধানননগর পুলিসকে সঙ্গে নিয়ে যৌথভাবে নজরদারি চলছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার ঘন কুয়াশার জেরে বিমান বিভ্রাটের ঘটল কলকাতা বিমানবন্দরে। দৃশ্যমানতা কম থাকায় একটি বিমান রানওয়ে থেকে বে’তে ফিরে আসে। ঘণ্টা দেড়েক পরে বিমানটি ফের রওনা হয়। সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ কলকাতা থেকে অসমের লীলাবাড়ি যাচ্ছিল বিমানটি। ২৬ জন যাত্রী ছিলেন বিমানে। আবহাওয়া প্রতিকূল থাকায় পাইলট যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। বিমানটি ফিরে আসে। পরে আটটা নাগাদ ফের রওনা দেয়।
2023-01-25 09:26:15মঙ্গলবার আসানসোল ও দুর্গাপুরে ৫জি পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করল রিলায়েন্স জিও। এদিন একযোগে দেশের আরও ৫০টি শহরে তা চালু হল। জিও জানিয়েছে, এই নিয়ে তারা মোট ১৮৪টি শহরে ৫জি পরিষেবা চালু করল। এর আগে ৪ অক্টোবর তা চালু হয়েছিল কলকাতায়। বাংলার দ্বিতীয় শহর হিসেবে শিলিগুড়িতে পরিষেবা চালু হয় চলতি মাসের গোড়ায়।
2023-01-25 09:16:00রাজস্থানে কোটা ইতিমধ্যেই দেশের কোচিং হাব হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এই শহরে খুব শীঘ্রই গড়ে উঠতে চলেছে একটা নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর। এজন্য ৪৬৬.৫৯ হেক্টর বনভূমির চরিত্র পরিবর্তনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের কমিটি। কোটায় ইতিমধ্যেই একটি বিমানবন্দর রয়েছে। সেখানে ছোট বিমান ওঠানামা করতে পারে। কিন্তু যাত্রীর অভাবে এই বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান পরিষেবা ১৯৯৫ সালে বন্ধ হয়ে যায়। মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তা সাত মাসের বেশি চলেনি। এখন কোচিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠায় এখানে বিমান পরিষেবার চাহিদা বেড়েছে।
2023-01-25 09:00:07নজর কাড়তে কেউ কেউ প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না ইউটিউবাররা। এবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে টেডির পোশাকে একটি রেলওয়ে ক্রসিংয়ে নেচে গ্রেপ্তার এক ব্যক্তি। আরপিএফ জানিয়েছে, গত রবিবার সন্ধ্যায় লেভেল ক্রসিংয়ে নেমে পড়েন সুনীল কুমার (২২) নামে এক যুবক। টেডি বেয়ারের পোশাকে তাঁর নাচ ক্যামেরায় রেকর্ডিং করেন পথচারীরা। ওই ভিডিও সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, সুনীল রেলের নিয়ম ভেঙেছেন, সেই সঙ্গে জীবনের ঝুঁকিও নিয়েছিলেন।
2023-01-25 08:50:00সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে গৌড়বঙ্গের তিন জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা রুখতে মালদহ ও দুই দিনাজপুরে পুলিস নাকা চেকিং শুরু করেছে। সেইসঙ্গে বাসে-ট্রেনে তল্লাশি চলছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহে পুলিস বিশেষ নজরদারি শুরু করেছে। জেলার রেল স্টেশন, বাস স্টপ, পর্যটনকেন্দ্র সহ সর্বত্র নজর রাখা হচ্ছে। জেলা পুলিসের পাশাপাশি আরপিএফ ও জিআরপি নজরদারি বাড়িয়েছে। পুলিস কুকুর নিয়ে জায়গায় জায়গায় তল্লাশি শুরু হয়েছে। মালদহ সদর ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিটুল পাল বলেন, জেলার বিভিন্ন জায়গায় রাজ্য ও জাতীয় সড়কে নাকা চেকিং শুরু হয়েছে। ফরাক্কার দিক থেকে ইংলিশবাজার শহরে ঢোকার মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাঁধাপুকুর এলাকায় বিশেষ পুলিসি নজরদারি শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন চেকিংয়ের জন্য গাজোল টোল প্লাজা সংলগ্ন এলাকাতেও নাকা তল্লাশি শুরু হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক পুলিসি কড়াকড়ি শুরু হয়েছে। জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। এদিন হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্তর নেতৃত্বে বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে চেকিংয়ের পাশাপাশি বাইরে থেকে আসা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। হেমতাবাদের আইসি বলেন, সারা বছরই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। তবে সাধারণতন্ত্র দিবসের আগে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এদিকে, মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিস। দু’টি স্নিফার ডগ দিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চলে। মূলত, বাংলাদেশ সীমান্ত হিলির বাসগুলিতে তল্লাশি চালানো হয়। শহরের হোটেল, রেলস্টেশন ও জনবহুল এলাকায় নজরদারি চলছে। এদিনের অভিযানে বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্য আধিকারিকরা ছিলেন।
2023-01-25 08:38:54আজ, বুধবার কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল। এই ট্রেন আজ রাত সাড়ে ১১টায় কলকাতা স্টেশন থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ১০ মিনিটে সেটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে। বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ১২টায় ছাড়বে এবং কলকাতায় এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৫০ মিনিটে।
2023-01-25 08:30:30বাবা-মাকে খুনের অপরাধে ছেলের ফাঁসির সাজা। ছত্তিশগড়ের দুর্গ জেলার একটি আদালত সন্দীপ জৈনকে এই দণ্ডাদেশ দিয়েছে। জানা গিয়েছে, সাজাপ্রাপ্তর বাবা রামলাল জৈন (৭২) ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। তাঁর সঙ্গে সম্পত্তি সহ নানান বিষয়ে মতবিরোধ ছিল ছেলের। এর জেরেই ২০১৮ সালে গুলি চালিয়ে বাবা ও মা সুর্জি দেবীকে গুলি করে খুন করে সন্দীপ (৪৭)। এই অপরাধকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে অপরাধীর মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা বিচারক শৈলেশ কুমার তিওয়ারি।
2023-01-25 08:30:00জাতীয় ভোটদাতা দিবস
১৮২৪ - কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম
১৮৭১ - জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠ রোগের জীবাণু আবিষ্কার করেন
১৮৫৬ - সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম
১৮৯৯ - প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু
১৯১৫ - আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে
১৯৪২ - প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিওর জন্ম
১৯৪৮ - সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন
১৯৫০ - ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়
১৯৫৪ - ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের মৃত্যু
১৯৫৭ - আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির মৃত্যু
১৯৫৮ - বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির জন্ম
১৯৮৮ - ক্রিকেটার চেতেশ্বর পুজারার জন্ম
মেষ: নব কর্মোদ্যমে সাফল্যের যোগ।
বৃষ: আটকে থাকা কর্ম সম্পাদনে নব উদ্যোগ।
মিথুন: কর্মে সাফল্য ও আয় বৃদ্ধি।
কর্কট: পারিবারিক সঙ্কটের সন্তোষজনক সমাধান।
সিংহ: শত্রু আঘাতের চেষ্টা করতে পারে।
কন্যা: উচ্চতর শিক্ষা আর গণিত গবেষণায় শুভ দিন।
তুলা: প্রতিপক্ষের থেকে সন্ধির প্রস্তাব।
বৃশ্চিক: চুক্তিভিত্তিক কর্মীদের কাজের মেয়াদ বাড়তে পারে।
ধনু: অফিস কর্মীদের পক্ষে দিনটি শুভ।
মকর: কর্ম সাফল্য ও সম্মান বৃদ্ধি।
কুম্ভ: গৃহাদি ক্রয় যোগ আছে।
মীন: অর্থনৈতিক ক্ষেত্রে দিনটি শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4