মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং দেখে আভাস পাওয়া গিয়েছিল। মুক্তির পর প্রত্যাশামতোই পূর্বের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল। বক্সঅফিস রিপোর্ট বলছে, প্রথম দিন কেবল মাত্র ভারতে মোট ৬১ কোটি টাকার ব্যবসা করেছে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা পরিচালিত সিনেমাটি। এর আগে কোনও ভারতীয় সিনেমা প্রথম দিনে এতটা কামাই করেনি। সম্প্রতি শাহরুখ খানের পাঠান একদিনে ৫৭ কোটি টাকা কামিয়ে রেকর্ড তৈরি করেছিল। অ্যানিমাল সেই রেকর্ড ভেঙে দিয়েছে। যার মধ্যে হিন্দি ভার্সন থেকে এসেছে ৫০ কোটি। ১০ কোটি তেলেগু ভার্সন থেকে। সব মিলিয়ে সিনেমাটির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় প্রায় ১১৬ কোটি টাকা।
এই ব্রহ্মাণ্ডে কি আমরা শুধু একাই রয়েছি? পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা প্রথম থেকেই তা জানতে চেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের পক্ষ থেকে বহুবার মহাকাশে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু উল্টোদিক থেকে কোনও জবাব আসেনি। ব্রহ্মাণ্ডে সেই প্রাণের সন্ধানে এবার দেখা গেল কিছুটা আশার আলো। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা প্রায় ১ কোটি ৬০ লক্ষ ৯৩ হাজার ৪৪০ কিলোমিটার দুর থেকে একটি রহস্যজনক বার্তা পেয়েছেন। লেজার রশ্মীর সমতূল্য সেই বার্তা অন্য কোনও মহাকাশযান থেকে আসতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। তবে কি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব প্রমাণ হতে আর বেশি দেরি নেই! উত্তর জমা রয়েছে সময়ের কাছে।
2023-12-02 15:40:09কল্যাণীতে আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে আসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি বিধায়ক। যার জেরে বিজেপির কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায় কল্যাণীর জেএনএম হাসপাতাল চত্বর। চিকিৎসা করাতে আসা অন্য রোগী ও তাদের পরিজনদের অনেককেই যেই কারণে অসুবিধার সম্মুখীন হতে হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সেলফি সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। অনেকেই মেলোনি ও মোদি মিলিয়ে হ্যাশট্যাগ মেলোডি ক্যাপশনের সঙ্গে ছবিটি শেয়ার করছেন। যারফলে এক্স-এ এই মুহূর্তে #মেলোডি ট্রেন্ড করছে।
ভুয়ো তথ্য ও খবর ছড়ায় এমন ৯টি ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করল প্রেস ইনফরমেশন ব্যুরো। এগুলির মধ্যে বজরং এডুকেশন, আপকে গুরুজি, বিজে নিউজ ও সনসনি লাইভের মতো চ্যানেলের নাম রয়েছে।
পতনের মুখে ইতালির বোলোগনা শহরের গ্যারিসেন্ডা মিনার। সময়ের ভারে অতিরিক্ত ঝুঁকে থাকার কারণে আর কিছুদিনের মধ্যে সেটির ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৫০ ফুট দীর্ঘ শহরের সবথেকে উঁচু টাওয়ারটি কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। যাতে ভেঙে পড়ার সময় আশেপাশের ইমারতগুলির সবচেয়ে কম ক্ষতি হয়, তাই সেটির চারপাশে ধাতব বেড়া লাগানোর কাজ চলছে।
2023-12-02 12:56:34মামা শ্বশুরের ৩ বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে খুন করল বৌদি। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার পৃথিবা এলাকায়। ধৃতের নাম, সাথী সর্দার। ওই গৃহবধূকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিসি জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা খুনের কথা স্বীকার করেছে বলে খবর। ছোট হওয়ার সুবাদে বেশি ভালোবাসা পায় খুদে, সেই হিংসা থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছে পুলিস।
2023-12-02 12:52:03টাকার বদলে প্রশ্ন কাণ্ডে আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হবে লোকসভায়। আজই সংসদের নিম্নকক্ষ সিদ্ধান্ত নেবে মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা। যদিও বিরোধীদের তরফে এই প্রক্রিয়াকে লোকদেখানো বলে কটাক্ষ করা হয়েছে আগেই। লোকসভার অধিবেশনের আগে স্পিকার ওম বিড়লাকে এই বিষয় নিয়ে চিঠি লিখলেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাস কোনও অন্যায় হবে না।’
কল্যাণীতে আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে আসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি বিধায়ক। যার জেরে বিজেপির কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায় কল্যাণীর জেএনএম হাসপাতাল চত্বর। চিকিৎসা করাতে আসা অন্য রোগী ও তাদের পরিজনদের অনেককেই যেই কারণে অসুবিধার সম্মুখীন হতে হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সেলফি সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। অনেকেই মেলোনি ও মোদি মিলিয়ে হ্যাশট্যাগ মেলোডি ক্যাপশনের সঙ্গে ছবিটি শেয়ার করছেন। যারফলে এক্স-এ এই মুহূর্তে #মেলোডি ট্রেন্ড করছে।
ভুয়ো তথ্য ও খবর ছড়ায় এমন ৯টি ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করল প্রেস ইনফরমেশন ব্যুরো। এগুলির মধ্যে বজরং এডুকেশন, আপকে গুরুজি, বিজে নিউজ ও সনসনি লাইভের মতো চ্যানেলের নাম রয়েছে।
পতনের মুখে ইতালির বোলোগনা শহরের গ্যারিসেন্ডা মিনার। সময়ের ভারে অতিরিক্ত ঝুঁকে থাকার কারণে আর কিছুদিনের মধ্যে সেটির ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৫০ ফুট দীর্ঘ শহরের সবথেকে উঁচু টাওয়ারটি কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। যাতে ভেঙে পড়ার সময় আশেপাশের ইমারতগুলির সবচেয়ে কম ক্ষতি হয়, তাই সেটির চারপাশে ধাতব বেড়া লাগানোর কাজ চলছে।
2023-12-02 12:56:34মামা শ্বশুরের ৩ বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে খুন করল বৌদি। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার পৃথিবা এলাকায়। ধৃতের নাম, সাথী সর্দার। ওই গৃহবধূকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিসি জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা খুনের কথা স্বীকার করেছে বলে খবর। ছোট হওয়ার সুবাদে বেশি ভালোবাসা পায় খুদে, সেই হিংসা থেকেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছে পুলিস।
2023-12-02 12:52:03টাকার বদলে প্রশ্ন কাণ্ডে আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হবে লোকসভায়। আজই সংসদের নিম্নকক্ষ সিদ্ধান্ত নেবে মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা। যদিও বিরোধীদের তরফে এই প্রক্রিয়াকে লোকদেখানো বলে কটাক্ষ করা হয়েছে আগেই। লোকসভার অধিবেশনের আগে স্পিকার ওম বিড়লাকে এই বিষয় নিয়ে চিঠি লিখলেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাস কোনও অন্যায় হবে না।’
বহরমপুরের এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার দুপুরে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের (কাঞ্চন) একটি পাঠাগারের অনুষ্ঠানে হাজির হওয়ার কথা রয়েছে তাঁর। এদিন সকালে কলকাতা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে তিনি বহরমপুর স্টেশনে নামেন।
হোটেলে নিয়ে গিয়ে প্রেমিকাকে খুনের পর তাঁর নিথর দেহ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্ট করল যুবক। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর চেন্নাইয়ে। অভিযোগ, ২০ বছরের ফৌসিয়াকে খুনের পর হোটেল থেকে বেরিয়ে যায় তাঁর প্রেমিক আশিক। তার আগে ফৌসিয়ার মৃতদেহের ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয় সে। প্রথমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের সূত্রে অভিযোগ আসে পুলিসের কাছে। এরপর চেন্নাইয়ের বিভিন্ন লজ ও হোটেলে শুরু হয় তল্লাশি। অবশেষে একটি হোটেলে ওই যুবতীর মৃতদেহ পাওয়া যায়। হোটেলটির কাছেই একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আশিককে। তাঁরা দুজনের কেরলের কোল্লামের বাসিন্দা। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও তাঁরা গোপনে বিয়ে করেছিলেন বলে জানতে পেরেছে পুলিস।
2023-12-02 11:02:33সূর্যের অভিমুখে যাত্রা সম্পন্ন করল ইসরোর আদিত্য এল-১ স্যাটেলাইট। আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির তরফে জানানো হয়েছে, আদিত্যে থাকা অ্যাসপেক্স (আদিত্য সোলার উইন্ড পার্টিকাল এক্সপেরিমেন্ট) তার কাজ শুরু করে দিয়েছে। স্যাটেলাইটে থাকা পেলোডের আরও একটি যন্ত্র সচল করা হয় আজকে। সব যন্ত্রগুলি ইতিমধ্যেই সূর্য থেকে রিডিং নেওয়া শুরু করেছে।
2023-12-02 10:41:49আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সিগন্যালের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পুলিস কর্মীদের জন্য এবার আদর্শ আচরণবিধি তৈরি করল লালবাজার। যাতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অফিশিয়াল বিষয় জানানো যাবে না। কোনও পুলিসকর্মী এই নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে লালবাজার। স্বভাবতই লালবাজারের এই ‘ফতোয়া’ ঘিরে নিচুতলার পুলিস কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
2023-12-02 10:10:00সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আজ সকাল ৯টা ৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস্যস্থল বাংলাদেশের কুমিল্লা বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। যার প্রভাব মালদহ, দক্ষিণ দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গেই টের পাওয়া গিয়েছে। এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। জানা গিয়েছে, তার জন্য মোট ১১৬৬ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। নিলামে বিশেষভাবে নজরে থাকবেন সদ্যসমাপ্ত বিশ্বকাপে সফল খেলোয়াড়রা। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্কের নুন্যতম দাম ২ কোটি টাকা। স্মিথ, ইংলিশ ও হ্যাজলউডও এই তালিকায় আছেন। নিউজিল্যান্ডের তরুণতুর্কি রাচীন রবীন্দ্রের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা
2023-12-02 10:00:00শীতের কামড় সারা দেশেই কম হবে। এমনই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ও বৃষ্টির পূর্বাভাস প্রকাশ করা হয়েছে শুক্রবার। শীতের তীব্রতা চিহ্নিত করা হয় সর্বনিম্ন তাপমাত্রা দিয়ে। পূর্বাভাসে বলা হয়েছে, এইসময়ে দেশের সব স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। শৈত্যপ্রবাহের দিন স্বাভাবিকের তুলনায় কম হবে বলেও এবারের পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কম হলে, সেটাকে ‘শৈত্যপ্রবাহ পরিস্থিতি’ বলা হয়। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নেমে যাওয়া এবং শৈত্যপ্রবাহের সংখ্যা হ্রাস, শীতের তীব্রতা কমারই ইঙ্গিত করছে।
বিশ্বেজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণায়ন একটি বড় ইস্যু। ২০১৬ সালের রেকর্ড ভেঙে দিয়ে, চলতি বছরই (এখনও পর্যন্ত) ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ’ বলে চিহ্নিত হতে চলেছে। এমন ইঙ্গিত দিচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। অক্টোবর পর্যন্ত বছরের প্রতিটি মাস অধিক তাপমাত্রার নিরিখে রেকর্ড করেছে। নভেম্বরেও দেখা যাচ্ছে, শীতের মাত্রা পশ্চিমবঙ্গসহ গোটা দেশে কম। তবে আবহাওয়াবিদরা বলছেন, এবার শীত কম পড়ার সঙ্গে উষ্ণায়নের কোনও সম্পর্ক নেই। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, এল নিনো পরিস্থিতি থাকার জন্য এবার শীত কিছুটা কম পড়তে পারে। এল নিনো পরিস্থিতিতে পশ্চিম হিমালয় ও সংলগ্ন এলাকায় বছরে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আসে। কম সময়ের ব্যবধানে একের পর এক ঝঞ্ঝার আগমন, তাপমাত্রা হ্রাসে বাধা দেবে। পশ্চিমী ঝঞ্ঝা প্রবাহিত হওয়ার সময় উত্তর ও পূর্ব ভারতের সমতল এলাকায় তাপমাত্রা বেড়ে যায়। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডা নিয়ে আসে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শীঘ্রই পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমে। ৪ ডিসেম্বর, সোমবার সেই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর চেন্নাই উপকূলের কাছাকাছি কোনও অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সন্দীপ ভাঙ্গা রেড্ডি পরিচালিত ‘অ্যানিমাল’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার। ‘অ্যানিমাল’ দেখে বেরিয়ে এসে স্বামী রণবীর কাপুরের জন্য গলা ফাটান আলিয়া ভাট। বলেন, ‘দারুণ ছবি’। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রণবীরের মা নীতু সিং (কাপুর), আলিয়ার বাবা মহেশ ভাট। তবে প্রিমিয়ারে ছবির নায়িকা রশ্মিকা মন্দানার সঙ্গেই সময় কাটিয়েছেন রণবীর। অন্যদিকে, ছবির পরিচালক সন্দীপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আবার রণবীরের সঙ্গে কাজ করতে চান। শাহরুখ খানের প্রসঙ্গে সন্দীপ বলেছেন, ‘আমি ওঁর বড় ভক্ত। অ্যানিমালের শ্যুটিং চলাকালীন গোটা টিম বসে পাঠান দেখেছি। জওয়ানও দেখেছি। শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পেলে, তা অবশ্যই করব।’
2023-12-02 09:50:00শুক্রবার কলকাতায় সোনার দাম নতুন করে বাড়েনি ঠিকই। কিন্তু রুপোর দর এক লাফে বেড়েছে অনেকটা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন শহরে ১০ গ্রাম খুচরো পাকা সোনার ২৪ ক্যারেটের দাম উঠেছিল ৬৩ হাজার ৪৫০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০০ টাকা কম। তবে কলকাতায় এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ৭৬ হাজার ৯০০ টাকা। অর্থাৎ ৭৭ হাজারের গন্ডি ছুঁয়ে ফেলা এখন স্রেফ সময়ের অপেক্ষা। রুপোর বাটের কেজি প্রতি দর যায় ৭৬ হাজার ৮০০ টাকা করে। অথচ বুধবারই তা ছিল ৭৬ হাজার টাকা। অর্থাৎ, দু’দিনের মধ্যে কেজি প্রতি ৮০০ টাকা বেড়েছে রুপোর দাম। সোনা ও রুপোর দামের এই দোলাচল আপাতত বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
2023-12-02 09:42:44‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য জোর করা হয়েছিল ইসলাম ধর্মাবলম্বী এক বৃদ্ধকে। রাজি না হওয়ায় তাঁর উপর চলল অকথ্য অত্যাচার। কর্ণাটকের কোপ্পা জেলার গঙ্গাবতীতে ২৫ নভেম্বর রাতে অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। দু’জন বাইক আরোহী এসে তাঁর গন্তব্য জানতে চান। গঙ্গাবতী যাবেন শুনে তাঁকে পৌঁছে দেওয়ার কথা বলেন। এক নির্জন জায়গায় এসে বাইক থামায় অভিযুক্তরা। শ্রীরামের নামে জয়ধ্বনি দেওয়ার ‘নির্দেশ’ দেন। রাজি না হলে বৃদ্ধকে মারধর করা হয়।
2023-12-02 09:30:00বৃহস্পতিবার সকালে সাইকেল ও চিঠি ভর্তি ব্যাগ স্কুলের সামনে রেখে রহড়া মিশন হাইস্কুলে ঢুকেছিলেন এক পিয়ন। বেরিয়ে দেখেন দু’টি ব্যাগ সহ সাইকেল উধাও। আতান্তরে পড়েন রহড়া পোস্ট অফিসের ওই পিয়ন রথীন্দ্রনাথ ঘোষ। পুলিস অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাতেই সঞ্জীব রাজবংশী নামের যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি রহড়ার জ্যোতি কলোনি। ধৃতের কাছ থেকে পুলিস চুরি যাওয়া সাইকেল ও ব্যাগ ভর্তি চিঠি ও কাগজ উদ্ধার করেছে।
2023-12-02 09:20:00তামিলনাড়ুতে ২০ লক্ষ টাকার ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক ইডি আধিকারিক। ধৃতের নাম, অঙ্কিত তিওয়ারি। এক সরকারি আধিকারিকের থেকে ঘুষ নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
2023-12-02 09:04:55ঘুচল লিঙ্গ বৈষম্য! জাতীয় নৌসেনা দিবসের প্রাক্কালে বাহিনীর মহিলা সদস্যদের জন্য সুখবর। এই প্রথম নৌবাহিনীতে কমান্ডিং অফিসার হিসেবে কোনও মহিলাকে নিয়োগ করা হল। নারীশক্তির সার্বিক অগ্রগতির ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ। এর আগে বাহিনীর যে কোনও পদে মহিলাদের নিয়োগের পক্ষে মত দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। সেই নীতি মেনেই মহিলা কমান্ডিং অফিসার নিয়োগ করা হল বলে জানিয়েছেন নেভির চিফ অ্যাডমিরাল আর হরি কুমার। তিনি আরও জানান, ভারত মহাসাগরে চীনের বাড়বাড়ন্ত রুখতে সক্রিয় রয়েছে নৌবাহিনী। ইতিমধ্যেই দেশে মহিলা অগ্নিবীরের সংখ্যা হাজার ছাড়িয়েছে, সেকথাও উল্লেখ করেন নৌসেনা প্রধান।
2023-12-02 08:52:35এবার উত্তরবঙ্গে বসতে চলেছে বাণিজ্য সম্মেলনের আসর। আগামী সাত ডিসেম্বর সকাল ১১টা থেকে শিলিগুড়ির কাওয়াখালি বিশ্ববাংলা শিল্পী হাটে হবে এবছরের ‘নর্থ বেঙ্গল বিজনেস মিট’। সেখানে উত্তরবঙ্গের আট জেলার ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পর্যটন, কৃষি, ক্ষুদ্র শিল্প ইত্যাদি নানা ক্ষেত্রে বিনিয়োগ টানতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। মিটে উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য দপ্তরের পদস্থ কর্তারাও।
2023-12-02 08:50:00জল-স্থল-অন্তরীক্ষে বা বিদেশের চোখধাঁধানো জায়গায় বিয়ের আয়োজন করে চমক দিয়েছেন আম আদমি থেকে সেলিব্রিটি অনেকেই। তবে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে মালাবদল, একেবারেই ব্যতিক্রমী ঘটনা। এমনই কাণ্ড ঘটিয়েছেন এক যুগল। চলন্ত ট্রেনে ভিড় সামলে একটুখানি জায়গা খুঁজে সেরে ফেলেছেন বিয়ে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও। দেখা যাচ্ছে, প্রথমে সিঁদুর দান করা হয়। তারপর কনেকে মঙ্গলসূত্র পরান এক যুবক। শেষে মালা বদল করেন তাঁরা। যদিও এই ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। জানা যায়নি দম্পতির পরিচয়ও।
2023-12-02 08:40:00আজ, শনিবার সকাল ১০টার পর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশে পরিস্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে। ধাপা জয়হিন্দ জল প্রকল্পে কিছু জরুরি মেরামতি এবং পাইপলাইনের ছিদ্র সারাইয়ের জন্য পরিষেবা ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। কাল, রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে। পুরসভা জানিয়েছে, পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, ট্যাংরা, চায়না টাউন, আড়ুপোতা, দুর্গাপুর, বাঘা যতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক ইত্যাদি এলাকায় এদিন সকাল ১০টার পর থেকে পানীয় জল মিলবে না। ৭, ১০, ১১ ও ১২ নম্বর বরোর কমবেশি ১৮টি ওয়ার্ড রয়েছে এই তালিকায়।
2023-12-02 08:39:29১৮৮১: কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কসের মৃত্যু
১৮৮৮: গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষিতিমোহন সেনের জন্ম
১৮৯৮: প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক যিনি প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন, সেই ইন্দ্রলাল রায়ের জন্ম
১৯১৮:কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯২৫: বিশিষ্ট অভিনেতা সন্তোষ দত্তর জন্ম
১৯৪২: বিশ্বের প্রথম আণবিক চুল্লি পরীক্ষামূলক ভাবে শুরু হয় শিকাগোতো
১৯৫৯: অভিনেতা বমান ইরানীর জন্ম
১৯৭৬: কিউবার প্রেসিডেন্ট হলেন ফিদেল কাস্ত্রো
১৯৮৪: ভোপাল গ্যাস দুর্ঘটনায় কমপক্ষে আড়াই হাজার মানুষের মৃত্যু
১৯৮৮: পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো
১৯৮৯: ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হলেন ভিপি সিং
১৯৯১: কথাসাহিত্যিক বিমল মিত্রের মৃত্যু
আরও একটি পড়ুয়া আত্মহত্যা করল রাজস্থানের কোটায়। এই নিয়ে চলতি বছরে পড়ুয়া মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯। প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং হাব নামে পরিচিত কোটায় একের পর এক ছাত্র মৃত্যু প্রশাসনেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বুধবার ২১ বছরের নিট পরীক্ষার্থী তরুণী তাঁর হস্টেলের সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। মৃতার নাম নিশা যাদব (২১)। বাড়ি উত্তরপ্রদেশে। পুলিস জানিয়েছে, নিশার ঘরে থাকা ফ্যানে কোনও ‘অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইস’ ছিল না। পড়ুয়া মৃত্যু আকটাতে যা বাধ্যতামূলক করা হয়েছে কোটার সমস্ত হস্টেলে।
2023-12-02 08:15:00মেষ: স্বার্থান্বেষী আত্মীয়/ বন্ধুদের হিংসা বাড়তে পারে।
বৃষ: কর্মস্থলে সাফল্যের ধারাও অব্যাহত থাকবে।
মিথুন: প্রাপ্য টাকা অনাদায়ে মনে অস্থিরভাব।
কর্কট: অর্থলাভ ও সঞ্চয় যোগ।
সিংহ: পাওনা অর্থ আদায়ে দিনটি অনুকূল।
কন্যা: ব্যবসায়িক ও পেশাদারি কর্মে শুভ ফল লাভের সম্ভাবনা।
তুলা:কাজকর্মে অগ্রগতি ও কর্মে আনন্দলাভের যোগ।
বৃশ্চিক: ব্যবসায় বেচাকেনা ও লাভ বাড়বে।
ধনু: জমি/ গৃহাদি কেনা বা বেচায় লাভের অঙ্ক বাড়বে।
মকর: সাংগঠনিক কর্মে সাফল্য ও প্রশংসাপ্রাপ্তি।
কুম্ভ: শেয়ার থেকে ধনাগম যোগ প্রবল।
মীন: আইনি কর্মে সাফল্য ও সুনাম।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
৩ ডিসেম্বর অন্য চারটি রাজ্যের সঙ্গে মিজোরামের ভোটগণনার কথা থাকলেও, তা একদিন পিছিয়ে গেল। আজ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, একদিন পর, অর্থাৎ ৪ ডিসেম্বর উত্তর-পূর্বের এই রাজ্যটির ভোটগণনা করা হবে। মূলত রবিবার গণনার দিন থাকায় তা নিয়ে আপত্তি তুলেছিল রাজ্যের কয়েকটি সংগঠন। মিজোরাম এনজিও কোঅর্ডিনেশন কমিটির মতো সংস্থাগুলি দাবি তুলেছিল, যেহেতু খ্রিস্টানদের উপাসনার জন্য রবিবার বিশেষ গুরুত্বপূর্ণ, তাই অন্যদিন হোক গণনা। সেই দাবি মেনেই গণনার দিন পিছনোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে ১৮ বিল পেশের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তালিকাভুক্ত ওই বিলগুলির মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ বিল। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে অধিবেশন চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। লোকসভা সচিবালয়ের তরফে একটি বুলেটিন প্রকাশ করে একথা জানানো হয়। তাতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রতিনিধিত্ব বাড়াতে কাশ্মীরি আশ্রিতদেরও এবার জায়গা দেওয়া হবে। কাশ্মীর ছাড়াও শীতকালীন অধিবেশনে আর্থিক বরাদ্দ থেকে শুরু করে ভোট প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
2023-12-01 16:14:38আট বা তার বেশি সন্তানের জন্ম দিন। রাশিয়ার মহিলাদের আর্জি জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৯০ সাল থেকে রাশিয়ায় জন্মহারে ঘাটতি দেখা যায়। এরপরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৩ লক্ষাধিক রাশিয়ানদের প্রাণ খোয়া গিয়েছে। তাই জনসংখ্যা বেশ খানিকটাই কমে গিয়েছে। আগামী দশকে জনসংখ্যা বৃদ্ধি করাই মূল টার্গেট বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
2023-12-01 15:54:32গঙ্গা জলে আম্বেদকরের মূর্তির পাদদেশ ধুয়েছে বিজেপি। যার ফলে দলিতদের অপমান করা হয়েছে। সেই ঘটনার জেরে আগামী কাল, শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদ দেখাবে তৃণমূল কংগ্রেস।
আম্বেদকরের মূর্তির পাদদেশ চত্বর কার্যত এবার নিয়ন্ত্রণে চলে গেল বিধানসভার মহিলা নিরাপত্তারক্ষীদের হাতে। বিধানসভার ইতিহাসে প্রথমবার ঘটল এই ঘটনা। টানা তিন দিন ধরে ওই জায়গাতেই ধর্না দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল, বৃহস্পতিবার যা শেষ হয়ে গিয়েছে। তারপর আজ, শুক্রবার বিজেপি বিধায়করা গঙ্গা জল এবং গামছা নিয়ে গিয়ে আম্বেদকরের মূর্তির পাদদেশ চত্বর পরিষ্কার করেন। এরপরই বিশৃঙ্খলা এড়াতে বিধানসভার মহিলা নিরাপত্তারক্ষীরা মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছেন।
‘মাই আধার’ পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার সংক্রান্ত নথি ‘আপডেট’ করার সুযোগ আর দু’সপ্তাহ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর ঘোষণা অনুযায়ী বিনামূল্যে এই পরিষেবা পাওয়ার সময়সীমা ছিল ১৪ সেপ্টেম্বর। পরবর্তীকালে তা আরও তিন মাস বাড়ানো হয়। নতুন সময়সীমা ধার্য হয় চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত। তবে বিনামূল্যের এই পরিষেবা পাওয়া যাবে একমাত্র মাই আধার পোর্টালেই, জানিয়েছে ইউআইডিএআই।
2023-12-01 13:59:07কয়েকদিন ধরেই বিধানসভা চত্বরে তুমুল হট্টগোল করেন বিজেপি বিধায়করা। তাতে বিধানসভার স্বাভাবিক কাজকর্ম নষ্ট হয়। বিধানসভার গরিমাও নষ্ট হয়েছে। সেই বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগ করেন তৃণমূল বিধায়করা। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। আজ, শুক্রবার তিনি জানিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া বিধানসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। একই সঙ্গে বিধানসভার অধিবেশন শেষ হলে বেরিয়ে যেতে হবে বিধায়কদের। তাঁর বিশেষ অনুমতি ছাড়া কোনও বিধায়কই বিধানসভায় থাকতে পারবেন না।
রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতে বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিধানসভায় পাশ হওয়া বিলে সই করছেন না রাজ্যপাল আর এন রবি। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। সেই মামলার শুনানিতে বেশ কিছু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ, শুক্রবার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, অচলঅবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্যপালকে। সেই বৈঠকেই যাবতীয় সমস্যার সমাধান করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্যপালের কাছে তিনটি পথ খোলা রয়েছে। এক, বিধানসভায় পাশ হওয়া সমস্ত বিলে তিনি সম্মতি জানাতে পারেন। দুই, অনুমতি আটকে রাখতে পারেন ও তৃতীয় বিলগুলি রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করতে পারেন।
2023-12-01 13:27:26পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ ডিসেম্বর খেজুরিতে বিজেপির সভা রয়েছে। তবে এই সভার অনুমতি দেওয়া নিয়ে প্রথম থেকেই প্রশাসনিক জটিলতা তৈরি হয়। ২ ডিসেম্বর সভা করার জন্য অনেক আগেই আবেদন করা হয় বলে দাবি বিজেপির। কিন্তু পুলিসের তরফে এই সভার অনুমতি দেওয়া কিংবা খারিজ কোনও পদক্ষেপই করা হয়নি। সেই কারণে মামলা দায়ের হয়। আজ, শুক্রবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। বিচারপতি বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছেন।
কয়েক ঘণ্টা বাদেই মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত দুই পক্ষই। এদিকে ছত্তিশগড়ের রায়পুরের যে স্টেডিয়ামে খেলা হবে তাকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে, রায়পুরের ওই মাঠে নেই কোনও বিদ্যুৎ সংযোগ। ২০০৯ সাল থেকে বিদ্যুতের বিল দেয়নি কর্তৃপক্ষ। তাই পাঁচ বছর আগেই ওই স্টেডিয়ামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ৩.১৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সাময়িকের জন্য বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। যা কেবলমাত্র ম্যাচের সময়টুকুতেই থাকবে। তবে ওই বিদ্যুৎ সংযোগের ফলে শুধুমাত্র দর্শকাসন ও গ্যালারিতে যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। মাঠের ফ্লাডলাইটের জন্য আলাদা করে জেনারেটর ভাড়া করতে হচ্ছে। যেহেতু রাতের ম্যাচ তাই বিদ্যুতের চাহিদা থাকবেই। তবে দুই দেশের এত বড় ম্যাচে কেন এই চরম অব্যবস্থা? সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
2023-12-01 13:05:00দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন বেন স্টোকস। সদ্যসমাপ্ত ওডিআই বিশ্বকাপেও সেভাবে বল করতে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। বৃহস্পতিবার স্টোকসের হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে। খবরটি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। হাসপাতালের সামনে ক্রাচ হাতে ছবি পোস্ট করে বেন স্টোকস ক্যাপশনে লিখেছেন, ‘অস্ত্রোপচার ভালোই হয়েছে। এবার রিহ্যাবের পালা।’
2023-12-01 12:48:00ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই আনন্দে আত্মহারা হয়েছিলেন প্যাট কামিন্স থেকে ম্যাক্সওয়েলেরা। তার মাঝেই একটি বিতর্কিত ছবি দিয়ে বিপাকে পড়ে যান মিচেল মার্শ। সোশ্যাল মিডিয়া জুড়ে ধেয়ে আসে সমালোচনা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল বিশ্বকাপের ট্রফির উপর পা তুলে বসে রয়েছেন মার্শ। এতদিন পর সেই বিষয়ে মুখ খুলে অজি তারকা বলেছেন, ‘এই ছবিতে অসম্মানের কিছু তো খুঁজে পাচ্ছি না। আমি এত কিছু ভেবে এটা করিনি। সোশ্যাল মিডিয়াতে আমার ছবি নিয়ে কী হয়েছে সেই ব্যাপারেও খুব একটা বেশি কিছু জানি না। এই ঘটনা নিয়ে মাতামাতি করার মতো তেমন কিছুই নেই।’
ফের দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। ২২ টাকা ৫০ পয়সা করে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হয়েছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে নয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শুক্রবার পয়লা ডিসেম্বর থেকেই গোটা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে। ২২ টাকা ৫০ পয়সা দাম বৃদ্ধি পাওয়ায় কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯০৮ টাকা। প্রসঙ্গত, গত অক্টোবরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০৩ টাকা ৫০ পয়সা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। নভেম্বরের গোড়াতেও তা ফের বাড়ানো হয় ১০৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দুমাসের মধ্যে ৩০০ টাকার বেশি বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এরপর আচমকাই গত ১৬ নভেম্বর থেকে ৫৭.৫ টাকা কমানো হয় দাম। কিন্তু আবার ১৫ দিনের মাথায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোয় রীতিমতো ক্ষুব্ধ গ্রাহকরা। তবে গৃহস্থের কাজে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।
স্কুলে বোমা রয়েছে। ই-মেলে এমনই খবর পেয়ে ১৩ টি স্কুল খালি করে দিল পুলিস। আজ, শুক্রবার এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। প্রত্যেকটি স্কুলে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি। ওই ই-মেলটি ভুয়ো বলেই ধারণা পুলিসের।
2023-12-01 10:52:59বৃহস্পতিবার আরও একটু দাম চড়ল সোনার। তার জেরে দামের নয়া রেকর্ড স্থাপন হল কলকাতায়। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, শহরে এদিন ১০ গ্রাম খুচরো পাকা সোনার ২৪ ক্যারেটের দাম উঠেছিল ৬৩ হাজার ৫৫০ টাকা। বুধবারের তুলনায় যা ৫০ টাকা বেশি। এদিন ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনার ১০ গ্রামের দর ছিল ৬০ হাজার ৪৫০ টাকা। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দরও। এক কেজি খুচরো রুপোর দাম বৃহস্পতিবার ছিল ৭৬ হাজার ৫০০ টাকা। একদিনের মধ্যে তা বাড়ল ৪০০ টাকা। সোনা ও রুপোর দামের এই অস্থিরতা আপাতত চলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
2023-12-01 10:46:23ক্যানিংয়ে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক যুবতী। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গ্রেপ্তার ১।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটির জেরে বঙ্গে বাধা পাচ্ছে শীত। তাই আপাতত থমকে রয়েছে উত্তুরে হাওয়া। যার ফলে বাড়ছে তাপমাত্রা। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, শুক্রবার আকাশ মূলত থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি।
ধর্মীয় বিষয়ে নিন্দামূলক পোস্ট করায় শ্রীনগরে আপাতত বন্ধ করে দেওয়া হল নিট ( দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) কলেজ। এমনকী পড়ুয়াদের ওই কলেজের ক্যাম্পাস দ্রুত খালি করে দেওয়ারও নির্দেশ জারি করা হয়েছে। শুধুই শ্রীনগর নিট নয়, কাশ্মীরের একাধিক ডিগ্রি কলেজেও একই নির্দেশ জারি করা হয়েছে। ওই সমস্ত কলেজে আগামী কাল থেকে অনলাইনে ক্লাস করানো হবে।
2023-12-01 10:28:00কিছুদিন আগেই কন্যা শ্বেতাকে ৫০ কোটি টাকার প্রতীক্ষা বাংলোটি উপহার স্বরূপ দান করেছেন অমিতাভ বচ্চন। সূত্রের খবর, বিগ বি এবার তাঁর সম্পত্তির সবটাই দুই সন্তানের মধ্যে ভাগাভাগি করে দিতে চান। অমিতাভের বর্তমান সম্পত্তির পরিমাণ ৩১৬০ কোটি টাকা। যা অভিষেক ও শ্বেতার মধ্যে ভাগাভাগি হলে, দু’জনেই পেতে পারেন প্রায় ১৬০০ কোটি টাকা করে।
2023-12-01 10:14:32পছন্দ মতো খাবার নেই। পূরণ হয়নি আবদার। ক্ষোভে রাঁধুনির গায়ে ফুটন্ত তেল ঢেলে দিল বরের আত্মীয়রা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদাউন জেলায়। গুরতর জখম হয়েছেন ওই রাঁধুনি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিস।
খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় তদন্ত করবে ভারত। এই সিদ্ধান্তে খুশি আমেরিকা। মার্কিন নাগরিক তথা ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান পান্নুনকে খুনের ছকের নেপথ্যে রয়েছেন নিখিল গুপ্তা নামে এক ভারতীয় আধিকারিক। তাঁকে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করে, প্রত্যর্পণ চুক্তির অধীনে ইতিমধ্যেই আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়ে ভারতের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেওয়ায় সন্তুষ্ট আমেরিকা। এই বিষয়ে তেল আভিভ থেকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ‘ভারত সরকারের এই পদক্ষেপ ভালো এবং যুক্তিযুক্ত। আমরা তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছি। একটি আইনি বিষয় জড়িয়ে রয়েছে। তাই বেশি কিছু বলতে পারব না। তবে এটা আমি বলতে পারি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গত এক সপ্তাহ ধরে আমরা ভারত সরকারকে বিষয়টি লাগাতার জানাচ্ছি।’
‘কপ-২৮’-এর বৈঠকে যোগ দিতে দুবাই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহু রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন এই সম্মেলনে। বিশ্ব উষ্ণায়ন রোখার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই বৈঠকেই উদ্বোধনী ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে দুবাইতে রওনা দিয়েছিলেন তিনি। আর সেখানে পৌঁছতেই মোদিকে ঘিরে প্রবাসী ভারতীয়দের উন্মাদনা চোখে পড়েছে। প্রবাসী ভারতীয়দের ‘মোদি, মোদি’, এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে দেখা যায়। এমনকী, ‘আব কি বার, মোদি সরকার’ এবং ‘আব কি বার ৪০০ পার’ এই শ্লোগানও দিতে দেখা যায়। যাতে আপ্লুত হয়ে পড়েন মোদি। এক্সে তিনি লেখেন, ‘দুবাইয়ে উষ্ণ অভ্যর্থনা এবং প্রবাসী ভারতীয়দের প্রাণবন্ত সংস্কৃতি, দুই দেশের শক্তিশালী বন্ধনের প্রমাণ। পৃথিবীকে আরও ভালো গ্রহ হিসেবে গড়তে চায় ভারত। তাই আসন্ন শীর্ষ সম্মেলনের কার্যক্রমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
2023-12-01 09:17:00১৫ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার শিবির। সূত্রের খবর, শিবিরে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তার পরের ১৫ দিনে পরিষেবা প্রদানের কাজ শেষ করা হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ, গ্রামীণ রাস্তা এবং শৌচাগার তৈরির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের তথ্য সংগ্রহের কাজও মিশন মোডে করতে বলা হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যজুড়ে আজ আইএএস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ব্যাচের উদ্বোধন হবে ভার্চুয়াল মাধ্যমে।
2023-12-01 08:56:57আগামী রবিবার কলকাতা পুলিসের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা। সেদিন কয়েক লক্ষ আবেদনকারীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই বিরাট সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে নর্থ-সাউথ করিডরে স্পেশাল মেট্রো পরিষেবা দেবে ভারতীয় রেল। সাধারণত রবিবার ছুটির দিনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হয় সকাল ৯টায়। তবে আগামী পরশু পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দু’ঘণ্টা আগে আপ ও ডাউনে দু’টি করে মোট চারটি স্পেশাল মেট্রো পরিষেবা চলবে। ররিবার সকাল ৭টায় ‘এগজাম স্পেশাল’ প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। ১৫ মিনিটে পর অর্থাৎ সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় স্পেশাল রেকটি প্রান্তিক দুই স্টেশন থেকে যাত্রা করবে। তবে তারপর অবশ্য মেট্রো পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। তারপর ফের সকাল ৯টা থেকে অন্য রবিবারের মতো স্বাভাবিক ছন্দে চলবে কলকাতার ‘লাইফ লাইন’। আগামী রবিবার দিনের প্রথম পরিষেবার সময়সূচি বদল হলেও দিনের শেষ পরিষেবা অপরিবর্তিতই থাকবে। কবি সুভাষ স্টেশন থেকে অন্য রবিবারের মতোই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে যাত্রীরা রাত ৯টা ২৮ মিনিটে শেষ মেট্রো পরিষেবা পাবেন। রাজ্য প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ এই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
2023-12-01 08:53:38বিশ্ব এইডস দিবস
১৭৬১: মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর জন্ম
১৯৩২: ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক অদ্রীশ বর্ধনের জন্ম
১৯৫৪: সমাজকর্মী মেধা পাটেকরের জন্ম
১৯৫৫: বিশিষ্ট সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের জন্ম
১৯৫৯: বিশিষ্ট পারকাসানিস্ট শিবমণির জন্ম
১৯৬৩: ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষিত হল নাগাল্যাণ্ড
১৯৬৪: বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী জে বি এস হ্যালডেনের মৃত্যু
১৯৬৫: প্রতিষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)
১৯৭৪: স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালিনীর মৃত্যু
১৯৮০: ক্রিকেটার মহম্মদ কাইফের জন্ম
১৯৯৭: বিহারের লক্ষ্মণপুর-বাথে অঞ্চলে ৬৩জন নিম্নবর্গীয়কে খুন করল রণবীর সেনা
১৯৯৯: গায়ক শান্তিদেব ঘোষের মৃত্যু
বিয়ের দিনক্ষণ ঠিক। শেষমুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হন বর। ভর্তি হতে হয় হাসপাতালেও। কিন্তু, সাত পাকে বাধা পড়ার ক্ষেত্রে অসুস্থতাকে বাধা হতে দিলেন না যুগল। হাসপাতালেই বিয়ে সারলেন তাঁরা। গাজিয়াবাদের ম্যাক্স হাসপাতালেই সমস্ত আয়োজন করা হয়েছিল। গত ২৭ নভেম্বরের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের একটি ওয়ার্ডকেই বিয়ের আসরে পরিণত করা হয়েছিল। সেজেগুজে সেখানে হাজির হন কনে। তৈরি ছিলেন বরও। রীতি মেনে মঙ্গলসূত্র পরিয়ে দেন তিনি।
2023-12-01 08:33:00রাজ্যে আরও দু’টি ‘মুক্ত’ সংশোধনাগার তৈরি হতে চলেছে। একটি হল মালদহে, অন্যটি হুগলিতে। বৃহস্পতিবার কারামন্ত্রী অখিল গিরি এ কথা জানিয়েছেন। কারাদপ্তর সূত্রের খবর, রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার রয়েছে। সেগুলি হল লালগোলা, দুর্গাপুর, মেদিনীপুর এবং রায়গঞ্জ সংশোধনাগার। এই চারটি মুক্ত জেলে বর্তমানে বন্দির সংখ্যা রয়েছে প্রায় ৫০০। বন্দির সংখ্যা বাড়তে থাকার কারণেই মুক্ত সংশোধনাগারের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2023-12-01 08:28:00ওড়িশায় দেখা মিলল বিরল প্রজাতির কালো লেপার্ডের। রাজ্যে বাঘ্রসুমারি চলছে। তারমধ্যেই এই তথ্য বন্যপ্রেমীদের জন্য খুশির খবর বলে মনে করা হচ্ছে। প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট (পিসিসিএফ) সুশান্ত নন্দ জানিয়েছেন, বাঘের সংখ্যা জানতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রচুর ক্যামেরা লাগানো হয়েছে। তাতেই ওই লেপার্ডের ছবিটি ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিরল প্রজাতির ওই বন্যপ্রাণীর ছবি শেয়ার করেছেন নন্দ। তবে কোথায় দেখা গিয়েছে, লেপার্ডটির সুরক্ষার কারণে তা গোপন রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ন্যাশনাল পার্কে একটি কালো বাঘের দেখা মিলেছিল।
2023-12-01 08:22:00মেষ: ব্যবসার প্রসার ও অর্থকড়ি প্রাপ্তি যোগ প্রবল।
বৃষ: একাধিক সূত্রে মোটা অঙ্কে উপার্জনের সম্ভাবনা।
মিথুন: ডাক্তার, উকিলদের পেশার উন্নতি।
কর্কট: বন্ধুর পরামর্শে কুপথে চালিত হতে পারেন।
সিংহ: আর্থিক ও বিদ্যাক্ষেত্র অনুকূল।
কন্যা: উচ্চ শিক্ষা ও গবেষণায় উন্নতি।
তুলা: প্রেম-প্রণয় যোগ আছে।
বৃশ্চিক: বিদ্যায় উন্নতি।
ধনু: উচ্চ শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য উন্নতি।
মকর: ব্যবসা ও পেশায় উপার্জন বাড়বে।
কুম্ভ: কর্মে ব্যস্ততা ও পরিশ্রম বৃদ্ধি।
মীন: পারিবারিক ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওঠা র্যাগিংয়ের অভিযোগের তদন্তে আজ, শুক্রবার বৈঠকে বসবে অ্যান্টি র্যাগিং স্কোয়াড। স্নাতকোত্তরের এক ছাত্র র্যাগিংয়ের অভিযোগ তুলে মেইন হস্টেল ছেড়েছেন। বুধবার সেই অভিযোগ নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। তার জেরেই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় গতি আনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি পাঠিয়েছে যাদবপুরের শিক্ষক সমিতি জুটা। তাদের দাবি, স্থায়ী উপাচার্য না থাকার ফলে অ্যাকাডেমিক বিষয়, গবেষণা ছাড়াও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। যেহেতু সার্চ কমিটি গঠন করে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন, তাই তাঁকে এই অনুরোধ করেছে জুটা।
2023-12-01 08:15:00সরকারি হাসপাতালে বিদ্যুত্ বিভ্রাট। ভেন্টিলেটর বন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী। এমনই অভিযোগ উঠেছে তামিলনাড়ুর থিরুভারুর সরকারি হাসপাতালে। অমরাবতী নামে ওই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। তাদের দাবি, বিদ্যুত্ বিভ্রাটের ফলে ভেন্টিলেটর বন্ধ হয়ে যায়। ওয়ার্ডে বিকল্প ব্যবস্থাও ছিল না। অভিযোগ খারিজ করলেও মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম বিদ্যুত্ বিভ্রাটের কথা মেনে নিয়েছেন। তবে এর জন্য রোগীর মৃত্যু হয়নি বলে তাঁর দাবি।
2023-12-01 08:13:00ইতিহাস গড়ল উগান্ডা। পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে এবার কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে নাম লেখাল উগান্ডা। আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার পর্বে উগান্ডা ছয় ম্যাচের মধ্য়ে পাঁচ ম্য়াচ জিতে, শীর্ষ স্থানে শেষ করেছে। উগান্ডা বিশ্বকাপের মূলপর্বে ওঠায় শেষ হয়ে গেল জিম্বাবোয়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন। কুড়ি নম্বর তথা শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটল উগান্ডা।
2023-11-30 17:55:54ফের বিতর্কে বিজেপি। আজ ফের জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনা ঘটালেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আজ জাতীয় সঙ্গীত চলাকালীন বিজেপি থালা বাজিয়ে কর্মসূচি করে। এই ঘটনার পর বিজেপি বিধায়কদের জেলে যাওয়া উচিৎ বলে দাবি করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
2023-11-30 17:28:43দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ-শুভশ্রী। আজ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর ইউভান এবার থেকে হল বড় দাদা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। এদিন শুভশ্রীর সন্তান হওয়ার খবর টুইট করেন রাজ নিজেই। তিনি লেখেন, আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই। এরপরই শুভেচ্ছার বন্যা স্যোশাল মিডিয়ায়। নতুন অতিথির আগমনে খুশি সকলেই।
2023-11-30 17:15:58