আজ, সোমবার রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ রেখে চলবে ট্রায়াল রান। এই সময় পণ্যবাহী গাড়ি স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। ট্রায়াল রানের ফলাফল অনুযায়ী কবে থেকে বিদ্যাসাগর সেতু বন্ধ হবে তার সিদ্ধান্ত নেবে লালবাজার।
মহিলা কনস্টেবল নির্বাচনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার রুবি কুমারী ও পুনম কুমারী নামের দুই ভুয়ো পরীক্ষার্থী। তাদের গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা।
২৫টা তো দুরের কথা, ৫ টা পেয়ে দেখাক! লোকসভা ভোট প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জয় মানুষের পরাজয় নয়। একের বিরুদ্ধে এক হয়ে লড়া হয়নি বলেই বিজেপি জিতেছে।’ আগামী দিনে এই ফর্মুলা কাজে লাগিয়ে বিজেপিকে হারানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
2023-12-04 15:29:00এখনও বঙ্গোপসাগরের উপরই পাক খাচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। ইতিমধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আগামীকাল বিকেলের দিকে সেটি অন্ধ্র ও উত্তর তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তখন তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমির মধ্যে। কিন্তু তার আগেই মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সমুদ্রের ধারে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে বন্ধ হয়েছে উড়ান। আজ রাত ১১টা অবধি উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ২ জনের। হাঁটুজল ঢুকে গিয়েছে অনেক বাড়ির ভিতরে। রাস্তাতেও যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছে।
2023-12-04 15:12:52মহিলা কনস্টেবল নির্বাচনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার রুবি কুমারী ও পুনম কুমারী নামের দুই ভুয়ো পরীক্ষার্থী। তাদের গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা।
২৫টা তো দুরের কথা, ৫ টা পেয়ে দেখাক! লোকসভা ভোট প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জয় মানুষের পরাজয় নয়। একের বিরুদ্ধে এক হয়ে লড়া হয়নি বলেই বিজেপি জিতেছে।’ আগামী দিনে এই ফর্মুলা কাজে লাগিয়ে বিজেপিকে হারানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
2023-12-04 15:29:00এখনও বঙ্গোপসাগরের উপরই পাক খাচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। ইতিমধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আগামীকাল বিকেলের দিকে সেটি অন্ধ্র ও উত্তর তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তখন তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমির মধ্যে। কিন্তু তার আগেই মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সমুদ্রের ধারে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে বন্ধ হয়েছে উড়ান। আজ রাত ১১টা অবধি উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ২ জনের। হাঁটুজল ঢুকে গিয়েছে অনেক বাড়ির ভিতরে। রাস্তাতেও যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছে।
2023-12-04 15:12:52রাজ্যসভা থেকে আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করা হল। ১১৫ দিন আগে তাঁকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। শীতকালীন অধিবেশন শুরুর আগে সেই নির্দেশ প্রত্যাহার করা হল।
মিজোরাম বিধানসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২১টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল জোরাম পিপলস মুভমেন্ট(জেডপিএম)। লালডুহোমার পার্টি আরও ৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ তাদের সরকারে আসা প্রায় নিশ্চিত। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার এমএনএফ এগিয়ে রয়েছে মাত্র ১০টি আসনে। জোরামথাঙ্গা নিজে আইজল পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। বিজেপি ২টি ও কংগ্রেস ১টিতে এগিয়ে রয়েছে।
2023-12-04 14:00:29তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। জনমত সমীক্ষার ফলে আশা জাগলেও বাস্তবে গোবলয়ের তিন রাজ্যে পরাজয়ের মুখ দেখতে হয়েছে কংগ্রেসকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের বাইরে আজ তিনি বলেন, ‘যারা জয়ী হয়েছেন তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব ভুল শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামতে।’ কংগ্রেস নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে বলেও সমালোচনা করেন অভিষেক। যোগ্যদের সুযোগ দিয়ে সঠিক সময়ে সামনে না আনার ফল ভুগতে হয়েছে বলে মত তাঁর। পাশাপাশি এই জয়ের কারণে বিজেপির বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণে নেই বলেই জানিয়েছেন অভিষেক। ২০১৮ সালে এই তিন রাজ্যে জয়ের পরও তার প্রভাব ১৯-এর লোকসভা ভোটে পড়েনি। সেই প্রসঙ্গও আজ মনে করিয়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
2023-12-04 13:26:28ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। আগামীকালই অন্ধ্র ও তামিলনাড়ুর মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। চেন্নাইয়ে আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মিগজাউমের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও খুব বেশি দুর্যোগের আশঙ্কা নেই। আজ, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।
সিংঘম এগেইন সিনেমার শ্যুটিং চলাকালীন চোট পেলেন অভিনেতা অজয় দেবগন। মুম্বইয়ের ভিলে পারলে এলাকায় একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি চোখে চোট পান। যদিও আঘাত বেশি গুরুতর নয় বলেই খবর।
2023-12-04 11:31:49সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে আজ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কটাক্ষের সুরে একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বিরোধীরা পরাজয়ের নৈরাশ্য সংসদে প্রকাশ করতে আসবেন না। বিরোধীদের এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে। এবার অন্তত নেতিবাচক রাজনীতি থেকে সরে আসুন। তবে আপনাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টাবে। তিনি আরও বলেন, উন্নয়ন ঠিকভাবে হলে প্রতিষ্ঠানবিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ভারত এখন শুধু সামনে এগিয়ে যেতে চায়।’
শহরে ফের সিবিআই হানা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণা মামলার তদন্তে আজ কলকাতার নিউটাউনের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রতারণার অঙ্ক প্রায় ৮০০ কোটির কাছাকাছি।
মিজোরামের ভোটগণনায় পালাবদলের ইঙ্গিত। এগিয়ে থাকা আসনের ভিত্তিতে শাসকদল এমএনএফকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার পার করল জেডপিএম। এই মুহূর্তে লালডুহোমার জেডপিএম এগিয়ে ২৬টি আসনে। জোরামথাঙ্গা এগিয়ে ৯টি আসনে। কংগ্রেস ২টি ও বিজেপি ৩টি আসনে এগিয়ে। বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজল পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বলে খবর।
আজ বেলা ১১টায় রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই বিধানসভায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2023-12-04 10:30:00রেললাইনে উঠে আসা বালি বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ আপ রাধিকাপুর এক্সপ্রেসের। ঘটনাটি ঘটেছে, গতকাল রাত দেড়টা নাগাদ, মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বল্লালপুর সেতুর নীচে। আচমকাই রেললাইনে উঠে আসে ওই বালি বোঝাই লরিটি। তখনই চলে আসে দুরপাল্লার ট্রেনটি। মধ্যরাতে যাত্রীরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই লরিটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় ট্রেনটির। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় ট্রেনটির ইঞ্জিনে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে বেশকিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
আধার, প্যান বা ভোটার কার্ড আছে, থাক। এবার দেশের সমস্ত নাগরিকের জন্য একটি নিজস্ব ইউনিক নম্বর চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। নম্বরটি নাম হল ইউনিক ডকুমেন্ট আইডেনটিফিকেশন নম্বর (ইউএনআইডি)। অনুমান করা হচ্ছে, নাগরিকের যাবতীয় তথ্য সংরক্ষণে কিছু দেশের মতো ভারতেও অদূর ভবিষ্যতে এই নম্বরের ব্যবহার শুরু হবে। মায়ের আঙুলের ছাপ, চোখের মণির ছবি ও মোবাইল নম্বর নিয়ে সদ্যোজাত শিশুর বার্থ সার্টিফিকেট ইস্যুর সময়ই এই নম্বর প্রদানের কাজ শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কাজ এবার শুরু হল বাংলাতেও। রাজ্যে শুরু হয়েছে সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতাল এবং টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে।
2023-12-04 08:56:07মেষ: অফিসকর্মীদের কর্মে আকস্মিক বিঘ্নের সৃষ্টি হতে পারে।
বৃষ: কাজকারবার থেকে উত্তম অর্থলাভ যোগ।
মিথুন: শ্বশুর বাড়ির সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে।
কর্কট: ছোট ব্যবসায় কেনাবেচা ও আয় বাড়বে।
সিংহ: পরীক্ষায় অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা: প্রবাসীর ঘরে ফেরায় মানসিক আনন্দ।
তুলা: পাওনা টাকার কিছু অংশ আদায় হতে পারে।
বৃশ্চিক: কর্মস্থলে সাফল্য ও সুনাম বৃদ্ধি।
ধনু: নতুন যোগাযোগ থেকে উপকৃত হতে পারেন।
মকর: অর্থলাভের যোগটি বিশেষ অনুকূল।
কুম্ভ: ব্যবসায়িক বরাত প্রাপ্তি ও ভাগ্যোন্নতি।
মীন: একাধিক ক্ষেত্র থেকে অর্থকড়ি আয় বাড়বে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ভারতীয় নৌ দিবস
১১৩১: পারস্যের কবি ও দার্শনিক ওমর খৈয়ামের মৃত্যু
১৭৯৮: ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়
১৮২৯: সতীদাহ প্রথা রদ করলেন লর্ড বেন্টিঙ্ক
১৮৮৪: ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের জন্ম
১৯৯১: সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়
১৮৯৩: অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৯৯: টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে প্রথমবার এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার হয়
১৯১০: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি আর বেঙ্কটরামনের জন্ম
১৯২৪: মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হল
১৯৭৭: ক্রিকেটার অজিত আগরকরের জন্ম
২০১৭:বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়ের মৃত্যু
২০১৭: বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুরের মৃত্যু
২০১৯: কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার বব উইলিসের মৃত্যু
মধ্যপ্রদেশে গড় রক্ষা। বাড়তি কংগ্রেসের হাত থেকে দুটি রাজ্য রাজস্থান ও ছত্তিশগড় ছিনিয়ে নেওয়ার পথে বিজেপি। তেলেঙ্গানা বাদে তিন রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। সেই ফলাফল অনেকটা স্পষ্ট হতেই এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, ‘জনতা জনার্দনের সামনে আমরা মাথা নত করছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফলাফল এই ইঙ্গিতই দিচ্ছে যে, ভারতের মানুষ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে, যার জন্য বিজেপি দাঁড়িয়ে রয়েছে। এই দ্বিধাহীন সমর্থনের জন্য এই তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে চাই। আশ্বাস দিচ্ছি যে, তাঁদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব।’
ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। যার মধ্যে আগামী ৫ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৬ ও ৭ তারিখ সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে হাল্কা থেকে মাঝারি আকারে হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে। ওই দু’দিন হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, নদীয়া ও পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2023-12-03 14:56:09
শহরে ফের আত্মহত্যার ঘটনা। পূর্ব যাদবপুরের একটি বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন রঞ্জিত বোস (৬৭) নামের এক বৃদ্ধ। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।
2023-12-03 11:36:31