বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর। হাড়োয়ার গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার ঘটনা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে।
2025-02-14 09:12:00২০২২ সালে দুর্ঘটনার মুখে পড়েছিলেন ক্রিকেটার ঋষভ পন্থ। সেইসময় তাঁর প্রাণ বাঁচিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন রজত কুমার। আত্মহত্যার চেষ্টা করেছেন ঋষভের সেই রক্ষক। গত ৯ ফেব্রুয়ারি প্রেমিকা মনু কাশ্যপের সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই তরুণীর। অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রজত। জানা গিয়েছে, জাতিগত কারণে তাঁদের সম্পর্ক মেনে নিচ্ছিল না পরিবার। তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। যদিও মনুর মায়ের অভিযোগ, রজত তাঁর মেয়েকে অপহরণের পর বিষ খাইয়ে খুন করেছে।
2025-02-14 09:10:00রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে’, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি বলেন, ‘আমি আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছি, এটা যুদ্ধের যুগ নয়। ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে, আমি তাকে সমর্থন করি। ’
2025-02-14 09:00:00গেট ভেঙে বিয়েবাড়িতে ঢুকে পড়ল একটি চিতাবাঘ। রবাহুত ‘অতিথি’কে দেখে প্রাণভয়ে ছুটোছুটি শুরু করে দেন অন্যান্যরা। বেশ কয়েক ঘণ্টা একটি গাড়ির মধ্যেই ঠাঁই নিতে হয় বর ও কনেকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। শহরের এমএম লনে অক্ষয় ও জ্যোতির বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বিপত্তি! চিতাবাঘের হানায় জখম হন দুই ক্যামেরাম্যান। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পুলিস ও বনকর্মীরা। প্রাণীটিকে বাগে আনতে গিয়ে গুরুতর জখম হন এক বনকর্মীও। ভোর সাড়ে তিনটের সময় সেটিকে আটক করা সম্ভব হয়।
2025-02-14 09:00:00হামলা হতে পারে দলাই লামার উপর। ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এসংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরই বাড়ানো হল তিব্বতি ধর্মগুরুর নিরাপত্তা। বৃহস্পতিবার থেকে তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, ৮৯ বছরের ধর্মগুরুর সুরক্ষা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন ৩৩ জন নিরাপত্তা রক্ষী। হিমাচল প্রদেশের ধর্মশালায় তাঁর বাসভবন প্রহরা দেবেন সশস্ত্র বাহিনী। এছাড়া, ২৪ ঘণ্টা ধর্মগুরুকে সুরক্ষা প্রদান করবেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ও কমান্ডোরা।
2025-02-14 08:50:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.৭২ টাকা |
পাউন্ড | ১০৬.৪৭ টাকা | ১১০.২১ টাকা |
ইউরো | ৮৮.৭৮ টাকা | ৯২.১৫ টাকা |