রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। চলতি সপ্তাহে টানা চারদিন ছুটি পাচ্ছেন তাঁরা। আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় ছুটি থাকবে। সঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সব-এ-বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করেছে নবান্ন। তারপরের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষেও সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে। তাই চলতি সপ্তাহে পর পর চার দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
ভক্তদের জন্য রাম মন্দিরে দর্শনের সময় পরিবর্তন করল কর্তৃপক্ষ। এবার থেকে সকাল ৭টার বদলে রোজ ৬টাতে খুলবে মন্দিরের দরজা। বন্ধ হবে রাত ১০টায়। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই প্রতিনিয়ত বাড়ছে ভক্তদের ভিড়। বিশেষ করে পূর্ণকুম্ভ চলাকালীন প্রচুর ভিড় হচ্ছে রাম মন্দিরে। তাই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধুই মন্দির খোলার সময়সূচির পরিবর্তন নয়, আরতির সময়েরও পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আগে ভোর ৪টে ৩০ মিনিটে হতো মঙ্গল আরতি, এখন থেকে সেটি হবে ভোর ৪টেতে। তারপরে বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। ফের সকাল ৬টাতে শৃঙ্গার আরতি করে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। দুপুর ১২টাতে দেওয়া হবে রাম মন্দিরের বিশেষ প্রসাদ ‘রাজভোগ’। সন্ধ্যা আরতি হবে ৭টাতে তখন মন্দিরের দরজা বন্ধ থাকবে ১৫ মিনিটের জন্য। দিনের শেষে রাম মন্দিরে শয়ন আরতি হবে রাত ১০টায়। আগে এই আরতি হতো রাত ৯টা ৩০ মিনিটে। শয়ন আরতির পর সেদিনের মতো বন্ধ করে দেওয়া হবে রাম মন্দির। সূত্রের খবর, অতিরিক্ত ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৬.৭৭ টাকা | ১১০.৫১ টাকা |
ইউরো | ৮৮.৬৮ টাকা | ৯২.০৬ টাকা |