দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৩৭টি আসনে জয় পেল বিজেপি। এখনও ১১টি আসনে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। অন্যদিকে, আপ জয়ী হয়েছে ১৭টি আসনে। তারা এগিয়ে রয়েছে ৫টি আসনে।
2025-02-08 16:08:00মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পুলিস ইতিমধ্যেই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রতীক ওরফে অনিকেত ওরফে সায়ন। অভিযোগ, মডেলিংয়ে চান্স পাইয়ে দেওয়ার কথা বলে দুই তরুণীকে ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। ২০২৪-এর এপ্রিল থেকে এই কাণ্ড চলছে। অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিস।
দিল্লিতে জনাদেশ স্পষ্ট। রাজধানীর রঙ গেরুয়া। হারের পর মুখ খুললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘জনতার রায় বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। বিজেপিকে অভিনন্দন, আশা করছি তারা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। গত ১০ বছরে আমরা স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো খাতে অনেক কাজ করেছি। আমরা এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেওয়ার পাশাপাশি, মানুষের সেবা করার কাজও করে যাব।’
2025-02-08 15:43:37ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |