মুর্শিদাবাদের চাঁদপুরে এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য। মজুত রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান পুলিসের। শনিবার সকালে এই ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী।
2025-02-08 14:31:18দিল্লিতে জনাদেশ স্পষ্ট। রাজধানীর রঙ গেরুয়া। হারের পর মুখ খুললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘জনতার রায় বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। বিজেপিকে অভিনন্দন, আশা করছি তারা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। গত ১০ বছরে আমরা স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো খাতে অনেক কাজ করেছি। আমরা এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেওয়ার পাশাপাশি, মানুষের সেবা করার কাজও করে যাব।’
2025-02-08 14:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |