বিয়েতে উপহার দেননি বাবা! শুধুমাত্র এই অভিযোগ নিয়েই সটান জেলাশাসকের দ্বারস্থ মেয়ে। করলেন অভিযোগ দায়েরও। এমনই আজব ঘটনাটি যোগীরাজ্যের বরেলীর। জানা গিয়েছে, গত ২০২০ সালের এপ্রিল মাসে পাশের শহরের এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। তখন ছিল লকডাউন। সেই কারণে গৃহস্থালি সামগ্রী যেমন খাট, আলমারি, বিছানা, টিভি, ফ্রিজ এসব কিছুই মেয়েকে উপহার দিতে পারেননি ‘অপারগ’ বাবা। তবে ‘বিদাই’-এর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লকডাউন কাটতেই তা দিয়ে দেবেন। কিন্তু লকডাউন কাটলেও চার চারটি বছর কেটে গিয়েছে। কিন্তু সেই উপহার আর আসেনি মেয়ের শ্বশুরবাড়িতে। অবশেষে জেলাশাসক দপ্তরের হস্তক্ষেপে তড়িঘড়ি মেয়েকে উপহারে ভরিয়ে দিলেন বাবা। চাহিদা মতো মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন সকল সামগ্রী।
2025-01-14 15:00:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |