গতকাল, সোমবার ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে পূর্ণকুম্ভের মেলা। এটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কল্পবাস করতে সূদূর ক্যালিফোর্নিয়া থেকে মেলায় এসেছেন প্রয়াত অ্যাপেল কর্তা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। কিন্তু আজ, মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। এ প্রসঙ্গে কৈলাশানন্দ গিরি মহারাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এতো ভিড়ে লরেনের অভ্যাস নেই। তাঁর ত্বকে কোনও কারণে সংক্রমণ হয়ে যাওয়ায় অ্যালার্জি দেখা দিয়েছে। তিনি আপাতত বিশ্রাম নিচ্ছেন।
2025-01-14 16:00:00‘পিস্তল’বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং কপিল দেব। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের করা মন্তব্যের জবাব দিলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। উল্লেখ্য, কয়েকদিন আগে যোগরাজ সিং দাবি করেছিলেন তিনি বন্দুক নিয়ে সোজা হাজির হয়েছিলেন কপিল দেবের বাড়িতে। এমনকী বন্দুক বার করে কপিল দেবকে হত্যা করতেও প্রস্তুত ছিলেন যোগরাজ। তবে তাঁর এই মন্তব্যে যে গুরুত্ব দিচ্ছেন না কপিল সেটা প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট। এ বিষয়ে সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম কপিলদেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে? কার কথা বলছ?’ তাঁকে জানানো হয়, যোগরাজ সিং, যুবরাজ সিংয়ের বাবা। তা শুনে কপিল বলেন, ‘আচ্ছা, আর কিছু?’
2025-01-14 15:32:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |