ভয়াবহ দাবানলে ছারখার আমেরিকার লস এঞ্জেলস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আগুনের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। নিখোঁজ কমপক্ষে ১৬ জন। ঘরছাড়া দেড় লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি বাড়ি। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ১৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে বলে আশঙ্কা। তবে রেহাই এখনই মিলছে না। আরও ভয়ঙ্কর হতে পারে এই দাবানলের তাণ্ডব। পাল্লা দিয়ে বাড়তে পারে মৃতের সংখ্যাও। এমনটাই জানিয়েছে আমেরিকার আবহাওয়া দপ্তর। ক্যালিফোর্নিয়ার রাজ্যপাল গাভিন নিউসম বলেন, “আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ।” লস এঞ্জলস দমকল বিভগের প্রধান ক্রিস্টিন ক্রাউলির কথায়, “প্যালিসেডের বিভিন্ন এলাকায় এখনও আগুন জ্বলছে। এই মুহূর্তে সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ নেই, জল নেই। বহু জায়গায় জ্বালানি সরবরাহের লাইন পর্যন্ত ফেটে গিয়েছে।”
2025-01-14 14:16:26পূর্ব বর্ধমানের দেওয়ানডিহিতে প্রচুর মাদক উদ্ধার করল পুলিস। আজ, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানডিহি থানার পুলিস বিশেষ অভিযান চালায়। এলাকায় রেল লাইনের পারে একটি চার চাকা গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। ধৃতের নাম সঞ্জয় রাহা। সে বীরভূমের বাসিন্দা। গাড়িটি থেকে প্রায় ৭১.৯০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। উদ্ধার হয়েছে ১১ প্যাকেট গাঁজাও।
2025-01-14 13:58:25ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |