‘পিস্তল’বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং কপিল দেব। ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের করা মন্তব্যের জবাব দিলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক। উল্লেখ্য, কয়েকদিন আগে যোগরাজ সিং দাবি করেছিলেন তিনি বন্দুক নিয়ে সোজা হাজির হয়েছিলেন কপিল দেবের বাড়িতে। এমনকী বন্দুক বার করে কপিল দেবকে হত্যা করতেও প্রস্তুত ছিলেন যোগরাজ। তবে তাঁর এই মন্তব্যে যে গুরুত্ব দিচ্ছেন না কপিল সেটা প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট। এ বিষয়ে সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম কপিলদেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে? কার কথা বলছ?’ তাঁকে জানানো হয়, যোগরাজ সিং, যুবরাজ সিংয়ের বাবা। তা শুনে কপিল বলেন, ‘আচ্ছা, আর কিছু?’
2025-01-14 16:44:53নির্মীয়মাণ ওভার ব্রিজের গার্ডরেল ভেঙে বিপত্তি! আজ মঙ্গলবার দুপুরে ডানকুনির জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজের গার্ডরেল ভেঙে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় জখম ১। প্রত্যক্ষদর্শীদের দাবি, যিনি জখম হয়েছেন তিনি নির্মীয়মাণ ব্রিজের নীচের অংশে কাজ করছিলেন। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই খবর।
2025-01-14 16:41:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |