বৃহস্পতিবার থেকে শুরু হল ‘চুঁচুড়া বিধানসভা উৎসব’। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে শুরু হল এ উৎসব। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। উৎসব চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব প্রাঙ্গণে শতাধিক সংস্থার স্টল রয়েছে। স্টল দিয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে বিক্রি হচ্ছে প্রসাধনী সামগ্রী। উৎসবের মঞ্চ থেকে আর জি কর ঘটনার প্রসঙ্গ টেনে নারী স্বশক্তিকরণের বার্তা দেন সাংসদ কল্যাণ। দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করে তিনি বলেন, ‘এই রাজ্যই অপরাজিতা বিলে মেয়েদের ধর্ষণ করে খুনের সাজা একমাত্র মৃত্যুদণ্ড করেছে। কিন্তু কেন্দ্র তাতে এখনও সায় দেয়নি।’ এরপর তিনি মহিলাদের উদ্দেশে বলেন, ‘আপনারা পড়াশোনা শিখে স্বাবলম্বী হোন। তারপর বিয়ে করবেন।’ উৎসবের মঞ্চে নচিকেতা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
2025-01-24 17:53:40কলসেন্টার খুলে আর্থিক প্রতারণার ঘটনা ঘটছে প্রায়শই। এবার এনিয়ে তৎপর হল ইডি। বৃহস্পতিবার একাধিক জেলায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু হয় ৫-৬ জায়গায় তল্লাশি। কলকাতা, বাগুইআটি, হাওড়া, ডোমজুর সহ একাধিক এলাকায় হানা দেয় তদন্তকারীদের দল। মূলত, বেআইনি কলসেন্টার খুলে দেশি ও বিদেশি নাগরিকদের কাছে আর্থিক প্রতারণার অভিযোগের ভিত্তিতেই চলে এই অভিযান। এদিন কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি।
2025-01-24 17:48:00এবার দিল্লির রাস্তায় সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে আবহাওয়া দপ্তরের ট্যাবলো। আবহাওয়া দপ্তরের দেড়শো বছর পূর্তি এবার দেশজুড়ে পালিত হচ্ছে। তাই সেখানে স্থান পেয়েছে আবহাওয়া দপ্তরের ট্যাবলোও। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ট্যাবলোর মাধ্যমে তিনটি বিষয় তুলে ধরা হবে। গত ২৫ অক্টোবর তীব্র ঘূর্ণিঝড় ‘ডানা’ আছড়ে পড়েছিল ওড়িশা উপকূলে। তার সঠিক পূর্বাভাস দেওয়া গিয়েছিল। তাই আটকানো গিয়েছিল বহু মানুষের মৃত্যু। এই সাফল্যের বিষয়টি তুলে ধরা হবে ট্যাবলোতে। আবহাওয়ার পূর্বভাস কীভাবে কৃষকদের সুবিধা করে দিচ্ছে তাও দেখানো হবে ট্যাবলোর মাধ্যমে। পূর্বাভাসের সুবিধা নিয়ে কীভাবে সমুদ্রে পৌঁছনো মৎস্যজীবী, বিমানের পাইলট ও একজন সাধারণ মা তাঁর সন্তানের নিরাপত্তা দিয়েছেন, ট্যাবলোর একটি অংশে তা দেখানো হবে।
2025-01-24 17:20:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.০৭ টাকা |
পাউন্ড | ১০৫.০৯ টাকা | ১০৮.০০ টাকা |
ইউরো | ৮৮.৭০ টাকা | ৯১.৩৯ টাকা |