আগামী ১২ ও ১৯ জানুয়ারি গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ পরবর্তী দুটি রবিবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চলাচল করবে না। প্রযুক্তিগত ও কারিগরি বিশেষ কাজের জন্যই রেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতার রাস্তায় ধস! শেক্সপিয়ার সরণি এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে অকল্যান্ড পার্কের সামনের রাস্তায় ধস নেমেছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। আজ, শুক্রবার রাত থেকে রাস্তা ঠিক করার কাজ শুরু হবে।
2025-01-24 18:30:59বৃহস্পতিবার ডাক বিভাগের পক্ষ থেকে চন্দননগর কলেজের নামে ডাক টিকিট প্রকাশ হল। কলেজের হেরিটেজ বিল্ডিং অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, দক্ষিণবঙ্গ ডাক বিভাগের আধিকারিক ঋজু গঙ্গোপাধ্যায়, ডাকবিভাগের হুগলি জেলার অধীক্ষক দেবরাজ শেঠিরা। চন্দননগর কলেজ শতাব্দীপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। ২০১০ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা মান্যতা প্রাপ্ত কলেজের ‘হেরিটেজ বিল্ডিং’এ স্থাপিত মিউজিয়াম সকলের কাছে আকর্ষণীয়। সম্প্রতি সর্বভারতীয় মূল্যায়নের নিরিখে চন্দননগর কলেজ ন্যাক গ্রেড-এ+ অর্জন করেছে। অধ্যক্ষ দেবাশিস সরকার বলেন, ‘কলেজের সঙ্গে বহু ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে। ডাক টিকিট প্রকাশ হওয়ায় মুকুটে বড় পালক যুক্ত হল।’
2025-01-24 18:10:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.০৭ টাকা |
পাউন্ড | ১০৫.০৯ টাকা | ১০৮.০০ টাকা |
ইউরো | ৮৮.৭০ টাকা | ৯১.৩৯ টাকা |