ট্রেনের ইঞ্জিনের উপর ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। গতকাল, শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে। ইঞ্জিনের বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই ঝলসে যায় যুবকটির দেহ। এই ঘটনার পরই স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, এদিন গোয়াগামী হজরত নিজামউদ্দিন-ভাস্কো দা গামা এক্সপ্রেস সন্ধ্যার পর ঝাঁসি স্টেশনের ১ নম্বর প্ল্যার্টফর্মে প্রবেশ করে। সেই সময়ে ওই যুবক আচমকা প্ল্যার্টফর্মের উপরের টিনের শেড থেকে ট্রেনের ইঞ্জিনে ঝাঁপ দেন। ট্রেনেটির ওভারহেডে থাকা বৈদ্যুতিক যন্ত্রাংশের সংস্পর্শে আসা মাত্রই তাঁর দেহ ঝলসে যান। এরপরই হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। ঝাঁসি স্টেশনে প্রায় ৪৫মিনিট আটকে পড়ে ট্রেনটি।
2024-12-07 11:10:00মেষ: বিদ্যায় উন্নতির যোগ।
বৃষ: কাজকর্মে সাফল্য ও খ্যাতির সম্ভাবনা।
মিথুন: পারিপার্শ্বিক জটিলতার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে।
কর্কট: চিকিৎসা শাস্ত্রের অধ্যয়নে শুভ।
সিংহ: কাজকর্মে উন্নতির যোগ।
কন্যা: কর্মে উন্নতি ও প্রশংসা লাভের যোগ।
তুলা: বড় কাজ থেকে আজ বিরত হন।
বৃশ্চিক: শেয়ার, মেয়াদি সঞ্চয় প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের যোগ আছে।
ধনু: কাজকর্ম ও বিজ্ঞান বিষয়ক উচ্চতর শিক্ষায় বিশেষ শুভ দিন।
মকর: অর্থকড়ি দিকটি শুভ।
কুম্ভ: পেশার প্রসার হবে ও চাকরিজীবীদের কর্ম উন্নতির সম্ভাবনা।
মীন:পেশাদারি কর্মে বড় সাফল্য ও অগ্রগতি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৮৩ টাকা | ৮৫.৫৭ টাকা |
পাউন্ড | ১০৬.১২ টাকা | ১০৯.৮৭ টাকা |
ইউরো | ৮৭.৯০ টাকা | ৯১.২৭ টাকা |