স্বামী দ্বিতীয় বিয়ে করায় থানায় অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। রাগে ওই গৃহবধূকেই কাটারি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা মণ্ডলপাড়ায়। গুরুতর আহত অবস্থায় মণিকা রায় নামে ওই মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহিলার স্বামী পঞ্চা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দাশনগর থানার পুলিস। আহত গৃহবধূ মণিকা রায় বলেন, আমার স্বামী সম্প্রতি অপর একটি বিয়ে করেছে। তাই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলাম। কারণেই আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে সে।
2024-12-07 11:52:00বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস নিষ্ক্রিয় হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। চলতি শীতের মরশুমে শুক্রবারই প্রথম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে (১৬.৭) চলে আসে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হয়েছে শীতের আমেজ। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। এদিন সকালে শহরে হাল্কা কুয়াশা ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
2024-12-07 11:42:16ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৮৩ টাকা | ৮৫.৫৭ টাকা |
পাউন্ড | ১০৬.১২ টাকা | ১০৯.৮৭ টাকা |
ইউরো | ৮৭.৯০ টাকা | ৯১.২৭ টাকা |