ফের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের কনসার্টকে ঘিরে গন্ডগোল। আজ, রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে কনসার্ট রয়েছে দিলজিতের। তার আগে কনসার্টস্থলের কাছেই বিক্ষোভ দেখালেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। তাদের অভিযোগ, কনসার্ট কর্তৃপক্ষরা দিলজিতের শোতে আমিষ খাবার ও মদের স্টল দিচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীদের দাবি এইধরনের বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত আনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েকজন কর্মীরা কনসার্টস্থলে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিসের সঙ্গে বচসাও করছেন। তাদের দাবি, দিলজিতের কনসার্টস্থল থেকে মদ ও আমিষ খাবারের স্টল সরাতে হবে। আজ, রবিবার সন্ধ্যা ৭টায় ইন্দোরে কনসার্ট রয়েছে দিলজিতের। যদিও ইন্দোর জোন ২-এর অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং জানিয়েছেন, এই কনসার্টের জন্য এখনও অনুমতি দেওয়া হয়নি। এখনও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন উঠছে, তবে কী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের আপত্তির জেরেই দিলজিতের কনসার্টে অনুমতি দিতে ঢিলেমি করছে ইন্দোর পুলিস? যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি অতিরিক্ত ডিসিপি অমরেন্দ্র সিং। আর কয়েকঘণ্টা বাদেই ইন্দোরে লাইভ কনসার্ট রয়েছে দিলজিত দোসাঞ্জের। তার আগে এখনও পর্যন্ত কনসার্টের অনুমতি নিয়ে জটিলতা থাকায় বিপাকে পড়েছেন সঙ্গীতশিল্পীর ভক্তরা।
2024-12-08 16:56:42ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৮৫ টাকা | ৮৫.৫৯ টাকা |
পাউন্ড | ১০৬.১০ টাকা | ১০৯.৮৬ টাকা |
ইউরো | ৮৭.৯১ টাকা | ৯১.৩০ টাকা |