আলিপুর আদালতের কোর্ট ইনসপেক্টর হলেন রাজীব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুনির্মল রায়কে ইএসডিতে আর বর্তমানে ইএসডিতে কর্মরত অ্যাসিস্টান্ট কমিশনার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। শুক্রবার এই বদলি চূড়ান্ত করেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা।
2024-11-30 17:49:50২০২১-এর পর ফের ২০২৪। আজ, শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর ঘোষণা করলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। দু’দিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দুই পাক ক্রিকেটার। গতকাল অর্থাৎ শুক্রবারই অবসর নিয়েছেন ইমাদ ওয়াশিম। আজ, শনিবার সমাজমাধ্যমে অবসর ঘোষণা করলেন আমির। তিনি তাঁর সমামাধ্যমে লেখেন, “অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই সিদ্ধান্তটি একদমই সহজ ছিল না। আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য পাকিস্তানের ক্রিকেটকে নতুন শিখরে নিয়ে যাওয়ার এটাই আদর্শ সময়। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের শ্রষ্ঠ সম্মান। আমি আন্তরিকভাবে পিসিবি, আমার পরিবার, বন্ধুবান্ধব, এবং অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই।”
2024-12-14 21:28:37ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.০৪ টাকা | ৮৫.৭৮ টাকা |
পাউন্ড | ১০৫.৬৫ টাকা | ১০৯.৪০ টাকা |
ইউরো | ৮৭.১৬ টাকা | ৯০.৫৩ টাকা |