জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাধারণ নাগরিকদের উপর এইধরণের হামলার তীব্র নিন্দা করলেন তিনি। সঙ্গে উপত্যকায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে বাড়তি দায়িত্ব নেওয়ার কথাও বললেন ওমর।
বৌদিকে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজ, রবিবার ওই বধূর স্বামী সনিচরওয়া ওরাও ময়নাগুড়ি থানায় তার ভাই পুনা ওরাও-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে পুনা তার বৌদির ঘরে ঢুকে তাঁকে কাঠের বাটাম দিয়ে আক্রমণ করে। স্ত্রীকে উদ্ধার করতে এসে আহত হয় বধূর স্বামীও। গতকাল, শনিবার শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে বধূর মৃত্যু হয়েছে।
2024-11-03 15:45:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬১ টাকা | ৮৪.৭০ টাকা |
পাউন্ড | ১০৭.৫২ টাকা | ১১০.৪৫ টাকা |
ইউরো | ৮৯.৯৯ টাকা | ৯২.৬৯ টাকা |