উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। বুধবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিশ্বনাথ বসু নামে এক কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় জয়দেব কর্মকার, শের আলী ও কুলদীপ সিংকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কুলদীপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল। তবে বারাসত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় জয়দেব কর্মকারের। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয়েছে শের আলির। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩।
2024-10-31 08:39:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৭.৫০ টাকা | ১১১.২৬ টাকা |
ইউরো | ৮৯.৩০ টাকা | ৯২.৬৯ টাকা |