না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের রত্ন রতন টাটা। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মাত্র কয়েকদিন আগেই তিনি সুস্থ রয়েছেন বলে নিজেই দাবি করেছিলেন। কিন্তু এরমধ্যেই ঘটে গেল অঘটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দেশের কোটি কোটি মানুষের কাছে নমস্য ছিলেন তিনি। উৎসবের মরশুমে তাঁকে হারিয়ে রতন হারা হল দেশ।
2024-10-09 23:45:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৫ টাকা | ৮৪.৮৯ টাকা |
পাউন্ড | ১০৮.২৫ টাকা | ১১১.৮০ টাকা |
ইউরো | ৯০.৭১ টাকা | ৯৩.৮৮ টাকা |