এই মুহূর্তে

নিউমার্কেটে পুজোর বাজার জমজমাট, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়

নিউমার্কেটে পুজোর বাজার জমজমাট, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে উপচে পড়া ভিড়

2024-10-02 18:23:49

হরিয়ানা-পাঞ্জাবের শম্ভু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও জলকামানের ব্যবহার করছে পুলিস

হরিয়ানা-পাঞ্জাবের শম্ভু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও জলকামানের ব্যবহার করছে পুলিস

2024-12-14 13:19:00

মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন অল্লু অর্জুন

মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন অল্লু অর্জুন

ঠিক তাঁর সিনেমার মতোই পরতে পরতে চমক। বাড়ি থেকে গ্রেপ্তার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ও পরে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গতকাল, শুক্রবার পুলিসের হাতে গ্রেপ্তার হন অল্লু অর্জুন। তারপরে গতকাল সকাল থেকে নানা ঘটনার সম্মুখীন হচ্ছিলেন ‘পুষ্পা ২: দ্য রুল’ খ্যাত অভিনেতা। গতকাল, শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেও জেলমুক্তি হয়নি অল্লুর। কারণ হাইকোর্টের নির্দেশ হাতে পান নি চঞ্চলগুড়া জেল কর্তৃপক্ষ। তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। আজ, শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সোজা জুবিলি হিলসের অফিসে যান অল্লু। সেখান থেকে বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পরে ফের বাসভবনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অল্লু অর্জুন বলেন, ‘মৃতার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা খুবই দুঃখিত। তাঁরা যেভাবে চাইবে আমি সেইভাবেই সাহায্য করব। আমি সেদিন প্রেক্ষাগৃহের ভিতরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখছিলাম। দুর্ঘটনাটি ঘটে হলের বাইরে। আমার সঙ্গে কোনওভাবেই এই দুর্ঘটনার সম্পর্ক নেই। ওই প্রেক্ষাগৃহে বিগত ২০ বছর ধরে আমি যাই। কোনওদিন এইধরনের দুর্ঘটনা ঘটেনি। এর থেকে বেশি কিছু আমি বলব না কারণ মামলাটি এখনও বিচরাধীন।’

2024-12-14 13:16:00

টালিগঞ্জে মহিলার কাটা মুণ্ড: নেপথ্যে কি বিবাহ বহির্ভুত সম্পর্ক!

টালিগঞ্জের ডাস্টবিন থেকে গতকাল ভোরে উদ্ধার হওয়া কাটা মুণ্ড নিয়ে এবার নতুন তথ্য পেল তদন্তকারী পুলিস আধিকারিকরা। মহিলার জামাইবাবু ধৃত আতিকুর বহমান লস্করই খুন করে থাকতে পারে তাঁকে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। তবে এর নেপথ্যে বিবাহ বহির্ভুত সম্পর্ক নাকি অন্য কোনও কারণ রয়েছে তা আতিকুরকে জিজ্ঞাসাবাদ করে সুনিশ্চিত করতে চাইছে পুলিস। তবে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না মৃতা খাদিজা বিবির। এমনকী পারুলিয়ায় শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে থাকতেনও না। পুলিস জানতে পেরেছে, একাধিক বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল খাদিজার। কিন্তু কী দিয়ে খুন হলেন খাদিজা। জানা গিয়েছে, পেশায় রঙ মিস্ত্রি আতিকুর পুট্টি করার কাজে ব্যবহৃত পাত দিয়েই খুন করা হয়েছে খাদিজাকে। পুট্টি করার জন্য পাতের সামনে থাকা ধারালো অংশ দিয়েই কোপানো হয় তাঁকে। এও জানা যাচ্ছে, ঘটনার দিন খাদিজা আতিকুরের বাড়ি গিয়েছিলেন। এরপর তাঁরা একই সঙ্গে বের হয়। ট্রেনে চেপে আসেন কলকাতায়। তারপরই এই কাণ্ড। তবে সে একাই খুন করেছে বলে আতিকুর দাবি করে পুলিসের কাছে। জানিয়েছে, প্রতিদিন তাঁরা একসঙ্গে কলকাতায় কাজে আসতেন। একসঙ্গে সাইকেল চেপেই স্টেশনে আসতেন। তবে ঘটনার দিন তাঁরা একসঙ্গে আসেননি।। খাদিজা একাই বাড়ি থেকে বের হয়। কিন্তু ঘটনার দিন যে  দু’জনের মধ্যে কিছু কথা হয়েছে, তার প্রমাণ মিলেছে মোবাইলের কল ডিটেইলস থেকে। পুলিসের মতে অভিযুক্ত বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারীদের।

2024-12-14 13:08:15

তৃতীয় টেস্ট (প্রথম ইনিংস): বৃষ্টির জেরে ভেস্তে গেল প্রথম দিনের খেলা, অস্ট্রেলিয়া ২৮/০

2024-12-14 13:00:05

ফের মা হলেন কোয়েল

ফের মা হলেন কোয়েল

ফের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ, শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
 

2024-12-14 12:58:27

বীরভূমের রামপুরহাটে জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিস

2024-12-14 12:52:00
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য ও উন্নতির যোগ। আর্থিক উন্নতি হবে। দৈবকর্মে সক্রিয়তা বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা