গত বছরের তুলনায় চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, ৮ মাসে দার্জিলিং ও ডুয়ার্স মিলিয়ে রাজ্যে চা এর উৎপাদন কমল প্রায় ৪৩ মিলিয়ন কেজি। টি বোর্ডের তথ্য বলছে, গত বছর রাজ্যে প্রথম আট মাসে চা উৎপাদন হয়েছিল ২৪৭.২৬ মিলিয়ন কেজি। সেখানে এবার জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজ্যে চায়ের উৎপাদন হয়েছে ২০৪.৪৪ মিলিয়ন কেজি। অর্থাৎ এই ৮ মাসে রাজ্যের চায়ের উৎপাদন কমেছে ৪২.৮২ মিলিয়ন কেজি। শতাংশের হিসেবে এই পরিমাণ ১৭.৩২ শতাংশ কম।
2024-10-01 22:52:00আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডে। সূত্রের খবর, সন্দীপের কল রেকর্ড থেকেই তার নাম মেলে। অভিযোগ, এমবিবিএস পরীক্ষায় পাস করানোর জন্য টাকা তুলত এই ডাক্তার। এই টাকা পৌঁছত সন্দীপের কাছে। পাশাপাশি আশিসের মাধ্যমেই হাউস স্টাফও নিয়োগ হত টাকার বিনিময়ে। এই টাকাও সংগ্রহ করত পাণ্ডে। পরে তা সন্দীপের কাছে পৌঁছত।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |