১৯৬৮ সালের ফেব্রুয়ারি মাসে চণ্ডীগড় থেকে উড়েছিল বায়ুসেনার এ এন ১২ বিমান। পরে বায়ুসেনার ওই বিমানটি হিমাচলের রোটাং পাসে ভেঙে পড়ে। সেই সময় কয়েকটি দেহ উদ্ধার করা গেলেও অধিকাংশেরই কোনও হদিশ মেলেনি। এবার সেই দুর্ঘটনার ৫৬ বছর পর বরফের নীচ থেকে উদ্ধার হল আরও ৪ জন সেনাকর্মীর মৃতদেহ।
আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডে। সূত্রের খবর, সন্দীপের কল রেকর্ড থেকেই তার নাম মেলে। অভিযোগ, এমবিবিএস পরীক্ষায় পাস করানোর জন্য টাকা তুলত এই ডাক্তার। এই টাকা পৌঁছত সন্দীপের কাছে। পাশাপাশি আশিসের মাধ্যমেই হাউস স্টাফও নিয়োগ হত টাকার বিনিময়ে। এই টাকাও সংগ্রহ করত পাণ্ডে। পরে তা সন্দীপের কাছে পৌঁছত।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |