রাজ্যে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে ২০২৫ সালের ৫ এবং ৬ ফেব্রুয়ারি। আজ, বুধবার নবান্ন সভাঘরে বাণিজ্য বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ৪০০-র মত বিদেশি প্রতিনিধি এই বাণিজ্য সম্মেলনে আসতে পারেন বলে জানা গিয়েছে।
2024-09-11 20:38:00বেঙ্গল-মিডল ইস্ট এক্সপ্রেস সার্ভিসের পথ চলা শুরু। পণ্য নিয়ে কন্টেনারবাহী জাহাজ হলদিয়া বন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে পৌঁছনোর জন্য চালু হল এই সার্ভিস। আজ বুধবার হলদিয়া থেকে যাত্রা শুরু করল বিএম এক্সপ্রেস। এদিন এমভি ইয়ং ইউই ইলেভেন নামে একটি কন্টেনারবাহী জাহাজ হলদিয়া থেকে দুবাইয়ের জেবেল আলি বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।এর ফলে ভারতের পূর্ব প্রান্তের সঙ্গে আরবের দেশগুলির সরাসরি যোগসূত্র বাড়বে এবং উপকৃত হবে রাজ্যের তথা পূর্ব ভারতের শিল্পসংস্থাগুলি।
2024-09-11 20:19:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.০৪ টাকা | ১১১.৫৮ টাকা |
ইউরো | ৯১.১৩ টাকা | ৯৪.৩৩ টাকা |