বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে

তেলেঙ্গানায় ভারী বৃষ্টির জের, উপড়ে গেল ৫ হাজার গাছ

2024-09-05 10:25:41

নিউটাউনে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত

নিউটাউনে কিশোরীকে খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত ব্যক্তি পেশায় টোটোচালক। তাঁর নাম সৌমিত্র রায় ওরফে রাজ। পুলিস জানিয়েছে, বাড়িতে ফিরে যাওয়ার জন্য ওই কিশোরী ধৃত ব্যক্তির টোটোতে চেপেছিল। কিন্তু তাঁকে বাড়িতে পৌঁছে দেয়নি অভিযুক্ত। নিউটাউনে লোহাপুলের কাছে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করে সে।

2025-02-09 14:03:00

ছত্তিশগড়ের বিজাপুরে ৩১ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে, জানালেন আইজি পি সুন্দররাজ

2025-02-09 13:54:00

কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি কর্মীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার নিয়ম তুলে দিল পাক সরকার

কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যের মধ্যে একজনকে চাকরি দেওয়া হতো। তার জন্য সেই সদস্যকে কোনও প্রবেশিকা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। এবার থেকে সেই নিয়ম প্রত্যাহার করল পাকিস্তান সরকার। আর কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরাসরি চাকরি পাবেন না ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি রায় দেন। তাতে বলা হয়, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার যে নিয়ম রয়েছে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। তারপরেই সেই রায়ের ভিত্তিতে এই কোটা ব্যবস্থা তুলে দিল পাক সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। তবে জঙ্গি হামলায় শহিদ হওয়া জওয়ান কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য করে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রক, তা প্রত্যাহার করা হচ্ছে না বলেই জানিয়েছে ইসলামাবাদ।
 

2025-02-09 13:46:24

ছত্তিশগড়ের বিজাপুরে ১২ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

2025-02-09 13:43:32

গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মোহান্তি

গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মোহান্তি

গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। গতকাল, শনিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয়েছে তাঁকে। লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। অভিনেতার শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। তাই দিল্লিতে নিয়ে এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ হয়ে তিনদিন আগেই ভুবনেশ্বরে  একটি হাসপাতালে ভর্তি হন উত্তম মোহান্তি। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। তারপরেই ওই হাসপাতালের চিকিৎসকরা উত্তমবাবুকে অন্য হাসপাতালে ভর্তি করাতে বলেন। সেইমতোই তাঁকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পুত্র। উত্তম মোহান্তিকে দিল্লিতে বিমানে করে নিয়ে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করেন ওড়িয়া অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র এবং প্রযোজক স্তিথা পট্টনায়ক। ওড়িয়ার বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা  উত্তম মোহান্তি। তাঁর বয়স ৬৭ বছর। ১৯৭৭ সালে ‘অভিমান’ সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় ডেব্যু হয় তাঁর।
 

2025-02-09 13:30:55

লেফ্টেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আতিশী মার্লেনা

লেফ্টেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন আতিশী মার্লেনা

2025-02-09 13:12:18
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা