অভয়ার ন্যায় বিচার ও এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার নয়া কর্মসূচি নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এদিন শিক্ষক চিকিৎসকেরা দলবদ্ধ ভাবে মেডিক্যাল কলেজগুলোতে জুনিয়ার ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে একসঙ্গে শপথ নেবেন বলে জানানো হয়েছে।
2024-09-05 10:07:00কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যের মধ্যে একজনকে চাকরি দেওয়া হতো। তার জন্য সেই সদস্যকে কোনও প্রবেশিকা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। এবার থেকে সেই নিয়ম প্রত্যাহার করল পাকিস্তান সরকার। আর কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরাসরি চাকরি পাবেন না ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি রায় দেন। তাতে বলা হয়, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার যে নিয়ম রয়েছে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। তারপরেই সেই রায়ের ভিত্তিতে এই কোটা ব্যবস্থা তুলে দিল পাক সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। তবে জঙ্গি হামলায় শহিদ হওয়া জওয়ান কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য করে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রক, তা প্রত্যাহার করা হচ্ছে না বলেই জানিয়েছে ইসলামাবাদ।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |