নাবালিকাকে অপহরণ করার অভিযোগে ময়নাগুড়ি থানার পুলিসের হাতে গ্রেপ্তার এক যুবক। নাবালিকার পরিবারের থেকে অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যে ময়নাগুড়ি থানার পুলিসের তৎপরতায় ময়নাগুড়ির মাধবডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুকুমার রায়। জানা গিয়েছে, বুধবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় নাবালিকা। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
2024-08-08 13:47:29মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আজ, রবিবার সকালে হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। গতকাল, শনিবার মুম্বইয়ের একটি হাসপাতালে দীপিকাকে নিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং। তারপরেই সেখানে ভর্তি হন দীপিকা।
অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা বিজয়। কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের লোগো ও পতাকা প্রকাশ করেন তিনি। তারপরেই ঘোষণা করেন তাঁর লক্ষ্য আগামী ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেই কারণেই পুরোদস্তুর রাজনীতিতে নেমে পড়েছেন বিজয়। আজ, রবিবার অনুরাগী ও দলীয় কর্মীদের অভিনেতা জানিয়েছেন, তামিলাগা ভেট্রি কাঝাগামকে(বিজয়ের রাজনৈতিক দল) রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে ভোটে লড়ার অনুমতিও দিয়েছে নির্বাচন কমিশন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |