অনুরাগীদের সুখবর দিলেন অভিনেতা বিজয়। কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের লোগো ও পতাকা প্রকাশ করেন তিনি। তারপরেই ঘোষণা করেন তাঁর লক্ষ্য আগামী ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেই কারণেই পুরোদস্তুর রাজনীতিতে নেমে পড়েছেন বিজয়। আজ, রবিবার অনুরাগী ও দলীয় কর্মীদের অভিনেতা জানিয়েছেন, তামিলাগা ভেট্রি কাঝাগামকে(বিজয়ের রাজনৈতিক দল) রাজনৈতিক দলের স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে ভোটে লড়ার অনুমতিও দিয়েছে নির্বাচন কমিশন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |