আর জি কর কাণ্ডে নতুন মোড়। সিবিআই সূত্রে খবর, গত ৯ আগস্ট ভোরবেলা নিজের গাড়ির ড্রাইভারকে ফোন করেছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর ড্রাইভারের কাছে ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ ফোনটি আসে। তাঁকে আসতে বলা হয় বেলেঘাটার বাড়িতে। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে এমনটাই জানিয়েছেন সন্দীপ ঘোষের ড্রাইভার।
2024-09-08 11:02:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |