ভরদুপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুরের বিশালক্ষী তলায়। আক্রান্ত ব্যক্তির নাম জাকির হোসেন মোল্লা। পুলিস সূত্রে খবর, ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে তাঁর। অভিযোগ, এদিন দুপুরে বাইকে করে চারজন যুবক ক্রেতা সেজে তাঁর দোকানে প্রবেশ করে। এরপরই তারা আচমকা জাকিরের উপর চড়াও হয়। তাঁকে বেঁধে রেখে প্রথমে বেধড়ক মারধর করা হয়। পরে জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
2025-02-06 17:14:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৫৮ টাকা | ৮৮.৩২ টাকা |
পাউন্ড | ১০৭.৪৬ টাকা | ১১১.২২ টাকা |
ইউরো | ৮৯.২৯ টাকা | ৯২.৬৮ টাকা |