আমজনতাকে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫ বছর বাদে রেপো রেট কমাল আরবিআই। আজ, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ঘোষণা করেছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। যার ফলে এখন রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬.২৫ শতাংশে। রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটির তিনদিনের বৈঠকের পর এদিন এই ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা।
2025-02-07 12:37:45মাত্র ১ ইউরোতে ইতালিতে কিনতে পারবেন আস্ত বাড়ি! শুনতে অসম্ভব লাগলেও এটাই বাস্তব। দৈনিক কাঁচা আনাজ কিনতে এর থেকে বেশি খরচ হয়ে যায় আমাদের। কিন্তু ইতালিতে মাত্র ১ ইউরোর বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন একটি বাড়ি। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৯০.৯৬ টাকা। এই অর্থ ব্যয় করলেই ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালিতে আপনি পেয়ে যেতে পারেন বাড়ি। বেশ কিছু বছর আগেই ইতালিতে এইভাবে শুরু হয়েছে ‘ওয়ান ইউরো হাউজেস’ নামে একটি ওয়েবসাইট। যার মাধ্যমে আপনি কিনতে পারবেন বাড়ি। এই ওয়েবসাইটেই দেওয়া রয়েছে সব তথ্য। মূলত ইতালির গ্রামীণ এলাকাগুলিতে কেনা যাবে এই ধরণের বাড়ি। কিন্তু এত কম দামে বাড়ি? আসলে, ইতালির গ্রামগুলি প্রায় জনশূন্য হয়ে উঠেছে। বিশেষ করে কাজের খোঁজে যুব সম্প্রদায় গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছে শহরে। আর গ্রামগুলিতে রয়ে গিয়েছেন বয়স্করা। কোনও কোনও গ্রামে তো আবার কোনও মানুষই থাকে না। শুধুই পড়ে রয়েছে বাড়িগুলি। এই প্রাণহীন গ্রামগুলিতে সজীবতা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগী হয়েছে ইতালির একাধিক পুরসভা। সূত্রের খবর, বাড়ির মালিকরা প্রথমে তাঁদের বাড়িগুলি স্থানীয় পুরসভাকে বিক্রি করে। তারপর সেই বাড়িগুলি মাত্র ১ ইউরোতে বিক্রির উদ্যোগ নেয় পুরকর্তৃপক্ষ। লক্ষ্য একটাই গ্রামগুলিতে প্রাণ ফিরিয়ে আনা। তবে প্রথম প্রথম এই প্রকল্প ধাক্কা খায়। কেউ সেইভাবে সাড়া দেয়নি। তবে বেশ কিছু মাস ধরে ‘ওয়ান ইউরো হাউজেস’ প্রকল্প এখন জনপ্রিয় ইতালিতে। তবে মাত্র ১ ইউরোতে বাড়ি কিনলেও আপনার পকেট থেকে খসবে আরও অর্থ। কারণ যে বাড়িগুলি বিক্রি হচ্ছে তাদের অবস্থা জরাজীর্ণ। সেইগুলি মেরামতি করে বসবাসযোগ্য করতে অনেক অর্থই খরচ করতে হবে ক্রেতাকে। তার সঙ্গে রয়েছে একগুচ্ছ নির্দেশিকা। যেমন- বাড়ি কেনার সময় ক্রেতাকে এক বছরের মধ্যে বাড়ি সংস্কারের পরিকল্পনা জমা দিতে হবে পুরসভায়। সম্পত্তির হস্তান্তরের জন্য আলাদা করে অর্থ ও কর দিতে হবে পুরসভাকে। বাড়ি মেরামত করার আগে ১ হাজার থেকে ৫ হাজার ইউরো পুর কর্তৃপক্ষের কাছে জমাও রাখতে হবে ক্রেতাকে। যদিও বাড়ির মেরামতির পর সেই অর্থ ফেরত দিয়ে দেবে পুরসভা। ইউরোপের বাইরের নাগরিকরাও ইতালির ওই গ্রামগুলিতে বাড়ি কিনতে পারবেন। তবে তাঁদের জন্য আলাদা নিয়ম রয়েছে। যার মধ্যে অন্যতম, ইতালির কোনও নাগরিক যদি আপনার দেশে সম্পত্তি কিনতে পারেন, তবেই আপনি সেখানকার গ্রামগুলিতে পড়ে থাকা বাড়িগুলি ক্রয় করতে পারবেন।
আজ, শুক্রবার ব্যস্ত দিনে সকাল থেকে শহরে কোথাও যানজটের খবর নেই। শহরের যান পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে। এদিন শহরে একটি মিছিল সহ বেশি কিছু কর্মসূচি রয়েছে। যার ফলে যানজট হতে পারে। এদিন দুপুর ১২টায় মেয়ো রোডে একটি ধর্না কর্মসূচি রয়েছে। দুপুর ২টোতে একটি কার র্যালি রয়েছে। যেটি শুরু হবে চেতলা সেন্ট্রাল রোড থেকে। সেটি রাসবিহারী অ্যাভেনিউ হয়ে যাবে হাজরা ক্রসিং পর্যন্ত। এছাড়াও আজ, শুক্রবার বিকেল ৫টাতে এজেসি বোস রোডে একটি মিছিল রয়েছে। তাতে ভালো লোকের জমায়েত হওয়ার কথা। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৭.৫০ টাকা | ১১১.২৬ টাকা |
ইউরো | ৮৯.৩০ টাকা | ৯২.৬৯ টাকা |