পশ্চিম বর্ধমানের পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকার গাড়ির যন্ত্রাংশ কেনাবেচার বাজারে একটি কাঠের গোডাউনে বুধবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। পানাগড় দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন প্রথমে আগুন নেভাত আসে। পরে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
2025-02-13 10:33:00কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার হল এক ইন্টার্নের ঝুলন্ত দেহ। মৃতের নাম কিষাণ কুমার (২৬)।মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তিনি প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন।
2025-02-13 10:13:00আজ, বৃহস্পতিবার সকাল থেকেই রোদের তেজে অস্থির আমজনতা। চড়চড় করে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি ও ২৩ ডিগ্রির মধ্যে। অন্যদিকে, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি।
2025-02-13 10:04:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৮ টাকা | ৮৭.৬২ টাকা |
পাউন্ড | ১০৬.০৭ টাকা | ১০৯.৮১ টাকা |
ইউরো | ৮৮.১৬ টাকা | ৯১.৫৩ টাকা |