সাময়িক বিরতির পর ফের প্যারিস ওলিম্পিকসের প্রস্তুতিতে নেমে পড়ছেন নীরজ চোপড়া। মঙ্গলবার ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। উল্লেখ্য, গত মাসে পায়ে হাল্কা চোট পেয়েছিলেন সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার। ঝুঁকি এড়াতে কয়েকদিন বিশ্রামে ছিলেন তিনি। তবে এখন পুরোপুরি সুস্থ নীরজ। মঙ্গলবার পাভো নুরমি গেমসে তাঁকে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ম্যাক্স ডেনিং। ১৯ বছর বয়সি জার্মান তরুণ সম্প্রতি ৯০ মিটারের ম্যাজিক ফিগার পার করেছেন। প্যারিস গেমসেও নীরজের সোনা জয়ের পথে বড় বাধা মানা হচ্ছে ম্যাক্সকে। এছাড়া পাভো নুরমিতে রয়েছেন অ্যান্ডরসন পিটারস ও ওলিভার হেলান্ডার। এই প্রতিযোগিতার পর আগামী ৭ জুলাই ডায়মন্ড লিগে অংশ নেবেন নীরজ।
2024-06-18 08:24:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.০৭ টাকা |
পাউন্ড | ১০৫.০৯ টাকা | ১০৮.০০ টাকা |
ইউরো | ৮৮.৭০ টাকা | ৯১.৩৯ টাকা |