তরুণী হৃদয়ে ঝড় তোলা রোমান্স কিং শাহরুখের সিগারেট প্রেমের কথা সর্বজনবিদিত। চেইনস স্মোকার হিসেবে কিঞ্চিত ‘দুর্নাম’ও রয়েছে তাঁর। আর এই প্রেমের কারণেই স্থান-কাল-পাত্র কোনও কিছুকেই তোয়াক্কা করতেন না বলিউডের বাদশা। এ নিয়ে বিতর্কেও কম জড়ান নি তিনি। একটা সময়ে তিনি নাকি দিনে ১০০টারও বেশি সিগারেট খেতেন। সে কথা নিজে মুখেই একবার স্বীকার করেছিলেন কিং খান। কিন্তু গতকাল নিজের ৫৯তম জন্মদিনে এবার সেই ধূমপান নিয়ে বড়সড় ঘোষণাই করে দিলেন বাজিগর। জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান করছেন না। জানান, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। তবে সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।
2024-11-03 18:52:00মুরগির মাংসের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল মাদক কারবার। প্যাডলার নিয়োগ করে উত্তরবঙ্গের বিভিন্ন শহরে কখনও ব্রাউন সুগার, কখনও নিষিদ্ধ কাফ সিরাপ, আবার কখনও ছড়িয়ে দেওয়া হচ্ছিল নেশার ট্যাবলেট। অবশেষে অভিযান চালিয়ে চক্রের মাথা তথা কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম রাজু ছেত্রী। গতকাল, শনিবার রাতে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিস। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘জলপাইগুড়ি শহর থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ মিলেছে। হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করা হবে।’
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬১ টাকা | ৮৪.৭০ টাকা |
পাউন্ড | ১০৭.৫২ টাকা | ১১০.৪৫ টাকা |
ইউরো | ৮৯.৯৯ টাকা | ৯২.৬৯ টাকা |