কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকাণ্ডে মৃত দাঁতনের দ্বারিকেশ পট্টনায়েকের (৫২) মৃতদেহ। শনিবার সকালে দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা দ্বারিকেশকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। শ্রদ্ধা নিবেদনের পর দ্বারিকেশের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয় শববাহী শকট।
2024-06-15 09:48:00কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যের মধ্যে একজনকে চাকরি দেওয়া হতো। তার জন্য সেই সদস্যকে কোনও প্রবেশিকা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হতো না। এবার থেকে সেই নিয়ম প্রত্যাহার করল পাকিস্তান সরকার। আর কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হলে সরাসরি চাকরি পাবেন না ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। গত বছরের ১৮ অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি রায় দেন। তাতে বলা হয়, কর্মরত অবস্থায় মৃত্যু হলে সরকারি চাকুরিজীবীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার যে নিয়ম রয়েছে তা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। তারপরেই সেই রায়ের ভিত্তিতে এই কোটা ব্যবস্থা তুলে দিল পাক সরকার। ইতিমধ্যেই সেই বিষয়ে জারি হয়েছে নির্দেশিকা। তবে জঙ্গি হামলায় শহিদ হওয়া জওয়ান কিংবা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। যদিও মৃত সরকারি কর্মচারীর পরিবারকে যে আর্থিক সাহায্য করে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্ত্রক, তা প্রত্যাহার করা হচ্ছে না বলেই জানিয়েছে ইসলামাবাদ।
গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। গতকাল, শনিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয়েছে তাঁকে। লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। অভিনেতার শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। তাই দিল্লিতে নিয়ে এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ হয়ে তিনদিন আগেই ভুবনেশ্বরে একটি হাসপাতালে ভর্তি হন উত্তম মোহান্তি। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। তারপরেই ওই হাসপাতালের চিকিৎসকরা উত্তমবাবুকে অন্য হাসপাতালে ভর্তি করাতে বলেন। সেইমতোই তাঁকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পুত্র। উত্তম মোহান্তিকে দিল্লিতে বিমানে করে নিয়ে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করেন ওড়িয়া অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র এবং প্রযোজক স্তিথা পট্টনায়ক। ওড়িয়ার বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। তাঁর বয়স ৬৭ বছর। ১৯৭৭ সালে ‘অভিমান’ সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় ডেব্যু হয় তাঁর।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৩ টাকা | ৮৮.৩৭ টাকা |
পাউন্ড | ১০৬.৯২ টাকা | ১১০.৬৭ টাকা |
ইউরো | ৮৯.১৭ টাকা | ৯২.৫৫ টাকা |