সাত দিন বন্ধ থাকবে কাশী মিত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। মেরামতির কারণে তা বন্ধ রাখা হচ্ছে বলে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে কলকাতা পুরসভা। ১৬ জুন, রবিবার সকাল আটটা থেকে ২৩ জুন সকাল আটটা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এই সময়কালে কাঠের চুল্লির পরিষেবা স্বাভাবিক থাকবে। কাশী মিত্র শ্মশানঘাটে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে। বৈদ্যুতিক চুল্লির মেরামতি সহ অন্যান্য কারণে সংস্কারের কাজের প্রয়োজন। তাই এক সপ্তাহ শাটডাউন থাকবে সেটি।
2024-06-15 09:30:00অপারেশন টেবিলে যন্ত্র বিকল হয়ে গেল। ফলে মাঝপথেই এক রোগীর অস্ত্রোপচার বন্ধ করতে হয়! কলকাতা শহরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ১৪ জানুয়ারি ওই রোগীর স্পাইনাল কর্ডে অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন শুরু হওয়ার পর নাকি যন্ত্র খারাপ হয়ে যায়। তখন অপারেশন বন্ধ করে দেওয়া হয়। ওই রোগী বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। এ ব্যাপারে হাসপাতালের সুপারকে ফোন করা হলেও তিনি না ধরায় মন্তব্য পাওয়া যায়নি।
2025-01-20 17:45:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৭৮ টাকা | ৮৭.৫২ টাকা |
পাউন্ড | ১০৩.৬৮ টাকা | ১০৭.৩৮ টাকা |
ইউরো | ৮৭.৬০ টাকা | ৯০.৯৮ টাকা |