প্রবল বর্ষণে ফাটল দেখা দিল নোনাই নদী বাঁধে। আলিপুরদুয়ার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। স্থানীয়দের আশঙ্কা, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হলে নোনাইয়ের জল ঢুকে পড়তে পারে এই ওয়ার্ডের ভারতনগর এলাকার ৪০০ টি বাড়িতে। খবর পেয়ে আজ শুক্রবার এলাকায় গিয়ে বাঁধের ফাটল পরিদর্শন করেন সেচদপ্তরের আধিকারিকরা।
2024-06-14 15:24:00বাইকের ধাক্কায় জখম চিতাবাঘ। রাজস্থানের উদয়পুরে রাস্তা পেরোচ্ছিল ওই চিতাবাঘ। রবিবার রাত ৮টা নাগাদ ওই রাস্তা ধরেই বাইক চালিয়ে আসছিলেন এক দুধ বিক্রেতা। সেই সময়ই তাঁর বাইক চিতাবাঘটিকে সজোরে ধাক্কা মারে। দুধের ক্যান সহ উল্টে যায় বাইকটি। চারদিকে গড়িয়ে পড়ে দুধ। আঘাত পেয়ে মাঝরাস্তায় বসে পড়েন ওই বিক্রেতা। তাঁকে উদ্ধারের জন্য ছুটে আসেন স্থানীয়রা। জখম হয় চিতাবাঘটিও। কিছুক্ষণ রাস্তায় বসে ছিল প্রাণীটি। লোকজন পৌঁছলে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘ।
2025-02-11 08:45:00ব্রেস্ট : পিএসজি (রাত ১১-১৫ মিনিটে)
ম্যান সিটি : রিয়াল মাদ্রিদ (রাত ১-৩০ মিনিটে)
জুভেন্তাস : পিএসভি (রাত ১-৩০ মিনিটে)
স্পোর্টিং লিসবন : বরুসিয়া (রাত ১-৩০ মিনিটে)
* সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।
মেষ: নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।
বৃষ: আর্থিক উন্নতি হবে।
মিথুন: স্ত্রীভাগ্যে অর্থলাভ হতে পারে।
কর্কট: গবেষক ও চিকিৎসকদের পক্ষে দিনটি শুভ।
সিংহ: কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে।
কন্যা: গৃহে শুভ কর্মের তোড়জোড়।
তুলা: একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃশ্চিক: অর্থকড়ি দিকটি অনুকূল।
ধনু: সৃষ্টিশীল কর্মে উল্লেখযোগ্য সাফল্য।
মকর: দিনটি অর্থ কর্ম দিকে শুভ।
কুম্ভ: প্রেম-প্রণয় যোগ আছে।
মীন:ব্যবসায়ী কর্ম প্রচেষ্টায় অগ্রগতি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
১৫৫৬: সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন
১৮৪৭: বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জন্ম
১৮৮২: ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম
১৯১৭: মার্কিন লেখক সিডনি শেলডনের জন্ম
১৯৪৪ : বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্তর জন্ম
১৯৫৭: অভিনেত্রী টিনা মুনিমের জন্ম
১৯৭৯ - আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের
১৯৮০: ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মৃত্যু
১৯৮৩: টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর জন্ম
১৯৯০: দক্ষিণ আফ্রিকার জেল থেকে মুক্তি পেলেন নেলসন ম্যান্ডেলা
২০২২: অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার মৃত্যু
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানো ঘি ব্যবহারের অভিযোগে বিতর্ক ছড়িয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। রবিবার তিনটি ডেয়ারি সংস্থার এই চারজনকে গ্রেপ্তার করেছে সিবিআই নেতৃত্বাধীন সিট। গত বছর অক্টোবরে তিরুপতি মন্দিরের এই কাণ্ডে সিট গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন উত্তরাখণ্ডের ভোলে বাবা ডেয়ারির প্রাক্তন ডিরেক্টর বিপিন জৈন ও পোমিল জৈন, বৈষ্ণবী ডেয়ারির সিইও অপূর্ব বিনয়কান্ত ও এআর ডেয়ারির এমডি রাজু রাজাশেখরণকে গ্রেপ্তার করা হয়েছে। তিরুপতিতে তিনদিন ধরে তাঁদের জেরা করা হয়। তদন্তে অসহযোগিতা করছিলেন তাঁরা।
2025-02-11 08:30:00ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে ঝামেলার জেরে ১৭ বছরের কিশোরকে খুন। মহারাষ্ট্রের ওয়ারধা জেলার এই ঘটনায় মানব ঝুমনা (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, সম্প্রতি হিমাংশু চিমনি নামে এক কিশোর অনলাইনে ভোটাভুটি শুরু করে। বিষয়টির বিপক্ষে ছিল মানব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ভোটে জেতে হিমাংশু। তা নিয়েই দু’জনের বিতণ্ডা বাধে। গত শনিবার তারা দেখা করে। সেখানেই রাগের বশে ছুরি দিয়ে নাবালকের উপর হামলা চালায় মানব। এই আঘাতের জেরে মৃত্যু হয় তার।
2025-02-11 08:20:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৬.৭৭ টাকা | ১১০.৫১ টাকা |
ইউরো | ৮৮.৬৮ টাকা | ৯২.০৬ টাকা |