চুরি যাওয়া বিএসএনএলের তার উদ্ধার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। বিএসএনএলের মাথাভাঙ্গা শাখার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাথাভাঙ্গা থানার পুলিস। এরপরই উদ্ধার হয় চুরি যাওয়া কেবল তার। এবিষয়ে সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। তিনি জানান, মাথাভাঙ্গা থানার অন্তর্গত জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিএসএনএলের প্রায় চল্লিশ মিটার কেবল তার চুরি যায়। যার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। ধৃতদের মধ্যে পবিত্র সিনহার বাড়ি মাথাভাঙ্গা ৫ নং ওয়ার্ডে। ধৃত জয় দাস এবং গোপি দাসের বাড়ি জোরপাটকি এলাকায়। এই তিনজনকে চারদিনের পুলিস হেফাজতে নেওয়া হয়েছে।
2024-06-14 15:18:17শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল প্রধান নগর থানার পুলিস। ঘটনায় বিহারের হাতা জেলায় বসবাসকারী তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৭৮ টাকা | ৮৭.৫২ টাকা |
পাউন্ড | ১০৩.৬৮ টাকা | ১০৭.৩৮ টাকা |
ইউরো | ৮৭.৬০ টাকা | ৯০.৯৮ টাকা |