শহরের নির্বাচনের উত্তাপ এবার ছড়াল বেলগাছিয়ায়। পুড়িয়ে দেওয়া হল উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাইক। ওই বুথ এজেন্টের নাম তারক দাস। অভিযোগ, গতকাল, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটে। গোটা বিষয়টি ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ তারক দাসের। শুধুই তাঁর নয়, ওই বিজেপি নেতার ভাইয়ের বাইকও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নন বলেই দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। তারক বাবুর দাবি, তিনি ২০২১ সালে ভোট পরবর্তী হিংসারও শিকার হয়েছিলেন। সেই সময় তিন মাস বাড়ি ছাড়া ছিলেন। পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি ওই বিজেপি নেতার।
আজ, রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বরচাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সবিতা সামন্ত (৪৫)। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মৃতার স্বামীকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই দম্পতি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।
2024-09-08 15:17:40ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.১৩ টাকা | ৮৪.৮৭ টাকা |
পাউন্ড | ১০৮.৩২ টাকা | ১১১.৮৭ টাকা |
ইউরো | ৯১.২৫ টাকা | ৯৪.৪৩ টাকা |