বিশ্ব জীব বৈচিত্র্য দিবস
১৫৪৫: সম্রাট শেরশাহের মৃত্যু
১৭৭২: রাজা রামমোহন রায়ের জন্ম
১৮০৩: কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন
১৮২২: লেখক ও সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্রর জন্ম
১৮৫৯: গোয়েন্দা শার্লক হোমসের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের জন্ম
১৮৮৫: ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর মৃত্যু
১৮৯৭: টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়
১৯৪০: ক্রিকেটার এরাপল্লি প্রসন্নর জন্ম
১৯৪৬: আইরিশ ফুটবলার জর্জ বেস্টের জন্ম
১৯৫০: কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর জন্ম
১৯৭২: সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয়
২০০৪: ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিংয়ের শপথ গ্রহণ
সাত বছর পর ফের শুরু হচ্ছে হকি ইন্ডিয়া লিগ। শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল হকি লিগের আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কলিঙ্গ ল্যান্সারস। তারপর থেকে বন্ধ রয়েছে এই লিগ। সূত্রের খবর, এতদিন এই লিগ ছিল শুধুমাত্র পুরুষদের জন্যই। তবে এইবার মহিলাদের জন্যও লিগ থাকছে। অংশগ্রহণ করতে চলেছে ৬টি টিম।
2024-10-04 18:01:13ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |