লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ, সোমবার পশ্চিমবঙ্গের ৭টি কেন্দ্র সহ দেশের মোট ছ’টি রাজ্য বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এই দফায় গোটা দেশে মোট ৫৭.৪৭ শতাংশ ভোট পড়েছে। যার মধ্যে- বিহারে (৫ আসন) ৫২.৬০ শতাংশ, ঝাড়খণ্ডে (৩ আসন) ৬৩ শতাংশ, মহারাষ্ট্রে (১৩ আসন) ৪৮.৮৮ শতাংশ, ওড়িশাতে (৫ আসন) ৬০.৭২ শতাংশ, উত্তরপ্রদেশে (১৪ আসন) ৫৭.৭৯ শতাংশ, জম্মু-কাশ্মীরে (১ আসন) ৫৪.৪৯ শতাংশ ও লাদাখে (১ আসন) ৬৭.১৫ শতাংশ। পশ্চিমবঙ্গের সাত আসনে এদিন মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ।
2024-05-20 20:22:49ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.৬৮ টাকা | ৮৮.৪২ টাকা |
পাউন্ড | ১০৭.৫০ টাকা | ১১১.২৬ টাকা |
ইউরো | ৮৯.৩০ টাকা | ৯২.৬৯ টাকা |