গতকাল, সোমবার ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে পূর্ণকুম্ভের মেলা। এটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কল্পবাস করতে সূদূর ক্যালিফোর্নিয়া থেকে মেলায় এসেছেন প্রয়াত অ্যাপেল কর্তা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। কিন্তু আজ, মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। এ প্রসঙ্গে কৈলাশানন্দ গিরি মহারাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এতো ভিড়ে লরেনের অভ্যাস নেই। তাঁর ত্বকে কোনও কারণে সংক্রমণ হয়ে যাওয়ায় অ্যালার্জি দেখা দিয়েছে। তিনি আপাতত বিশ্রাম নিচ্ছেন।
2025-01-14 18:12:01জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন ৬ জওয়ান। পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের রাজৌরি সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। সেনা সূত্রে খবর, মঙ্গলবার সকালে রাজৌরির নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোর্খা রাইফেলসের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেখানেই মাটিতে লুকনো ছিল ল্যান্ডমাইনটি। টহল দেওয়ার সময়ে এক জওয়ান ভুলবশত সেটার উপর পা দিতেই বিস্ফোরণ হয়। ছিটকে পড়েন অন্যান্য জওয়ানরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল।
2025-01-14 18:00:12নির্মীয়মাণ ওভার ব্রিজের গার্ডরেল ভেঙে বিপত্তি! আজ মঙ্গলবার দুপুরে ডানকুনির জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজের গার্ডরেল ভেঙে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় জখম ১। প্রত্যক্ষদর্শীদের দাবি, যিনি জখম হয়েছেন তিনি নির্মীয়মাণ ব্রিজের নীচের অংশে কাজ করছিলেন। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই খবর।
2025-01-14 17:52:18ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |